
18/07/2025
দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য 🙏
(১৯ জুলাই ১৮৬৩ – ১৭ মে ১৯১৩)
এক বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা, যিনি "ডি. এল. রায়" নামে পরিচিত। তিনি প্রায় ৫০০ গান রচনা করেন, যা দ্বিজেন্দ্রগীতি নামে বাংলা সংগীতজগতে আজও সমান জনপ্রিয়। তাঁর লেখা “ধনধান্য পুষ্পভরা” ও “বঙ্গ আমার! জননী আমার!” গানগুলি দেশপ্রেম জাগ্রত করে। নাট্যরচনায়ও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন—প্রহসন, কাব্যনাট্য, ঐতিহাসিক ও সামাজিক নাটক এই চারটি ধারা জুড়ে তাঁর সৃষ্টি বিস্তৃত। আর্যগাথা ও মন্দ্র তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ, আর রাণা প্রতাপসিংহ, দুর্গাদাস, সাজাহান, সীতা, একঘরে প্রভৃতি নাটক বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ।