A Toper News India

A Toper News India Media news company language Bengali and English
(1)

জয় বাংলা Banglar Gorbo Mamata
04/08/2025

জয় বাংলা

Banglar Gorbo Mamata

03/08/2025

শোক সংবাদ

গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, মেদিনীপুর প্রতাবপুর দরবার শরীফের সম্মানিত পীর, হযরত পীর আব্দুল খালেক (রহ.) আজ রাত ৮:৫০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
তিনি ছিলেন পীরজাদা সৈয়দ রুহুল আমিন সাহেবের পিতা এবং বহু মুরিদ-অনুসারীদের প্রিয় ও শ্রদ্ধেয় আধ্যাত্মিক পথপ্রদর্শক।

তাঁর ইন্তেকালে আধ্যাত্মিক জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার, মুরিদ ও ভক্তবৃন্দের প্রতি গভীর সমবেদনা জানাই।

A Toper News India

অধিকার🖊️ সমাবেশ, ইটাহার বিধানসভা ব্যবস্থাপনায় ও জেলা কমিটির সহযোগিতায়। আপনার দাবির পক্ষে কণ্ঠ তুলুন, জনসভায় অংশগ্রহণ ...
01/08/2025

অধিকার🖊️ সমাবেশ, ইটাহার বিধানসভা ব্যবস্থাপনায় ও জেলা কমিটির সহযোগিতায়। আপনার দাবির পক্ষে কণ্ঠ তুলুন, জনসভায় অংশগ্রহণ করুন।
Indian Secular Front উত্তর দিনাজপুরে লড়াই সামিল হতে, আমাদের অধিকারের জন্য আমাদেরই পথে নামতে।
যোগাযোগ করুন: 📞 বিধান সভা কনভেনার গণ -
ইটাহার, Anowar SocialWorker - 97331 06939
কালিয়াগঞ্জ, মাজাহিদুল ইসলাম - 97350 91421
করনদিঘি - Abu Bakkar Siddik - 89274 34062
হেমতাবাদ, সিদ্দিকুলা হাসান - 95643 64270
জেলা যুগ্ম আহ্বায়ক
আনিসুর রহমান -87688 72313
অধ্যাপক বাপি সরেন - 070019 55788

A Toper News India

অনেকে বলে AI হচ্ছে ভবিষ্যৎ! না ভাই, আমরাই এখন ওই ভবিষ্যতের যুগে বাস করছি! ১৫টি AI টুল — ১৫টা কাজ মাত্র ৫ মিনিটে করে ফেলা...
27/07/2025

অনেকে বলে AI হচ্ছে ভবিষ্যৎ! না ভাই, আমরাই এখন ওই ভবিষ্যতের যুগে বাস করছি!

১৫টি AI টুল — ১৫টা কাজ মাত্র ৫ মিনিটে করে ফেলা সম্ভব, যেটা গত বছর দু'এক আগেও চিন্তা করা যেতো না!

👇 নিচে একনজরে দেখে নিন কোন এএই টুল কোন কোন কাজ করে, আর বিকল্প কি কি আছে, যেগুলো আমরা অল্মোস্ট ফ্রিতেই ইউজ করতে পারি!

1️⃣ ChatGPT.com – যেকোনো প্রশ্নের উত্তর, কনটেন্ট লেখা, আইডিয়া জেনারেট সব এক জায়গায়।
👉 অল্টারনেটিভ: Gemini (Google Bard) – গুগলের ফ্রি AI চ্যাট সহকারী।

2️⃣ Reccloud.com/ai-clip-maker – YouTube/TikTok এর মতো শর্ট ক্লিপ বানায় এক ক্লিকে।
👉 অল্টারনেটিভ: Opus Clip – AI দিয়ে অটো ভিডিও ক্লিপ কাটিং।

3️⃣ Krea.ai – এক্সপোর্টেবল লোগো, ব্যানার, পোস্টার ইত্যাদি জেনারেট করে প্রফেশনালি।
👉 অল্টারনেটিভ: Looka.com – AI লোগো ডিজাইন টুল, লিমিটেড ফ্রি ইউজ অপশন্স আছে।

4️⃣ ElevenLabs.io – নিজের কণ্ঠস্বর ক্লোন করে, প্রফেশনাল ভয়েসওভার বানিয়ে দেয়।
👉 অল্টারনেটিভ: Google AI Studio – গুগলের ফ্রি ভয়েস ক্লোনিং টুল।

