Sima Dam Vlog

Sima Dam Vlog Keep your face towards the sunshine and shadows will fall behind you

সব সম্পর্কের হিসেব মেলে না জীবনের খাতায় ✍ Sima Dam              #বাংলাকবিতা
28/10/2025

সব সম্পর্কের হিসেব মেলে না জীবনের খাতায়
✍ Sima Dam

#বাংলাকবিতা

এক মুঠো বকুল আজ ভোরে আবার বকুল ঝরেছে, ঠিক আগের মতোই।তোমার মনে আছে, প্রতিদিন ভোরের আলোয় আমরা কুড়াতাম মুঠোভর্তি বকুল,আর ...
27/10/2025

এক মুঠো বকুল

আজ ভোরে আবার বকুল ঝরেছে, ঠিক আগের মতোই।
তোমার মনে আছে, প্রতিদিন ভোরের আলোয় আমরা কুড়াতাম মুঠোভর্তি বকুল,
আর তুমি বলতে— “এই ফুলগুলোর মতোই থাকুক আমাদের ভালোবাসা,
নরম, গন্ধে ভরা, আর নিঃশব্দ।”

আজ আমি একাই কুড়োই সেই বকুলগুলো।
আজ আর তোমার হাতের উষ্ণতা নেই,
আছে শুধু একরাশ নীরবতা আর কিছু শুকনো স্মৃতি।
তবু জানো, প্রতিটি বকুলপাপড়ি এখনো তোমার নাম বলে—নীরবে

আমরা বড় কিছু চাইনি কখনও,
চেয়েছিলাম কেবল এক মুঠো সময়,
এক মুঠো হাসি, আর এক মুঠো নিঃস্বার্থ ভালোবাসা।

তুমি বলেছিলে, “ভালোবাসা মানে না পাশে থাকা,
ভালোবাসা মানে মনে থেকে যাওয়া।”
সেই কথাটাই আজ বুঝি,
দিনশেষে মুঠোভর্তি বকুলফুলগুলো শুকিয়ে যায়,
কিন্তু আমার আঙুলে তার গন্ধটা রয়ে যায় 🌸
✍ Sima Dam

#বাংলাকবিতা

স্টেশনে ভিড়, হঠাৎ দেখলাম তোমায়—সমস্ত পৃথিবী যেন থেমে গেল তখনই।তুমি হাসলে, আমি চুপ করে তাকিয়ে রইলাম,বলার কিছু ছিল না, তবু...
26/10/2025

স্টেশনে ভিড়, হঠাৎ দেখলাম তোমায়—
সমস্ত পৃথিবী যেন থেমে গেল তখনই।
তুমি হাসলে, আমি চুপ করে তাকিয়ে রইলাম,
বলার কিছু ছিল না, তবু সব বলা হয়ে গেল।
যতদিন দূরে ছিলে, আজ ততটাই কাছে,
এক মুহূর্তেই হারিয়ে গেল সব অপেক্ষা।
✍ Sima Dam

দীর্ঘদিনের অভিমান গলে গেল এক মুহূর্তে,তুমি শুধু বললে, “ভালো আছো তো?”সেই সরল প্রশ্নেই ভিজে গেল দু’জনার চোখ।বুকে জমে থাকা ...
23/10/2025

দীর্ঘদিনের অভিমান গলে গেল এক মুহূর্তে,
তুমি শুধু বললে, “ভালো আছো তো?”
সেই সরল প্রশ্নেই ভিজে গেল দু’জনার চোখ।
বুকে জমে থাকা নীরবতা আজ কথা বলল।
ভালোবাসা বুঝি এমনই—
চলে যায় না, কেবল অপেক্ষা করে। 🌧️💞
✍ Sima Dam

জোর করে কোনোকিছু পাওয়া যায় নাজীবনের অনেক জিনিসই কেবল ইচ্ছা করলেই পাওয়া যায় না। ভালোবাসা, সম্মান, বিশ্বাস — এসব কখনোই...
22/10/2025

জোর করে কোনোকিছু পাওয়া যায় না

জীবনের অনেক জিনিসই কেবল ইচ্ছা করলেই পাওয়া যায় না। ভালোবাসা, সম্মান, বিশ্বাস — এসব কখনোই জোর করে আদায় করা যায় না।
কারো মন টেনে নেওয়া যায় না
যদি সে নিজে থেকে তোমার দিকে না আসে।
ঠিক যেমন ফুলকে টেনে ফুটানো যায় না,
সময় হলে সে নিজেই ফুটে ওঠে।

