Tomader Rani

Tomader Rani বাংলা সিরিয়ালের নতুন সব আপডেট ❤
(1)

অভিনেতা সায়ক চক্রবর্তী স্টার বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’–তে নতুন চরিত্রে যোগ দিয়েছেন। তিনি অভিন...
13/08/2025

অভিনেতা সায়ক চক্রবর্তী স্টার বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’–তে নতুন চরিত্রে যোগ দিয়েছেন। তিনি অভিনয় করছেন রাজা রাজবল্লভের ভূমিকায়, যেটি ধারাবাহিকের মূল প্রতিপক্ষ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

সায়ক জানান, “আগেও নেগেটিভ চরিত্র করেছি, কিন্তু এই চরিত্রে রাজকীয় ভাবের পাশাপাশি আলাদা ধরনের খল রূপ রয়েছে। সেট ডিজাইন, পোশাক এবং সংলাপ সব মিলিয়ে এটি একেবারেই নতুন অভিজ্ঞতা।” শুটিং চলছে ‘রাণী রাসমণি’–র পরিচিত সেটে, যা অভিনেতার কাছে নস্ট্যালজিয়ার মুহূর্ত তৈরি করছে।

বর্তমানে সায়ক একাধিক ধারাবাহিকে একসঙ্গে কাজ করছেন— ‘চিরসখা’, ‘তুই আমার হিরো’–এর পাশাপাশি এখন ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’। ধারাবাহিকটি ইতিমধ্যেই টিআরপি তালিকার শীর্ষে থাকায়, নতুন খলনায়কের আবির্ভাব দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে।

টলিউডের একাধিক ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন মিশমি দাস। এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে বলি...
13/08/2025

টলিউডের একাধিক ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন মিশমি দাস। এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে বলিউডে পা রাখলেন তিনি। জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’-র করণ চরিত্রের অভিনেতা হিতেন তেজওয়ানীর বিপরীতে দেখা যাবে তাঁকে একটি মাইক্রো-ড্রামায়। সামাজিক মাধ্যমে শেয়ার করা বিয়ের সাজের ছবিই জানিয়ে দিল, এই প্রজেক্টে থাকছে এক বিশেষ চমক।

বর্তমান সময়ে বেশিরভাগ মেগা ধারাবাহিক তিন থেকে ছয় মাসের মধ্যেই শেষ হয়ে যায়। তবে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ ...
12/08/2025

বর্তমান সময়ে বেশিরভাগ মেগা ধারাবাহিক তিন থেকে ছয় মাসের মধ্যেই শেষ হয়ে যায়। তবে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ এখনও টিআরপি তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে। যদিও আগের মতো ‘বাংলা সেরা’ নয়, ধারাবাহিকটি নিয়মিতই প্রথম পাঁচে থাকে। চলতি সপ্তাহেও এটি দ্বিতীয় স্থানে রয়েছে।

গল্পে সময়ের লাফের পর দেখা যাচ্ছে—দুর্ঘটনার ফলে জগদ্ধাত্রী হুইলচেয়ারে। ছোটবেলা থেকে আশ্রমে বেড়ে ওঠা মেয়ে দুর্গা এখন মুখার্জি পরিবারের অংশ হয়ে উঠেছে। মায়ের অসুস্থতার জন্য দায়ীদের শাস্তি দিতে পিছপা হয় না সে। পাশাপাশি মাকে ধীরে ধীরে সুস্থ করে তুলছে দুর্গা।

এই সময়েই স্বাধীনতা দিবসের মহড়ায় এক যুবকের গান শুনে প্রথমবারের মতো প্রেমের অনুভূতি জাগে তার মনে। চরিত্রটি করছেন ঋষভ ভৌমিক, যাকে এর আগে দর্শক দেখেছেন স্টার জলসার ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে। নতুন নায়ক হিসেবে তাঁর প্রবেশে গল্পে নতুন মোড় আসবে বলে অনুমান।

