Uma's World

Uma's World Dm For Collaboration ❤❤ And Promotion ❤❤
(3)

👍👍
07/08/2025

👍👍

এরা দুজন জ-ম-জ বোন ওদের দেখলে আমার খুব খা-রা-প লাগে..কেন জানেন??  ওদের মা ওদেরকে মাত্র ৫ মাসের রেখে দুনিয়া ছে-ড়ে চলে যায়...
06/08/2025

এরা দুজন জ-ম-জ বোন ওদের দেখলে আমার খুব খা-রা-প লাগে..কেন জানেন??
ওদের মা ওদেরকে মাত্র ৫ মাসের রেখে দুনিয়া ছে-ড়ে চলে যায়..
ওরা সারাদিন শুধু মা কে খুজে কিন্তু ওরা তো জানে না ওদের মা কখনোই আর আসবে না।
ওদের সারাজীবন একটাই আফসোস থাকবে মা নে-ই..
মা না থাকার য-ন্ত্র-ণা টা ওরা কাউকে বোঝাতে পারবে না।
যাই হোক ওদের জন্য সবাই দোয়া করবেন...

বি:দ্র: (ব্রে-স্ট ক্যা-ন্সা-রে মা-রা যায় ওদের মা) বাবা কোনো খোঁজ নেয় না 🙂
Collected

সেটা ছিল দ্বাপর, আজ যুগ পাল্টেছে, কিন্তু সন্তানকে বাঁচানোর তাগিদ আর নিদারুণ পরিস্থিতি আবারও এক বাবা-মাকে এনে দাঁড় করাল স...
05/08/2025

সেটা ছিল দ্বাপর, আজ যুগ পাল্টেছে, কিন্তু সন্তানকে বাঁচানোর তাগিদ আর নিদারুণ পরিস্থিতি আবারও এক বাবা-মাকে এনে দাঁড় করাল সেই একই জায়গায়। সদ্যোজাত সন্তানকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা উত্তরপ্রদেশের ওই দম্পতির, ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
Collected
From-The Wall

🎭 দিতিপ্রিয়া বনাম জিতু: পর্দার রসায়ন বাস্তবে ঠান্ডা সংঘাত! পাল্টা জবাবে উত্তপ্ত টলিউডজি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদি...
05/08/2025

🎭 দিতিপ্রিয়া বনাম জিতু: পর্দার রসায়ন বাস্তবে ঠান্ডা সংঘাত! পাল্টা জবাবে উত্তপ্ত টলিউড

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার-এর কেন্দ্রীয় চরিত্র আর্য ও অপর্ণার রসায়ন দর্শকদের মন জয় করলেও, সেটের বাইরে তাঁদের সম্পর্ক এখন তিক্ততায় মোড়া। সম্প্রতি অভিনেত্রী দিতিপ্রিয়া রায় একটি বিস্ফোরক ফেসবুক পোস্ট করে সহ-অভিনেতার বিরুদ্ধে ঘুরিয়ে অভিযোগ তোলেন। আর সেই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন অভিনেতা জিতু কামাল—ফলে উত্তাল টলিপাড়া।

🔴 কী লিখেছিলেন দিতিপ্রিয়া?

দিতিপ্রিয়া রায় সরাসরি কারও নাম না করলেও তাঁর পোস্টে ব্যক্তিগত অস্বস্তি, পেশাগত অসহযোগিতা এবং পারিবারিক বিষয়ে কটাক্ষের অভিযোগ উঠে আসে। তিনি লেখেন—

“আমার মা, পরিবারকে টেনে এনে নানা নেতিবাচক মন্তব্য করা হচ্ছে, এটা আমি সহ্য করব না। আমরা মেয়ে বলে কি সব সহ্য করব? রাত-বিরেতে সহ-অভিনেতার নানা মেসেজে বিব্রত হয়েছি। প্রথমে মজা মনে হয়েছিল, পরে অস্বস্তিকর লাগতে শুরু করে। এত দিন চুপ ছিলাম, এখন পারছি না। অন্যায়ের সঙ্গে কখনও আপস করিনি, করবও না।”

🟠 জিতু কামালের পাল্টা জবাব

এই পোস্টের জবাবে অভিনেতা জিতু কামাল আজকাল-কে বলেন—

“দিতিপ্রিয়া নেহাতই বাচ্চা মেয়ে। হয়তো রেগে গিয়ে এইসব লিখেছে। আমি ওকে এখনও স্নেহ করি। তবে আমার কাছেও সমস্ত স্ক্রিনশট আছে, সঠিক সময়ে সামনে আনব। আমি তো কারও গা ঘেঁষে বসি না, সেটা যদি অপছন্দ হয়, দোষটা কোথায়?”

