
03/06/2025
বাইপাস সংলগ্ন একটি ফ্ল্যাটে একাই থাকেন তিনি। কাজে বেরোন সমস্ত বাড়ি বন্ধ করে। কিন্তু বাড়ি ফিরতেই অবাক কাণ্ড। এক নয়, একাধিক দিন। কোনওদিন চুরমার হয়ে ভেঙে পড়ে রয়েছে ফটো, কখনও আবার টবসুদ্ধ গাছ ভেঙে পড়ে রয়েছে। মাস ৩ ধরে এমনই অদ্ভূত সব ঘটনা ঘটছে অভিনেতা রণজয় বিষ্ণু।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে গোটা ঘটনা বিস্তারিত জানিয়েছেন অভিনেতা। তাঁর দাবি, এই প্রথম নয়, বেশ কয়েক মাস ধরে এই সমস্যায় ভুগছেন তিনি।
ঠিক কী হয়েছে রণজয়ের বাড়িতে? অভিনেতা একটি ভিডিও করে বিস্তারিত জানিয়েছেন সেই কথা। রণজয় জানিয়েছেন, তিনি তাঁর অ্যাপার্টমেন্টে একাই থাকেন। বাড়ি থেকে বেরনোর সময়, নিয়ম করে সমস্ত ঘরের জানলা দরজা দিয়েই বেরোন। কিন্তু একাধিক দিন তিনি বাড়ি ফিরে দেখছেন, অবাক কাণ্ড। তোলপাড় হয়ে রয়েছে ঘর। ভেঙে পড়ে রয়েছে তাঁর ছবি। সাজানো গাছের টব ভেঙে পড়ে রয়েছে, মাটি ছড়িয়ে রয়েছে। কোনওরকম হাওয়া এসে যে এই কাণ্ড ঘটবে, সেই সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন রণজয়। তিনি ঘরের এমন কিছু কোনা দেখিয়েছেন, যেখানে জানলা খোলা থাকলেও হাওয়া ঢোকা সম্ভব নয়। তার ওপর ঘরের সমস্ত জানলা ও দরজা বন্ধ ছিল। ফলে কোনোভাবেই ফটোফ্রেম আপনা আপনি পড়ে ভেঙে যাওয়া সম্ভব নয়।
এখানেই শেষ নয়, রণজয় বিষ্ণু জানাচ্ছেন, তিনি হামেশাই সকালে উঠে দেখছেন, তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ, গভীর ক্ষত। এর কোনও কারণ দেখতে বা বুঝতে পর্যন্ত পারছেন না রণজয়। তিনি যে আবাসনে থাকেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কড়া। সমস্ত জায়গায় রয়েছে সিসিটিভি। ফলে ফ্ল্যাটে কেউ ঢুকলে বা বেরোলে তা দেখা যেত। তবে ফুটেড খতিয়ে দেখেও কোনো কিছুই পাওয়া যায়নি। ফ্ল্যাটের চাবি সবসময়েই থাকে রণজয়ের সঙ্গে। তাঁর অনুপস্থিতিতে কারোর ফ্ল্যাটে ঢুকে এই সমস্ত ঘটনা ঘটানোও অসম্ভব।
এই সমস্ত ঘটনাকে অলৌকিক ঘটনা বলেই মনে করছেন রণজয়। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা শেয়ার করে নেওয়ার পরে অনেকেই বিভিন্ন উপদেশ দিয়েছেন রণজয়কে। অনেকেই বলেছেন, হনুমান চালিশা পড়তে। অনেকে আবার বলেছেন বাড়িতে হোম যজ্ঞের আয়োজন করতে। অধিকাংশ মানুষেরই দাবি, রণজয়ের ফ্ল্যাটে কোনও অশুভ শক্তি রয়েছে। সেই এই সমস্ত ক্ষতির কারণ। তবে ভয় পাননি রণজয়। তিনি এই ঘটনার আসল কারণ জানতে চান কেবল।
লেখা এবিপি আনন্দ নিউজ পেজ থেকে সংগৃহীত 🙏