তবে দর্শকমহলে প্রশ্ন রয়ে গেছে—নতুন নায়ক আসায় কি স্বয়ম্ভূ চরিত্রের উপস্থিতি কমে যাবে? নায়ক সৌম্যদীপ মুখোপাধ্যায় বা চ্যানেল কর্তৃপক্ষ—এখনও পর্যন্ত কেউই এ বিষয়ে মন্তব্য করেননি।

দীর্ঘ দুই বছর বিরতির পর টেলিভিশনে ফিরছেন অভিনেত্রী ইন্দ্রাণী পাল। প্রথম ধারাবাহিক বরণ এবং পরে নবাব নন্দিনী-তে অভিনয়ের মা...
09/08/2025

দীর্ঘ দুই বছর বিরতির পর টেলিভিশনে ফিরছেন অভিনেত্রী ইন্দ্রাণী পাল। প্রথম ধারাবাহিক বরণ এবং পরে নবাব নন্দিনী-তে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জিতেছিলেন তিনি। এবার তাঁকে দেখা যাবে নতুন ধারাবাহিক বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম-এ, যা 1989 সালের ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার জনপ্রিয় ছবি বেদের মেয়ে জোস্‌না-র কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে। ধারাবাহিকটি আসছে জি বাংলা সোনারে, প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস।

এবার ইন্দ্রাণীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সিদ্ধার্থ সেন। আগে দেবীবরণ ও ফাগুনের মোহনায় ধারাবাহিকে অভিনয় করা সিদ্ধার্থ এই ধারাবাহিকেও মুখ্য চরিত্রে থাকছেন। গল্পে অতিলৌকিক উপাদান ও সাপের কাহিনি থাকায় নির্মাতাদের আশা, এটি রেটিংয়ে ভালো ফল করবে। ইন্দ্রাণী জানিয়েছেন, এতদিন ধরে তিনি এমনই একটি চরিত্রের জন্য অপেক্ষা করছিলেন এবং এই সুযোগকে তিনি বিশেষভাবে মূল্য দিচ্ছেন।

ধারাবাহিকের প্রচার-ঝলক ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং লক্ষাধিক দর্শক তা দেখে ফেলেছেন। শুটিং শুরু হবে 11 আগস্ট থেকে।

‘গীতা এলএলবি’-এর সাত্ত্বিক চরিত্রের পর রাহুল গঙ্গোপাধ্যায় ফিরছেন নতুন ধারাবাহিকে একেবারে ভিন্ন রূপে। সান বাংলার আসন্ন ধা...
06/08/2025

‘গীতা এলএলবি’-এর সাত্ত্বিক চরিত্রের পর রাহুল গঙ্গোপাধ্যায় ফিরছেন নতুন ধারাবাহিকে একেবারে ভিন্ন রূপে। সান বাংলার আসন্ন ধারাবাহিক বৃন্দাবন বিলাসিনী-তে প্রধান নায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।

তাঁর বিপরীতে থাকছেন সুদীপ্তা রায়, যাকে শেষ দেখা গিয়েছিল ফেরারী মন-এ। গল্পের প্রেক্ষাপট গ্রামীণ পরিবেশে গড়ে উঠেছে। সুদীপ্তা অভিনীত বিনু একজন কীর্তনিয়া এবং দরিদ্র পরিবারের মেয়ে, অন্যদিকে রাহুলের চরিত্র কৃষ বিত্তশালী পরিবারের সন্তান ও এমবিএ-র ছাত্র।

গল্পে দেখা যাবে, বিনুর গভীর ভক্তি কৃষ্ণের প্রতি, আর কৃষের বাড়িতে মা কালীর পূজা হয়। অর্থনৈতিক ও সাংস্কৃতিক দুই ক্ষেত্রেই পার্থক্য থাকা সত্ত্বেও তাঁদের দেখা হওয়া থেকে শুরু হবে নতুন এক কাহিনি। প্রযোজনা করছে বাংলা টকিজ, এবং ধারাবাহিকটি শিগগিরই সান বাংলার পর্দায় আসবে।

অভিনেত্রী শোলাঙ্কি রায় প্রথমবার খোলাখুলি জানালেন তাঁর বৈবাহিক সম্পর্ক ভাঙার মূল কারণ। ‘স্টেট আপ উইথ শ্রী’ শো-তে তিনি বলে...
04/08/2025

