Living Unleashed

Living Unleashed We raise our voices for the distressed, tortured and VOICELESS fur babies who cannot speak for themselves..

and on this page you'll also see how we raise our rescued and adopted CANINE babies making them LIVING totally UNLEASHED 🐕‍🦺🐕‍🦺❤️❤️

অপ্রতুল পোষ্য পরিষেবার সমস্যা আমাদের দেশ বা আরও নির্দিষ্ট করে বললে আমাদের রাজ্যে ভীষণ রকম প্রকট এবং এই সমস্যা একই রকম ভা...
25/07/2025

অপ্রতুল পোষ্য পরিষেবার সমস্যা আমাদের দেশ বা আরও নির্দিষ্ট করে বললে আমাদের রাজ্যে ভীষণ রকম প্রকট এবং এই সমস্যা একই রকম ভাবে চলে আসছে বছরের পর বছর, যুগের পর যুগ!! এরই মধ্যে একটি অংশ হল পোষ্যদের সঠিক, unbiased এবং সুলভ Pathological Test.. যে test গুলির মাধ্যমে নির্ণয় করা হয় ওদের শারীরিক সমস্যার মূল এবং তারপরেই শুরু হয় তার চিকিৎসা। কিন্তু বর্তমানে ওদের এই pathological test গুলির অধিকাংশ রিপোর্টই হয় ভুল, ত্রুটিপূর্ণ এবং চরম বিভ্রান্তিকর!! এর অবশ্যম্ভাবী ফলস্বরূপ ভুল চিকিৎসা হয় পোষ্যদের এবং বহুক্ষেত্রে অকালেই ঝরে পরে ফুলের মত ফুটফুটে এই নিষ্পাপ অসহায় প্রাণগুলো।

তবে এখন অনেকাংশেই কেটে গিয়েছে এই বিপদের কালো মেঘ। এসে গিয়েছে CLART.. এখান থেকে আপনারা অত্যন্ত সুলভে এবং ভরসাযোগ্য ভাবেই করাতে পারেন আপনার স্নেহের পোষ্য সন্তানটির যাবতীয় Pathological পরীক্ষা নীরিক্ষা সমূহ। কিন্তু কোথায় এই CLART, কি কি পরীক্ষা বা পরিষেবা দেন এঁরা, কিভাবেই বা এই পরিষেবা নেবেন আপনারা, এ সমস্ত কিছুর সুলুক সন্ধানই দিলাম এই ভিডিওতে।

বিঃ দ্রঃ : এটি কোন রকম paid promotion মূলক ভিডিও নয়।

আমাদের ইমেল আইডি :
[email protected]

Living Unleashed

অপ্রতুল পোষ্য পরিষেবার সমস্যা আমাদের দেশ বা আরও নির্দিষ্ট করে বললে আমাদের রাজ্যে ভীষণ রকম প্রকট এবং এই সমস্যা এক.....

Join 👇👇
21/07/2025

Join 👇👇

 ফুচকার বর্তমান update এবং ওর কিছু ভীষণ ভীষণ জরুরি বিষয় নিয়ে আমাদের YouTube channel SOS Watchdog -এ আজ রাত ৯:০০ টায় live...
21/07/2025


ফুচকার বর্তমান update এবং ওর কিছু ভীষণ ভীষণ জরুরি বিষয় নিয়ে আমাদের YouTube channel SOS Watchdog -এ আজ রাত ৯:০০ টায় live এ আসছি.. চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই অনুরোধ রইল.. Channel link সাথেই দিলে দিলাম 👉🏼

https://youtube.com/?si=YLRkSoxzUS3K397r

জানি আপনাদের দৈনন্দিন ব্যস্ততার জীবন থেকে সময় বার করা খুব মুশকিল হয় তবু অনুরোধ, পারলে, সম্ভব হলে, ফুচকাকে ভালবেসে live টিতে যুক্ত হবেন প্লিজ 🙏🏼🙏🏼

