বর্ণসজ্জা

বর্ণসজ্জা সাহিত্য ও শিল্পকলার পীঠস্থান

• সত্য বচন...লেখায় – অনন্ত
24/07/2025

• সত্য বচন...
লেখায় – অনন্ত





অঙ্কনে – জ্যোতির্ময়ী
21/07/2025

অঙ্কনে – জ্যোতির্ময়ী



সঠিক বঙ্গানুবাদ শিখেছি তো?ভুল হলে শুধরে দেবেন একটু, প্লিজ!
20/07/2025

সঠিক বঙ্গানুবাদ শিখেছি তো?
ভুল হলে শুধরে দেবেন একটু, প্লিজ!


লেখায় – সুজিত সেন
19/07/2025

লেখায় – সুজিত সেন



অঙ্কনে – সোমদত্তা
18/07/2025

অঙ্কনে – সোমদত্তা




17/07/2025

• বৃদ্ধাশ্রম
লেখায় – পার্থ সারথি সামন্ত
পরিবেশনায় ও এডিটে – অঙ্কন বিশ্বাস




লেখায় – রমিত
17/07/2025

লেখায় – রমিত




• কেন আর আসেন না রবীন্দ্রনাথ এ বাংলায়?লেখায় – রাজদীপ মজুমদার এই বাংলা এখন মস্তিষ্কে তালা আর হৃদয়ে প্লাস্টিকের প্রেম। ...
16/07/2025

• কেন আর আসেন না রবীন্দ্রনাথ এ বাংলায়?
লেখায় – রাজদীপ মজুমদার

এই বাংলা এখন মস্তিষ্কে তালা আর হৃদয়ে প্লাস্টিকের প্রেম। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, “যে সমাজ অন্যায়ের বিরুদ্ধে মুখ বন্ধ রাখে, সে সমাজ মরে যায়।” আজ আমরা ‘শান্তি’র নামে অসত্যের সঙ্গে সহবাস করি। এই বাংলা হয়ে উঠেছে "মেধার লাশঘর"। আমরা প্রশ্নে ভয় পাই, ভীরু আত্মা নিয়ে ‘চেতনার’ নাটক মঞ্চস্থ করি।

"সাত কোটি বাঙালিরে, হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে, মানুষ করনি"—এই আর্তনাদ আজও জ্বলজ্বলে। ইংরেজি সাহিত্যের ধাত্রস্থ আধুনিক বাঙালিরা এখন বাংলা বই দেখলেই নাক সিঁটকায়, যেন মাতৃভাষার পৃষ্ঠা ছুঁলেই সমাজতালিকায় নেমে যাবে একধাপ। সাইকোলজিক্যালি তারা ‘শিকড়’ মানে ব্যর্থতা ভাবে।

আমরা তাঁকে প্রণাম করি ঠিকই, কিন্তু প্রশ্ন করতে ভুলে গেছি। তাঁর গানে প্রেম খুঁজি, প্রতিবাদের পথ এড়িয়ে ঠান্ডা বাতানুকূলে আত্মসুখ খুঁজি। আমরা ছেঁটে ফেলেছি তাঁর যুক্তির ডালপালা, রেখে দিয়েছি শুধু গালভরা কবিতা।

এই বাংলা এখন বইয়ের মলাটে ভালোবাসে, বাস্তবে নয়। কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, হৃদয়ে বাজারি সুর। তাই রবীন্দ্রনাথ আর আসেন না—এই বাংলায় এখন শব্দ আছে, অনুভব নেই; উৎসব আছে, অথচ আত্মা অনুপস্থিত।

যদি কোনোদিন বাঙালি হয়ে ওঠে মানুষ, যদি শিকড় খুঁড়ে আবার প্রশ্ন জাগে হৃদয়ে—তবে হয়তো তিনি ফিরে আসবেন... নিঃশব্দে, কুয়াশার ভেতর দিয়ে।





ঘরের ছাদেই এখন বসি, দেখি সন্ধে নামছে ধীরে,একটা ধূসর আলো ঠিক কপালের উপর এসে পড়ে —যেন পুরনো কোনো চিন্তার ওজন।নিচের গলিতে শ...
15/07/2025

ঘরের ছাদেই এখন বসি, দেখি সন্ধে নামছে ধীরে,
একটা ধূসর আলো ঠিক কপালের উপর এসে পড়ে —
যেন পুরনো কোনো চিন্তার ওজন।
নিচের গলিতে শিশুরা খেলছে,
একটা বল এসে ধাক্কা খায় ছাদের রেলিংয়ে —
আমি দৌড়ে গিয়ে বল আর ধরি না।
অনেক কিছুকেই আজকাল আর স্পর্শ করি না।

জীবন এখন আর ঘটনায় গঠিত নয়,
জীবন এখন এক ধরণের নিরব অভ্যাস।
প্রতিদিন একটু একটু করে আত্মাকে পোড়ানো —
অতীতের কিছু না বলা কথা,
অপেক্ষার অজস্র সন্ধ্যা,
আর কিছু অসমাপ্ত চিঠি।

আমি ছাদের কিনারায় বসে থাকি —
নিচে তাকাই না,
কারণ আমি জানি,
ফুটপাতের মানুষগুলো আমায় চিনবে না।
তাদের চোখে আমি শুধুই আরেকটা জানলা,
যেটা কখনো খোলে না।

কখনও ভাবি —
এই ছাদটাই কি আমার স্বাধীনতা?
না কি এই চারদিকে প্রাচীর ঘেরা নিঃসঙ্গতা
আমার শাস্তি?

তবু হাওয়াটা এসে চুলে হাত রাখে,
একটা অচেনা পাখি ডাকে দূরে,
আমি শুনি, অথচ কারও নাম নিই না।

লেখায় – অরিত্র




13/07/2025

• যাত্রাভঙ্গ – নির্মলেন্দু গুন
পরিবেশনায় – দীপা
এডিটে – অনন্ত




লেখায় – তিথি
12/07/2025

লেখায় – তিথি




Address

Calcutta Bara Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when বর্ণসজ্জা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বর্ণসজ্জা:

Share