পলান্ন প্রকাশনী

পলান্ন প্রকাশনী প্রকাশনী সংস্থা "পলান্ন প্রকাশনী"

 #সমাপ্তিসুধী,আমাদের প্রকাশনা “পলান্ন” আমরা ব্যক্তিগত এবং কিছু অনিবার্য কারণে সম্পূর্ণ রূপে বন্ধ করছি। একটি প্রকাশনা শুধ...
24/02/2023

#সমাপ্তি

সুধী,

আমাদের প্রকাশনা “পলান্ন” আমরা ব্যক্তিগত এবং কিছু অনিবার্য কারণে সম্পূর্ণ রূপে বন্ধ করছি। একটি প্রকাশনা শুধু প্রকাশকের নয় তাই শুধুই সোস্যাল মিডিয়া পোস্ট দিয়ে সেটি বন্ধ করা যায় না। একটি প্রকাশনা মানে দায়- লেখকের কাছে, পাঠকের কাছে, প্রেসের কাছে, আমাদের যাঁরা বই বিক্রি করেন তাঁদের কাছে, এবং সর্বোপরি পাঠকের কাছে। তাই এই সব দায় মেটাতে আমাদের কিছু সময় লেগে গেল। এই ব্যাবস্থাপনায় সম্পূর্ণ ভাবে আমাদের পাশে ছিলেন Shibsankar Chakraborty এবং টিম বইবন্ধু। আমরা কৃতজ্ঞ তাঁদের কাছে। আজ থেকে আমাদের প্রকাশিত বইগুলির দায়িত্ব বইবন্ধুর। আমাদের দায় বা অধিকার কোনোটাই নেই। তাঁরা আমাদের বইগুলির স্টক বুঝে নিয়েছেন। তাই সব বই আজ থেকেই পাওয়া যাবে।

লেখকদের বিক্রি হওয়া বইয়ের সব রয়ালটি আমরা দিয়ে দিয়েছি। একটি অফিসিয়াল মাধ্যমে আমাদের লেখক ও বইবন্ধুর মধ্যে সংযোগ স্থাপন করে দিতে পেরেছি আমরা। পরবর্তী মুদ্রণ বা সংস্করণের জন্য শিবশঙ্কর বাবু অফিসিয়ালি কথা বলে নেবেন লেখক, কবি এবং সম্পাদকদের সঙ্গে- যেহেতু তাঁদের কাছেই কপিরাইট।

এরপর কিছু বিধিবদ্ধ বিজ্ঞপ্তি। আগামী থেকে [email protected] এই মেল থেকে কোনোরূপ মেল গেলে তার দায় আমাদের নয়। আমাদের প্রকাশনীর পেজ আজ থেকে বন্ধ। কেউ এই লোগো নিয়ে অন্য পেজ বা কিছু করলে তার দায় আমাদের নয় এবং আমরা প্রয়োজনে এই ধরনের কাজ দেখলে আইনের সাহায্য নেব।

আমরা কৃতজ্ঞ সব লেখক, কবি, সম্পাদকদের কাছে এবং আমাদের পাঠকদের কাছে যাঁরা এই মাত্র চার বছরে আমাদের এতটা পথ পেরিয়ে আসতে সাহায্য করেছেন।

সবাই ভালো থাকবেন।

ইতি
জয়দীপ লাহিড়ী
শান্তনু দে

 #পাঠ_প্রতিক্রিয়ালিখেছেন অভ্রনীল চৌধুরী― বই: অশ্বমেধের ঘোড়ালেখিকা: প্রিয়াঙ্কা চ্যাটার্জিপ্রকাশনা: পলান্ন প্রকাশনীবাইন...
11/02/2023

#পাঠ_প্রতিক্রিয়া
লিখেছেন অভ্রনীল চৌধুরী―

বই: অশ্বমেধের ঘোড়া
লেখিকা: প্রিয়াঙ্কা চ্যাটার্জি
প্রকাশনা: পলান্ন প্রকাশনী
বাইন্ডিং: পেপার ব্যাক
পৃষ্ঠা সংখ্যা: ২০২
মূল্য : ২৫০ টাকা