ডাক্তার প্রাণ বাঁচান, পৃথিবীর বুকে তাঁদেরই 'ভগবান' মনে করে মানুষ.. কিন্তু এই ভগবানই যখন নানা ছলে বলে কৌশলে, বিশ্বাসঘাতকত...
20/07/2025

ডাক্তার প্রাণ বাঁচান, পৃথিবীর বুকে তাঁদেরই 'ভগবান' মনে করে মানুষ.. কিন্তু এই ভগবানই যখন নানা ছলে বলে কৌশলে, বিশ্বাসঘাতকতা করে স্রেফ কিছু আর্থিক মুনাফার লোভে, সম্পূর্ণ ভুল চিকিৎসা করে কেড়ে নেয় অবলা নির্বাক সন্তানদের প্রাণ তখন কি বলবেন, কিই বা করণীয় থাকে?? কিংকর্তব্যবিমুঢ় হয়ে, সন্তানশোকে মুহ্যমান হয়ে তার বা তাদের স্মৃতিটুকুই আঁকড়ে ধরে এবং দীর্ঘশ্বাস ফেলে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া ছাড়া..??!!

থাকে, অনেক কিছুই করার থাকে.. কিছু না হোক, বাকি পোষ্য অভিভাবকদের তাঁদের অভিজ্ঞতার কথা জানিয়ে তাঁদের অবলা বাচ্চাদের বিষয়ে আরও অনেক বেশী সতর্ক হওয়ার জন্য, এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এগিয়ে আসা যায়, কাজ করা যায়।

আজ তুলে ধরছি এমনই এক সন্তানহারা মায়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা, যাতে আপনাদের অবলা সন্তানদের বিষয়ে আপনারা সিময় থাকতে হতে পারেন আরও সাবধান, আরও বেশী সতর্ক.. তাই মন দিয়ে দেখুন আজকের পর্বটি..

এমনই আরও অনেক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি 🙏🏼🙏🏼❤️❤️

আমাদের ইমেল আইডি :
[email protected]

Living Unleashed

ডাক্তার প্রাণ বাঁচান, পৃথিবীর বুকে তাঁদেরই 'ভগবান' মনে করে মানুষ.. কিন্তু এই ভগবানই যখন নানা ছলে বলে কৌশলে, বিশ্বাসঘ...

19/07/2025

We got over 1,700 reactions on one of our posts last week! Thanks everyone for your support! 🎉🎉🙏🏼🙏🏼❤️❤️🥰🥰

18/07/2025

ওদের জন্য কাজ করতে হলে একটা জীবনও কমই মনে হয়..!!
চরম দুর্ভাগ্য..!!

 #নেংটি চলে গেল নেংটি .. ওকে সেদিন তুমুল বৃষ্টির মধ্যে থেকে তুলে নিয়ে যাওয়ার পর এই ক'দিন লড়াই করল Distemper নামক মৃত্যুদ...
17/07/2025

#নেংটি
চলে গেল নেংটি .. ওকে সেদিন তুমুল বৃষ্টির মধ্যে থেকে তুলে নিয়ে যাওয়ার পর এই ক'দিন লড়াই করল Distemper নামক মৃত্যুদূতের সাথে.. কিন্তু রোধ করতে পারল না সেই 'মৃত্যু শমন' কে.. শেষ পর্যন্ত হেরেই গেল ও.. আজ দিনের শুরুতেই এই দুঃসংবাদ বড় বিষন্ন করে দিল মনটাকে.. ওকে খেতে দেওয়ার, আদর করার, আমায় দেখলেই দূর থেকে লেজ নেড়ে নেড়ে পাগলের মত ছুটে আসার সেই সমস্ত মুহুর্ত গুলো ঘুরে ফিরে আসছে মনের মধ্যে বার বার.. আর ততবারই বুকটা যেন মোচড় দিয়ে উঠছে..!! ওর এক ভাই ছোটবেলাতেই দুর্ঘটনার শিকার হয়েছিল আর অপর একটি ব্জাইকে কেউ নিয়ে গিয়েছিল, এরপর ও একলাই চলছিল এত দিন.. আর আজ ও - ও চলে গেল.. সময় সময় জীবনচক্রই বুঝিয়ে দিয়ে যায়, মৃত্যুর চেয়ে সত্য আর কিই বা আছে..!!!! সবাই বলে ভাগ করে নিলে নাকি যন্ত্রণা কমে, কিন্তু এ যন্ত্রণা যে এতটুকু কমার নয় সেও বিলক্ষণ জানি, তবু এ সংবাদ ভাগ করে নিলাম আপনাদের সাথে.. কারণ, আপনারাও তো প্রাণ ভরে প্রার্থনা করেছিলেন ওর জন্য.. 🙏🏼🙏🏼

