26/06/2025
🟥 চাঞ্চল্য ছড়িয়েছে বারাসাতে! হঠাৎ করেই একের পর এক গৃহবধূ নিখোঁজ হয়ে যাচ্ছেন...
🚫উত্তর ২৪ পরগনার বারাসতে এমন ঘটনা দেখে চোখ কপালে উঠছে সকলের। এমনটা কীভাবে সম্ভব? কারণ গত ৫ মাসে নিখোঁজ হয়েছেন প্রায় ৫০০ জন গৃহবধূ। এতদিন কিশোরী কিংবা অবিবাহিতদের পালিয়ে যাওয়া স্বাভাবিক ছিল, কিন্তু স্বামী-সন্তান-সংসারের দায়দায়িত্ব ছেড়ে বিবাহিত মহিলারাই নাকি চলে যাচ্ছেন৷
🚫ঘটনা প্রকাশ্যে আসার পর বারাসত পুলিশ জেলার প্রতিটি থানার অফিসাররা নিখোঁজদের উদ্ধার করতে মরিয়া। বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল ফোন নির্ভরতা, একদিকে যেমন সাইবার অপরাধের ফাঁদে ফেলছে মানুষকে, তেমনই বাড়াচ্ছে পরকীয়া সম্পর্ক। মোবাইলে সোশ্যাল মিডিয়ায় আলাপ করেই, সুযোগ বুঝে পালাচ্ছেন গৃহবধূরা৷
🚫পুলিশ সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত গত পাঁচমাসে মোট ৫৩৬ জন যুবতী নিখোঁজ হয়েছেন, যার মধ্যে প্রায় ৫০০ জনই গৃহবধূ। গৃহবধূদের কেউ পালিয়েছেন স্বামীর পরিচিত কোনও পয়সাওয়ালা ব্যবসায়ীর সঙ্গে, কেউ প্রভাবশালী ঠিকাদার, আবার কেউ দামি বাইক থাকা যুবকের হাত ধরে। কেউ কেউ রাজমিস্ত্রী কিংবা বাড়িতে কাজ করতে আসা যুবকের ফাঁদে পড়েছেন৷
🚫অনেক ক্ষেত্রে গৃহবধূদের হদিশ পাওয়ার গেলেও উদ্ধার করতে গেলে, তাঁরা ফিরতে চাইছেন না। ওই মহিলারা পুলিশকে স্পষ্ট জানাচ্ছেন, "আমরা প্রাপ্তবয়স্ক। জীবনের ভালোমন্দ আমরা নিজেরাই বুঝে নেব। যার সঙ্গে ভালোলাগবে থাকবো৷” তদন্তে দেখা যাচ্ছে যথেষ্ট প্রতিষ্ঠিত এবং নামজাদা বাড়ির মহিলারাই এতে জড়িয়ে পড়ছেন। তাই স্বামীরা লোকলজ্জার ভয়ে নিজেদের পরিচয় গোপন রাখতে অফিসারদের কাছে কাতর আর্জিও জানাচ্ছেন। কিন্তু ‘ঘরের লক্ষ্মী’রা আর ঘরে ফিরতে নারাজ। তাঁদের মন মজে গেছে অন্য পুরুষে৷ আর কোনও টান নেই স্বামীর প্রতি৷
এখানেই প্রশ্ন উঠছে, টাকার মোহ নাকি অন্য কোন সুখ? ঠিক কী কারণে পরপুরুষের সঙ্গে চলে যাচ্ছেন বিবাহিত মহিলারা?
゚ Khobor Kolkata