*গোড়ার কথা:
ইতিমধ্যে লেখিকা প্রিয়াঙ্কা চ্যাটার্জির বেশ কিছু গল্প পড়েছি যার মধ্যে মূলত ভৌতিক এবং সাইকোলজিক্যাল গল্পে তাঁর মুন্সিয়ানার পরিচয় পেয়েছি। স্বাভাবিকভাবেই, প্রথমবার কোনো ঐতিহাসিক উপন্যাস সৃষ্টিতে তাঁর কলম আদৌ জাদুদন্ড হয়ে উঠতে পারলো কি না সে বিষয়ে বেশ আগ্রহ ছিল।
আর উপন্যাসের উপজীব্য বিষয় যখন The Great Alexander, তখন ইতিহাসপ্রেমী মনের উৎসাহ দ্বিগুণ হয় বই কি!

*প্রচ্ছদ, অলংকরণ এবং বই বাইন্ডিং :
•কোনো বই হাতে নেওয়া বা না নেওয়ার পেছনে যে দুটো মুখ্য কারণ থাকে, তার একটা যদি লেখক/লেখিকার নাম হয় তবে অন্যটা অবশ্যই প্রচ্ছদ যা আপনাকে বাধ্য করে শত শত বইয়ের মাঝ থেকে বিশেষ একটিকে হাতে তুলে নিতে।
এই বইয়ের প্রচ্ছদ দেখে আমি কিছুটা হতাশ হয়েছি।
•তুলনায় অলংকরণ ভালো লেগেছে, বিশেষত কিছু ঐতিহাসিক ম্যাপের সংযোজন গল্পের ভৌগোলিক প্রমাণ হিসেবে যথাযথ।
•বইটি পেপারব্যাক , তাই বাইন্ডিং নিয়ে বিশেষ কোনো মন্তব্য নেই। যারা পেপারব্যাক বই পড়তে অভ্যস্ত তারা জানেন ' handle with care ' এর অলিখিত বিজ্ঞাপনের কথা।

*উৎসর্গ: লেখিকা বইটি উৎসর্গ করেছেন শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কে, যাঁর ঐতিহাসিক গল্পের মায়াজাল আজও আছন্ন করে রেখেছে আপামর বাঙালিকে – এজন্য বিশেষভাবে কুর্নিশ জানাই লেখিকাকে।

*মূল উপন্যাস বিষয়ক কথা :

ছোটবেলায় রামায়ণ, মহাভারত পড়ার সময় থেকেই অশ্বমেধ যজ্ঞ এবং তার ঘোড়ার বিষয়ে আমরা অল্পবিস্তর জানি।
এই উপন্যাসে সেই ঘোড়া হিসেবে আমরা চিনবো সম্রাট আলেকজান্ডারকে। ত্রিশ বছর বয়সী তথাকথিত এক তরুণ কিভাবে হয়ে উঠলেন সমগ্র পৃথিবীর অধীশ্বর তা হয়তো আমরা সকলেই জানি। কেবল জানি না যুদ্ধকালীন তাঁর মানসিক অবস্থা কেমন ছিল, চিনি না সেই প্রেমিক তরুণকে যে আকুল হয়ে খুঁজে বেরিয়েছে মনের মানুষকে, পেতে চেয়েছে তার প্রেমের স্পর্শকে কিন্তু রাজনীতির কুটিল বেড়াজাল উপেক্ষা করে তার আর ভালোবাসার সংসার গড়ে তোলা হলো কই?

যবনরা দুর্বার গতিতে এগিয়ে আসছে – এই সংবাদ ইতিমধ্যে এসে পৌঁছেছে তক্ষশীলায়। গোপন মন্ত্রণাসভায় ঠিক হয়েছে সিদ্ধান্ত, রাজা অম্ভি, মঠের আচার্য্য, রাজকন্যা হৈমবতী প্রস্তুতিতে ব্যস্ত। তারা জানেন সম্মুখ সমরে সিকন্দরের সাথে এঁটে ওঠা সম্ভব নয়, তাই ঠিক হয়েছে অন্য উপায়।
এদিকে আলেকজান্ডারের শিবিরে কোয়েনাস, সেলুকাস, পিথন, ক্রেটেরাস, লিওন্নেটাস, ক্লিটোস, পেরিডিক্বাস, মেডিয়াস প্রমুখ সেনাপতিরা সম্রাটের দিগ্বিজয়ের মনোবাঞ্ছা পূরণে বদ্ধপরিকর। সবার ওপর সদা সজাগ দৃষ্টি রয়েছে হেফেশ্চিয়ান এবং তার গুপ্তচরদের। তিনি একাধারে সম্রাটের বাল্যবন্ধু এবং শিবিরের সহ-অধিনায়ক।
সুরাপান, যথেচ্ছ মাত্রায় যৌনাচার এবং একের পর এক অঞ্চল দখল করে তাদের অধিবাসীদের পর্যুদস্ত করাই ছিল এদের দৈনন্দিন কার্যকলাপ।

তবে দীর্ঘ সময় নিজেদের দেশ থেকে দূরে থাকার দরুন সেনারা হয়ে ওঠে বিদ্রোহী, পাশাপাশি সম্পূর্ণ নতুন ভৌগোলিক অঞ্চলে স্থানীয় অধিবাসীদের হারানো মোটেই সহজ ছিল না।
গেড্রোসিয়ান মরুভূমি পার হওয়ার মতো দুঃসাহসিক যাত্রায় মারা যায় কয়েক হাজার সৈন্য, হাইফেসিস নদী বরাবর রণতরী ভাসানোর সময় খড়কুটোর মতো ভেঙে যায় অধিকাংশ জাহাজ – পদে পদে এতো বাধা, তবু দমানো যায় নি সম্রাট কে। এই অংশগুলোতে লেখিকার কলম চলেছে ম্যাজিকের মতো।

ফ্রেয়া, আদ্রিনা, ফ্রেনি, আরিয়ানা- রা এসময় নীরবে সেবা করে গেছে আহতদের, দিনের বেলায় তারা মন যুগিয়েছে মহারানী রোক্সানা, পারসিটিস, স্টেটেইরা- দের আবার রাত হতেই অঙ্কশায়িনী হতে হয়েছে রাজপ্রতিনিধিদের। বড়োই বিচিত্র পরাজিত শিবির থেকে বেছে আনা এই দাসীদের জীবন।

এসবের মধ্যেও খাদ্যবস্তুতে বিষ প্রয়োগ, একাধিক গুপ্তহত্যা, সন্দেহভাজন দাসীর সেবা, রানীর রাজনীতিতে হস্তক্ষেপ, সম্রাটের অদৃশ্য প্রেয়সীকে খুঁজে চলা - সব নিয়ে মশলার অভাব নেই এই উপন্যাসে আর রান্না যে যথেষ্ট সুস্বাদু হয়েছে তা একবাক্যে স্বীকার করে নিতেই হয়।

ব্যক্তিগত ভাবে আমার মনে হয়েছে কোথাও কোথাও গল্পের গতি কিছুটা বেশি। তাছাড়া তিনি/সে এর গরমিল রয়েছে বেশ কিছু জায়গায়। এদুটি বিষয় বাদ দিলে সমগ্র উপন্যাস বেশ মনোগ্রাহী।


*ওভারঅল রেটিং:
৭.৫/১০
এটি একান্তই আমার ব্যক্তিগত মতামত। একজন সাধারণ পাঠক হিসেবে সবদিক বিচার করে, আমি এই রেটিং বিবেচ্য মনে করেছি।
পুনশ্চ, বই-প্রেমীদের উদ্দেশ্যে বলবো, 'অশ্বমেধের ঘোড়া' নিঃসন্দেহে একটি সংগ্রহযোগ্য বই। পাঠকদের মতামত লেখিকাকে উৎসাহিত করুক এই কামনা করি।

