
15/06/2024
🎤🎤 জরুরী ঘোষণা 📢📢 বাবা ও মায়েরা সতর্ক হন
ছবিতে যেই মহিলা কে দেখতে পাচ্ছেন তাকে কেও কোথাও দেখে থাকলে অবশ্যই কন্ট্যাক্ট করুণ, এই মহিলা 5 জোন বাচ্চাকে চুরি করেছে, বারাসাত, ঘোলা কাজীপাড়া, একদিলশাহ রোড উত্তরহাট খেলার মাঠের সামনে থেকে আরও একটা 11 বছরের এর বাচ্চাকে চুরি করেছেন, বাচ্চাটা যদিও যাওয়ার কথা নয় তাকে নজরে বশ করে নিয়ে গেছেন,, তাকে গত দুইদিন ধরে খোজ করা হচ্ছে তবুও পাওয়া যায়নি,,এই মহিলা এর খোজ পাওয়া গেছে চাকদা তে সেখান থেকে তাকে ধরে আনা হয়েছে বারাসাত পুলিশ স্টেশন এ ,, তাকে পুলিশরা মারধর করার পর রীতিমতো জায়গায় মলত্যাগ অব্দি করে ফেলেছেন, তবুও মুখ খুলছেনন্না,, এই মহিলার সাথে আরও 3জন আছে তবে তাদের খোজ পাওয়া যায়নি,, শুধু ভুলভাল জায়গার ঠিকানা দিচ্ছে কিন্তু গিয়ে দেখছে সেই ঠিকানায় বাচ্চা নেই ,, এমন কি জিনকোবোজ এর দারা জানা গেছে বাচ্চাটা কাজীপাড়াতেই ,মানে এলাকার মধ্যেই আছে তাকে লুকিয়ে রাখা হয়েছে,, আর বাচ্চাটা কষ্ট পাচ্ছে কোনোভাবেই বেরোতে পারছেনা .. এমনকি বারাসাত বিজয়নগর থেকেও আরও একটা বাচ্চা চুরি করেছেন।।
আপনার আমার সবার ঘরেই বাচ্চা আছে,, বলা যায়না বিপদ কাকে কখন ঘিরে ধরবে,, দয়া করে এই পোষ্ট টাকে share করুণ, আর সাহায্যের হাত বাড়ান 🙏
নিজেদের বাচ্চাদের নিজেরা নজরে রাখুন,, বাইরের লোককে বিশ্বাস করবেনা,,
আজ রাত 12 টা নাগাদ বাচ্চাটার খোঁজে আমার বাড়ির সামনে এসছে , তাই ছবি টা আপনাদের সাথে share করলাম।। পারলে সাহায্যের হাত বাড়ান নাহলে অযথা হাসিঠাট্টা করবেননা 🙏
বাচ্চাটার ছবিটা পেলে অবশ্যই share korbo