Sima Dam Vlog

Sima Dam Vlog Keep your face towards the sunshine and shadows will fall behind you

বলেছিলে আসবে। কই এলে না তো !!কথা দিয়েছিলে ভালোবাসবে, কই বাসলে না তো !!তাহলে কি সবই ছিলো মিথ্যে !!নাকি ছিলো আমার কল্পনা ...
27/09/2025

বলেছিলে আসবে। কই এলে না তো !!
কথা দিয়েছিলে ভালোবাসবে, কই বাসলে না তো !!
তাহলে কি সবই ছিলো মিথ্যে !!
নাকি ছিলো আমার কল্পনা !!
ঘুম থেকে উঠে দেখি কই কেউ তো নেই পাশে !!
✍ Sima Dam Vlog

শুভ সকাল
27/09/2025

শুভ সকাল

।।চোখের ভাষা।।চোখের ভাষা হলো নিঃশব্দ এক অভিব্যক্তি, যেখানে শব্দের দরকার পড়ে না।একজোড়া চোখ কখনো ভালোবাসার স্রোত বইয়ে দ...
25/09/2025

।।চোখের ভাষা।।
চোখের ভাষা হলো নিঃশব্দ এক অভিব্যক্তি, যেখানে শব্দের দরকার পড়ে না।
একজোড়া চোখ কখনো ভালোবাসার স্রোত বইয়ে দেয়, আবার কখনো অভিমান জমিয়ে রাখে।
চোখে জমে ওঠা অশ্রু অনেক সময় মুখের হাসিকেও হার মানায়।
আবার কারো দিকে তাকানোর ভঙ্গিমা বলেই দেয় — কতটা টান, কতটা অনুভূতি লুকিয়ে আছে হৃদয়ের ভেতরে।
চোখের ভাষা বোঝার জন্য কানে শোনার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু হৃদয়ে অনুভব করার।
কারণ চোখের ভাষা কখনো মিথ্যে বলে না।
✍ Sima Dam Vlog

Khairiyat pucho, kabhi to kaifiyat puchoTumhare bin deewane ka kya haal hai 🌸
24/09/2025

Khairiyat pucho, kabhi to kaifiyat pucho
Tumhare bin deewane ka kya haal hai
🌸

।। একাকীত্ব ।।একা থাকা মানেই সবসময় দুঃখী হওয়া নয়।একা মানে মাঝে মাঝে নিজের সাথে একটু সময় কাটানো।ভিড়ের কোলাহল থেকে দূরে সর...
23/09/2025

।। একাকীত্ব ।।
একা থাকা মানেই সবসময় দুঃখী হওয়া নয়।
একা মানে মাঝে মাঝে নিজের সাথে একটু সময় কাটানো।
ভিড়ের কোলাহল থেকে দূরে সরে গিয়ে নিজের ভেতরের কণ্ঠস্বর শোনা।

তবে একাকীত্বেরও এক অদ্ভুত যন্ত্রণা আছে।
যেখানে পাশে কেউ নেই,
কথা বলার মতো কাউকে পাওয়া যায় না,
সেই মুহূর্তে মনে হয় পৃথিবীটা কত ফাঁকা।

কিন্তু আবার এই একাকীত্বই মানুষকে শক্ত করে তোলে।
একা থাকার সময়ই মানুষ নিজেকে নতুন করে খুঁজে পায়,
নিজের ভেতরের শক্তিকে চিনে নেয়,
এবং নিজেই নিজের ভরসা হতে শিখে যায় -

তাই, একাকীত্ব মানে কখনো কখনো সেটা শাস্তি নয়,
বরং অনেক সময় সেটাই হয়ে ওঠে নতুন পথ খোঁজার শুরু। ✍ Sima Dam Vlog

।। সুখের খোঁজে।।সুখ কোথাও লুকিয়ে নেই,সে তো আমাদের ভেতরেই ঘুমিয়ে থাকে।এক টুকরো হাসি, এক কাপ চা,বা প্রিয়জনের চোখে একটু ...
18/09/2025

।। সুখের খোঁজে।।

সুখ কোথাও লুকিয়ে নেই,
সে তো আমাদের ভেতরেই ঘুমিয়ে থাকে।
এক টুকরো হাসি, এক কাপ চা,
বা প্রিয়জনের চোখে একটু ভালোবাসা—
এসবই তো ছোট ছোট টুকরো সুখ।

কেউ চায় নিখুঁত দিন,
অপেক্ষা করে বড় আনন্দের,
আর কেউ জানে—
আনন্দ লুকিয়ে থাকে
এক সাধারণ মুহূর্তে।

একটু সময় থেমে যাও,
আকাশে ডুবে থাকা মেঘ দেখো,
হাওয়ার পরশে অনুভব করো শান্তি,
দু’মিনিট চোখ বন্ধ করে বলো—
“এই মুহূর্তটাই আমার।”

কারণ জীবন তো আসলে
মুহূর্তের জাল বোনা গল্প,
যে যত রঙিন মুহূর্ত গেঁথে নেবে,
তার জীবন ততই হবে আলোয় ভরা।
✍ Sima Dam Vlog

Ankhiyo ke jharoko se maine dekha jo sanware        Sima Dam Vlog
16/09/2025

Ankhiyo ke jharoko se maine dekha jo sanware
Sima Dam Vlog

নদী ঠিক মনের মতো— যেমন নিঃশব্দে বয়ে চলে তেমনই নিঃস্বার্থে জীবন বিলায়।এক বুক যন্ত্রণা নিয়ে। ✍ Sima Dam Vlog
15/09/2025

নদী ঠিক মনের মতো— যেমন নিঃশব্দে বয়ে চলে তেমনই নিঃস্বার্থে জীবন বিলায়।
এক বুক যন্ত্রণা নিয়ে। ✍ Sima Dam Vlog

এসেছি একা, যাবো একা।বাকি সব মায়া।।               Sima Dam Vlog
14/09/2025

এসেছি একা, যাবো একা।
বাকি সব মায়া।।

Sima Dam Vlog

Address

Calcutta Bara Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Sima Dam Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sima Dam Vlog:

Share