5️⃣ Gamma.app – মর্ডান ও সুন্দর প্রেজেন্টেশন বা ডকুমেন্ট ডিজাইন করে দেয় AI দিয়ে।
👉 অল্টারনেটিভ: Beautiful.ai – ফ্রি প্রেজেন্টেশন ডিজাইনার।

6️⃣ Suno.ai – আপনি শুধু গানের থিম বলবেন, ওটা পুরো মিউজিক বানিয়ে দেবে!
👉 অল্টারনেটিভ: Boomy.com – AI দিয়ে গান বানানোর সহজ টুল।

7️⃣ Runway.ml – গ্রিন স্ক্রিন রিমুভ থেকে ভিডিও এডিটিং পর্যন্ত সব কাজ করে স্মার্টলি।
👉 অল্টারনেটিভ: CapCut AI – মোবাইলে ব্যবহারযোগ্য ফ্রি AI ভিডিও এডিটর।

8️⃣ Relume.io – AI দিয়ে ওয়েবসাইট ডিজাইন এবং কন্টেন্ট অটো তৈরি করে দেয়।
👉 অল্টারনেটিভ: Durable.co – AI ওয়েবসাইট বিল্ডার, ফ্রি ট্রায়াল সহ।

9️⃣ Descript.com – ভয়েস ও ভিডিও একসাথে এডিট করা যায়, টেক্সট দিয়ে কন্ট্রোল করা যায়।
👉 অল্টারনেটিভ: Adobe Podcast (Enhance Speech) – ভয়েস ক্লিন ও এডিটের জন্য ফ্রি।

🔟 Fliki.ai – ব্লগ বা স্ক্রিপ্ট থেকে ভয়েসওভারসহ ভিডিও বানায় এক ক্লিকে।
👉 অল্টারনেটিভ: TTSMaker.com – টেক্সট থেকে ফ্রি ভয়েসওভার বানাতে পারেন।

1️⃣1️⃣ Tome.app – শুধু টপিক দিলে হয়ে যাবে সুন্দর প্রেজেন্টেশন, AI সব তৈরি করে।
👉 অল্টারনেটিভ: SlidesAI.io – Google Slides-এর জন্য ফ্রি AI এক্সটেনশন।

1️⃣2️⃣ Perplexity.ai – কোনো কিছু রিসার্চ করতে চাইলে রেফারেন্সসহ একদম ইন-ডেপথ উত্তর দেয়।
👉 অল্টারনেটিভ: You.com – AI রিসার্চ + সার্চ ইঞ্জিন কম্বো।

1️⃣3️⃣ PicWish.com – ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফেস ক্লিন, ফটো এনহ্যান্স — সব ফ্রি।
👉 অল্টারনেটিভ: Remove.bg – ব্যাকগ্রাউন্ড রিমুভার (ফ্রি লিমিটেড ইউজে)।

1️⃣4️⃣ LumaLabs.ai – 3D ভিডিও মডেল বানিয়ে দেয় বাস্তবিক লুকে।
👉 অল্টারনেটিভ: Kaedim.com – AI দিয়ে 2D থেকে 3D বানানোর টুল।

1️⃣5️⃣ Pika.art – স্ক্রিপ্ট দিলেই সেটা সিনেম্যাটিক AI ভিডিওতে রূপ নেয়।
👉 অল্টারনেটিভ: Veo (Google) – নতুন ৩D/ভিডিও জেনারেশন টুল (আমার ব্যক্তিগত পছন্দের)।

📌 এখন আর “পারবো না” বলার দিন নেই!

Save this on your timeline :)
📤 শেয়ার করে রাখুন, যেন ফিউচারে ভুলে না যান!

A Toper News India

27/07/2025
27/07/2025

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য পুলিশ কনস্টেবল পরীক্ষার ফ্রি প্রাক নিয়োগ প্রশিক্ষন।

অনলাইন-এ আবেদন করুন www.wbmdfc.org এই পোর্টালের মাধ্যমে। অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখঃ ১০.০৮.২০২৫ । ইচ্ছুক যুবক যুবতীরা দ্রুত আবেদন করুন।

A Toper News India

একটি আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে Hasanah Foundation (হাসানাহ ফাউন্ডেশন)। সমাজের সর্বস্তরে ইতিব...
25/07/2025

