চরৈবেতি

চরৈবেতি কবিতার পাতা, মনের বহিঃপ্রকাশ

Shout out to my newest followers! Excited to have you onboard! Samiran Mondal, Abhinaba Choudhury, Rajjak Ali, Ajay Das,...
09/08/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Samiran Mondal, Abhinaba Choudhury, Rajjak Ali, Ajay Das, Soumita Mukherjee

কালের নিয়ম আকাশের অজুহাতে মেঘ যদি না বৃষ্টি হয়,তাতে তোমার কি?নদী স্রোতের ধারা বেয়ে সমুদ্রতে মিশতে না চায় ক্ষতি কি?হাজার ...
07/08/2025

কালের নিয়ম

আকাশের অজুহাতে মেঘ যদি না বৃষ্টি হয়,
তাতে তোমার কি?
নদী স্রোতের ধারা বেয়ে সমুদ্রতে মিশতে না চায়
ক্ষতি কি?
হাজার তারার মাঝখানে সপ্তর্ষি তো একশত নয়,
তুমিও খানিক সুযোগ খুঁজে উল্টো স্রোতে বইবে না হয়।
তাতে কারো যায় আসে না,
তোমারিই বা আসবে কেন?
কালের নিয়ম আজীবনকাল তুমিও বা মানবে কেন?

মধ্যবিত্তহার জিৎ সব দেখতে গিয়ে অভিমানী আজ আমি।সময় কাঁটা গলায় ফুটে,প্রমোশন খুব দামি।শব্দ ঝোলা,আপন ভোলা,খুলুক হিসেব খাতা,ম...
07/08/2025

মধ্যবিত্ত

হার জিৎ সব দেখতে গিয়ে
অভিমানী আজ আমি।
সময় কাঁটা গলায় ফুটে,
প্রমোশন খুব দামি।
শব্দ ঝোলা,আপন ভোলা,খুলুক হিসেব খাতা,
মানি ব্যাগ এ দশটি টাকা, বুক পকেটে যা তা।
অবুঝ আমি,বোকা মানুষ, নেই যে বলার ভাষা,
বসের কথা না শুনলে জবাই করবে খাসা।
ট্রেনের কামরায় মাসিরা তো পয়সা চাই না আর,,
বুঝতে পারে, তফাৎটা কম, আমার এবং ওনার
প্রকাশ করার ভাষায় শুধু বারুদ আছে ঠাসা,
অধম এর নাম মধ্যেবিত্ত,ভাগ্য খেলছে পাশা।
প্রেম করেছি, বাদুড়িয়ায়, ভাড়া বাড়ির চালে,
শতবর্ষ সেলিব্রেশন, ইনহেলার-এর টানে।
কি ভাবছেন? বেকার বকি? আবোল তাবোল ক্ষেপা?
সহজ কথা তেতো খুবই,সত্যি কথা, ন্যাকা?
তাঁর থেকে বেশ এটাই ভালো পাগল ভাবুক সবাই,
বিবেক বোধ কে রেহাই দিয়ে, শান্তিতে আজ ঘুমাই।

ফিরে দেখাতোমার বয়েসের দ্বিগুন কম তোমার বুদ্ধিশুদ্ধি হবে ,কুল কিনারা  খুঁজতে খুঁজতে বছর বিশেক  যাবে ,সব মিলিয়ে প্রায় যখন,...
31/07/2025