অভিনেত্রী শোলাঙ্কি রায় প্রথমবার খোলাখুলি জানালেন তাঁর বৈবাহিক সম্পর্ক ভাঙার মূল কারণ। ‘স্টেট আপ উইথ শ্রী’ শো-তে তিনি বলেন, প্রাক্তন স্বামী শাক্যর সঙ্গে তাঁদের দূরত্বই ছিল মূল সমস্যা। ভিন্ন টাইম জোনে থাকার ফলে তাঁরা একে অপরের সঙ্গে সময় কাটাতে পারতেন না, যা ধীরে ধীরে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। দুজনেই বুঝেছিলেন, একসঙ্গে থাকা আর সম্ভব নয়, তাই মিউচুয়াল বোঝাপড়ায় তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

তাঁর কথায়, বিয়ে হলেও, তাঁরা কখনও 'দাম্পত্য জীবন' ঠিকভাবে কাটাতে পারেননি। শোলাঙ্কি জানান, তিনি চেষ্টা করেছিলেন সম্পর্কটা টিকিয়ে রাখার, তবে বাস্তব পরিস্থিতি সেই সুযোগ দেয়নি। পাশাপাশি তিনি সমাজে ডিভোর্স নিয়ে প্রচলিত ভুল ধারণার কথাও বলেন—যেখানে অনেকেই ভাবেন বিচ্ছেদের মানে একজন ঠকিয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে স্কুলের বন্ধু শাক্যকে বিয়ে করেছিলেন শোলাঙ্কি। পরে বিদেশে থাকার সময় ধীরে ধীরে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এরপর তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে। মাঝেমধ্যে অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে শোলাঙ্কির সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠলেও, তিনি বরাবরই দাবি করেছেন, তাঁরা শুধুই ভালো বন্ধু।

অভিনয়ের জগতে শোলাঙ্কি ‘ইচ্ছেনদী’ ধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু করে পরবর্তীতে ‘প্রথমা কাদম্বিনী’, ‘গাঁটছড়া’, ও বিভিন্ন সিরিজ ও সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

নদীয়ার ছেলে জ্যোতিষ্ক বিশ্বাস, প্রথম বাঙালি হিসেবে চাঁদের পাহাড় জয় করলেন। সাইকেল নিয়ে ভারতের সীমান্ত পেরিয়ে তিনি পৌঁছালে...
04/08/2025

নদীয়ার ছেলে জ্যোতিষ্ক বিশ্বাস, প্রথম বাঙালি হিসেবে চাঁদের পাহাড় জয় করলেন। সাইকেল নিয়ে ভারতের সীমান্ত পেরিয়ে তিনি পৌঁছালেন আফ্রিকায়। সেখান থেকে তিনি শুরু করেন চাঁদের পাহাড়ে পৌঁছানোর যাত্রা, যার পেছনে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পের প্রভাব।

এর আগে তিনি সাইকেলে কাশ্মীর থেকে কন্যাকুমারী, দিঘা থেকে এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত যাত্রা করেছেন। ২০২০ সালে ৪৮ দিনে সাইকেলে গোটা হিমালয় পর্বতমালা প্রদক্ষিণ করেছিলেন। তার সাহসিকতার সঙ্গে সাহসী পরিকল্পনার মিল এক অন্যরকম উদাহরণ।

জ্যোতিষ্ক জানালেন, “বাঙালি হিসেবে চাঁদের পাহাড় ছুঁতে পারলাম, বিভূতিভূষণ বাবুর ইচ্ছে পূরণ করতে পারলাম, এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।”

‘বুলেট সরোজিনী’ ধারাবাহিক ঘিরে নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী অলকানন্দা গুহ। ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে তিনি...
02/08/2025

‘বুলেট সরোজিনী’ ধারাবাহিক ঘিরে নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী অলকানন্দা গুহ। ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে তিনি জানান, ধারাবাহিক শুরুর আগে তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রতি মাসে ১৮ দিন কাজের সুযোগ এবং একটি প্যারালাল ট্র্যাক। কিন্তু শেষ পর্যন্ত ১০টিরও কম শুটিং ডে তিনি পেয়েছেন বলে অভিযোগ করেন।

