03/09/2022
একজন অব্যার্থ হয়েও ব্যার্থ প্রেমিকের গল্পঃ
জীবনের পথে লক্ষ একটা ই " ক্যরিয়ার "
কিন্তু মাঝপথে চলে আসে বিয়ের প্রস্তাব ।
ভাবলাম , 😞 আর দিন দিন বড় একাকী হয়ে পরলাম ।
এমন সময় জীবনে কেউ এলো ।
বন্ধু ,ভালোলাগা r valobasha ।
বাড়ী থেকে বিয়ের জন্য জোর করলো ,,,। আর আমি তাকে ই বিয়ে করলাম , অনেক কথা দিয়েছিল সে আমাকে ,খুব ভালোবাসবে ,আদর করবে , আরো কত কি,, ওদের বাড়ী থেকে ও নাকি আমাকে খুব পছন্দ ছিল , ওদের বাড়ি শ্বরস্বতি পুজোতে নিয়ে গেছিলো আমাকে । আমার বাড়ি তে জানিয়েছিল । then বিয়ে হলো আমাদের । আমার বাবা-মা যদিও বিয়েটা দিয়েছিল কিন্তু তারা আমার থেকে অনেক দূরে থাকে চাইলে e আসতে পারে না । যাই হোক সব কিছু ফোনে ফোনে মিটলো 😥 । ভালো বেশে বিয়ে 🥰 । বাবা - মা পাশে থাকলে ও সামনে নেই জেনে ও যেমন মন খারাপ , তেমন সুখ টাও হচ্ছে খুব । ভাবলাম খুব সুখে যাবে এই দিন , অনেক দিন একাকী তবে এখন কেউ আছে -থাকবে , যে আমার। সারাজীবন ভালোবাসবে ❤️ কেউ আমার আপনজন , যাকে নিয়ে আমার সারাটা জীবন কাটাবে সুখের আলোতে ,সেই চাদরে । দুষ্টু মিষ্টি ঝগড়া আর ভাব । ভাবতে ভাবতে স্বপ্নে হারিয়ে যাচ্ছি যেনো । কেউ এসে বললো তোমাদের বিয়ে ত complete মানে 'ও 'আমাকে কয়েকটা দিনের জন্য কারোবারিতে বেড়াতে নিয়ে যাবে , ঠিক বিয়ের পরের দিন ই 😱 । 🥰❤️ আমি তো আরো ই স্বপ্নে হারিয়েছি ।এত আনন্দ । ভাবছিতার কাছে কিভাবে প্রকাশ করি আমার এত সুখের কথা । তার ও কি সুখ হচ্ছে 🤔 ? সে এখন আমার জান ❤️ আমাকে মেরি জান বলে ই ডাকে , একটা আইডিয়া মাথায় আসছে 🥵 first ই একটু দুষ্টু ঝগড়া দিয়ে ই শুরু করি 🤫 , তাহলে আমাকে বোঝাতে এসে সব কথা গুলো আমাকে বলে ই দেবে 🤭 আর একটু আদর ও পেয়ে যাবো 😋 । কিন্তু, ব্যাপার টা একদম ই তেমন হলো না । আমি যেনো হটাৎ কোনো এক ঝিঝি পোকা র দেশে চলে গেলাম , যেখানে r কোনো শব্দ পৌঁছায় না , কয়েক মিনিটের জন্য । ধীরে ধীরে চোখ মেললাম আর দেখলাম সে আমার সামনে খুব রাগী মুর্তি হয়ে দাড়িয়ে । আমার খুব ভয় করতে লাগলো , কিছুক্ষণ আগে ও এখানে করেকটা বাচ্চা ছিল , আর এখন জায়গাটা সুনসান , কোথাও কেউ নেই , আমার পায়ের নিচে কিছু নেই । আমি কোথাও অন্ধকার মহাশূন্যে কেউ বাঁচাবে না 🌚
,,,,,,,,, যারা গল্পঃ পড়তে ভালবাসো।
আমার এটা নতুন page , প্রচুর প্রচুর share করে পেজটিকে graw করতে help korben plz🙏
ভালো লাগলে লাইক 👍🏾 করে দিন আর কেমন হয়েছে কমেন্ট করে জানতে ভুলো না ।
Artist Trina
এরপর থেকে সে আমার গায়ে প্রায় ই হাত তুলতে শুরু করে । আর এখন আমাদের বিয়ের একবছর । এর মাঝে সে আমাকে কিছু কিছু সময় ভালো ও বেসেছে , (কিন্তু )এভাবে ই চলছে । শুনতে হয় আমাকে ঘৃনা লাগে তার , ছুঁয়ে দেখতে ও ভালো লাগে না 🌚🖤🖤💔