A Toper News India

A Toper News India Media news company language Bengali and English
(1)

ইতিহাসে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার ভুমিকা1️⃣ বেহেশতবাসী যুবকদের সর্দার ইমাম হুসাইন (আ.) ও তাঁর পরিবার পরিজন এবং তাঁর সকল সঙ্...
06/07/2025

ইতিহাসে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার ভুমিকা

1️⃣ বেহেশতবাসী যুবকদের সর্দার ইমাম হুসাইন (আ.) ও তাঁর পরিবার পরিজন এবং তাঁর সকল সঙ্গী সাথীদের হত্যা করে (কারবালা ঘটনা)

তারিখ: ৬১ হিজরির ১০ মহররম
স্থান: কারবালা
বিবরণ:
ইমাম হুসাইন (আ.) ইয়াজিদের প্রতি বায়াত অস্বীকার করার পর ইয়াজিদের নির্দেশে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়, পানি বন্ধ করে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত তিনি ও তাঁর ৭২ জন সাথীকে নির্মমভাবে শহীদ করা হয়।

উৎস:
তাবারী, তারিখে তাবারী, খণ্ড ৪, পৃষ্ঠা ৩০৫।
ইবনে আসীর, আল-কামেল, খণ্ড ৪, পৃষ্ঠা ৩১ ।

2️⃣ হাররার হত্যাযজ্ঞ (মদিনাবাসীর গণহত্যা)

তারিখ: ৬৩ হিজরির মহররম
স্থান: মদীনা
বিবরণ:
মদিনাবাসী কারবালায় ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাযজ্ঞের এবং ইয়াজিদের ইসলাম বিদ্বেষী আচরণ সম্পর্কে জানতে পারলে ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করে। তখন ইয়াজিদ ঐ বিদ্রোহকে দমন করতে ইয়াজিদের সেনাপতি মুসলিম ইবনে উকবা মদীনায় আক্রমণ চালানোর নির্দেশ দেয়।

অপরাধসমূহ:
১০ হাজারের বেশি মানুষ নিহত।
অসংখ্য নারীর উপর অত্যাচার ও ধর্ষণ।
মসজিদে নববীর পবিত্রতা লঙ্ঘন।
তিনদিন মদিনার অর্থসম্পদ ও নারীদের ধর্ষণ করার জন্য বৈধ ঘোষণা করে দেয়া হয়।

উৎস:
তাবারী, খণ্ড ৪, পৃষ্ঠা ৩৭১
ইবনে কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড ৮, পৃষ্ঠা ২৪১

3️⃣ মক্কা ও পবিত্র ক্বাবা শরিফের উপর হামলা ও কাবা ঘর ধ্বংস করা

তারিখ: ৬৪ হিজরির রবিউল আউয়াল
স্থান: মক্কা
বিবরণ:
ইয়াজিদের বাহিনী মক্কা অবরোধ করে এবং কাবা শরিফে মন্জনীক নিক্ষেপ করে।

অপরাধসমূহ:
কাবার দেয়াল ও কিসওয়া পুড়ে যায়
আল্লাহর ঘর অসম্মানিত হয়

উৎস:
তাবারী, খণ্ড ৪, পৃষ্ঠা ৩৮৭
ইবনে কাসীর, খণ্ড ৮, পৃষ্ঠা ২৪২

4️⃣ ইয়াজিদের ব্যক্তিগত পাপাচার ও ধর্মদ্রোহিতা

প্রমাণ:
প্রকাশ্যে মদ্যপান
কুকুর ও বাঁদর পালন, অশ্লীল আসরে অংশগ্রহণ
ইসলাম ও নবুয়তকে অস্বীকার করে কবিতা পাঠ

> «لَعِبَت هاشِمُ بالمُلکِ فَلا خَبَرٌ جاءَ وَ لا وَحیٌ نَزَل»
অনুবাদ: হাশিম বংশ (মহানবীর সাঃ এর বংশধর) রাজত্ব নিয়ে খেলা করেছে, (আসলে) না কোনো বার্তা এসেছে, না কোনো ওহি নাজিল হয়েছে।