ভাল থাকিস বাবা ওপারে, অপেক্ষা করিস ফের দেখা হওয়ার দিনটা পর্যন্ত 😔😔💔💔

16/07/2025

(ভিডিওতে কোন নৃশং সতা দেখানো হয়নি..)
সম্প্রতি নদীয়া জেলার 'গয়েশপুর নেতাজি বিদ্যামন্দির' নামক একটি স্কুলে ঘটে যায় ভয়া বহ এবং নৃ শং স এক হ ত্যা কা ন্ড। শুধুমাত্র ভুল করে সেই স্কুলে ঢুকে পড়ার অ প রাধে নি র্ম ম ভাবে পি টি য়ে মারা হয় একটি অবলা অসহায় স্থানীয় সারমেয় কালুকে.. এবং এই হ ত্যা করার নিদান সেই স্কুলেরই ছাত্রদের মিলিত ভাবে দেন তাদের তথাকথিত শিক্ষক এবং প্রধাণ শিক্ষকও!! এবং এর কিছু পড়েই সেই স্কুল থেকে অনেকটাই দূরে একটি মাঠের ধারে সেই স্কুলের ছাত্রদের দ্বারাই কার্যকরও করা হয় সেই শিক্ষকদের সেই নিদান বা নির্দেশ!! এই গোটা হ ত্যা কান্ডের ভিডিও করে তারাই আবার প্রকাশ ও প্রচার করে দেন বিভিন্ন সমাজ মাধ্যমে।

এরপর এই ঘৃ ণ্য ও পৈশা চিক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ, নিন্দা এবং অপরাধীদের শাস্তির দাবীতে গর্জে ওঠেন পশুপ্রেমীদের সাথে সাধারণ মানুষও.. এরপর এই খবর পেয়ে স্থানীয় পশুপ্রেমীরা দ্রুত হাজির হন সেখানে, তারপর কি হল, কি কি পদক্ষেপ নেওয়া হল, কোন অদ্ভুত ও ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হলেন তাঁরা, এই সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে এই ভিডিওতে।

এমনই আরও অনেক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি 🙏🏼🙏🏼❤️❤️

Living Unleashed

Fuchka's treatment is going on.. But he's not responding to it the way he should.. But we'll keep fighting.. We mustn't ...
15/07/2025

Fuchka's treatment is going on.. But he's not responding to it the way he should.. But we'll keep fighting.. We mustn't lose hope!!

Living Unleashed

আজ আপনাদের কাছে একটি সাহায্যের আবেদন করছি ফুচকার চিকিৎসার জন্য, ভেবেছিলাম নিজেই যা কিছু খরচ খরচা সমস্তটাই চালিয়ে নিতে পা...
14/07/2025

আজ আপনাদের কাছে একটি সাহায্যের আবেদন করছি ফুচকার চিকিৎসার জন্য, ভেবেছিলাম নিজেই যা কিছু খরচ খরচা সমস্তটাই চালিয়ে নিতে পারব.. কিন্তু এখন দেখছি ফুচকার চিকিৎসা দীর্ঘমেয়াদি এবং খরচবহুল। ওর ব্লা ড টেস্ট, এ ক'দিনের ওষুধ পত্র, স্যালাইন, দামী ইঞ্জেকশন, ডাক্তারের খরচ, যাতায়াত ইত্যাদি সমস্ত কিছুর খরচ মিলিয়ে এখন আমার একার পক্ষে খুবই দুষ্কর হয়ে উঠেছে এই গোটা খরচ চালিয়ে যাওয়া। এরই সাথে আছে রাস্তার প্রায় ৪৫ টি বাচ্চার প্রতিদিনের খাওয়া দাওয়া ও চিকিৎসার খরচ..

