Uma's World

Uma's World Dm For Collaboration ❤❤ And Promotion ❤❤
(3)

“আমার মুখে একটা ব্রণর দাগ‌ও ওর পছন্দ ছিল না! গতবার ৪৭টা কুর্তি আর ১৩টা শাড়ি দিয়েছিল! যাতে প্রতিদিন আলাদা রঙের সাজি! ফির...
24/09/2025

“আমার মুখে একটা ব্রণর দাগ‌ও ওর পছন্দ ছিল না! গতবার ৪৭টা কুর্তি আর ১৩টা শাড়ি দিয়েছিল! যাতে প্রতিদিন আলাদা রঙের সাজি! ফিরোজ আমার সব রং নিয়ে চলে গেছে ! তাই আমি শুধুই সাদা পোশাকে”- সুভদ্রা মুখার্জি

অভিনেত্রী জানান ও আমাকে সাজিয়ে রাখত, যত্ন করত, চোখে হারাত। এখন আমার জীবনে কে আছে আমাকে এভাবে দেখতে?

আমার বাবা খুব শৌখিন ছিলেন। পুজোয় মন প্রাণ ঢেলে দিতেন। নানা রঙের পাঞ্জাবি থাকত তাঁর। বিশেষ করে সাদা পাঞ্জাবির প্রতি তাঁর ঝোঁক ছিল আলাদা। আজ বাবার সেই পুরনো সাদা পাঞ্জাবি কেটে জামা বানাই। এক অর্থে, বাবার ছোঁয়া নিয়ে বেঁচে আছি।

প্রসঙ্গত ২০২৩ থেকে আমার জীবনে পুজো মানেই মৃত্যু। ওই বছরেই বাবা আর শ্বশুরমশাই চলে গেলেন। একসঙ্গে দুই মৃত্যু। ২০২৪-এ ফিরোজ়ও চলে গেল। ৩০ সেপ্টেম্বর, ওর চলে যাওয়ার দিন। সেই দিন থেকে আমার কাছে রং বলে আর কিছু নেই।

Collected

বাবা তখনও বোঝে নি,তার এই মুখের হাসি বেশি সময় স্থায়ী হবে না! সন্তানের সাথে এই মুহূর্ত টি তার আজীবন য/ন্ত্রণার কারণ হবে!তা...
22/09/2025

বাবা তখনও বোঝে নি,তার এই মুখের হাসি বেশি সময় স্থায়ী হবে না!
সন্তানের সাথে এই মুহূর্ত টি তার আজীবন য/ন্ত্রণার কারণ হবে!
তার নিছক শখের কারণে চিরদিনের জন্য তার ক/লিজার টুকরাটিকে হারাতে হবে 😭!!

দীর্ঘসময় ছোট্ট শিশু সন্তান কে নিয়ে বৃষ্টিতে ভেজার কারণে রাতেই কাঁপিয়ে জ্বর আসে বাচ্চাটার।

তারপর এই জ্বরেই বাচ্চাটা চিরদিনের জন্য নি/রব হয়ে যায়😭!!

মায়ের কোল থেকে মাটির কোলে বাচ্চাটির আশ্রয় হয়😭!!

বাবার সাথে প্রিয় সন্তানের এই বৃষ্টি ভেজা মুহূর্ত টি ভিডিও করেছিল তার মা।

এই বৃষ্টি ভেজা ভিডিও এখন মায়ের চোখ ভেজা, অন্তর ভেজার কারণ!

বুঝি না,মেয়ে এত বড় হয়ে গেল,এখনও টিপটিপ বৃষ্টিতেও তাদের ভিজতে দিতে মন চায় না।
যদি ঠাণ্ডা লেগে যায়!

আর এই বাবা মা কিভাবে এমন মুষলধারা বৃষ্টি তে এই ছোট্ট বাচ্চাটি কে দীর্ঘসময় ভিজিয়ে ভিজিয়ে শখ পূরণ করল?

এখন কিভাবে সহ্য করবে তারা এই মুহূর্ত টি?

