
03/09/2025
#বইবন্ধু
#ডাইনি
#প্রকাশক_বইবন্ধু_পাবলিকেশন
রাতের অন্তে পুব আকাশে রক্তরাগের ছোঁয়া লাগে। সূর্যালোকের সাতটা বর্ণের অধিকাংশ শোষণ করে জগত যে সব বর্ণ ফিরিয়ে দেয় তা আমাদের দুই চোখে ঝলমল করে ওঠে। আমাদের ইন্দ্রিয়ের গ্রহণক্ষমতা অনুসারে বিপুলা ধরণীর কিছুটা ধরা দেয়। শ্রবণ ক্ষমতা অনুযায়ী কিছু শব্দ শুনি, দুই চোখ যেটুকু তরঙ্গ গ্রহণ করে তা দেখি। এক কথায় পঞ্চেন্দ্রিয় যা গ্রহণ করে মন ও বুদ্ধির পথে তা আমাদের অভ্যন্তরে অবস্থিত অনন্ত সত্তার একাংশের কাছে পরিবাহিত হয়। হয়তো আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য জগতের ক্ষুদ্র পরিধির বাইরে, আমাদের চেতনার সীমা ছাড়িয়ে এমনই কোন একটা প্রজাতি বাস করে। হয়তো তারাই—ডাইনি!