24/09/2025
“আমার মুখে একটা ব্রণর দাগও ওর পছন্দ ছিল না! গতবার ৪৭টা কুর্তি আর ১৩টা শাড়ি দিয়েছিল! যাতে প্রতিদিন আলাদা রঙের সাজি! ফিরোজ আমার সব রং নিয়ে চলে গেছে ! তাই আমি শুধুই সাদা পোশাকে”- সুভদ্রা মুখার্জি
অভিনেত্রী জানান ও আমাকে সাজিয়ে রাখত, যত্ন করত, চোখে হারাত। এখন আমার জীবনে কে আছে আমাকে এভাবে দেখতে?
আমার বাবা খুব শৌখিন ছিলেন। পুজোয় মন প্রাণ ঢেলে দিতেন। নানা রঙের পাঞ্জাবি থাকত তাঁর। বিশেষ করে সাদা পাঞ্জাবির প্রতি তাঁর ঝোঁক ছিল আলাদা। আজ বাবার সেই পুরনো সাদা পাঞ্জাবি কেটে জামা বানাই। এক অর্থে, বাবার ছোঁয়া নিয়ে বেঁচে আছি।
প্রসঙ্গত ২০২৩ থেকে আমার জীবনে পুজো মানেই মৃত্যু। ওই বছরেই বাবা আর শ্বশুরমশাই চলে গেলেন। একসঙ্গে দুই মৃত্যু। ২০২৪-এ ফিরোজ়ও চলে গেল। ৩০ সেপ্টেম্বর, ওর চলে যাওয়ার দিন। সেই দিন থেকে আমার কাছে রং বলে আর কিছু নেই।
Collected