রিভিউ দিলেন Arghajit Guha ―“কল্পবিজ্ঞান ২ পড়তে শুরু করলাম এবং মাত্র দু দিনে শেষ করতে বাধ্য হলাম। কীসব লেখা রে ভাই!!কী দ...
11/02/2023

রিভিউ দিলেন Arghajit Guha ―

“কল্পবিজ্ঞান ২ পড়তে শুরু করলাম এবং মাত্র দু দিনে শেষ করতে বাধ্য হলাম।
কীসব লেখা রে ভাই!!
কী দারুণ কনসেপ্ট!

১.সৈকত বাবু কেন "The SAIKAT" বোঝা যায়, রম্যের আড়ালে কী সুন্দর মজার একটা গল্প। পাঠক চাইলে বৈজ্ঞানিক সম্ভাবনার কথাও ভাবতে পারেন আবার নেহাতই মজার ছলেও নিতে পারেন।

২.দেবজ্যোতি বাবুর গল্পের নামে একটাই বলা যায় ধোনি সিনেমার সেই বিখ্যাত ডায়লগ,
―“উসকে বাদ আয়া দেবু, আহ কে হি ধাগা খোল দিয়া” কী দারুন প্লট, অসামান্য কনসেপ্ট ভাই! যেই গল্প ভাবার রসদ দেয় না সেটা কোন কল্পবিজ্ঞান হতেই পারে না। এই গল্প ভাবায়, ভাবতে বাধ্য করে।

৩. সাগরিকাদি বেশ ভালো। প্যারালাল টাইম জোন বা ইউনিভার্স বোঝাতে কোন হাই ফাই ব্যাপারের ধার ধারেননি।

৪.অভিজ্ঞানদারটা গল্প নয়, পাতি নগ্ন বাস্তব। সাই-ফাই লিখতে গেলেই যে সবসময় একটা জাকজমকপূর্ণ প্রেক্ষাপট, সুপার ডেভেলপড সিভিলাইজেশন লাগে না সে তো churuli প্রমাণ করেই দিয়েছে। এই গল্প চরম ভাবে বাস্তব। সাধারণ প্রেক্ষাপটে লেখা একটা অসামান্য গল্প...

৫. ‛স্থিরচিত্র এডনা লরেঞ্জ’ এক সময়যাত্রীর গল্প, যে পাল্টে দিয়েছিল এক নারীর চিন্তাধারা। কড়া ভাষায় কচকচানি নেই, জ্ঞানগর্ভ সাহিত্য নয়। একদম সহজ ভাষায় একটা গল্প। কিছু পয়েন্ট যোগ করলে হয়তো আরো ভালো হতো তবে সেটা কেবলই ব্যক্তিগত মত মাত্র।

৬. ‛বেলার বেতার’, এক কথায় বলতে গেলে মদন দার সাহায্য নিতে হয়, “O lovely!” এক লুপ্তপ্রায় সভ্যতায় সঙ্গ খুঁজে চলা দুটো সত্তার গল্প, তাদের একজন শরীরী আর একজন? এই প্রশ্নই পাঠককে টেনে নিয়ে যায় শেষ অব্দি। আর শেষটা? মানুষের অসহায়তা, নিঃসঙ্গতার অদ্ভুত আখ্যান এই গল্পটা।

৭.‛ভুলের গেরো’, যদিও ভাবানুবাদ। তবুও হালকা পুলকা মজার এই গল্পটা পড়তে খারাপ লাগে না, এমনকি এতগুলি গম্ভীর বা আধা গম্ভীর গল্পের মাঝে বেমানানও লাগে না।

৮.‛স্থাপত্য', টিপিকাল ঐষিকবাবু। মজার ছলে বলে চলা অনেক কিছু। ইতিহাস, ধর্ম, স্থাপত্য, সমান্তরাল সূত্র, অনেক কিছু। বেশ উপভোগ্য।