তিনি আরও দাবি করেন, ধারাবাহিকে নায়কের গুরুত্ব বেশি হওয়ায় হয়তো ‘গাত্রদাহ’ তৈরি হয়েছে। তাঁর কথায়—

“এতগুলো ছবি, সাফল্য… তাই হয়তো হিংসে করছে। সহ অভিনেত্রীর সঙ্গে ঠাট্টা‑ইয়ার্কি তো করাই যায়, ও বুঝতে পারেনি।”

📌 কী দাঁড়াল পরিস্থিতি?

পোস্টে নাম না করলেও দিতিপ্রিয়ার ইঙ্গিত এবং জিতুর সরাসরি প্রতিক্রিয়া নিয়ে ইন্ডাস্ট্রিতে চলছে জোর চর্চা। কারও বক্তব্য, ব্যক্তিগত সম্পর্কের জটিলতা ক্যামেরার পেছনে থাকাই ভালো, আবার কেউ বলছেন, সত্যি চাপা পড়ে গেলে কখনও কখনও বিস্ফোরণ অবশ্যম্ভাবী।

এই মুহূর্তে বিষয়টি প্রযোজনা সংস্থার নজরে রয়েছে বলেই জানিয়েছেন জিতু। তবে দর্শকরা বলছেন—পর্দার রসায়ন যেন বাস্তব দ্বন্দ্বে গিয়ে ভেঙে না পড়ে।
Collected

Good Job Madam 👏👏👏
05/08/2025

Good Job Madam 👏👏👏

Thik
05/08/2025

Thik

ছেলের পরীক্ষা ছিল। গ্রামে কোনও পরীক্ষা কেন্দ্র ছিল না, তাই তাকে শহরে যেতে হয়েছিল। দূরত্ব ছিল ১০৫ কিলোমিটার। ভাড়া দেওয়...
04/08/2025

ছেলের পরীক্ষা ছিল। গ্রামে কোনও পরীক্ষা কেন্দ্র ছিল না, তাই তাকে শহরে যেতে হয়েছিল। দূরত্ব ছিল ১০৫ কিলোমিটার। ভাড়া দেওয়ার মতো টাকা তার কাছে ছিল না, কিন্তু বাবা হাল ছাড়েননি। তিনি তার পুরনো সাইকেলটি তুলে নিয়ে ছেলেকে পিছনে বসিয়ে তিন দিনের রেশন নিয়ে বেরিয়ে পড়লেন। পথে রোদ ছিল, তিনি ক্লান্ত ছিলেন, কিন্তু তিনি থামেননি... কারণ তিনি জানতেন যে এটি কেবল একটি পরীক্ষা নয় - এটি তার ছেলের ভবিষ্যতের জন্য লড়াই।

লোকেরা প্রতিটি মোড়ে তার দিকে তাকাচ্ছিল, কেউ অবাক হয়ে, কেউ করুণার সাথে ... কিন্তু তিনি কারও যত্ন করছিলেন না। তার মনোযোগ কেবল একটি জিনিসের উপর ছিল - "আমার ছেলেকে সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে।" তিনি সেখানে তিন দিন অবস্থান করেছিলেন, তার সাথে আনা খাবার খেয়েছিলেন এবং প্রতিটি পরীক্ষার পরে, তিনি তার ছেলেকে জড়িয়ে ধরে বলেছিলেন - "তোমার বাবা তোমার সাথে আছেন।"

এই গল্পটি কোনও সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় ছাপা হয়নি, কোনও টিভি চ্যানেলে দেখানো হয়নি... কিন্তু এটি প্রতিটি ব্যক্তির হৃদয়ে জীবন্ত যারা জানে যে একজন বাবার ভালোবাসা প্রকাশ্য নয় - তিনি প্রতিটি ক্লান্তি, প্রতিটি ব্যথা নীরবে সহ্য করেন, কেবল তার সন্তানের সাফল্যের জন্য।

💬 যদি আপনার চোখ জলে ভরে যায়,

তাহলে অবশ্যই একবার লিখুন - "বাবার মতো কেউ নেই..."
Collected

Gold Pola..Hallmark kora 😍😍...
04/08/2025

Gold Pola..Hallmark kora 😍😍...

