20/07/2025
কথায় আছে, বাঙালি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, কখনও বাংলা ভোলে না। আরও একটা বিষয় যা বাঙালির মননে চিরস্থায়ী, তা হলো দুর্গাপুজো ! প্রতি বছর পুজো এলেই, বাবার হাত ধরে ছোট বেলায় দেখতে যাওয়া 'মা' এর সেই মুখ ভাসতে থাকে দুটি চোখে। শৈশবে, সেই সব বন্ধুবান্ধবদের সাথে কাটানো পুজোর স্মৃতি মনে ভিড় জমায়। মনে হয় এক ছুটে ফিরে যাই পাড়ার সেই গলিতে। টোকা দিই পাশের বাড়ির বন্ধুর দরজায়। তাই এবারের পুজোয় ফিরে আসুন কোলকাতায়। চলে আসুন সমাজসেবী সংঘের ৮০ তম শারদ উদযাপনে সামিল হতে।
৮০ তম শারদোৎসবের দোরগোড়ায় এসে, সকল পুজোপ্রেমী প্রবাসীদের কাছে আমাদের আহ্বান, পুজো উপলক্ষে কোলকাতায় ফিরুন ! দেখা হোক আমাদের পুজো প্রাঙ্গণে…
#৮০তেআসুন