আল্লাহ ঐ বাবা মা কে ধৈর্য ধরার তৌফিক দান করুন!
collected

স্বামী ডিভোর্স দিয়েছে।তাই রাগে দুঃখে স্বামীর ছয় মাসের ছেলেটাকে ব্রিজের নিচে ফেলে রেখে চলে যায় মা!!!স্বামী তাকে ডিভোর্স দ...
21/09/2025

স্বামী ডিভোর্স দিয়েছে।
তাই রাগে দুঃখে স্বামীর ছয় মাসের ছেলেটাকে ব্রিজের নিচে ফেলে রেখে চলে যায় মা!!!

স্বামী তাকে ডিভোর্স দিয়েছে।এতে বাচ্চাটার কি অপরাধ?
সে তো তার মা কে ছাড়তে চায় নি।

আজকাল এসব অকল্পনীয়, উদ্ভট, হৃদয়বিদারক,অসহ্যকারী, মহামারী দূর্ঘটনাগুলি দেখতে দেখতে, অবাক হতে হতে কেমন যেন আমাদের সব সহ্য হয়ে যাচ্ছে!

এই দুনিয়ায় সবাই হৃদয়হীনা হতে পারে। কিন্তু নিজ গর্ভের সন্তানের সাথে মা কিভাবে এত হৃদয়হীনা হয়?

বাচ্চাটার অনবরত ফুঁপিয়ে ফুঁপিয়ে ক্রন্দন মায়ের মন নরম করতে পারে নি।

সে ছয় মাসের ছেলেটাকে ফেলে চলে যায়!

পরে আর একজন মমতাময়ী পরম আদরে বাচ্চাটিকে কোলে নিয়ে, তার বাড়িতে নিয়ে যায়।

©️সৈয়দা আছমা

বন্ধুরা, আমি আপনাদের সকলকে হাতজোড় করে অনুরোধ করছি যে, আমার মেয়েকে সবাই নিজের মেয়ে হিসেবে বিবেচনা করুন এবং তাকে গ্রুপে...
19/09/2025

বন্ধুরা, আমি আপনাদের সকলকে হাতজোড় করে অনুরোধ করছি যে, আমার মেয়েকে সবাই নিজের মেয়ে হিসেবে বিবেচনা করুন এবং তাকে গ্রুপে শেয়ার করুন এবং তাকে খুঁজে পেতে আমাকে সাহায্য করুন। আমার মেয়ে ট্যাঙ্ক রোড, করোলবাগ, নয়াদিল্লি থেকে নিখোঁজ। এটি আমার নম্বর 9310597739। আপনাদের প্রতিটি শেয়ারের মাধ্যমে আমার মেয়েকে খুঁজে পাওয়ার জন্য একটি করে লিঙ্ক যোগ হবে। আমি আপনাদের অনুরোধ করছি। এমকে।

Collected

একটি  শিশুর অন্ত্রভাগ, যেখানে বাসা বেঁধেছিল শত শত কৃমি…শেষ পর্যন্ত সেই অন্ত্রটাই কেটে বাদ দিতে হলো।ছবিতে যেটা দেখছেন,তা ...
16/09/2025

একটি শিশুর অন্ত্রভাগ, যেখানে বাসা বেঁধেছিল শত শত কৃমি…
শেষ পর্যন্ত সেই অন্ত্রটাই কেটে বাদ দিতে হলো।

ছবিতে যেটা দেখছেন,
তা মাত্র ৭ বছরের একটি শিশুর অন্ত্র (intestine)।
অসংখ্য কৃমির কারণে অন্ত্রটি ব্লক হয়ে যায়—intestinal obstruction।
রক্ত চলাচল বন্ধ হয়ে অন্ত্র পঁচে গিয়েছিল।
অবস্থা গুরুতর হওয়ায় অপারেশন করে পুরো অংশটাই কেটে ফেলে দিতে হয়েছে।

ভাবতে পারেন, কতটা কষ্টের ভেতর দিয়ে যেতে হয়েছে সেই ছোট্ট শিশুটিকে?
সে তো জানেই না, তার শরীরের ভেতর অদৃশ্য শত্রু বাসা বেঁধে আছে।
একটু অবহেলা, অল্প সচেতনতার অভাব—আর সেই শিশুটি হারাতে বসেছিল তার জীবন।

---

কেন বারবার কৃমি হয়
শিশুরা খেলতে গিয়ে মাটি-ময়লা মুখে দেয়। হাত না ধোওয়া অবস্থায় খায়। নখ বড় থাকলে তার ভেতরে জমে থাকা ডিমও শরীরে প্রবেশ করে। অপরিষ্কার জল ও খাবারও বড় কারণ। আর পরিবারের সবাই একসাথে ওষুধ না খেলে আবারও কৃমি ফিরে আসে।