মৃত্যু শয্যায় মহাবীর আলেকজান্ডার তারসেনাপতিদের ডেকে বলেছিলেন,'আমার মৃত্যুরপর আমার তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে।আমার প্রথম...
04/08/2025

মৃত্যু শয্যায় মহাবীর আলেকজান্ডার তার
সেনাপতিদের ডেকে বলেছিলেন,'আমার মৃত্যুর
পর আমার তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে।
আমার প্রথম অভিপ্রায় হচ্ছে,শুধু আমার
চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন।
আমার ২য় অভিপ্রায় হচ্ছে, আমার কফিন যে পথ
দিয়ে গোরস্থানে যাবে সেই পথে আমার
অর্জিত সোনা ও রুপা ছড়িয়ে থাকবে |
আর শেষ অভিপ্রায় হচ্ছে, কফিন বহনের সময়
আমার দুইহাত কফিনের
বাইরে ঝুলে থাকবে।'

তার সেনাপতি তখন তাঁকে এই বিচিত্র
অভিপ্রায় কেন করছেন প্রশ্ন করলেন। দীর্ঘ
শ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন,
'আমি দুনিয়ার
সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই।
*আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই
কারনে বলেছি যে যাতে লোকে অনুধাবন
করতে পারে যে চিকিৎসকেরা কোন
মানুষকে সারিয়ে তুলতে পারে না।
তারা ক্ষমতাহীন আর মৃত্যুর
থাবা থেকে রক্ষা করতে অক্ষম।'

*'গোরস্হানের পথে সোনা-
দানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝানোর জন্য যে
সোনা-দানার একটা কণাও আমার
সঙ্গে যাবে না।এগুলো পাওয়ার
জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের
সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না।মানুষ
বুঝুক এসবের পেছনে ছোটা সময়ের অপচয়।'

* 'কফিনের বাইরে আমার হাত
ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে
খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি. . . .

***আমরা অনেকে আমাদের প্রয়োজন এর চেয়ে অনেক বেশি সম্পত্তি লাভ করার চেস্টায় জীবনের আনন্দের সময় গুলকে হারিয়ে ফেলি।

#শিক্ষামুলকগল্প


Collected

মায়েরা সন্তানদের সুখের জন্য সব করতে পারেন।আজ বলবো তেমন একটা ঘটনা। একজন মায়ের গল্প -তিনি হলেন মেরি অ্যান বেভান যিনি "পৃথি...
04/08/2025

মায়েরা সন্তানদের সুখের জন্য সব করতে পারেন।
আজ বলবো তেমন একটা ঘটনা। একজন মায়ের গল্প -তিনি হলেন মেরি অ্যান বেভান যিনি "পৃথিবীর সবচেয়ে কুশ্রী মহিলা" হিসাবে পরিচিত ছিলেন কিন্তু আপনি তার সমন্ধে জানবেন, তখন আপনি তাকে "পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তি" এবং সুন্দরী মা বলে ডাকবেন।

ম্যারি অ্যান অ্যাক্রোমেগালিতে ভুগছিলেন যার কারণে তার মুখের অস্বাভাবিক বৃদ্ধি ছিল এবং মুখ ছিল লম্বা আকৃতির

তার স্বামীর মৃত্যুর পর, ঘরে কোন উপার্জনকারী না থাকায়, ঋণ জমা এবং তার চার সন্তানের আর্থিক চাহিদার কারণে, তিনি অপমানজনক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং "বিশ্বের সবচেয়ে কুশ্রী মহিলা" এর আপত্তিকর খেতাব জিতেছিলেন।

পরে তাকে একটি সার্কাস পার্টিতে নিয়োগ দেওয়া হয়েছিল। যেখানে তিনি বিভিন্ন শহরে ভ্রমণ করতেন এবং লোকেরা তাকে দেখলেই হাসতো এবং অপমান করতো। মানুষ সন্তানদের জন্য কিনা করতে পারে ভাবুন তো।

তিনি তার সন্তানদের লালন-পালন করতে এবং তাদের একটি উন্নতমানের জীবন দেওয়ার জন্য অন্যদের উপহাস, অপমান রোজ সহ্য করেছিলেন। তিনি 1933 সালে মারা যান।

আজ অবধি, সমাজ মানুষকে তাদের শারীরিক গঠনের উপর বিচার করে, আমাদের চোখ যদি দেহের অসুন্দর চেহারার পরিবর্তে তার আত্মা সৌন্দর্য দেখতে পেত, তবে মেরি অ্যান বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হতেন। আমার চোখে তিনি সবচেয়ে সুন্দর মানুষ এবং মা। মায়েরা কখনও অসুন্দর হয় না।❤️❤️