মানুষকে বা পরিস্থিতিকে নিজের মতো গড়ে নিতে চাওয়া মানে নিজের শান্তিটাকে ধ্বংস করা।
তাই ছেড়ে দিতে শিখো — যা তোমার প্রাপ্য,
সেটা একদিন নিজের সময়ে তোমার কাছেই ফিরে আসবে।
জোর করে যা পাওয়া যায়, তা বেশিদিন টেকে না, কিন্তু যা মনের টানে আসে, সেটাই থাকে সারাজীবন।
✍ Sima Dam

Good night
18/10/2025

Good night

তুমি না বললেও বুঝে যাই সব
16/10/2025

তুমি না বললেও বুঝে যাই সব

রাতের নীরবতায় সব চিন্তা গুছিয়ে রাখো, কাল নতুন আলোয় শুরু হোক নতুন দিন। শুভ রাত্রি।
15/10/2025

রাতের নীরবতায় সব চিন্তা গুছিয়ে রাখো,
কাল নতুন আলোয় শুরু হোক নতুন দিন।
শুভ রাত্রি।

ভয় হয়…যদি কোনো এক পড়ন্ত বিকেলে হঠাৎ দেখা হয়ে যায়,ফেলে আসা সেই স্মৃতিগুলোর সাথে—ভয় হয়, যদি সেই পুরনো রাস্তা আবার ড...
14/10/2025

ভয় হয়…
যদি কোনো এক পড়ন্ত বিকেলে হঠাৎ দেখা হয়ে যায়,
ফেলে আসা সেই স্মৃতিগুলোর সাথে—

ভয় হয়, যদি সেই পুরনো রাস্তা আবার ডাকে,
যেখানে একদিন হাত ছুঁয়ে বলেছিলে, “আছি।”
আজ সেখানে শুধুই নীরবতা,
আর মুছে যাওয়া পায়ের ছাপ।

ভয় হয়, যদি সেই সুরগুলো আবার কানে বাজে,
যেগুলো একসময় খুশির কারণ ছিল,
আর এখন বুকে পাথরের মতো ভারী।

ভয় হয়, কারণ স্মৃতিগুলো মরে না—
ওরা ঘুমিয়ে থাকে,
আর একদিন হঠাৎ নিঃশব্দে ফিরে আসে,
পুরোনো হৃদয়টাকে আবার নতুন করে ভাঙতে।
✍ Sima Dam

একটা চিঠি লিখে রেখেছি মনের খাতায়—জানি তুমি আর ফিরবে না, তবু তোমায় দেব বলে গুছিয়ে রেখেছি মনের কোণে।
13/10/2025

একটা চিঠি লিখে রেখেছি মনের খাতায়—
জানি তুমি আর ফিরবে না,
তবু তোমায় দেব বলে গুছিয়ে রেখেছি মনের কোণে।

কারও জন্য মনে দুঃখ জমিয়ে রাখা মানে নিজেকেই ধীরে ধীরে শেষ করে ফেলা।যার অভাবে তুমি প্রতিদিন ভেঙে পড়ো, কেঁদে ফেলো, রাত জেগে...
12/10/2025

কারও জন্য মনে দুঃখ জমিয়ে রাখা মানে নিজেকেই ধীরে ধীরে শেষ করে ফেলা।
যার অভাবে তুমি প্রতিদিন ভেঙে পড়ো,
কেঁদে ফেলো, রাত জেগে ভাবো—
সে হয়তো এক মুহূর্তও তোমার কথা ভাবে না।
তুমি যে ভালোবাসা আঁকড়ে ধরে বেঁচে আছো,
সেটি হয়তো তার কাছে অনেক আগেই পুরোনো হয়ে গেছে।
তাই ছাড়ো… মনে জমে থাকা সেই কষ্টটা মুক্ত করো।
সব সম্পর্ক টিকে থাকার জন্যই হয় না, কিছু সম্পর্ক কেবল শেখানোর জন্য আসে—
কে থাকা উচিত আর কাকে ছেড়ে দিতে হয়, সেটাই বোঝাতে। ✍ Sima Dam Vlog

Address

Calcutta Bara Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Sima Dam Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sima Dam Vlog:

Share