28/07/2025
ভোট এলেই ঝুড়িঝুড়ি প্রতিশ্রুতি! তারপর সব ফাঁকা ? ভোট নেওয়ার সময় ভোট নেবে, রাস্তাঘাট তৈরি হবে না কেনো? প্রশ্ন এলাকাবাসীদের। এবার ভোট এলেই ঘিরে ধরুন নেতাদের আগে রাস্তা তারপরে ভোট।
পটাশপুর ১ ব্লকের অমরপুর এলাকার রাস্তা খারাপের জন্য গতকাল এক রোগীকে টোটো গাড়িতে উঠিয়ে টোটো ঠেলতে ঠেলতে হাসপাতালে পৌঁছানোর আগেই রোগীর মৃত্যু হয় বলে এমনটাই স্থানীয়রা জানিয়েছে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা।