
19/06/2023
Youtube video:- https://youtu.be/YZMy1AKLXjQ
মন্দিরে পুজো দিয়েও জগন্নাথ দেবের দর্শন পেলাম না কেন 🥺
আসুন, তবে পুরো গল্পটা বলি...🌼
পুরীতে আমাদের প্রথম দিনের সকালটা শুরু হলো ঝলমলে রোদ আর আর্দ্র গরম দিয়ে 🥵
যদিও পুরীতে ভোর বেলার আবহাওয়া বেশ সুন্দর কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই বাইরে থাকা দায় হয়ে দাঁড়ায় 🙂
যাই হোক, আমরা ঘুম থেকে উঠেই ভোর ৬টায় আমাদের ছোট্ট গোপালকে সমুদ্রে স্নান করাতে নিয়ে গেলাম। গোপাল আমাদের ঘরের ছেলে 😌❤️
ভোরের মিষ্টি রোদ আর ঠান্ডা হাওয়ার সঙ্গে ডাবের জলের combination টা কিন্তু আমার সেরা লেগেছে 😌, তবে সমুদ্রের ধারে হলেও ডাবের দাম কিন্তু খুব একটা কম ছিলো না।🙂
রোদ একটু বাড়তেই আমরা হোটেলে এসে স্নান করে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য তৈরি হলাম।
কিন্তু মন্দিরে গিয়ে জানতে পারলাম জগন্নাথ দেব নাকি অসুস্থ,তাই তার দর্শন পাওয়া যাবে না। 🥺
স্নানযাত্রায় ১০৮ ঘড়া জলে স্নান করে জগন্নাথ দেব, বলরাম ও শুভদ্রা তিন জনই অসুস্থ, তাই তারা এখন কোনো ভক্ত কে দর্শন দেবেন না।
কিন্তু আমরা জগন্নাথ দেবের দর্শন পেলাম, কীভাবে? জানতে হলে দেখে নাও আমার ভিডিওটি, Link রয়েছে উপরে 🔺
এরপর আমরা দেখে জগন্নাথ দেব, বলরাম ও শুভদ্রার রথ, যেগুলো প্রায় তৈরি হয়ে গেছে।
জীবনে কখনও ভাবিনি যে, জগন্নাথ দেবের রথ ছুঁতে পারবো। আমার জীবনে সেই অসম্ভব টাও সম্ভব হলো।😌❤️
জয় জগন্নাথ ❤️🌼🙏
সকলকে রথযাত্রার আগাম শুভেচ্ছা জানাই 🌼
আমার পুরী ভ্রমনের সম্পূর্ণ অভিজ্ঞতা জানতে অবশ্যই ওপরের লিংকে দেওয়া ভিডিও টি দেখতে ভুলোনা কিন্তু 😌❤️
#পুরী #রথযাত্রা #জগন্নাথ 🙏