এমনকি ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরও এই নিয়ে শিল্পীমহলে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বলেও জানান অলকানন্দা। তিনি বলেন, অন্য কোনও কাজের প্রস্তাব পেলেও সবাই ভাবছিলেন তিনি 'বুলেট সরোজিনী'-তে নিয়মিত কাজ করছেন, অথচ তাঁর কোনও দৃশ্যই ছিল না।

অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, চূড়ান্ত হতাশা এবং আক্ষেপ নিয়েই তিনি ধারাবাহিকের র‍্যাপ আপ পার্টিতে যোগ দিয়েছিলেন। পাশাপাশি ব্যক্তিগত জীবনের সমস্যা—যেমন তাঁর পোষা মাছের মৃত্যু এবং শারীরিক অসুস্থতার কথাও ভিডিওতে শেয়ার করেন তিনি। যদিও ভিডিয়ো জুড়ে তিনি হাসিমুখেই কথা বলেন, তবুও তাঁর অভিব্যক্তিতে অসন্তোষ এবং হতাশার ছাপ স্পষ্ট ছিল।

অভিনেত্রী শোলাঙ্কি রায় সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে বিনোদনজগতের সৌন্দর্যসম্পর্কিত চাপ নিয়ে খোলাখুলি মন্তব্য করেছেন। ন...
02/08/2025

অভিনেত্রী শোলাঙ্কি রায় সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে বিনোদনজগতের সৌন্দর্যসম্পর্কিত চাপ নিয়ে খোলাখুলি মন্তব্য করেছেন। নিজের বক্তব্যে তিনি জানান, কোনও রকম ইনজেকশন বা কসমেটিক সার্জারির সাহায্য ছাড়াই তিনি ক্যারিয়ার গড়ে তুলেছেন। তবে এ কারণে তাঁকে বহুবার শুনতে হয়েছে, তাঁর চেহারা ‘নায়িকা উপযোগী’ নয়।

তিনি জানান, বরাবর রোগা চেহারার জন্য পারিবারিক অনুষ্ঠানে পর্যন্ত নানা ধরণের মন্তব্য শুনতে হয়েছে, যার প্রভাব পড়েছে তাঁর আত্মবিশ্বাসে।

সবচেয়ে আলোচিত অংশ ছিল, যখন তিনি বলেন—এক পরিচালক তাঁকে একবার ব্রেস্ট সার্জারির পরামর্শ দিয়েছিলেন। পরিচালক মন্তব্য করেছিলেন, “নায়িকা হতে গেলে একটু খাঁজ থাকা দরকার।”

এই অভিজ্ঞতা শোলাঙ্কির কাছে অপমানজনক হলেও, তিনি মানসিকভাবে পরিণত ছিলেন বলেই সেটা সামাল দিতে পেরেছিলেন। তাঁর মতে, এই ধরণের মন্তব্য কম বয়সে কেউ শুনলে সেটি বড় ধরনের মানসিক আঘাতের কারণ হতে পারে।

এই ঘটনার প্রসঙ্গে শোলাঙ্কির বক্তব্য বিনোদন দুনিয়ায় শারীরিক সৌন্দর্য সংক্রান্ত স্টিরিওটাইপ ও মানসিক চাপে মেয়েরা কীভাবে প্রভাবিত হন, সেই বিষয়টি আরও একবার সামনে নিয়ে আসে।

সাইবার জালিয়াতির শিকার হলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর মা। সম্প্রতি ফেসবুক লাইভে এসে এই তথ্য জানান অভিনেত্রী নিজেই।শ্ব...
01/08/2025

সাইবার জালিয়াতির শিকার হলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর মা। সম্প্রতি ফেসবুক লাইভে এসে এই তথ্য জানান অভিনেত্রী নিজেই।

