Artist Trina

Artist Trina 1357o physiotherapist

Casual saree
05/11/2022

Casual saree

03/11/2022
এইরকম পাড় লেখানো সারী কে কে অর্ডার (order) দিতে চাইছো
25/10/2022

এইরকম পাড় লেখানো সারী কে কে অর্ডার (order) দিতে চাইছো

21/10/2022

..... te printed .

11/10/2022

Welcome my page 🙏 follow করে পাশে থাকার অনুরোধ রইল । লিংক এ ক্লিক করে আরো video dekte paben ,

Lockdawn এ রঙ তুলিতে হাজার ও লাইনের কবিতায়  -- সুর তুললাম হারমোনিতে ।জাদুর পেন্সিল খুঁজে  পাইলাম পুরনো ধুলোর চোখকুনিতে ...
07/09/2022

Lockdawn এ রঙ তুলিতে হাজার ও লাইনের কবিতায় --
সুর তুললাম হারমোনিতে ।
জাদুর পেন্সিল খুঁজে পাইলাম পুরনো ধুলোর চোখকুনিতে ।👀
।।
রঙ তুলি আর দাগ কাটে না , চঞ্চলতার কোম্পানিতে।
শেড না জানলে লাইন ড্রইং ই ভালো ।
বড্ড বেমানান জীবন জীবনের স্থান , বড়োই কালো। 🖤

একজন অব্যার্থ হয়েও ব্যার্থ প্রেমিকের গল্পঃ জীবনের পথে লক্ষ একটা  ই " ক্যরিয়ার "কিন্তু মাঝপথে চলে আসে বিয়ের প্রস্তাব ।...
03/09/2022

একজন অব্যার্থ হয়েও ব্যার্থ প্রেমিকের গল্পঃ

জীবনের পথে লক্ষ একটা ই " ক্যরিয়ার "
কিন্তু মাঝপথে চলে আসে বিয়ের প্রস্তাব ।
ভাবলাম , 😞 আর দিন দিন বড় একাকী হয়ে পরলাম ।
এমন সময় জীবনে কেউ এলো ।
বন্ধু ,ভালোলাগা r valobasha ।
বাড়ী থেকে বিয়ের জন্য জোর করলো ,,,। আর আমি তাকে ই বিয়ে করলাম , অনেক কথা দিয়েছিল সে আমাকে ,খুব ভালোবাসবে ,আদর করবে , আরো কত কি,, ওদের বাড়ী থেকে ও নাকি আমাকে খুব পছন্দ ছিল , ওদের বাড়ি শ্বরস্বতি পুজোতে নিয়ে গেছিলো আমাকে । আমার বাড়ি তে জানিয়েছিল । then বিয়ে হলো আমাদের । আমার বাবা-মা যদিও বিয়েটা দিয়েছিল কিন্তু তারা আমার থেকে অনেক দূরে থাকে চাইলে e আসতে পারে না । যাই হোক সব কিছু ফোনে ফোনে মিটলো 😥 । ভালো বেশে বিয়ে 🥰 । বাবা - মা পাশে থাকলে ও সামনে নেই জেনে ও যেমন মন খারাপ , তেমন সুখ টাও হচ্ছে খুব । ভাবলাম খুব সুখে যাবে এই দিন , অনেক দিন একাকী তবে এখন কেউ আছে -থাকবে , যে আমার। সারাজীবন ভালোবাসবে ❤️ কেউ আমার আপনজন , যাকে নিয়ে আমার সারাটা জীবন কাটাবে সুখের আলোতে ,সেই চাদরে । দুষ্টু মিষ্টি ঝগড়া আর ভাব । ভাবতে ভাবতে স্বপ্নে হারিয়ে যাচ্ছি যেনো । কেউ এসে বললো তোমাদের বিয়ে ত complete মানে 'ও 'আমাকে কয়েকটা দিনের জন্য কারোবারিতে বেড়াতে নিয়ে যাবে , ঠিক বিয়ের পরের দিন ই 😱 । 🥰❤️ আমি তো আরো ই স্বপ্নে হারিয়েছি ।এত আনন্দ । ভাবছিতার কাছে কিভাবে প্রকাশ করি আমার এত সুখের কথা । তার ও কি সুখ হচ্ছে 🤔 ? সে এখন আমার জান ❤️ আমাকে মেরি জান বলে ই ডাকে , একটা আইডিয়া মাথায় আসছে 🥵 first ই একটু দুষ্টু ঝগড়া দিয়ে ই শুরু করি 🤫 , তাহলে আমাকে বোঝাতে এসে সব কথা গুলো আমাকে বলে ই দেবে 🤭 আর একটু আদর ও পেয়ে যাবো 😋 । কিন্তু, ব্যাপার টা একদম ই তেমন হলো না । আমি যেনো হটাৎ কোনো এক ঝিঝি পোকা র দেশে চলে গেলাম , যেখানে r কোনো শব্দ পৌঁছায় না , কয়েক মিনিটের জন্য । ধীরে ধীরে চোখ মেললাম আর দেখলাম সে আমার সামনে খুব রাগী মুর্তি হয়ে দাড়িয়ে । আমার খুব ভয় করতে লাগলো , কিছুক্ষণ আগে ও এখানে করেকটা বাচ্চা ছিল , আর এখন জায়গাটা সুনসান , কোথাও কেউ নেই , আমার পায়ের নিচে কিছু নেই । আমি কোথাও অন্ধকার মহাশূন্যে কেউ বাঁচাবে না 🌚

,,,,,,,,, যারা গল্পঃ পড়তে ভালবাসো।
আমার এটা নতুন page , প্রচুর প্রচুর share করে পেজটিকে graw করতে help korben plz🙏
ভালো লাগলে লাইক 👍🏾 করে দিন আর কেমন হয়েছে কমেন্ট করে জানতে ভুলো না ।
Artist Trina

এরপর থেকে সে আমার গায়ে প্রায় ই হাত তুলতে শুরু করে । আর এখন আমাদের বিয়ের একবছর । এর মাঝে সে আমাকে কিছু কিছু সময় ভালো ও বেসেছে , (কিন্তু )এভাবে ই চলছে । শুনতে হয় আমাকে ঘৃনা লাগে তার , ছুঁয়ে দেখতে ও ভালো লাগে না 🌚🖤🖤💔

15/08/2022

Amar massenger ni
Plz done comments

Follow my page , first vlog asche  my facebook friends 🎉🎉🎉 3 .00 pm
08/08/2022

Follow my page , first vlog asche my facebook friends 🎉🎉🎉 3 .00 pm

28/04/2022

Address

Calcutta Bara Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Artist Trina posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share