VSK Dakshinbanga

VSK Dakshinbanga Welcome to VSK Dakshinbanga, your go-to source for accurate and timely news coverage.
(4)

We strive to bring you the latest updates on national and international news, politics, business, technology, and more.

দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য 🙏 (১৯ জুলাই ১৮৬৩ – ১৭ মে ১৯১৩) এক বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্...
18/07/2025

দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য 🙏

(১৯ জুলাই ১৮৬৩ – ১৭ মে ১৯১৩)

এক বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা, যিনি "ডি. এল. রায়" নামে পরিচিত। তিনি প্রায় ৫০০ গান রচনা করেন, যা দ্বিজেন্দ্রগীতি নামে বাংলা সংগীতজগতে আজও সমান জনপ্রিয়। তাঁর লেখা “ধনধান্য পুষ্পভরা” ও “বঙ্গ আমার! জননী আমার!” গানগুলি দেশপ্রেম জাগ্রত করে। নাট্যরচনায়ও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন—প্রহসন, কাব্যনাট্য, ঐতিহাসিক ও সামাজিক নাটক এই চারটি ধারা জুড়ে তাঁর সৃষ্টি বিস্তৃত। আর্যগাথা ও মন্দ্র তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ, আর রাণা প্রতাপসিংহ, দুর্গাদাস, সাজাহান, সীতা, একঘরে প্রভৃতি নাটক বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ।

18/07/2025

পশ্চিমবঙ্গে উন্নয়নের মহাযজ্ঞ! ₹৫,৪০০ কোটির প্রকল্পের উপহার প্রধানমন্ত্রীর হাত ধরে

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী-র দূরদর্শী নেতৃত্বে পশ্চিমবঙ্গে উন্নয়নের এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। ₹৫,৪০০ কোটিরও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্য পেয়েছে এক রূপান্তরকারী উপহার—যার মধ্যে রয়েছে পরিষ্কার শক্তির পাইপলাইন, সিটি গ্যাস বিতরণ ব্যবস্থা, এবং নতুন সড়ক ও রেল অবকাঠামো।

এই প্রকল্পগুলি শুধুমাত্র সংযোগ ব্যবস্থাকে শক্তিশালী করছে না, পাশাপাশি শিল্প, পর্যটন ও কর্মসংস্থানেও নতুন দিগন্ত উন্মোচন করছে। এই উদ্যোগ পশ্চিমবঙ্গকে 'বিকশিত ভারত' গঠনের পথে এক গুরুত্বপূর্ণ অংশীদার করে তুলছে।

🔸 " উন্নত বাংলা, বিকশিত ভারত"

নারীকে ক্ষমতায়ন করলেই জাতির উন্নতি নিশ্চিত — সঙ্ঘপ্রধান ডঃ মোহন ভাগবতজিসোলাপুর, পশ্চিম মহারাষ্ট্র (১৭ জুলাই ২০২৫)।राष्ट...
18/07/2025

নারীকে ক্ষমতায়ন করলেই জাতির উন্নতি নিশ্চিত — সঙ্ঘপ্রধান ডঃ মোহন ভাগবতজি

সোলাপুর, পশ্চিম মহারাষ্ট্র (১৭ জুলাই ২০২৫)।
राष्ट्रीय स्वयंसेवक संघ-এর সরসংঘচালক ডঃ মোহন ভাগবতজি বলেছেন, মাতৃশক্তির মধ্যে স্বাভাবিকভাবেই সমাজের উন্নয়নের ভাবনা থাকে, কারণ তারা স্নেহ, মমতা ও ত্যাগের আশীর্বাদ নিয়ে জন্মায়। তাই, যখন নারীশক্তি জাগ্রত ও সক্রিয় হবে, তখন জাতির সামগ্রিক উন্নতি নিশ্চিতভাবে ঘটবে।

তিনি এই মন্তব্য করেন সোলাপুরের হুতাত্মা স্মৃতি মন্দিরে আয়োজিত 'উদ্যোগবর্ধিনী' সংস্থার ‘পরিবার উৎসব’ অনুষ্ঠানে। নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করে চলা এই সংস্থার ২১তম বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল।

🔸

জীবনতারা হালদারের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য 🙏 (১৮ জুলাই ১৮৯৩ – ২০ জানুয়ারি ১৯৮৯)ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী,...
18/07/2025

জীবনতারা হালদারের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য 🙏

(১৮ জুলাই ১৮৯৩ – ২০ জানুয়ারি ১৯৮৯)

ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী, অনুশীলন সমিতির সদস্য, সাংবাদিক ও সাহিত্যিক। তিনি ব্রিটিশবিরোধী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পরে অনুশীলন সমিতির ইতিহাস নামক গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করে সেই আন্দোলনের দলিল সংরক্ষণ করেন। স্বাধীনতা সংগ্রামের পাশাপাশি তার সাহিত্য ও সাংবাদিকতায়ও দেশপ্রেমের ছাপ স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

17/07/2025

আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হৃদয়ে শিখ সম্প্রদায়ের জন্য রয়েছে এক বিশেষ শ্রদ্ধা ও গভীর আস্থা। তাঁর নীতি, সিদ্ধান্ত এবং ব্যবহার—সবকিছুতেই ফুটে ওঠে শিখ ঐতিহ্য, সংস্কৃতি ও সেবাভাবনার সঙ্গে তাঁর গভীর সংযোগ। প্রধানমন্ত্রীজির এই নিষ্ঠা শিখ সমাজের প্রতি এক আন্তরিক সম্পর্কের প্রতীক হয়ে উঠেছে।

🇮🇳

শূন্য থেকে বিশ্ব গড়ার কাহিনি — সরসংঘচালক ডঃ মোহন ভাগবতের প্রেরণাদায়ক সফরসোলাপুর, পশ্চিম মহারাষ্ট্র |রাষ্ট্রীয় স্বয়ংসেবক...
17/07/2025

শূন্য থেকে বিশ্ব গড়ার কাহিনি — সরসংঘচালক ডঃ মোহন ভাগবতের প্রেরণাদায়ক সফর
সোলাপুর, পশ্চিম মহারাষ্ট্র |
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসংঘচালক ডঃ মোহন ভাগবত গত বৃহস্পতিবার উদ্যোগবর্ধিনী সংস্থার সদ্ভাবনা সফরে সোলাপুরে উপস্থিত হন। তিনি সংস্থার নানা কর্মসূচি সম্পর্কে অবহিত হন এবং মহিলাদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে পরিচালিত প্রকল্পগুলোর ভূয়সী প্রশংসা করেন।

এই সফরে ডঃ ভাগবত এমন সব পরিশ্রমী মহিলাদের সঙ্গে সাক্ষাৎ করেন, যারা একেবারে শূন্য থেকে নিজেদের স্বপ্নের জগৎ গড়ে তুলেছেন। তাঁদের সংগ্রাম, সাফল্য এবং আত্মবিশ্বাসের কাহিনি তিনি মনোযোগ দিয়ে শুনে বলেন — "এই রত্নসম মহিলারাই আজকের ভারতবর্ষের প্রকৃত শক্তি।"

🇮🇳

17/07/2025

আকাশ প্রাইম – ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা প্রযুক্তির এক সাফল্য
১৬ জুলাই, ২০২৫ | লাদাখ সেক্টরে উচ্চ উচ্চতায় দুইটি উচ্চগতির মানববিহীন আকাশীয় লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করল আকাশ প্রাইম। এটি আকাশ অস্ত্র ব্যবস্থার একটি উন্নত সংস্করণ।

এই সফল পরীক্ষা ভারতের প্রতিরক্ষা প্রস্তুতির একটি মাইলফলক – বিশেষত উচ্চ পার্বত্য অঞ্চলে শত্রুদের আকাশপথে আক্রমণ প্রতিরোধে এটি অত্যন্ত কার্যকর প্রমাণিত হবে।

🇮🇳

17/07/2025

লোকশিল্পী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
সোশ্যাল মিডিয়া মিট-২০২৫-এর প্রদর্শনীতে দেবভূমি হিমাচল-এর বীর যোদ্ধাদের জীবনকথা তুলে ধরা হয়েছে তাঁর অনন্য উপস্থাপনায়।

এই প্রদর্শনীর মাধ্যমে ঐতিহাসিক বীরত্ব, সাহস ও আত্মত্যাগের স্মৃতিচিহ্নসমূহ নতুন প্রজন্মের সামনে জীবন্ত হয়ে উঠেছে।

📍 #देवभूमि_के_वीर

কেরল।সেবা ভারতী ও কে চিট্টিলাপ্পিলি ফাউন্ডেশন-এর 'ঊরিডাম প্রকল্প'-এর অধীনে দরিদ্র ও প্রয়োজনমতো পরিবারের হাতে নতুন ঘরের ...
17/07/2025

কেরল।
সেবা ভারতী ও কে চিট্টিলাপ্পিলি ফাউন্ডেশন-এর 'ঊরিডাম প্রকল্প'-এর অধীনে দরিদ্র ও প্রয়োজনমতো পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হলো।

এই প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলিকে স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ নিজেদের হাতে উপভোক্তা পরিবারগুলির হাতে ঘরের চাবি তুলে দেন এবং এই মানবিক উদ্যোগকে আন্তরিক প্রশংসা জানান।

17/07/2025

জয় শ্রী কাশী বিশ্বনাথ ধাম! 🙏🏼✨
হর হর মহাদেব!

বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবন হোক শুভ, শক্তিময় ও কল্যাণময়।
শ্রাবণ মাসে শিবভক্তির এই পবিত্র সময়ে চলুন, আমরা অন্তর থেকে ভক্তি, সাধনা ও শুদ্ধতার পথে এগিয়ে যাই।

🔱 "নমঃ শিবায়" 🔱
#काशीविश्वनाथधाम #श्रावण_माह

জয় স্বদেশী! 🇮🇳ভারতের ডিজিটাল পেমেন্ট বিপ্লব এক ঐতিহাসিক সাফল্য অর্জন করল।ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) এখন দৈনিক ...
17/07/2025

জয় স্বদেশী! 🇮🇳
ভারতের ডিজিটাল পেমেন্ট বিপ্লব এক ঐতিহাসিক সাফল্য অর্জন করল।

ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) এখন দৈনিক লেনদেনের সংখ্যায় বিশ্বখ্যাত ভিসা (Visa)-কে ছাড়িয়ে গেছে।

📊
🔹 UPI দৈনিক লেনদেন: ৬৫ কোটিরও বেশি
🔹 Visa দৈনিক লেনদেন: ৬৩.৯ কোটি

এই মাইলফলক অর্জনের মাধ্যমে UPI এখন বিশ্বের নম্বর ১ রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেম হয়ে উঠেছে।

🌐 ভারতীয় প্রযুক্তি ও আর্থিক স্বনির্ভরতার এই সাফল্য বিশ্বমঞ্চে ভারতের নেতৃত্বের শক্তি ও দক্ষতার প্রমাণ।

#जयस्वदेशी

আরএসএস-এর সহ সরকার্যवाह ডঃ কৃষ্ণগোপালজীর দ্বারা 'The Bharat Global Industries Forum (BGIF)'-এর ওয়েবসাইট উদ্বোধন📍 নতুন দ...
17/07/2025

আরএসএস-এর সহ সরকার্যवाह ডঃ কৃষ্ণগোপালজীর দ্বারা 'The Bharat Global Industries Forum (BGIF)'-এর ওয়েবসাইট উদ্বোধন

📍 নতুন দিল্লি, ১৬ জুলাই, ২০২৫:
আজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সহ সরকার্যवाह ডঃ কৃষ্ণগোপালজি আনুষ্ঠানিকভাবে দ্য ভারত গ্লোবাল ইন্ডাস্ট্রিজ ফোরাম (BGIF)-এর ওয়েবসাইটের উদ্বোধন করেন।

🔷 এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

শ্রী কাশ্মীরী লালজি (অখিল ভারতীয় সংগঠক, স্বদেশী জাগরণ মঞ্চ)

শ্রী সতীশ কুমারজি (অখিল ভারতীয় সহ-সংগঠক, স্বদেশী জাগরণ মঞ্চ)

শ্রী অশ্বিনী মহাজনজি, বিশিষ্ট অর্থনৈতিক চিন্তাবিদ

BGIF-এর কর্মী ও সংগঠকবৃন্দ, যারা এই প্ল্যাটফর্মকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করছেন।

🔸 BGIF হল একটি উদ্যোগ যা ভারতীয় ঐতিহ্য, স্বদেশী চিন্তা ও আত্মনির্ভরতার ভিত্তিতে বিশ্বব্যাপী শিল্পগত সংলাপ ও সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। এই ফোরাম প্রযুক্তি, নীতি, উদ্ভাবন ও শিল্পক্ষেত্রে ভারতকে বৈশ্বিক নেতৃত্বে পৌঁছে দিতে সহায়ক ভূমিকা পালন করবে।

🌐 [BGIF ওয়েবসাইটের লিংক (যদি থাকে)]

📸 অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে।



Address

Calcutta Bara Bazar

Alerts

Be the first to know and let us send you an email when VSK Dakshinbanga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category