প্রতিকার ও করণীয়
– ১ বছর বয়স পার হলে নিয়মিত সময়ে কৃমিনাশক খাওয়ানো।
– খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে হাত ধোওয়া।
– নখ ছোট রাখা, পরিষ্কার পোশাক ব্যবহার করা।
– পানীয় জল ফুটিয়ে বা ফিল্টার করে খাওয়া।
– ফল-সবজি ভালোভাবে ধুয়ে খাওয়ানো।
– খালি পায়ে মাটিতে হাঁটতে না দেওয়া।
– পরিবারের সবাইকে একসাথে কৃমিনাশক খাওয়ানো।

যা অবশ্যই বর্জনীয়
– কুসংস্কার মানা, যেমন ঠান্ডা-গরম আবহাওয়ায় ওষুধ খাওয়া যাবে না।
– ডাক্তারি পরামর্শ ছাড়া ডোজ দেওয়া।
– অপরিষ্কার, আধা সেদ্ধ খাবার খাওয়ানো।
– ময়লা খেলনা ব্যবহার করা।

---

আপনার সন্তানের এই অদৃশ্য শত্রুকে প্রতিরোধ করা সম্ভব—শুধু একটু সচেতন হলে।
আজ থেকেই শুরু করুন, কারণ একটি শিশুর হাসি নিভে যাওয়া মানেই একটি স্বপ্ন নিভে যাওয়া।

“ভালো থাকুক প্রতিটা শিশু।”
Collected

যে যা পারেন হেল্প করেন  সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো বিত্তবান, দানশীল ব্...
16/09/2025

যে যা পারেন হেল্প করেন

সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো বিত্তবান, দানশীল ব্যক্তির নজরে পড়বে
শুধুমাত্র টাকার জন্য অপারেশন করাতে পারছেন না হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে শিশুটি।😢😢
শিশুটি নাম মোঃ ইয়াসিন।
ইয়াসিনের জন্মের সময় তার মা মারা যায় এখন ইয়াসিনের বাবাই সব কিন্তু ইয়াসিনের বাবা মোহাম্মদ ওমর আলী উনি একজন ভ্যান চালোক। সামান্য টাকা উপার্জন করে তা দিয়ে ইয়াছিনের উন্নত চিকিৎসা করা কোন ভাবে সম্ভব নয়।
এখন ইয়াসিন এর ক্যান্সার আক্রান্ত পায়ের অপারেশন করাতে প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন । সব কাছের মানুষ ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে সব মিলিয়ে এক লক্ষ টাকা ব্যবস্থা হয়েছে কিন্তু আরো ৯ লক্ষ টাকার প্রয়োজন ইয়াসিনের চিকিৎসা করাতে। কান্নায় ভেঙে পড়ছে ইয়াসিনের বাবা খুবই মর্মান্তিক একটি দৃশ্য। যা দেখে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি করতে বাধ্য হলাম আপনারা সবাই শেয়ার করে দিন যাতে কোন সহৃদয়বান মানুষের চোখে পড়ে। যার যার জায়গা থেকে দয়া করে কিছু সাহায্য করে যাবেন
নিজের মনে করে ৫০,১০০,৫০০,১০০০,৫০০০ যাই পারি না কেনো সহযোগিতার হাত প্রসারিত করবেন
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

কপি পোস্ট :- অবশ্যই সাহায্য করার সময় আপনাদের ভালোমতো যাচাই-বাছাই করে তারপরে সাহায্য করেন

বিকাশ/নগদ: 01623427080

ঠিকানা:
বাবা : মোঃ উমর আলী।
ঠিকানা পাবনা আতাইকুলা
যা পারবেন তাই দিয়ে সাহায্য করুন ইয়াসিনের উন্নত চিকিৎসার জন্য।

মেয়েদের রোজগার করা দরকার। সবাই যে পড়াশুনায় ভালো হয়, এমনটা নয়। কিন্তু সবার মধ্যে ভগবান কিছু না কিছু গুণ দিয়ে পাঠায়...
16/09/2025