ফিরে দেখা

তোমার বয়েসের দ্বিগুন কম তোমার বুদ্ধিশুদ্ধি হবে ,
কুল কিনারা খুঁজতে খুঁজতে বছর বিশেক যাবে ,
সব মিলিয়ে প্রায় যখন, খুজবে তোমায় হাতরে
দেখবে ঠিকই ষাট এর গোড়া পার করেছো সাঁতরে
টনক হবে,এই টনকই যদি নড়তো চড়ত কলেজে,
আগাম বার্তা তবে পেতাম নিশ্চই কিছু মগজে।
এতদিনে পাড় করেছো সোনার মতো যুগটা,
পিছন ফিরে চাইছে যেতে হাহাকারী বুকটা।
নতুন ক্লাস এর উদ্দীপনা, কলম, বইয়ের পাতা
আবার যদি পাওনা হতো পরীক্ষার ওই খাতা,
অজানা ওই প্রশ্নগুলো উত্তর খুঁজে পেতো
জীবন খানিক উড়ত তখন বাজপাখিরই মতো।
অদৃষ্ট তো পেনের লেখা, মুছতে চায় না সহজে
Eraser এর দৌড়টা শুধু পেন্সিল আর কাগজেই।

゚viralfbreelsfypシ゚viral

সম্প্রতি একজন টেলি তারকার মা ছাড়া মা হয়ে ওঠার গুঞ্জন নিয়েএখন জল্পনা তুঙ্গে  নেটপাড়াএ। তা নিয়ে দু'ভাগে বিভক্ত হয়ে উঠে...
30/07/2025

