22/07/2025
📌 অসহায় মায়ের চোখের জলের মূল্য শুধু আপনারা
নয় মাস বয়সে কিছু বুঝে ওঠার আগেই অতি বিরল মারন রোগে আক্রান্ত দুধের শিশু ছোট্ট হৃদিকা, যার নাম Spinal muscular atrophy. এই রোগ শরীরের পেশী গুলোকে এমন ভাবে দুর্বল করে ফেলতে থাকে, যে ঘাড় সোজা রাখা, বসে থাকা, কিছু ধরা, পা তোলা এসব কিছুই কঠিন হয়ে পড়ে।
- এক সময় শ্বাস নেওয়া বা খাবার গিলতে পারার ক্ষমতাও চলে যায়। হৃদিকা জীবন স্বাভাবিক করে তুলতে পারে বিশেষ এক ধরনের জিন থেরাপি, ডাক্তারি পরিভাষায় যার নাম Zolgensma .... এই চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন যা একা জোগাড় করা আমার মতই কোনো মধ্যবিত্ত পরিবারের পক্ষেই সম্ভব নয়।
- আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যথা সম্ভব সামর্থ্য মত ১০ , ২০ টাকা অর্থ সাহায্য করুন, আপনাদের সহযোগিতা ছাড়া আমরাও ওকে বাঁচাতে পারবো না। আসুন, সবাই মিলে এই লড়াইয়ে , দুধের শিশুটির পাশে এসে দাঁড়াই। যথাসাধ্য চেষ্টা করি ।
নিচে আমি ওনাদের ব্যাংক ডিটেলস এবং QR কোড দিয়ে রাখলাম। আপনি যতটুকু পারেন ততটুকু দিয়ে সাহায্য করুন 🙏 আমরা রানাঘাটের মেয়ে অস্মিকাকে বাঁচিয়ে তুলতে পেরেছি। হৃদিকাকেও পারবো
Please share this as much as possible 👇
📌 হৈমন্তী দাস (মা)
ফোন নাম্বার :8777062393
To UPI : supporthridika@yesbankltd