ACN Life News

ACN Life News ACN LIFE NEWS IS THE NO1 NEWS MEDIA PROVIDER IN PURBA BARDHAMAN, NOW WE TARGET FOR NO1 IN WEST BENGAL
(1)

20/09/2025

নদীতে ডুবে মৃত্যু ব্রিজের দাবি গ্রামবাসীর

17/09/2025

যশশ্রী প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে রোগীদের ফল বিতরণ ভাতার বিজেপির।

রিপোর্ট :- সঞ্জয় মন্ডল ও এস.কে আব্দুল হানিফ, ভাতার।
ACN LIFE NEWS

ভারতের জনপ্রিয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদিজীর ৭৫ তম জন্ম দিবস উপলক্ষে, ভাতাড় স্টেট জেনারেল হাসপাতালে রোগীদের ফল বিতরণ করা হলো ভাতাড় বিধানসভার বিজেপির তরফ থেকে। ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সেবা কাল চলছে, সেই সেবাকার্য হিসেবে ভারতীয় জনতা পার্টি বিজেপির তরফ থেকে এই কর্মসূচি পালন করা হলো, উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্যস্তরের নেতা সৌমেন কার্ফা, মন্ডল সভাপতি স্নেহময় কুন্ডু, জেলা কমিটির সদস্য ব্রজগোপাল ঘোষ,অপূর্ব যশ,মন্ডলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রবীর মন্ডল, প্রতাপ হাজরা, গৌরব রায় এ ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ কার্যকর্তা শ্যামল কোঁয়ার,বাচ্চু হাজরা, দীনবন্ধু গোস্বামী, ভাতাড়ের মঠের বিশিষ্ট মহারাজ সহ একাধিক মোদিজীর ভক্ত মানুষজন।

ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট।

14/09/2025
14/09/2025

ইঁট ভাটার মালিকের আর্থিক সহায়তা ও গ্রামবাসীর উদ্যোগে মেরামত করা হচ্ছে বেহাল রাস্তা, বিস্তারিত দেখুন সম্পূর্ণ খবর।
প্রতিনিধি :- সঞ্জয় মন্ডল, ভাতার।

08/09/2025

২৪ ঘন্টার মধ্যেই খুলে দেওয়া হলো ভাতার সমবায়ের সীল

07/09/2025

মহিলাকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার

05/09/2025

আমার বর্ধমান ডিজিট্যাল মিডিয়ার সাংবাদিকের বাড়ি ভাঙচুর করলো দুষ্কৃতীরা। রিপোর্ট :-সঞ্জয় মণ্ডল, ভাতার, পূর্ব বর্ধমান।

02/09/2025

হারানো মানি ব্যাগ সহ টাকা ও গুরুত্বপূর্ণ কিছু জিনিস মালিকের হাতে তুলে দিয়ে সততার নজির গড়লেন ভাতারের রেল ঝুপড়ি পটির আমিনা ওরফে ময়না। প্রতিনিধি:-এস কে আব্দুল হানিফ।

01/09/2025

পূর্ব বর্ধমানের ভাতারের কালুত্তকে ICDS কেন্দ্রে শিশুদের শুধু মাত্র সাদা ভাত দেওয়ার অভিযোগ উঠলো। ডিম সবজি ছাড়াই ভাত দেওয়ায় বিক্ষোভ দেখান অভিভাবককরা।রিপোর্ট :- সঞ্জয় মণ্ডল, ভাতার।

30/08/2025

হারানো মোবাইল ফিরিয়ে দিলো ভাতার পুলিশ প্রশাসন

সঞ্জয় মণ্ডল, ভাতার :-
আজ পূর্ব বর্ধমান এর ভাতার থানার উদ্যোগে ফিরিয়ে দেওয়া হলো প্রায় একশোর কাছাকাছি মোবাইল। পাশাপাশি উদ্বোধন করা হলো নতুন ক্যান্টিন ও কনফারেন্স হলের। পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ মিটিং ধার্য করার জন্য এই কনফারেন্স হলের সূচনা করা হয়। এছাড়া ভাতার থানার অধীনস্থ বিভিন্ন এলাকায় টহলদারি করার জন্য চালু করা হলো ০৫ টি ইলেকট্রিক অর্থাৎ ই- বাইক। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস এছাড়াও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দোপাধ্যায়, ডি এস পি (ক্রাইম) সুরজিৎ মণ্ডল, সি আই(এ) শৈলেন্দ্র উপাধ্যায়, ভাতাড় থানার ওসি বুদ্ধদেব ঢুলি সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারস। পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস সহ অন্যান্য উচ্চতর পুলিশ আধিকারীকদের ফুলের স্তবক ও স্মারকলিপি তুলে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন।

28/08/2025

স্টেট ব্যাংকের উদ্যোগে ইকেওয়াইসির মাধ্যমে জনধন ব্যাংক খাতার নবীকরন

28/08/2025

পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্র নেতা সঞ্চিত দত্তের নেতৃত্বে পাঁচশতাধিক ছাত্র যুবর কলকাতা রওনা

Address

Purba Bardhaman
Burdwan

Alerts

Be the first to know and let us send you an email when ACN Life News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share