উৎস:
ইবনে কাসীর, খণ্ড ৮, পৃষ্ঠা ২২১
ইবনে আসীর, খণ্ড ৪, পৃষ্ঠা ৩৮

5️⃣ আহলে বাইতের অবমাননা

প্রমাণ:
কারবালা থেকে শামে বন্দী করে নেওয়া
ইমাম হুসাইনের (আ.) পবিত্র মস্তককে প্রকাশ্যে প্রদর্শন
আহলে বাইতের নারীদের উপর অপমানজনক আচরণ

উৎস:
তাবারী, খণ্ড ৪, পৃষ্ঠা ৩৩৯
সিবত ইবনে জাওযী, তাজকিরাতুল খাওয়াস, পৃষ্ঠা ২৬১

উপসংহার

ইয়াজিদ মাত্র তিন বছরের শাসনকালে:

ইসলামের মূল স্তম্ভসমূহ ধ্বংস করে
চরম বর্বরতা ও নিপীড়ন চালায়
নবী (সা.)-এর পবিত্র আহলে বাইতের প্রতি ঘৃণ্য আচরণ করে
ইসলামের সীমা লঙ্ঘন করে

ফলাফল:
ইমাম হোসাইনের (আ.) কুরবানী এই সত্যকে প্রমাণ করেছে যে ইয়াজিদের মত শাসকের অধীনে ইসলাম টিকে থাকতে পারে না।

আরও পড়ার জন্য উৎস:
তারিখে তাবারী, খণ্ড ৪
আল-বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসীর, খণ্ড ৮
আল-কামেল ফি তারিখ, ইবনে আসীর, খণ্ড ৪
তাজকিরাতুল খাওয়াস, সিবত ইবনে জাওযী
আবাবিল গ্রুপ।

A Toper News India

হাজারটা মেয়ের সুখের সংসার আবার ভাঙ*ল! 🙂A Toper News India
03/07/2025

হাজারটা মেয়ের সুখের সংসার আবার ভাঙ*ল! 🙂

A Toper News India

মন্ত্রী এমএলএ দের বেতন ভাতা যথেষ্ট পরিমাণে বাড়িয়ে নিয়েছে মাননীয়া অথচ সরকারি কর্মচারীদের কে বঞ্চিত করে রেখেছে বেতন তো...
03/07/2025

মন্ত্রী এমএলএ দের বেতন ভাতা যথেষ্ট পরিমাণে বাড়িয়ে নিয়েছে মাননীয়া অথচ সরকারি কর্মচারীদের কে বঞ্চিত করে রেখেছে বেতন তো এমনিতেই নুন আনতে পানতা ফুরায় তারপর আবার PHE PUMP HOUSE অপারেটদের টানা তিন মাস বেতন বন্ধ এখনো পর্যন্ত মাননীয়া নাকে সরশা তেল দিয়ে ঘুমাচ্ছন। এর বিরুদ্ধে সোচ্চার হোন ,নিজের অধিকার ছিনিয়ে নিতে ঐক্যবদ্ধ হন .

Banglar Gorbo Mamata Amit Shah Narendra Modi

সম্প্রতি গুজরাটে বিমান দুর্ঘটনায় সৈয়দ ইনায়াত আলির সম্পূর্ণ পরিবার শহীদ হয়েছেন। তাঁরা ঈদ-উল-আযহা উদযাপন করার উদ্দেশ্য...
12/06/2025

সম্প্রতি গুজরাটে বিমান দুর্ঘটনায় সৈয়দ ইনায়াত আলির সম্পূর্ণ পরিবার শহীদ হয়েছেন। তাঁরা ঈদ-উল-আযহা উদযাপন করার উদ্দেশ্যে ইংল্যান্ড থেকে গুজরাটে এসেছিলেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

A Toper News India

06/06/2025

বোলপুরের আইসিকে কদর্য ভাষায় আক্রমণ, অনুব্রত মণ্ডলকে প্রায় দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদ । বোলপুর SDPO অফিসে জিজ্ঞাসাবাদ করেন অনুব্রত মণ্ডল কে। নিজের মোবাইল ফোন জমাই দিলেন না অনুব্রত, অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করেনি পুলিশ, IC-র ফোন বাজেয়াপ্ত হলেও কেন অনুব্রত মণ্ডলের ফোন নয় কেনো?