৯.অভিযোজন, এক মানুষের বদলে যাওয়ার গল্প।কীভাবে ? কেন? প্রশ্নটা সেটা নয়, প্রশ্ন হল আমরা অর্থাৎ ‛সমাজ’ কি মেনে নি সহজে সেটা? কল্পবিজ্ঞানের আড়ালে যেন সেই প্রশ্নটাই ছুঁড়ে দিয়েছেন লেখক। অল্প শব্দে, পরিমিত নাটকীয়তায় এক সুন্দর নিটোল গল্প।

১০.মিলন গাঙ্গুলিকে আমার বেশ underrated মনে হয়। ভদ্রলোক থ্রিলার, হরর লিখতেন জানতাম। ওঁর লেখা কল্পবিজ্ঞান প্রথম পড়লাম, এবং মুগ্ধ হলাম। এই সংকলনের গল্পগুলিকে রেটিং দেওয়ার কোন ইচ্ছে বা পাণ্ডিত্য আমার নেই, তবে যদি একান্তই দিতে হতো তবে এই গল্পটি একদম উপরের দিকে থাকতো। উপরিউক্ত দেবজ্যোতিবাবু এবং অভিজ্ঞানবাবুর গল্পের সমস্ত ফ্লেভার এই গল্পে উপস্থিত। ভদ্রলোক পেশায় শেফ, এটিও রেধেছেন ‛লা জবাব’।

১১.‛ত্রিমাত্রিক’―একটু তন্ত্র, একটু আধ্যাত্মিকতা, একটু বিজ্ঞান মেশানো কল্প-গল্প। কিছু একটা যেন মিসিং মনে হল, ওই ‛অল্প একটু লবন হলে ভালো হতো’ টাইপ। তবে তন্ত্র, মাতৃ সাধনা এবং সাই-ফাই, ঠিকঠাক অনুপাতে মেশালে সেই রান্নায় আঙ্গুল চাটবেই লোকে, আমিও তাদেরই একজন।

১২. ‛অন্য ভুবন’―মূলত ফ্যান্টাসি ধর্মী এই গল্প মুক্তির গল্প বলে, স্বাধীনতার গল্প বলে, বুক ভরে খোলা পৃথিবীতে শ্বাস নেওয়ার গল্প বলে, খালি পায়ে সবুজ ঘাসে হেঁটে যাওয়ার কথা বলে। এই গল্প আশা জাগায়, লড়াই এর মনোবল জাগায়।

১৩. ‛ময়যান’, প্রথম গল্প যাতে পুরাণের সরাসরি উল্লেখ আছে। মহাভারতে উল্লেখিত এক উন্নত যানের গল্প। এতেও অ্যাডভেঞ্চার অংশটা আরো একটু বাড়ানোর স্কোপ ছিল। তবে উপভোগ্য।

১৪. ‛একটি রোবটের মৃত্যু’ , সম্ভবত ওঁর লেখা এই প্রথমবার পড়লাম। মূল বক্তব্য দার্শনিকতা এবং জীবনবোধের উপর দাঁড়িয়ে আছে। ভালো লাগে পড়তে, শেষ দিকে predictable লাগলেও―“বাঙালির হালায় ওই এক হয়েছে। এক্কেবারে যাচ্ছেতাই, সবেতেই এক জায়গায় সুরসুরি...” এসব মনে আসে না।

১৫.‛৪১ মিনিট’―আগেও পড়েছি, শুনেওছি। ভারতীয় দলে একজন খেলোয়াড় আছে, চোট সারিয়ে আসে এবং একই ম্যাচে ৫ উইকেটও নেয়, হাফ সেঞ্চুরিও করে, তার নাম SIR Rabindra Jadeja। লেখকও তাই।
A perfect sci-fi!