মেয়েদের রোজগার করা দরকার। সবাই যে পড়াশুনায় ভালো হয়, এমনটা নয়। কিন্তু সবার মধ্যে ভগবান কিছু না কিছু গুণ দিয়ে পাঠায়। সেগুলোকে এক্সপ্লোর করতে হবে।

রচনা ব্যানার্জি

মা হয়ে নিজের ৬ মাসের কন্যা সন্তানকে গ-লা কে-টে হ-ত্যা করল মা।আজ সোমবার সকাল ৬ টার সময়, তারাগঞ্জ উপজেলার পশ্চিম পলাশবাড়...
16/09/2025

মা হয়ে নিজের ৬ মাসের কন্যা সন্তানকে গ-লা কে-টে হ-ত্যা করল মা।
আজ সোমবার সকাল ৬ টার সময়, তারাগঞ্জ উপজেলার পশ্চিম পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

মেয়েরা মা হওয়ার পর পোস্টপার্টাম ডিপ্রেশন নামে একটা চ‍্যাপ্টার পার করে যা খুবই কষ্টদায়ক একজন মায়ের জন‍্য।এই সময় পরিবারের সাপোর্ট অনেক প্রয়োজন বিশেষ করে স্বামীর অনেক দায়িত্ব আছে।কয়জন স্বামী স্ত্রীকে এই কঠিন সময় পার করতে সাহায‍্য করে!তাই মেয়েরা মানসিক ভারসাম‍্য হারিয়ে ফেলে আর নিজের থেকে প্রিয় বাচ্চাকে মেরে ফেলতেও তার কোন বোধ কাজ করে না।
collected

আমি তো কোনদিন বাচ্চার বাবা হতে চাইনি।শুধু চেয়েছিলাম "সে বেঁ-চে থাকুক। আমার শুধু "ওকেই প্রয়োজন!" কিন্তু "ও "আমাকে ছেড়ে চল...
15/09/2025

আমি তো কোনদিন বাচ্চার বাবা হতে চাইনি।
শুধু চেয়েছিলাম "সে বেঁ-চে থাকুক। আমার শুধু "ওকেই প্রয়োজন!" কিন্তু "ও "আমাকে ছেড়ে চলে গেল! আমার ক"লি"জা-টা ছিঁ/ড়ে যায়! যদি সে আবার ফিরে আসত!

এই পৃথিবীতে আমি ওর সাথে সারাটা জীবন বেঁ^'চে থাকতে চেয়েছিলাম! এখন" ও" ছাড়া আমার পৃথিবী অ"ন্ধ-কা-র!

বু/ক ফাটা আ-র্ত-না-দ আর চোখের পানি ফেলে চিরতরে হা-রি-য়ে যাওয়া প্রিয় স্ত্রীর কথা বলছিলেন তিনি।

স্ত্রী সবসময় অ"সু"স্থ থাকত। একবার ডাক্তার বলেছিলেন, তার স্ত্রী'র মা হতে গেলে রি/স্ক আছে!

এজন্য ভ"য়ে তিনি কখনও বাবা হওয়ার ইচ্ছাটুকু প্রকাশ করেনি। তার কাছে, তার স্ত্রী সব! কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন!

একদিন তারা জানতে পারে, তাদের নিজের অজান্তেই তার স্ত্রীর গ"র্ভে আল্লাহ মানব শিশু দিয়েছেন! তার স্ত্রী গ"র্ভ"বতী!!

এই সংবাদে স্বামী খুশির পরিবর্তে পেরেশান হয়ে গেলেন! তার বাচ্চার দ"র"কার নেই। যদি তার স্ত্রীর কিছু হয়ে যায়? এই ভ"য়ে তিনি বাচ্চাকে পৃথিবীতে আনতে চাইছিলেন না।

কিন্তু অলৌকিক ভাবে তার স্ত্রী গ"র্ভ"বতী হওয়ার পরে সম্পূর্ণ সু"স্থ হয়ে গেলেন! এবং ডাক্তার-ও জানালেন যে, আর কোন ভ"য় নেই। তার স্ত্রীও ভীষণ খুশি ছিল!

