14/08/2025
এটি একটি সতর্কবার্তা - ঘটনা টি এক অপুর বেবির সাথে ঘঠছে ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম
আমি যখন এই পোস্টটা করতেছি তখনই আমার শরীর হাত পা কাপতেছিল। দয়া করে যাদের ছোট বাচ্চা আছে তারা এই ক্যান্ডি টা কখনোই বাচ্চাকে দিবেন না এই ক্যান্ডি টা খুবই আঠালো ।
আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমার মেয়ের সাথে এই ক্যান্ডিটা সে খেয়েছে খাওয়ার পর আমি যেটা নোটিশ করছি
সেটা হচ্ছে সে কথা বলতেছিল না চুপ করে ছিল এবং সে প্রচুর ঘামতে ছিল ,তখন আমি তাকে মানে জিজ্ঞেস করতেছিলাম ,বাবা তোমার কি হয়েছে সে কিছু বলতে ছিল না
সে হাউমাউ করে কেঁদে উঠেছে কাদার কারণ কি নিঃশ্বাস নিতে পারতেছিল না
এবং বারবার বলতেছিল তার গলায় কিছু একটা আটকে গেছে।
তখন আমার ছোট ছেলেটা আমার কোলে ছিল মানে আমি কি করবো বুঝতে পারতেছিলাম না
সে লিটারালি চোখ বড় করে ঘামতে ছিল। তারপর আমি আমার ছেলেকে খাটের উপর রেখে আমার মেয়েকে উঠিয়ে আমার সর্বশেষ শক্তি দিয়ে প্রেস করি। তারপর বলে তার টয়লেটে ধরেছে ধরেছে
টয়লেটে বসে সে ঘামতেছিল
তখন মেয়েটা আমাকে বলল , মা আমি আর ভাইকে দেখতে পারবো না ,তার এই কথা শুনে আমার হাত-পা সব কাপতেছিল বুঝতে পারতেছেন মানে তার কি পরিমাণ খারাপ লাগতেছে
আমি তাকে তাড়াতাড়ি করে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হই রাস্তায় আমার পরিচিত একজনের সাথে দেখা হয়েছে
সে আমাকে জিজ্ঞেস করল কি হয়েছে? আমি তাকে বলার পরে সে বলল যে একটু শান্ত হও। তুমি ওকে একটা কলা খাওয়াও দেখো খাওয়ার পরেও খেতে পারে কিনা।
তারপর ওকে আমি কলা দিলাম। দেওয়ার পরেও খেতে পারলো তখন জিজ্ঞেস করলাম যে বাবা এখন ভালো লাগতেছে ও বলতেছে যে হ্যাঁ মা তুমি আমাকে প্রেস করেছো তখনই আমার ভালো লাগতেছে।যাইহোক কলাটা খাওয়ার পরে
ভালো লাগতেছিল মানে তার ওইটা সম্ভবত নেমে গেছে এবং আমি তাকে প্রচুর পরিমাণে পানি খাওয়াই।
দয়া করে কেউ কারো বাচ্চাকে এই ক্যানডিডা দিবেন না যাক আল্লাহ তাকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ।
আপনারা সবাই সবাই সতর্ক থাকবেন
এক আপুর পোস্ট উনি এখানে পোস্ট করে দিতে বলল।
বর্তমান সময় দেখবেন চায়নারা এমন কিছু নাই বের করে নাই
বিভিন্ন আকারের চকলেট খেতে খুবই বাজে লাগে আর এগুলো সবই কেমিক্যালে ভরপুর দামও অনেক বেশি
বাচ্চাদেরকে খাওয়াইতে মনে চাইলে ডার্ক চকলেট খাওয়াবেন ভালো দেখে।
বাচ্চারা কান্না করবেই না দিলে কান্না করলে ম*রে যায় না এটা মনে রাখবেন. আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না একদম বাস্তবতা থেকে বলছি 😊
সংগৃহীত ,