A Toper News India

20/05/2025

ঈমানদার কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।
দেশ নয় সারা পৃথিবী থেকে সন্ত্রাসমুক্ত করেছে ঈমানদার রাই।

A Toper News India

পশ্চিমবঙ্গের ২৩টি জেলায় ৩১ টি জায়গায় মক ড্রিল করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক. এই মক ড্রিলগুলি মূলত যুদ্ধকালী...
07/05/2025

পশ্চিমবঙ্গের ২৩টি জেলায় ৩১ টি জায়গায় মক ড্রিল করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক. এই মক ড্রিলগুলি মূলত যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের করণীয় সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং উদ্ধারকাজ ও নিরাপত্তা ব্যবস্থা যাচাই করতে সাহায্য করবে.
মক ড্রিলের বিষয়গুলি হল:
বিমান হামলার সতর্কতা সাইরেন সক্রিয় করা.
সাধারণ মানুষের ভূমিকা, বিশেষত পড়ুয়াদের.
হঠাৎ ব্ল্যাকআউট হলে করণীয়.
জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ.
এই মক ড্রিলগুলি রাজ্যের বিভিন্ন প্রান্তে, যেমন হলদিয়া মতো শিল্পাঞ্চলে, অনুষ্ঠিত হবে।

A Toper News India

দুঃখজনক খবর। ইন্ডিয়ান আইডল সিজন ১২ বিজয়ী এবং উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পবনদীপ দিল্লি-লখনউ জাতীয় সড়কেদুর্ঘট...
06/05/2025

দুঃখজনক খবর। ইন্ডিয়ান আইডল সিজন ১২ বিজয়ী এবং উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পবনদীপ দিল্লি-লখনউ জাতীয় সড়কে
দুর্ঘটনার শিকার হয়েছেন।
তার দুই সঙ্গীও আহত হয়েছেন। একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তিনজনকেই নয়ডায় রেফার করা হয়েছে। পবনদীপের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তার দুই পা এবং হাতেই ফ্র্যাকচার রয়েছে।
উত্তরাখণ্ডের ছেলে পবনদীপের দ্রুত আরোগ্যের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি।।

A Toper News India

28/04/2025

পাঁচ দিন পার হয়ে গেছে এখনও বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনতে পারলো না ভারত সরকার। গভীর উদ্বেগে দিন কাটাচ্ছে তাঁর পরিবারের সঙ্গে দেশের মানুষও। ভারত সরকার যত শীঘ্র সম্ভব ফিরিয়ে আনার ব্যবস্থা করুক।

A Toper News India

26/04/2025

আলহামদুলিল্লাহ,আগামীকাল ফজরের নামাজ পড়ে পবিত্র শাওয়াল মাসের ২৮ তারিখ রোজ রবিবার 🤲বিশেষভাবে খতমে ইউনুস ,সুরা ইয়াসিন খতম করা হবে ইনশাআল্লাহ।
যাদের বিয়ে হচ্ছে না,
যাদের সন্তান হচ্ছে না,
যারা বিদেশে যেতে চান
আপনার পছন্দের মানুষ কে পেতে
যাবতীয় মসিবত থেকে হেফাজত এর জন্য গাযার মুসলমানদের জন্য 🥰এতিম নিষ্পাপ ছাত্রদের কে নিয়ে দোয়া করা হবে ইনশাআল্লাহ।
, যারা দোয়া করাতে চান সরাসরি কমেন্টে আপনার নাম ঠিকানা ও উদ্দেশ্য বলে রাখুন,

A Toper News India

04/04/2025

Address

Kolkata

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when A Toper News India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share