বাচ্চা হওয়ার পাঁচদিন পর স্ত্রী'র শ"রী"র খা"রা"প হতে থাকে! তার স্ত্রী বাচ্চাটাকে অন্যদের কাছে দিয়ে স্বামীকে কা"ত"র কণ্ঠে বলে- "আমি তোমার সাথে অনেক বছর বাঁ"চ"তে চাই! কিন্তু আমি তো আর মনে হয় বাঁ"চ"ব না!

এরপর স্বামীর গলা জড়িয়ে ধরে দীর্ঘক্ষণ সে ঘু''মি"য়ে থাকে! পরের দিন অবস্থার অবনতি দেখে তাকে আই সি ইউ তে রাখা হয়!

এরপর ভোর ছয়টায় সে তার প্রিয় স্বামীকে ছে"ড়ে চির-তরে পরপারে চলে যায়!

স্বামী ফুঁ"পি"য়ে ফুঁ"পি"য়ে অঝোরে কেঁ"দে যায়! সে তার স্ত্রীর বাচ্চা হওয়ার সময় সি"জা"র হওয়ার আগে ডাক্তারকে চুপি চুপি বলেছিলেন- "যদি এমন পরিস্থিতি হয় যে, বাচ্চা কিংবা মাকে বাঁ"চা"নো যাবে।" তাহলে আপনি কিন্তু অবশ্যই আমার স্ত্রী-কে বাঁ"চা"বে''ন।

কারণ: ওকে ছাড়া আমি বাঁ"চ"তে পারব না!

কিন্তু আল্লাহ রব্বুল আলামীন যাকে নিয়ে যাবেন, তাকে একজন স্বামী হাজার বার চোখের পানি ফেলেও তো ফিরিয়ে আনতে পারবে না! আল্লাহ যেন এই দম্পতিকে প"রকালে জান্নাতের চির-সঙ্গী হিসাবে কবুল করে নেন!😢

>সৈয়দা আছমা


Collected

😰মৎসকন্যা ‼️এই রোগে কী হয়?শিশুর দুই পা একসাথে জোড়া লেগে জন্মায় (মাছের লেজের মতো দেখায়, তাই নাম Mermaid syndrome)।প্র...
15/09/2025

😰মৎসকন্যা ‼️এই রোগে কী হয়?

শিশুর দুই পা একসাথে জোড়া লেগে জন্মায় (মাছের লেজের মতো দেখায়, তাই নাম Mermaid syndrome)।

প্রায়ই কিডনি, ব্লাডার, অন্ত্র ও রিপ্রোডাকটিভ অর্গানেও ত্রুটি থাকে।

বেশিরভাগ শিশুই জন্মের কিছুক্ষণের মধ্যেই মারা যায়, কারণ কিডনি বা ফুসফুস ঠিকভাবে কাজ করে না।

কিছু ক্ষেত্রে সার্জারি করে পা আলাদা করার চেষ্টা হয়েছে, কিন্তু জটিল অঙ্গ ত্রুটির কারণে খুব কমই বাঁচানো সম্ভব হয়েছে।


Collected

গেজেটে মোট তিনরকমের লিস্টের কথা পরিষ্কার ভাবে লেখা রয়েছে।1. Interview List2. Merit List3. Panel+Waiting List1. Intervie...
15/09/2025

গেজেটে মোট তিনরকমের লিস্টের কথা পরিষ্কার ভাবে লেখা রয়েছে।

1. Interview List
2. Merit List
3. Panel+Waiting List

1. Interview List:
রিটেন পরীক্ষা হবার পর 1.6:1 রেসিওতে মানে প্রতি 10 টা সিটের জন্য 16 জন প্রার্থীকে ডাকা হবে ইন্টার্ভিউর জন্য।
এখন প্রশ্ন হচ্ছে এই 16 জন কারা এবং কিসের ভিত্তিতে ডাকা হবে?
গেজেটের 2/A সাব রুল k তে স্পষ্ট লেখা আছে ইন্টারভিউ লিস্ট প্রিপেয়ার করা হবে Preliminary Merit Score এর ওপর ভিত্তি করে।
এই Preliminary Merit Score কি সেটাও স্পষ্ট করে লেখা আছে।
লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর+ প্রার্থীর আয়াকাডেমিক স্কোর= Preliminary Merit Score.

