
13/08/2025
অভিনেতা সায়ক চক্রবর্তী স্টার বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’–তে নতুন চরিত্রে যোগ দিয়েছেন। তিনি অভিনয় করছেন রাজা রাজবল্লভের ভূমিকায়, যেটি ধারাবাহিকের মূল প্রতিপক্ষ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
সায়ক জানান, “আগেও নেগেটিভ চরিত্র করেছি, কিন্তু এই চরিত্রে রাজকীয় ভাবের পাশাপাশি আলাদা ধরনের খল রূপ রয়েছে। সেট ডিজাইন, পোশাক এবং সংলাপ সব মিলিয়ে এটি একেবারেই নতুন অভিজ্ঞতা।” শুটিং চলছে ‘রাণী রাসমণি’–র পরিচিত সেটে, যা অভিনেতার কাছে নস্ট্যালজিয়ার মুহূর্ত তৈরি করছে।
বর্তমানে সায়ক একাধিক ধারাবাহিকে একসঙ্গে কাজ করছেন— ‘চিরসখা’, ‘তুই আমার হিরো’–এর পাশাপাশি এখন ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’। ধারাবাহিকটি ইতিমধ্যেই টিআরপি তালিকার শীর্ষে থাকায়, নতুন খলনায়কের আবির্ভাব দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে।