05/08/2025
🎭 দিতিপ্রিয়া বনাম জিতু: পর্দার রসায়ন বাস্তবে ঠান্ডা সংঘাত! পাল্টা জবাবে উত্তপ্ত টলিউড
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার-এর কেন্দ্রীয় চরিত্র আর্য ও অপর্ণার রসায়ন দর্শকদের মন জয় করলেও, সেটের বাইরে তাঁদের সম্পর্ক এখন তিক্ততায় মোড়া। সম্প্রতি অভিনেত্রী দিতিপ্রিয়া রায় একটি বিস্ফোরক ফেসবুক পোস্ট করে সহ-অভিনেতার বিরুদ্ধে ঘুরিয়ে অভিযোগ তোলেন। আর সেই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন অভিনেতা জিতু কামাল—ফলে উত্তাল টলিপাড়া।
🔴 কী লিখেছিলেন দিতিপ্রিয়া?
দিতিপ্রিয়া রায় সরাসরি কারও নাম না করলেও তাঁর পোস্টে ব্যক্তিগত অস্বস্তি, পেশাগত অসহযোগিতা এবং পারিবারিক বিষয়ে কটাক্ষের অভিযোগ উঠে আসে। তিনি লেখেন—
“আমার মা, পরিবারকে টেনে এনে নানা নেতিবাচক মন্তব্য করা হচ্ছে, এটা আমি সহ্য করব না। আমরা মেয়ে বলে কি সব সহ্য করব? রাত-বিরেতে সহ-অভিনেতার নানা মেসেজে বিব্রত হয়েছি। প্রথমে মজা মনে হয়েছিল, পরে অস্বস্তিকর লাগতে শুরু করে। এত দিন চুপ ছিলাম, এখন পারছি না। অন্যায়ের সঙ্গে কখনও আপস করিনি, করবও না।”
🟠 জিতু কামালের পাল্টা জবাব
এই পোস্টের জবাবে অভিনেতা জিতু কামাল আজকাল-কে বলেন—
“দিতিপ্রিয়া নেহাতই বাচ্চা মেয়ে। হয়তো রেগে গিয়ে এইসব লিখেছে। আমি ওকে এখনও স্নেহ করি। তবে আমার কাছেও সমস্ত স্ক্রিনশট আছে, সঠিক সময়ে সামনে আনব। আমি তো কারও গা ঘেঁষে বসি না, সেটা যদি অপছন্দ হয়, দোষটা কোথায়?”
তিনি আরও দাবি করেন, ধারাবাহিকে নায়কের গুরুত্ব বেশি হওয়ায় হয়তো ‘গাত্রদাহ’ তৈরি হয়েছে। তাঁর কথায়—
“এতগুলো ছবি, সাফল্য… তাই হয়তো হিংসে করছে। সহ অভিনেত্রীর সঙ্গে ঠাট্টা‑ইয়ার্কি তো করাই যায়, ও বুঝতে পারেনি।”
📌 কী দাঁড়াল পরিস্থিতি?
পোস্টে নাম না করলেও দিতিপ্রিয়ার ইঙ্গিত এবং জিতুর সরাসরি প্রতিক্রিয়া নিয়ে ইন্ডাস্ট্রিতে চলছে জোর চর্চা। কারও বক্তব্য, ব্যক্তিগত সম্পর্কের জটিলতা ক্যামেরার পেছনে থাকাই ভালো, আবার কেউ বলছেন, সত্যি চাপা পড়ে গেলে কখনও কখনও বিস্ফোরণ অবশ্যম্ভাবী।
এই মুহূর্তে বিষয়টি প্রযোজনা সংস্থার নজরে রয়েছে বলেই জানিয়েছেন জিতু। তবে দর্শকরা বলছেন—পর্দার রসায়ন যেন বাস্তব দ্বন্দ্বে গিয়ে ভেঙে না পড়ে।
Collected