১৬.‛ছায়া’―মোহনা দেবরায়। ভদ্রমহিলা যে সাহিত্যের ছাত্রী সেটা লেখার মুন্সিয়ানাতে ধরা যায়। মানসিক টানাপোড়েন, আত্মসমীক্ষার এক অদ্ভুত গল্প। সময় নিয়ে পড়তে হয়, ভাবতে হয়।

১৭. ‛গাণ্ডিব’―সম্ভবত এই সংকলনের সবচেয়ে বড় লেখা এটিই এবং কিছুটা জটিলও বটে। জটিল মনে হওয়ার কারণ পুরাণ সম্পর্কে আমার সম্যক ধারণা না থাকাটাই দায়ী, লেখকের লেখনী কখনই নয়। গল্পটা বার-দুয়েক পড়তে হয়েছে আমায়, তারপর ছেড়া ছেড়া সূত্রগুলি যখন জোড়া লাগলাম তখন এক দারুণ ছবি ভেসে উঠল চোখের সামনে। এক অদ্ভুত অভিজ্ঞতা। বহুদিন মনে থাকবে... ভাবাবে।

১৮. ‛এলিয়েন’, এই লেখকের কাজও সম্ভবত প্রথম পড়লাম। হয়তো অসাধারণ নয়, তবে প্রশংসা করতেই হয়। নির্মেদ, টানটান গল্প।

ধন্যবাদ সমস্ত লেখকদের, সম্পাদক ও প্রকাশককে আমাদের একরকম একটি বই উপহার দেওয়ার জন্য। এই সিরিজ আরও বড় হোক, আরও জনপ্রিয়তা পাক।
কিছু জায়গায় সামান্য মুদ্রন প্রমাদ ছাড়া অভিযোগ কিছু নেই। একটাই কথা বলার, পাঠক যদি কল্পবিজ্ঞান প্রেমী হোন তবে তার বইয়ের তাকে এই বইটা থাকাটা আবশ্যিক।”

অভিষেক টিটো চৌধুরী দিলেন প্রথম পাঠ-প্রতিক্রিয়া―“অলীক নক্ষত্রের গাথা’র প্রথম দু’টি গাথা পড়ে ফেললাম। এর আগে শ্রীজিতের লেখ...
10/02/2023

অভিষেক টিটো চৌধুরী দিলেন প্রথম পাঠ-প্রতিক্রিয়া―

“অলীক নক্ষত্রের গাথা’র প্রথম দু’টি গাথা পড়ে ফেললাম। এর আগে শ্রীজিতের লেখা গল্প পড়েছিলাম, প্লটের অভিনবত্ব রীতিমত চমকে দিয়েছিল। এবার লেখকের কলমে লভক্রাফটিয়ান হরর পড়ে মুগ্ধ হলাম। কী অসম্ভব পরিণত বৈচিত্র্যপূর্ণ ভাষার ব্যবহার!
প্রথম গল্প “আত্মজ”তে যেভাবে পিতা পুত্রের জীবনের ট্র্যাক দু’টো এসে এক জায়গায় মেলানো হল, সেটা এককথায় অনবদ্য। এছাড়া লভক্রাফটিয়ান ট্রিটমেন্ট হিসেবে অতল জলের গভীরে বাস করা সেই অতি প্রাচীন অস্তিত্বের অবতারণার বিষয়টাও অনেক দিন মনে থেকে যাবে। আর “ইরাবানের পান্থশালা” গল্পটি পড়তে পড়তে তো মনে হচ্ছিল লভক্রাফ্টের অরিজিনাল লেখার অনুবাদ পড়ছি। যেমন প্লট, তেমন আবহ নির্মাণ, আর তেমনই জবরদস্ত বর্ণনা।
এখনও দুটো লেখা বাকি আছে, কিন্তু এখুনি ধরব না। আগে এই গল্প দু’টোর হ্যাংওভার কাটিয়ে উঠি, তারপর তারিয়ে তারিয়ে পড়ব 😁!”

08/02/2023
Sovan Kapuria
30/01/2023

Sovan Kapuria

আনন্দ সংবাদ! আনন্দ সংবাদ!আমাদের নতুন কোনো বইয়ের মুদ্রিত মূল্য ₹২৫০-এর অধিক নয়। বইয়ের কন্টেন্ট প্রশংসিত, বাকিটা পাঠকের দর...
29/01/2023

আনন্দ সংবাদ! আনন্দ সংবাদ!