( সংগৃহীত )

একসময়ের বিশিষ্ট ফরাসি সমাজসেবী ব্লাঞ্চ মনিয়ারকে তার পরিবার ২৫ বছর ধরে আটকে রেখেছিল কারণ সে এমন একজন পুরুষের প্রেমে পড়...
03/08/2025

একসময়ের বিশিষ্ট ফরাসি সমাজসেবী ব্লাঞ্চ মনিয়ারকে তার পরিবার ২৫ বছর ধরে আটকে রেখেছিল কারণ সে এমন একজন পুরুষের প্রেমে পড়েছিল যাকে তারা পছন্দ করত না।

ফ্রান্সের পোইটিয়ার্সের একটি ধনী পরিবারে জন্মগ্রহণকারী, তিনি সুন্দরী এবং জনপ্রিয় ছিলেন, অনেক সমর্থককে আকর্ষণ করেছিলেন। যাইহোক, ১৮৭৬ সালে, তার পরিবার একজন বয়স্ক, দরিদ্র আইনজীবীর প্রতি তার প্রেমে অস্বীকৃতি জানানোর পর, ব্লাঞ্চের মা, ম্যাডাম লুইস মনিয়ার, তাদের ইচ্ছা অমান্য করার জন্য তাকে শাস্তি দেওয়ার জন্য তাকে একটি অন্ধকার, নোংরা ঘরে আটকে রেখেছিলেন।

ব্লাঞ্চের পরিবার ভান করেছিল যে সে কেবল নিখোঁজ হয়ে গেছে, এবং ১৯০১ সালে একটি বেনামী চিঠি ভয়াবহ সত্য প্রকাশ না করা পর্যন্ত কেউ তার আসল পরিণতি জানত না।

কর্তৃপক্ষ যখন তাকে আবিষ্কার করে, ব্লাঞ্চ মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছিলেন।

ঘরটি পচা খাবার এবং পোকামাকড় দিয়ে ঢেকে গিয়েছিল এবং তার ওজন ছিল মাত্র ৫৫ পাউন্ড। দুই দশকেরও বেশি সময় ধরে কারাবন্দী থাকা সত্ত্বেও, ব্লাঞ্চ বেঁচে গিয়েছিলেন, যদিও তিনি গভীরভাবে ক্ষতবিক্ষত ছিলেন।

তার মা এবং ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং তার মেয়েকে উদ্ধার করার পরপরই তার মা মারা যান। দুঃখের বিষয় হল, ব্লাঞ্চ আর কখনও সমাজে পুনরায় একত্রিত হতে পারেননি এবং তার জীবনের বাকি সময় একটি স্যানিটারিয়ামে কাটিয়েছিলেন, ১৯১৩ সালে মারা যান।

তার গল্প পারিবারিক নিয়ন্ত্রণের ভয়াবহ পরিণতি এবং সামাজিক প্রত্যাশার অন্ধকার দিক তুলে ধরে।

সংগৃহীত------------

#ইতিহাস #কৌতূহল #প্রত্নতত্ত্ব #সত্যঅপরাধ #আজইতিহাসে #ব্লাঞ্চেমনিয়ার

শনিবার সকালে পাহাড়ের নিচে থাকা দোকানদাররা দেখতে পান এক যুবক জয়চণ্ডী  পাহাড়ের চূড়ার ঠিক নিচের অংশে বসে রয়েছেন বিপজ্জ...
03/08/2025

শনিবার সকালে পাহাড়ের নিচে থাকা দোকানদাররা দেখতে পান এক যুবক জয়চণ্ডী পাহাড়ের চূড়ার ঠিক নিচের অংশে বসে রয়েছেন বিপজ্জনক অবস্থায়। এরপর তারা তড়িঘড়ি খবর দেয় রঘুনাথপুর থানায়, পাহাড়ে পৌঁছয় রঘুনাথপুর থানার পুলিশ সঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর রশি দিয়ে নেমে বিপজ্জনক অবস্থা থেকে ওই যুবককে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

পুলিশ সূত্রের খবর, যুবকের নাম ফরিদ আনসারী, বাড়ি ঝাড়খন্ড রাজ্যে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে কীভাবে ওই যুবক পাহাড়ের চূড়া থেকে ওই বিপজ্জনক অবস্থায় এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ।

Collected

Address

Burdwan

Telephone

+4688654333

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uma's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share