তাই এক রকম অনন্যোপায় হয়েই আপনাদের কাছে এই আবেদন জানাচ্ছি, আপনারা যদি ফুচকার সাহায্যে সবাই মিলে যে যেমন ভাবে পারেন এগিয়ে আসেন তাহলে বাচ্চাটার চিকিৎসা চালিয়ে যেতে খুবই উপকার হয়.. আমাদের কায়িক শ্রম, সময়, অর্থ এগুলো কোন বিষয়ই নয়, আমার সমস্ত কিছু ওদেরই জন্য নিবেদিত, কিন্তু এই কঠিন সময়ে আপনারা একটু ফুচকার পাশে এসে দাঁড়ান, একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে হতভাগাটা বাঁচার একটি দ্বিতীয় সুযোগ পেতে পারে..!! 🙏🏼🙏🏼

এই পোস্টেই আমার QR Code টি দিয়ে দিলাম, আপনারা সেটি scan করেই আপনাদের সাহায্য পাঠাতে পারেন.. 🙏🏼🙏🏼

(ভিডিওতে কোন নৃশং সতা দেখানো হয়নি..)সম্প্রতি নদীয়া জেলার 'গয়েশপুর নেতাজি বিদ্যামন্দির' নামক একটি স্কুলে ঘটে যায় ভয়া বহ এ...
13/07/2025

(ভিডিওতে কোন নৃশং সতা দেখানো হয়নি..)
সম্প্রতি নদীয়া জেলার 'গয়েশপুর নেতাজি বিদ্যামন্দির' নামক একটি স্কুলে ঘটে যায় ভয়া বহ এবং নৃ শং স এক হ ত্যা কা ন্ড। শুধুমাত্র ভুল করে সেই স্কুলে ঢুকে পড়ার অ প রাধে নি র্ম ম ভাবে পি টি য়ে মারা হয় একটি অবলা অসহায় স্থানীয় সারমেয় কালুকে.. এবং এই হ ত্যা করার নিদান সেই স্কুলেরই ছাত্রদের মিলিত ভাবে দেন তাদের তথাকথিত শিক্ষক এবং প্রধাণ শিক্ষকও!! এবং এর কিছু পড়েই সেই স্কুল থেকে অনেকটাই দূরে একটি মাঠের ধারে সেই স্কুলের ছাত্রদের দ্বারাই কার্যকরও করা হয় সেই শিক্ষকদের সেই নিদান বা নির্দেশ!! এই গোটা হ ত্যা কান্ডের ভিডিও করে তারাই আবার প্রকাশ ও প্রচার করে দেন বিভিন্ন সমাজ মাধ্যমে।

এরপর এই ঘৃ ণ্য ও পৈশা চিক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ, নিন্দা এবং অপরাধীদের শাস্তির দাবীতে গর্জে ওঠেন পশুপ্রেমীদের সাথে সাধারণ মানুষও.. এরপর এই খবর পেয়ে স্থানীয় পশুপ্রেমীরা দ্রুত হাজির হন সেখানে, তারপর কি হল, কি কি পদক্ষেপ নেওয়া হল, কোন অদ্ভুত ও ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হলেন তাঁরা, এই সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে এই ভিডিওতে।

এমনই আরও অনেক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি 🙏🏼🙏🏼❤️❤️

Living Unleashed Living Unleashed Group

(ভিডিওতে কোন নৃশং সতা দেখানো হয়নি..)সম্প্রতি নদীয়া জেলার 'গয়েশপুর নেতাজি বিদ্যামন্দির' নামক একটি স্কুলে ঘটে যায় ভয়.....

Address

Calcutta Bara Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Living Unleashed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Living Unleashed:

Share