শ্বেতা জানান, এক অজানা নম্বর থেকে কেওয়াইসি আপডেটের নামে ভিডিও কল করে স্ক্রিন শেয়ার করানো হয়। এরপর তাঁর মায়ের অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নেওয়া হয় বলে দাবি করেন তিনি।

ঘটনার পর তাঁর মা অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানান শ্বেতা। এই ধরনের প্রতারণা যাতে আর কেউ না হন, সে জন্যই বিষয়টি প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।

স্টার জলসার ধারাবাহিক বুলেট সরোজিনী খুব দ্রুতই শেষ হয়ে গেল। মাত্র তিন মাস আগে শুরু হওয়া এই ধারাবাহিকের শুটিং শেষ হয়ে গেল...
01/08/2025

স্টার জলসার ধারাবাহিক বুলেট সরোজিনী খুব দ্রুতই শেষ হয়ে গেল। মাত্র তিন মাস আগে শুরু হওয়া এই ধারাবাহিকের শুটিং শেষ হয়ে গেল ৩১ জুলাই। শেষ দিনের শুটিংয়ের পর অভিনেতারা নিজেরাই লাইভে এসে এই খবর ভাগ করে নেন, তাদের চোখে মুখে স্পষ্ট ছিল হতাশা ও আবেগ।

দর্শকদের সামনে রিপোর্টার সরোজিনীর গল্প খুব বেশি দিন থাকল না। এখনও একশো পর্বও হয়নি, তবু বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিকটি। এমন এক সময়ে, যখন প্রতিটি শোয়ের ভবিষ্যৎ নির্ধারিত হয় টিআরপি এবং দর্শক প্রতিক্রিয়ার উপর, বুলেট সরোজিনী হয়তো সেই জায়গায় পিছিয়ে পড়েছিল।

দিয়া বসু, অভিষেক বীর শর্মা, অর্ণব ব্যানার্জি থেকে শুরু করে একঝাঁক শিল্পী ছিলেন এই প্রোজেক্টে, যা প্রযোজনা করেছিল স্টার ট্র্যাক সার্ভিসেস। আগস্টের শুরুতেই ধারাবাহিকটির শেষ পর্ব সম্প্রচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অরিজিৎ সিংহের কনসার্ট মানেই শ্রোতাদের মধ্যে বিপুল উত্তেজনা। তাঁর গানের মাধুর্য যেভাবে শ্রোতাদের মুগ্ধ করে, ঠিক তেমনই তাঁ...
31/07/2025

অরিজিৎ সিংহের কনসার্ট মানেই শ্রোতাদের মধ্যে বিপুল উত্তেজনা। তাঁর গানের মাধুর্য যেভাবে শ্রোতাদের মুগ্ধ করে, ঠিক তেমনই তাঁর পারিশ্রমিকের অঙ্কও অনেকে চমকে ওঠেন। সুরকার মন্টি শর্মা সম্প্রতি জানিয়েছেন, বর্তমানে অরিজিৎ একটি লাইভ অনুষ্ঠানের জন্য পারিশ্রমিক হিসেবে নেন ২ কোটি টাকা।

মন্টির কথায়, আগের দিনে অর্কেস্ট্রা-সহ গোটা একটি গান ২ লক্ষ টাকার মধ্যেই তৈরি হতো। কিন্তু এখন সময় বদলেছে। ইউটিউব, স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও লাইভ পারফরম্যান্সের মাধ্যমে আয় বেড়েছে অনেক গুণ। ফলে অডিয়ো কোম্পানিগুলিও এখন বিশাল অঙ্কের বিনিময়ে গানের সত্ত্ব কিনে নিচ্ছে।

এই পরিবর্তনের ধারাতেই উঠে এসেছেন অরিজিৎ, যিনি শুধুমাত্র কণ্ঠ দিয়ে নয়, অভিজ্ঞতা দিয়েও শ্রোতাদের মন জয় করে চলেছেন। তাঁর অনুষ্ঠান শুধুই গান নয়, বরং একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা। তাই এমন পারিশ্রমিককে অনেকে শিল্পীর ন্যায্য প্রাপ্তি বলেই মনে করছেন।

Address

Calcutta Bara Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tomader Rani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share