15/10/2024
গল্প_____লাস্ট...চিঠি...................................অ তৃ প্ত シ︎ ম ন-.
__________________
হয়তো তোমার আমার কোনো একদিন এই ব্যাস্ত শহরে দেখা হবে। সেই দিন আমি আর তুমি আলাদা আলাদা কারোর হাত ধরে যাবো। সে দিন চাইলেও
আমি তোমার হাত ধরতে পারবো না। কারণ সেই দিন আমি অন্য কারোর হয়ে যাবো। যেখানে আমার আর তোমার হাত ধরার কথা অথচ সেখানে অন্য কেউ তোমার হাত ধরবে। অনেক কষ্ট হবে কিন্তু তবুও মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে রাখবো। আমারা এটাই ভাববো যে সে হয়তো আমাকে ছাড়া অনেক সুখে আছে। কিন্তু দুজনেই সুখে থাকবোনা। পতিদিন রাতে তোমার জন্য নিরবে কান্না করবো এ কান্না আমি ছাড়া কেউ জানবে না। অবুঝ মন কিছু তেই বুঝবেনা যে তুমি অন্য কারোর অধীনে আছো।কোন এক জোছনার রাতে ছাদে গিয়ে চিৎকার করে বলবো আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তবুও তোমাকে ফিরে পাবো না। সে দিন চোখের পানি ফেলে আকাশের কাছে তোমার নামে অভিযোগ জানাবো। তবুও বলবো ভালো থেকো প্রিয়। সেই দিন তোমার আমার অতীত ছাড়া কিছুই থাকবে না। আমি যেদিন পৃথিবীর মায়া
ছেড়ে যাব হয়তো তুমি জানতে পারবেনা। যখন জানবে তখন আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। না ফেরার দেশে। পরিবারের লোকজনের জন্য আমাদের মন অ তৃ প্ত.হয়ে থেকে যাবে।
লেখক_________sp
_____________________সমাপ্ত_______________,🥀😔🥺💔...!?