আমাদের নতুন কোনো বইয়ের মুদ্রিত মূল্য ₹২৫০-এর অধিক নয়। বইয়ের কন্টেন্ট প্রশংসিত, বাকিটা পাঠকের দরবারে বিচার হবে।

আসুন একনজরে দেখে নেওয়া যাক এবারের বইমেলায় আমাদের নতুন বইয়ের তালিকা―

১.
অশ্বমেধের ঘোড়া
প্রিয়াঙ্কা চ্যাটার্জি
ঐতিহাসিক থ্রিলার
₹২৫০.০০

এক তরুণ বীর যোদ্ধা, যার রণনৈপুন্যের সামনে নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল গ্রীস হতে পারস্য, কার্মেনিয়া এমনকি সিন্ধুনদী তীরস্থ পঞ্চনদীর রাজারাও। এই গল্প এক বীরের গল্প, যেখানে সুতীক্ষ্ণ তরবারি কথা বলে, পরাজয় যার হাতের রেখাতে ছিল না, যার বীরত্বের আর কৌশলের সামনে বড় বড় যোদ্ধারা হার স্বীকার করেছে। আলেকজান্ডারের মৃত্যুরহস্য নিয়ে এক ইতিহাস আশ্রিত উপাখ্যান, যার পরতে পরতে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাসের রূপ-রস-গন্ধ মিশে রয়েছে। গোটা বই জুড়ে রয়েছে নয়নাভিরাম অলংকরণ ও মোটিফ।

প্রচ্ছদ ও অলংকরণ : মিশন মন্ডল

২.
অশ্বথামা হত
সাগরিকা রায়
কিশোর সাহিত্য / ঐতিহাসিক থ্রিলার
₹২০০.০০

সব চেয়ে চর্চিত চিরঞ্জীবির কাহিনি। এই কাহিনি জন্ম জন্মান্তর জুড়ে পাঁচ যুবকের প্রতিশোধের কাহিনিও বটে। যে সুনিপুণ ভাবে পুরাণ, ইতিহাস আর দর্শনকে এই উপন্যাসে বোনা হয়েছে, সেই আঙ্গিকে এটি কিশোরপাঠ্য বটে। আবার সহজ গদ্যের ভাষায় থ্রিলার গল্পের মতন বিদ্যুৎসম গতি বজায় রেখে পাতায় পাতায় রহস্য আর শিহরণের শব্দছক কষা হয়েছে। সাগরিকা রায়ের জাদু কলমে আসছে বইমেলায়, পরিমার্জিত দ্বিতীয় সংস্করণ।

অলংকরণ : মিশন মন্ডল

৩.
ইলিউশন সিটি
শোভন কাপুরিয়া
সাই-ফাই অ্যাকশন ড্রামা
₹২০০.০০

ইলিউশন সিটি'কে ঘিরে থাকা একটি বস্তির বাসিন্দা বিজয়, মেয়ে শ্রুতি ও স্ত্রী কৃষ্ণা'কে নিয়ে তার ছোট সংসার; বস্তির মানুষের ওপরে শহরের কর্তা ইলিউশন কর্পোরেশনের অত্যাচার ও আগ্রাসনের প্রতিবাদের মুখ সে। গত কয়েকমাস যাবৎ বস্তির বিভিন্ন জায়গা থেকে যুবতী মেয়েদের কোনো এক অজ্ঞাত কারণে শহরের ভেতরে তুলে নিয়ে যাচ্ছে কর্পোরেশনের লোকেরা। বিজয় জানে যে একদিন না একদিন তার পরিবারের ওপরেও এই বিপদ ঘনিয়ে আসতে পারে, পরিবারের সুরক্ষার জন্য সে গ্রহণ করে এক ভয়ঙ্কর পদক্ষেপ। তারপর? কর্পোরেশনের রোষে পড়ার পরে কী হবে এই পরিবারের? সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার মূল্য কীভাবে দেবে বিজয়? কেউ কী তাকে সাহায্য করবে? নাকি এই অসম লড়াইয়ে সে একাই এগিয়ে যাবে?

