22/09/2025
🍲 প্রেসার কুকারে রান্নার ১২টি হ্যাক – সময় বাঁচান, স্বাদ বাড়ান! ⏱️✨
প্রেসার কুকার শুধু সময় বাঁচায় না, রান্নার ফ্লেভারও বাড়ায়! দেখে নিন কিভাবে এটি আপনার রান্নাঘরকে আরও সহজ ও মজাদার করে তুলতে পারে ⤵️
🔹 ১. ডাল দ্রুত সিদ্ধ করতে:
ডাল সিদ্ধ করতে আগে একটু তেল দিন ও ডাল ভালো করে ধুয়ে নিন। ২–৩ ফোঁটা লেবুর রস দিলে ডাল ঝটপট নরম হবে। সিটি: ২–৩ বার 🍲💨
🔹 ২. সবজি রঙ ধরে রাখতে:
সবজি কেটে কুকারে রাখার আগে সামান্য লবণ ও তেল মেশান। প্রেসার কুকার ব্যবহার করলে সবজি হবে ঝকঝকে ও রঙিন। সিটি: ১–২ বার 🥦🌈
🔹 ৩. মাংস নরম করতে:
মাংস সিদ্ধ করার আগে এক চা চামচ দই বা লেবুর রস মাখিয়ে রাখুন। এতে মাংস হবে নরম ও রসালো। সিটি: ৩–৪ বার 🍗👌
🔹 ৪. ভাত ঝরঝরে করার ট্রিক:
ভাত রান্নার আগে এক চা চামচ তেল কুকারে দিন। রান্নার শেষে সামান্য লেবুর রস ছিটিয়ে দিন, ভাত হবে ফ্লাফি ও ধবধবে সাদা। সিটি: ১–২ বার 🍚✨
🔹 ৫. খিচুড়ি সহজে বানাতে:
চাল ও ডাল ঠিকমতো ধুয়ে নিন, কুকারে তেল দিয়ে রান্না করুন। প্রেসার কুকারের চাপে খিচুড়ি হবে নরম ও ক্রিমি। সিটি: ২–৩ বার 🥣💛
🔹 ৬. মাছ রান্নার সময়:
মাছের উপরে সামান্য লবণ ও মশলা ছড়িয়ে প্রেসার কুকারে রান্না করুন। ফ্লেভার আরও বাড়বে। সিটি: ১–২ বার 🐟🍲
🔹 ৭. ঝাল কমাতে:
খাবার বেশি ঝাল হলে রান্নার শেষে লেবুর রস যোগ করুন। ঝাল কমে যাবে অনেকটাই। সিটি: ১ বার 🌶️➖
🔹 ৮. দুধ ফাটতে না দেওয়ার ট্রিক:
দুধের মিশ্রণ কুকারে দেওয়ার আগে এক চিমটি সোডা বা তেল মেশান। দুধ ফাটবে না। সিটি: ১ বার 🥛👌
🔹 ৯. চাটনি সহজে বানাতে:
সবজি ও মশলা কেটে প্রেসার কুকারে ১–২ মিনিট ভাপ দিয়ে নিন। তারপর ব্লেন্ড করলে হবে নরম ও মসৃণ চাটনি। সিটি: ১–২ বার 🌿🍅
🔹 ১০. স্যুপ দ্রুত বানাতে:
সুপের সব উপকরণ কেটে কুকারে দিন। ৫ মিনিটের মধ্যে সবজি নরম হয়ে সুপার টেস্টি স্যুপ তৈরি হবে। সিটি: ২–৩ বার 🍲✨
🔹 ১১. ডিম সিদ্ধ করতে:
ডিম প্রেসার কুকারে ১ কাপ পানি দিয়ে ২–৩ মিনিটে সিদ্ধ করুন। খোসা সহজে ওঠে। সিটি: ১–২ বার 🥚🔥
🔹 ১২. বেকড বা স্টিমড রেসিপি:
কেক বা ডিমের স্টিমড রেসিপি কুকারে বানাতে হলে বেসিনে সামান্য পানি দিয়ে ঢেকে রান্না করুন। রেসিপি হবে মসৃণ ও ফ্লাফি। সিটি: ১–২ বার 🍰💛
🔖 এই হ্যাকগুলো কাজে লাগালে শেয়ার করতে ভুলবেন না!
প্রেসার কুকারকে বানান আপনার রান্নাঘরের সুপারস্টার 🌟🍲
📌