এবার চলে আসি তাহলে পূর্ববর্তী এক্সপিরিয়েন্স নম্বর কোথায় যোগ হবে?
সেটাও স্পষ্ট করে লেখা রয়েছে গেজেটে।

গেজেটের রুল 2/A সাব রূল L যেটি merit list নিয়ে ব্যাখ্যা দিয়েছে।
2. Merit List:

ইন্টারভিউ হয়ে যাবার পর যে 16 জন প্রার্থী ইন্টারভিউ দিয়েছিলেন তাদের প্রত্যেকের এই Merit List এ জায়গা হবে তাদের মেরিটের ক্রম অনুযায়ী। এবং এই 16 জনের মধ্যে প্রথমসারির 10 জন সরাসরি appointment পাবেন এবং বাকি 6 জন waiting list হয়ে থাকবেন।

প্রথম যে 10 জন সরাসরি appointment পাবেন তাদেরকেই Panel বলা হচ্ছে এবং বাকি 6 জন waiting list ক্যান্ডিডেট।

এবার এই মেরিট লিস্ট তৈরি হবে দুই রকমের নম্বর যোগ হয়ে।
a. preliminary merit score( written+academic) (60+10=70)
b. oral interview+lecture demonstration+ *prior teaching experience* (10+10+10=30)

কিন্তু যে কারণে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে যে যেহেতু কমিশন একাডেমিকস কে দুটো পার্টে ভাগ করেছে সেহেতু Prior teaching experience একাডেমিক স্কোরের অংশ। কিন্তু তারা গেজেট রুলের L,K অংশটিকে ভালোভাবে এনালাইসিস করতে পারেনি। কমিশন স্পষ্টই বলে দিয়েছে
Preliminary Merit Score= *Witten text(60)+ academic score* ।
prior teaching experience কে academics এর পার্টে রাখলেও... এটি একাডেমিক স্কোরের অংশ নয়। একাডেমিক স্কোর strictly graduation/masters এর First class, second class, third class অনুযায়ী 10/8/6।

তাছাড়াও যেই অংশে কমিশন Academics কে 2 ; a,b পার্টে ভাগ করেছে...ওটা ইন্টারভিউ নেবার জন্য নয়। বরং সমগ্র সিলেকশন প্রসেস কোন কোন প্রসেসর মধ্যে দিয়ে যাবে সেটা বোঝানোর জন্য।
মোট 4 টি প্রসেস রয়েছে।
1. Writte exam
2. Academics(a,b)
3. Oral Interview
4. Lecture Demonstration

ব্যাপারটি আরও সহজ হয়ে যাবে বুঝতে যখন আমরা গেজেটের L রুল টিকে ব্যাখ্যা করবো।
ওখানে বলা হয়েছে merit list তৈরি হবে Preliminary Merit Score(rule k)+Interview দেবার পর Oral Interview+ lecture demonstration *+ prior teaching experience থেকে* প্রাপ্ত নম্বর যোগ করে

তাহলে যাঁরা ব্যাখ্যা করছে যে Prior teaching experience নম্বর আগেই যদি একবার একাডেমিক স্কোরের এর সাথে যোগ হয়ে Interview List তৈরি হয়, তাহলে রুল L অনুযায়ী ইন্টারভিউয়ের পর Merit List তৈরির সময় দ্বিতীয়বার যোগ হবার কথা নয় । কিন্তু গেজেটে স্পষ্ট লেখা রয়েছে *Oral Interview+ Lecture Demonstration+ *Prior Teaching Experience* , Merit List তৈরীর সময়েই যোগ হবে[ Rule 'L']|
ওদের ব্যাখ্যা অনুযায়ী তাহলে তো Prior Teaching Experience দুবার যোগ হয়ে যাচ্ছে।

সুতরাং দেখা যাচ্ছে একদম পরিষ্কার লেখা রয়েছে Interview List means (written exam+ academic score)=70
এবং merit list means [(written exam+academic)+(oral+demonstration+ teaching experience)]=70+30



পরীক্ষা দেওয়ার ইচ্ছে থাকলে কেও পরীক্ষা না দিয়ে চলে যেতোনা .....হয়তো প্রস্তুতিও ছিলোনা তেমন 😗...
15/09/2025

পরীক্ষা দেওয়ার ইচ্ছে থাকলে কেও পরীক্ষা না দিয়ে চলে যেতোনা .....হয়তো প্রস্তুতিও ছিলোনা তেমন 😗...

Address

Burdwan

Telephone

+4688654333

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uma's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share