
26/10/2024
জয়গুরু
ওঁ নমঃ শ্রীভগবতে প্রণবায়
🙏🙏🙏 🕉️ 🙏🙏🙏
" বেদ"
🕉️
জগৎ কারণ পরব্রহ্ম বা জগদীশ্বর সম্বন্ধীয় অলৌকিক জ্ঞানরাশি চিরদিন বিদ্যমান। অতিন্দ্রিয় সূক্ষ্ম-যোগজ-শক্তিসম্পন্ন আর্য ঋষিগণ সেই শাশ্বত সনাতন জ্ঞানরাশি কঠোর তপস্যার দ্বারা অন্তরে উপলব্ধি বা দর্শন করেন এবং তাহা জগতে প্রকাশ করেন___তাহাই বেদবানী।
বৈদিক ঋষিগণ ছিলেন আধ্যত্মিক সত্যসমূহের আবিষ্কর্তা বা দ্রষ্টা___ সৃষ্টিকর্তা নহেন। তাহারা বেদ রচনা করেন নাই। তাঁহারা ছিলেন বৈদিক মন্ত্রসমূহের দ্রষ্টামাত্র___
ঋষয়ো মন্ত্রদ্রষ্টারো ন তু বেদস্য কর্তারঃ।
ন কশ্চিদ্বেদ কর্ত্তা চ বেদস্মর্তা চতুর্ভুজঃ।।
যুগান্তেহন্তর্হিতান্ বেদান্ত সেতিহাসান্মহর্ষয়ঃ।
লেভিরে তপসা পূর্বমনুজ্ঞাতাঃ স্বয়ম্ভুবা।।
____ মহাভারত,শান্তিপর্ব,২১০/১৯
অর্থাৎ ঋষিগণ মন্ত্রদ্রষ্টা মাত্র,বেদ রচনাকারী নহেন।.....
'বেদ' শব্দটি ' বিদ্' ধাতু হইতে নিষ্পন্ন। বিদ্ ধাতুর অর্থ__জানা।
' বিদ' ধাতুর চারিপ্রকার অর্থ হয়____
বৃত্তি বেদ বিদ জ্ঞানে,
বিন্তে বিদ বিচারণে।
ভিদ্যতে বিদ সত্তায়াং,
লাভে বিন্দতি বিন্দতে।।
এই চারি প্রকার অর্থ হইতেছে___জানা,বিচার করা,অবস্হান করা ও লাভ করা।
যাহা পাঠ করিলে মানুষ সত্য বিদ্যা জানিতে পারে,সত্যাসত্যের বিচার করিতে পারে,প্রকৃত বিদ্বান্ হইতে পারে এবং প্রকৃত শান্তি ও আনন্দ লাভ করিতে পারে____তাহার নাম ' বেদ'। https://youtu.be/a9gPt9vOFHI?si=O0e39QnxjzbTQm7W
Fb https://www.facebook.com/share/v/DgBMb8FJeYSbvmGf/
হিন্দু জাগরণ মঞ্চ