সম্প্রতি একজন টেলি তারকার মা ছাড়া মা হয়ে ওঠার গুঞ্জন নিয়েএখন জল্পনা তুঙ্গে নেটপাড়াএ। তা নিয়ে দু'ভাগে বিভক্ত হয়ে উঠেছে জনতার একাংশ। দেখলাম মা হয়ে ওঠার যন্ত্রণার শুশ্রুষা কামনার সাথে সাথে তার দিকে ধেয়ে আসছে নানান কটাক্ষও। মা ও মেয়ের বিভাজনের গল্প অন্য মাত্রা এনেছে সন্ধ্যের গোল টেবিল বৈঠকে । মা তার সদ্দ মা হওয়া সন্তানের সুস্থতা কামনা করছেন দূর থেকে, টেলিফোনে এক সংবাদ মাধ্যমের সাহায্য। সন্তানকে বুকে জড়িয়ে ধরতে তাহলে সবার আগে মায়ের ইগো স্যাটিস্ফাই হওয়াটা খুব প্রয়োজন,কি বলুন? কারন আমরা তো প্রতিবাদী,যুগ বদলেছে,সময় পরিবর্তন এনেছে আর পরিবর্তনের কড়া মায়ের গর্ভে নারীর টানকেও ইগো আর কমার্শিয়ালাইজ করতে ছাড়েনি। শুনেছি আজ থেকে পঞ্চাশ বছর পর technology হয়তো এতটাই পৃথিবীকে গিলে ফেলবে,রোবট মানুষের কাজকে রিপ্লেস করে দিতে সক্ষম হবে। Thanks to the age,রোবট আসার আগে মানুষের মনটাকেই যদি রোবটে পরিণত করা যায় তাহলে রোবট তৈরির খরচটাও বেঁচে যায়। কি তাই না?কষ্ট কাটিং এর যুগ তো!! আচ্ছা আগে তো এমন হিসাব ছিল না,মা ছেলের ঘরে ফেরার আশায় ভাতের থালা নিয়ে বসে থাকতো,বিনা শর্তে।কন্ডিশনস এপ্লাই* বলে কোন দাবি ছিল না।সে যুগে সত্যজিৎ রায়ের থেকে শুরু করে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় এর মতন জন্ম নিয়েছেন অনেক হীরে,এখন আপনিও গুলিয়ে ফেলবেন দিনের শেষে বাড়ি ঢুকলে বাড়িতে নাকি ইন্সুরেন্স কোম্পানিতে ঢুকছেন এই ভেবে। একরাশ target এর বোঝা নিয়ে। যেখানে টার্গেট ভার্সেস এক্সপেক্টেশন রোজ চেঞ্জ হয়। দুনিয়ার তাবড় তাবড় কোম্পানির rules and regulations কেও হার মানায় আজকালকার মা-বাবা এবং সন্তানের সম্পর্ক টিকে থাকার কন্ডিশনসকে। চাকরি ছাটাই আর সম্পর্ক টিকে না থাকার শর্তের মিল বোধ হয় এর থেকে ভালোভাবে অন্য কোথাও পাবেন না আপনি।Hire & fire রুল কিছুটা সম্পর্কের তিক্ততা থেকেও অনুপ্রাণিত বোধ হয়।একটি মেয়েকে অনেক শারীরিক ও মানসিক যন্ত্রণা উৎড়ে মা হওয়ার হাসিটা মুখে আনতে হয়। সবাই শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির আলাদা আলাদা সান্নিধ্য পেয়ে অপারেশন থিয়েটার যায় না। যারা যান, তাদের জন্য অগাধ শুভকামনা আপনারা জীবনের সর্ব সুখ থেকে বঞ্চিত নন। কিন্তু যারা পান না তাদের ওই সদ্য দেখা সন্তানের হাসিমুখ টুকুই একমাত্র সম্বল। তীব্র কটাক্ষ দিয়ে তার হাসিটা কেড়ে নেবেন না।সবকিছু ভুলে সব জল্পনার অবসান ঘটিয়ে মেয়ের মাথায় হাত রাখার যা সুখ একটি মা পেতেন,ঘৃণার আচ্ছাদনে নিজেকে মুড়িয়ে রেখে সেই সুখ থেকে তিনি বঞ্চিত করলেন নিজেকেই। আপনার অবহেলার যন্ত্রণা আপনার সন্তান একদিন কাটিয়ে উঠবে ঠিকই, কিন্তু ঘৃণার বাষ্পে আপনি হয়তো এতটাই জড়িয়ে যাবেন আগামী দিনে কোন ঠান্ডা কুয়াশা আপনাকে স্পর্শ করতে চাইবে না। আপনি মা, ছোট থেকে সন্তানকে বড় করে তোলার জন্য আপনার যা যা স্ট্রাগল তাকে নির্দ্বিধায় কুর্নিশ। সামান্য একটা ইগোকে মনে জায়গা দিয়ে আপনার অপরিসীম ক্ষমতাকে ছোট করবেন না। আপনার হাতের ছোঁয়া পৃথিবীর যেকোনো মেডিসিনের ক্ষমতাকে উপেক্ষা করে,যা যে কোন নার্স বা বেস্ট নার্সিংহোম ফ্যাসিলিটিজ দিতে অক্ষম। জীবন ঘটনা বহুল হতে পারে। সব সন্তানও সমান নাও হতে পারে। আপনার সন্তান আপনার চাহিদা পূরণের মেশিন নয়,তা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু পাশে থাকলে হয়তো সব সমস্যা এমনিই মিটে যায়। দূরে গিয়ে যা কখনোই সম্ভব হয় না।মা হওয়া খুব স্নিগ্ধ। পবিত্র একটা ঘটনা। যারা বা যাদের এই ঘটনাকে খুব সহজ বলে মনে হয়,তাদের মানসিক স্বাস্থ্যের দ্রুত সুস্থতা কামনা করি। ইঁদুর দৌড়, কম্পেটিশন, ইগো র মতো তুচ্ছ জঞ্জালগুলো যখন সারা পৃথিবীকে গ্রাস করছে তখন একটা সরল, নির্ভরযোগ্য, আবেগ, অনুভূতি দিয়ে ঘেরা নিঃশর্ত কোল মা হয়ে সন্তানের জন্য রাখাটা কি খুব কঠিন?

゚viralシ ゚viralfbreelsfypシ゚viral

06/06/2025

কবিতা হাজার ব্যাক্তিগত নিজের জীবন নিজের মানসিকতা,

যতটুকু না পাওয়া ছিলো থাক না অজানা, শহর টা অচেনা, বাসর হোক রঙিন,

পরিচিত হোক অমাবস্যা, পরিচিত হোক ভালোবাসা

Address

Calcutta Bara Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when চরৈবেতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share