একটি আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে Hasanah Foundation (হাসানাহ ফাউন্ডেশন)। সমাজের সর্বস্তরে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয়ে আমরা বহুমুখী ও কল্যাণমূলক কাজে নিয়োজিত। আর এই মহৎ উদ্যোগগুলো এগিয়ে নিতে প্রয়োজন স্বপ্নবাজ ও উদ্যমী একঝাঁক নতুন মুখ। সম্ভাবনাময় ক্যারিয়ার গড়তে তাই যুক্ত হোন হাসানাহ ফাউন্ডেশনে।

যে পদগুলোতে আবেদন করা যাবে:

১. অফিস ইন-চার্জ
২. অ্যাকাউন্টস অফিসার
৩.সীরাহ মিউজিয়াম কো-অর্ডিনেটর
৪. মক্তব কো-অর্ডিনেটর
৫. কারিকুলাম ডেভেলপার
৬. ভিডিও এডিটর
৭. ভিডিওগ্রাফার কাম ক্যামেরাম্যান
৮. ক্রিয়েটিভ ডিজাইনার
৯. কন্টেন্ট রাইটার
১০. রিসিপশনিস্ট

[কমেন্টে সংযুক্ত লিঙ্কটিতে আবেদন ফর্মসহ প্রতিটি পদে আবেদনের যোগ্যতা, দায়িত্ব, বেতন-সহ বিস্তারিত তথ্য দেওয়া আছে।]

মাসিক বেতন: সর্বোচ্চ ৩৫,০০০ টাকা পর্যন্ত (পদ ও কাঙ্খিত অভিজ্ঞতার ভিত্তিতে)

মাসিক বেতনের পাশাপাশি আরও যেসব সুযোগ-সুবিধা থাকছে:

১. দুটো ঈদ বোনাস
২. একটি পারফরম্যান্স বোনাস
৩. বাৎসরিক ইনক্রিমেন্ট
৪. প্রভিডেন্ড ফান্ড
৫. প্রমোশন
৬. হালাল কর্মসংস্থানের সুযোগ
৭. সুশৃঙ্খল কর্ম-পরিবেশ

আবেদনের সময়সীমা: ২৫ জুলাই – ৫ আগস্ট ২০২৫, রাত ১২ টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদেরকে সময় শেষ হওয়ার আগেই দ্রুত আবেদন ফর্ম পূরণ করতে অবগত করা হলো।

বিশেষ দ্রষ্টব্য:
কেবল নির্ধারিত পদ্ধতিতে অর্থাৎ গুগল ফর্মে সিভি ও অন্যান্য তথ্য সংযুক্ত করে একজন প্রার্থী আবেদন করতে পারবেন। এছাড়া অন্য কোনো উপায়ে অর্থাৎ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে না।

A Toper News India

21/07/2025

ভোট পরবর্তী সন্ত্রাসে থানার OC বর্তমানে ACP শুভজিৎ সেন সহ চার জনের জেল হেফাজত হলো শাসক দলের হয়ে কাজ করার জন্যে । সাবধান দলদাস নয়, নিরপেক্ষ না হলে ভবিষ্যৎ জেল..

A Toper News India

ইতিহাসে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার ভুমিকা1️⃣ বেহেশতবাসী যুবকদের সর্দার ইমাম হুসাইন (আ.) ও তাঁর পরিবার পরিজন এবং তাঁর সকল সঙ্...
06/07/2025

ইতিহাসে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার ভুমিকা

1️⃣ বেহেশতবাসী যুবকদের সর্দার ইমাম হুসাইন (আ.) ও তাঁর পরিবার পরিজন এবং তাঁর সকল সঙ্গী সাথীদের হত্যা করে (কারবালা ঘটনা)

তারিখ: ৬১ হিজরির ১০ মহররম
স্থান: কারবালা
বিবরণ:
ইমাম হুসাইন (আ.) ইয়াজিদের প্রতি বায়াত অস্বীকার করার পর ইয়াজিদের নির্দেশে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়, পানি বন্ধ করে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত তিনি ও তাঁর ৭২ জন সাথীকে নির্মমভাবে শহীদ করা হয়।

উৎস:
তাবারী, তারিখে তাবারী, খণ্ড ৪, পৃষ্ঠা ৩০৫।
ইবনে আসীর, আল-কামেল, খণ্ড ৪, পৃষ্ঠা ৩১ ।

2️⃣ হাররার হত্যাযজ্ঞ (মদিনাবাসীর গণহত্যা)