প্ৰচ্ছদ : ইন্দ্রজিৎ কর্মকার
অলংকরণ: সৌরেন্দ্রনাথ কুণ্ডু

৪.
অলীক নক্ষত্রের গাথা
শ্রীজিৎ সরকার
লাভক্র্যাফটিয়ান হরর (মৌলিক ঔপনাসিকার সংকলন)
₹২৫০.০০

ভয় মানেই কি শুধু অশরীরীর উপস্থিতি? নাকি শরীর জুড়ে অদৃশ্য কীটের নীরব পদসঞ্চার—যার কারণ খুঁজে পায় না আমাদের স্বাভাবিক বোধবুদ্ধি? অপার্থিব অস্তিত্ব মানেই কি শুধু মৃত্যু-পরবর্তী জগতের হিমেল হাতছানি? নাকি এই রোজকার চেনা পৃথিবীই হঠাৎ বদলে যেতে পারে অচেনা ভুবনে—যেখানকার রীতি-প্রকরণ মেলে না আমাদের পরিচিত জগতের সঙ্গে? নির্ঝঞ্ঝাট-নিশ্চিন্ত জীবনে কি অতর্কিতে তুষারপাতের মতো নেমে আসতে পারে তাঁদের অভিশাপ—যাঁরা অজেয়-অবধ্য, যাঁরা সর্বজ্ঞানী-সর্বত্রগামী? এইসব প্রশ্নকে সম্বল করেই লেখা হয়েছে এই বইয়ের চারটি কাহিনি—‘আত্মজ’, ‘ইরাবানের পান্থশালা’, ‘পৌত্তলিক’, ‘লালসা ও ল্যাভেন্ডার ’ : চার অলীক আতঙ্কের আখ্যান!
গোটা বই জুড়ে রয়েছে নয়নাভিরাম(? নাকি বীভৎস) অলংকরণ ও মোটিফ।

প্রচ্ছদ: তমোজিৎ দেব
অলংকরণ: ইন্দ্রজিৎ কর্মকার

৫.
কল্পবিজ্ঞান ২
সম্পাদনা: সুদীপ দেব
কল্পবিজ্ঞান গল্প সংকলন
₹ ২৫০.০০

লিখেছেন,
সৈকত মুখোপাধ্যায় , দেবজ্যোতি ভট্টাচার্য , অভিজ্ঞান রায় চৌধুরী, সাগরিকা রায়, পার্থ দে, দীপেন ভট্টাচার্য, বিশ্বদীপ দে, বাণীব্রত গোস্বামী, ঐশিক মজুমদার, সুমিত মিত্র, মিলন গাঙ্গুলী, সৌরভ ঘোষ, রানু শীল, কাজল সাহা, শাশ্বত কুমার ধর, পরাগ ভুঁইয়া, মোহনা দেবরায় ও অর্কজিৎ দাশগুপ্ত।

প্রচ্ছদ: সৌজন্য চক্রবর্তী

৬.
ছয়ে রিপু
সম্পাদনা : সৈকত মুখোপাধ্যায়
কবিতা সংকলন
₹১৭৫.০০

এই সময়ের ছ'জন মরমী কবি প্রত্যেকে ছ'টি করে কবিতা লিখেছেন।
কাম, ক্রোধ ইত্যাদি ছ'টি রিপুর বিভাবে কবিতাগুলি লিখেছেন বহতা মুখোপাধ্যায়, সায়ন্তন গোস্বামী, অনুপম দত্ত, পূর্বা মুখোপাধ্যায়, জয়দীপ চক্রবর্তী এবং রাজেশ গঙ্গোপাধ্যায়।

প্রচ্ছদ: অনন্যা চক্রবর্তী

পুরোনো বইয়ের তালিকা নিয়ে ফিরছি তাড়াতাড়ি...

Address

Calcutta Bara Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when পলান্ন প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পলান্ন প্রকাশনী:

Share

Category