BDN BIG NEws

BDN BIG NEws NEWS MEDIA

07/09/2025

চূড়ান্ত পর্বে খেলায় মাঠ পরিক্রমা গান বাজনার মধ্য দিয়ে ফুটবল খেলার শুভ সূচনা হলো জাগরণী সংঘের মাঠে বর্ধমানে, মঞ্চে উপস্থিত ছিলেন রাজবিহারী হালদার সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন।

প্রতিনিধি ঝিলিক মুখার্জী

06/09/2025

বর্ধমান ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং কাকলী গুপ্ত তা সহযোগিতায় শিক্ষক দিবস উদযাপন করা ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে

01/09/2025

ফেসবুকে অনলাইন মাধ্যমে শান্তিনিকেতনের এক বস্ত্র প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠে এলো অভিযোগ এক প্রবাসী বাঙালির, দুর্ব্যবহার ও হুমকির মুখে পড়তে হল সেই প্রবাসী বাঙালিকে

23/08/2025

APLL বর্ধমান সেন্টারের পক্ষ থেকে রক্তদান শিবির ও ১০০ দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ কর্মসূচী

22/08/2025

জাভেদ হাবিব সেলুন এবার নতুন ভাবে উদ্বোধন করা হলো বর্ধমান শহরে

08/08/2025

ডিয়াক পারফর্মিং আর্ট এন্ড কালচার ফাউন্ডেশন-এর পক্ষ থেকে সারা দেশের শিল্প ও সংস্কৃতিকে ঘিরে এক অভিনব অল ইন্ডিয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই উপলক্ষ্যে বর্ধমান গঙ্গাকিশোর ভট্টাচার্য প্রেস কর্ণারে এক সাংবাদিক সভার আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইভেন্ট কো-অর্ডিনেটর মৃন্ময় কান্তি গুহ, ডিয়াক পারফর্মিং আর্ট এন্ড কালচার ফাউন্ডেশন-এর আহ্বায়ক সুমন মুখার্জী, বিশিষ্ট ওডিসি নৃত্যশিল্পী পৌলমী মুখার্জী প্রমুখ।
এদিনের সাংবাদিক সম্মেলনে প্রারম্ভিক বক্তব্যে
মৃন্ময় কান্তি গুহ বলেন, বর্ধমান শহরে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে দীর্ঘ দিন ধরে বিশেষ ভূমিকা রেখে চলেছেন সুমন মুখার্জী ও পৌলমী মুখার্জী। তারাই এবার ডিয়াক পারফর্মিং আর্ট এন্ড কালচার ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিদ্যালয় স্তরের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন।
সুমন মুখার্জী বলেন, তারা যে অল ইন্ডিয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেই প্রোগ্রামটি চারটি রিজিয়নের মাধ্যমে পরিচালিত হবে। পূর্ব,পশ্চিম, উত্তর ও দক্ষিণ। এক্ষেত্রে পূর্বাঞ্চলে বর্ধমান, কলকাতা, শিলিগুড়ি ও আসাম মিলিয়ে চারটি শহরে অনুষ্ঠান হবে এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠানগুলি হবে রিজিওনাল লেভেল, জোনাল লেভেল ও ন্যাশনাল লেভেলে। এই অনুষ্ঠানের প্রথমটি অনুষ্ঠিত হবে বর্ধমান শহরে। যেখানে ছ'টি জেলা অংশগ্রহণ করবে। এই ছটি জেলার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে থাকছে স্কুল ছাত্রছাত্রীদের শিল্পকলার প্রতিযোগিতা। দ্বিতীয় পর্যায়ে তরুণ শিল্পীদের পারফরম্যান্স, আর তৃতীয় ক্ষেত্রে থাকছে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিল্পীদের অনুষ্ঠান। যারা তাদের সাংস্কৃতিক দক্ষতা পরিবেশন করবেন মঞ্চে।
পৌলমী মুখার্জী বলেন, এই প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিক যেমন সঙ্গীত, নৃত্য, নাটক, মার্শাল আর্ট, যোগব্যায়াম ইত্যাদি তুলে ধরা হবে। তাদের এই উদ্যোগে বিভিন্ন শিল্পী, শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিমনা মানুষরা সাথী হবেন।

03/08/2025

রাজনন্দিনী কাপ ২০২৫ অনুষ্ঠিত হতে চলেছে প্রস্তুতি সাংবাদিক সম্মেলন করলেন রাজনন্দিনী কর্ণধার

16/07/2025

আবারো এক জটিল চিকিৎসায় বড়সড় সাফল্য সান হসপিটালের ও মানবিক উদ্যোগ দেখা গেল সান হসপিটালের চিকিৎসকদের মধ্যে।

11/07/2025

শ্যাল উই ড্যান্স একাডেমি আয়োজিত গুরুপূর্ণিমা অনুষ্ঠান অনুষ্ঠিত হল শ্যাল উই ড্যান্স নিজ প্রেক্ষাগৃহে

06/07/2025

বর্ধমান আই কেয়ার নার্সিংহোম এর পক্ষ থেকে বিনামূল্যে যোগ্য পরীক্ষা শিবির শ্রীগুরু সংঘ আশ্রমে আগত সমস্ত ভক্তবৃন্দ থেকে পূর্ণবয়স্ক মানুষদের জন্য

05/07/2025

বর্ধমান আই কেয়ার নার্সিংহোম এর পক্ষ থেকে চক্ষু পরীক্ষা করা হয় দিল্লি পাবলিক স্কুলের সমস্ত ছোট থেকে বড় সকল ছাত্র ছাত্রীদের

29/06/2025

নিউ সন্ধ্যা ফার্মেসি ও মিঠাপুকুর অ্যাথলেটিক ক্লাবের যৌথ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

Address

Bidhanpally Sripally Burdwan
Burdwan

Website

Alerts

Be the first to know and let us send you an email when BDN BIG NEws posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share