তারিখ: ৬৩ হিজরির মহররম
স্থান: মদীনা
বিবরণ:
মদিনাবাসী কারবালায় ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাযজ্ঞের এবং ইয়াজিদের ইসলাম বিদ্বেষী আচরণ সম্পর্কে জানতে পারলে ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করে। তখন ইয়াজিদ ঐ বিদ্রোহকে দমন করতে ইয়াজিদের সেনাপতি মুসলিম ইবনে উকবা মদীনায় আক্রমণ চালানোর নির্দেশ দেয়।

অপরাধসমূহ:
১০ হাজারের বেশি মানুষ নিহত।
অসংখ্য নারীর উপর অত্যাচার ও ধর্ষণ।
মসজিদে নববীর পবিত্রতা লঙ্ঘন।
তিনদিন মদিনার অর্থসম্পদ ও নারীদের ধর্ষণ করার জন্য বৈধ ঘোষণা করে দেয়া হয়।

উৎস:
তাবারী, খণ্ড ৪, পৃষ্ঠা ৩৭১
ইবনে কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড ৮, পৃষ্ঠা ২৪১

3️⃣ মক্কা ও পবিত্র ক্বাবা শরিফের উপর হামলা ও কাবা ঘর ধ্বংস করা

তারিখ: ৬৪ হিজরির রবিউল আউয়াল
স্থান: মক্কা
বিবরণ:
ইয়াজিদের বাহিনী মক্কা অবরোধ করে এবং কাবা শরিফে মন্জনীক নিক্ষেপ করে।

অপরাধসমূহ:
কাবার দেয়াল ও কিসওয়া পুড়ে যায়
আল্লাহর ঘর অসম্মানিত হয়

উৎস:
তাবারী, খণ্ড ৪, পৃষ্ঠা ৩৮৭
ইবনে কাসীর, খণ্ড ৮, পৃষ্ঠা ২৪২

4️⃣ ইয়াজিদের ব্যক্তিগত পাপাচার ও ধর্মদ্রোহিতা

প্রমাণ:
প্রকাশ্যে মদ্যপান
কুকুর ও বাঁদর পালন, অশ্লীল আসরে অংশগ্রহণ
ইসলাম ও নবুয়তকে অস্বীকার করে কবিতা পাঠ

> «لَعِبَت هاشِمُ بالمُلکِ فَلا خَبَرٌ جاءَ وَ لا وَحیٌ نَزَل»
অনুবাদ: হাশিম বংশ (মহানবীর সাঃ এর বংশধর) রাজত্ব নিয়ে খেলা করেছে, (আসলে) না কোনো বার্তা এসেছে, না কোনো ওহি নাজিল হয়েছে।

উৎস:
ইবনে কাসীর, খণ্ড ৮, পৃষ্ঠা ২২১
ইবনে আসীর, খণ্ড ৪, পৃষ্ঠা ৩৮

5️⃣ আহলে বাইতের অবমাননা

প্রমাণ:
কারবালা থেকে শামে বন্দী করে নেওয়া
ইমাম হুসাইনের (আ.) পবিত্র মস্তককে প্রকাশ্যে প্রদর্শন
আহলে বাইতের নারীদের উপর অপমানজনক আচরণ

উৎস:
তাবারী, খণ্ড ৪, পৃষ্ঠা ৩৩৯
সিবত ইবনে জাওযী, তাজকিরাতুল খাওয়াস, পৃষ্ঠা ২৬১

উপসংহার

ইয়াজিদ মাত্র তিন বছরের শাসনকালে:

ইসলামের মূল স্তম্ভসমূহ ধ্বংস করে
চরম বর্বরতা ও নিপীড়ন চালায়
নবী (সা.)-এর পবিত্র আহলে বাইতের প্রতি ঘৃণ্য আচরণ করে
ইসলামের সীমা লঙ্ঘন করে

ফলাফল:
ইমাম হোসাইনের (আ.) কুরবানী এই সত্যকে প্রমাণ করেছে যে ইয়াজিদের মত শাসকের অধীনে ইসলাম টিকে থাকতে পারে না।

আরও পড়ার জন্য উৎস:
তারিখে তাবারী, খণ্ড ৪
আল-বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসীর, খণ্ড ৮
আল-কামেল ফি তারিখ, ইবনে আসীর, খণ্ড ৪
তাজকিরাতুল খাওয়াস, সিবত ইবনে জাওযী
আবাবিল গ্রুপ।

A Toper News India

হাজারটা মেয়ের সুখের সংসার আবার ভাঙ*ল! 🙂A Toper News India
03/07/2025

হাজারটা মেয়ের সুখের সংসার আবার ভাঙ*ল! 🙂

A Toper News India

Address

Kolkata

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when A Toper News India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share