01/08/2025
উন্মোচন করুন রহস্য, মিথ্যা আর হত্যার জটিল কাহিনি—‘দ্য মিস্ট্রি অব দ্য ব্লু ট্রেন’-এর প্রেক্ষাপটে!
অ্যাগাথা ক্রিস্টির রহস্যময় জগতে পা রাখুন, যেখানে আছে রাজকীয় বিলাস আর বিপদের মুখোমুখি সংঘর্ষ।
ধনকুবেরের উত্তরাধিকারিণী রুথ কেটারিং যখন অমূল্য রত্ন "হার্ট অব ফায়ার" সঙ্গে নিয়ে বিলাসবহুল ব্লু ট্রেনে চেপে বসেন, তখন তিনি কল্পনাও করতে পারেননি—এটাই হতে চলেছে তাঁর জীবনের শেষ যাত্রা।
নিসে পৌঁছনোর পর ট্রেনের কামরায় তাঁর মৃতদেহ পাওয়া যায়—গলায় ছিল শ্বাসরোধের চিহ্ন। রত্নটিও উধাও।
মঞ্চে অবতীর্ণ হন ক্ষুরধার মস্তিষ্কের অধিকারী এরকুল পোয়ারো, যিনি এক ঘন জালের মতো জড়িয়ে থাকা প্রতারণা, বিশ্বাসঘাতকতা আর মরণস্পর্শী লোভের রহস্য উন্মোচনে নামেন। ঝকঝকে ফ্রেঞ্চ রিভিয়েরা থেকে শুরু করে সমাজের উঁচু তলার অন্ধকার গোপন রাত্রিতে, পোয়ারোকে ভরসা রাখতে হয় তাঁর মগজাস্ত্রের ওপর, যাতে সমাধান করা যায় এক সাংঘাতিক ও বিভ্রান্তিকর অপরাধ।
রহস্য, মোহময়তা আর বিস্ময়কর টুইস্টে ভরা এই ক্রিস্টি-ক্লাসিক উপন্যাস যেন রহস্যপ্রেমীদের জন্য এক পরিপূর্ণ উপহার। আপনি রহস্যসম্রাজ্ঞীর গুণমুগ্ধ পাঠক হন, অথবা প্রথমবার তাঁর রহস্য সাম্রাজ্যে প্রবেশ করতে চান—এই কাহিনি আপনাকে নিয়ে যাবে অপরাধজগতের এক প্রথম-শ্রেণির যাত্রায়।
তাই প্রস্তুত হোন—এই ট্রেনে চড়লে শেষ পাতা পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত আপনি আন্দাজও করতে পারবেন না, সত্যিই আসলে কে লুকিয়ে আছে ছায়ার আড়ালে।
পূর্ণাঙ্গ ঝরঝরে বাংলা অনুবাদ প্রথমবার আসছে।