Boibondhu Publications Private Limited

Boibondhu Publications Private Limited Boibondhu Publishers is a new publication house of bengali books.

 #ব‌ইবন্ধু  #ডাইনি #প্রকাশক_ব‌ইবন্ধু_পাবলিকেশন  রাতের অন্তে পুব আকাশে রক্তরাগের ছোঁয়া লাগে। সূর্যালোকের সাতটা বর্ণের অধি...
03/09/2025

#ব‌ইবন্ধু
#ডাইনি
#প্রকাশক_ব‌ইবন্ধু_পাবলিকেশন


রাতের অন্তে পুব আকাশে রক্তরাগের ছোঁয়া লাগে। সূর্যালোকের সাতটা বর্ণের অধিকাংশ শোষণ করে জগত যে সব বর্ণ ফিরিয়ে দেয় তা আমাদের দুই চোখে ঝলমল করে ওঠে। আমাদের ইন্দ্রিয়ের গ্রহণক্ষমতা অনুসারে বিপুলা ধরণীর কিছুটা ধরা দেয়। শ্রবণ ক্ষমতা অনুযায়ী কিছু শব্দ শুনি, দুই চোখ যেটুকু তরঙ্গ গ্রহণ করে তা দেখি। এক কথায় পঞ্চেন্দ্রিয় যা গ্রহণ করে মন ও বুদ্ধির পথে তা আমাদের অভ্যন্তরে অবস্থিত অনন্ত সত্তার একাংশের কাছে পরিবাহিত হয়। হয়তো আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য জগতের ক্ষুদ্র পরিধির বাইরে, আমাদের চেতনার সীমা ছাড়িয়ে এমনই কোন একটা প্রজাতি বাস করে। হয়তো তারাই—ডাইনি!

 #প্রসবকাল ‘প্রসবকাল’ প্রাক্‌-দেশভাগের প্রেক্ষাপটে লেখা একটি সামাজিক উপন্যাস। মেঘনার তীরে গড়ে-ওঠা একটি ছোট্ট গ্রাম শ্রীপ...
01/09/2025

#প্রসবকাল

‘প্রসবকাল’ প্রাক্‌-দেশভাগের প্রেক্ষাপটে লেখা একটি সামাজিক উপন্যাস। মেঘনার তীরে গড়ে-ওঠা একটি ছোট্ট গ্রাম শ্রীপুর-নন্দিগ্রাম। নোয়াখালি জেলার, রামগঞ্জ থানার এই ছোট্ট গ্রামটিই এই উপন্যাসের প্রধান চরিত্র। অসংখ্য ডোবা-হাওড়-বাঁওড়- হোগলার ঝোপ আর মেঘনার বুকে হঠাৎ হঠাৎ গজিয়ে-ওঠা চর নিয়ে ভালোই ছিল গ্রামটা। হিন্দুপ্রধান এই গ্রামে আছে বরাহি মায়ের শতাব্দীপ্রাচীন মন্দির। গ্রামের হিন্দু-মুসলমান সকলেই মায়ের পূজায় অংশগ্রহণ করত। মায়ের মন্দিরের পুরোহিত রামগোপালবাবু গ্রামের একমাত্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। গ্রামের সবাই ওঁকে শ্রদ্ধা করেন। গ্রামের জমিদার শশীভূষণবাবুর আত্মীয় উনি। শশীভূষণের মেয়ে হেমপ্রভা রামগোপালবাবুর পুত্রবধূ। হেম, প্রফুল্ল, ননি, যদু, সাব্বির, পা-বাঁকা হাবিব, বংশী, জাফররা সকলে মিলে গ্রামে তৈরি করেছে একটি আদর্শ বাস্তুতন্ত্র। যেখানে পারস্পরিক সহযোগিতা, মিথযোগিতা যেমন আছে; লিগ-কংগ্রেস-কৃষক সমিতি, বংশী-জাফর প্রতিযোগিতাও আছে।
হঠাৎ গ্রামের পরিবেশে ছড়াতে আরম্ভ করে সাম্প্রদায়িকতার বিষ। সামাজিক সমীকরণ দ্রুত বদলাতে থাকে। হতদরিদ্র মানুষগুলোর কাছে স্বপ্ন বিক্রি হতে থাকে; মুসলমানদের আলাদা দেশ ‘পাকিস্তান’ চাই। ‘পাকিস্তান’ হলে তাদের সব সমস্যা দূর হয়ে যাবে। এর মধ্যে, কলকাতা দাঙ্গার একপেশে খবর পৌঁছোয়। তার উপর ভিত্তি করে সাম্প্রদায়িক উসকানি বাড়তে থাকে। তৈরি হয় ঐতিহাসিক নোয়াখালি গণহত্যার প্রেক্ষাপট।
এই বই নোয়াখালি গণহত্যায় রামগঞ্জের একটি গ্রামের ধ্বংস হওয়ার কাহিনিমাত্র।"""

 #বরাভয়বেদে ও পুরাণে যে-সকল দেবতার কথা বলা হয়নি, কিন্তু ভক্তগণ তাঁদের পূজা করেন, তাঁদের বলা হয় লৌকিক দেবতা। যেমন— মনস...
30/08/2025

#বরাভয়

বেদে ও পুরাণে যে-সকল দেবতার কথা বলা হয়নি, কিন্তু ভক্তগণ তাঁদের পূজা করেন, তাঁদের বলা হয় লৌকিক দেবতা। যেমন— মনসা, শীতলা, ষষ্ঠী, দক্ষিণ রায় প্রভৃতি।
লৌকিক দেবদেবীদের মাহাত্ম্য, তাদের আখ্যান এবং পাশাপাশি বিভিন্ন অপদেবতার পূজাঅর্চনাকে ঘিরে তৈরি হওয়া কিছু বাস্তব ও কাল্পনিক পটভূমিকাকে কেন্দ্র করে ষোলটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে তৈরি হয়েছে আমাদের এবারের সংকলন। অলৌকিকতার বিভিন্ন ডাইমেনশনকে ছুঁয়ে দেখার এই প্রয়াস পাঠকদের মন জয় করবে এই আশা রাখি।

29/08/2025
   #ব‌উডুবির_কথাগোধূলির শেষে সন্ধ্যার আগমনের ঠিক আগে পথ চলতে গিয়ে কখনও কি কোনো আধবোজা মরা ডোবা চোখে পড়েছে? চোখের কোণ দিয়...
28/08/2025


#ব‌উডুবির_কথা

গোধূলির শেষে সন্ধ্যার আগমনের ঠিক আগে পথ চলতে গিয়ে কখনও কি কোনো আধবোজা মরা ডোবা চোখে পড়েছে? চোখের কোণ দিয়ে একপলক দেখে অবহেলায় এড়িয়ে গিয়েছেন? আর কখনও এমন করবেন না, একটু দাঁড়াবেন। এরপর হয়তো আপনার চোখে পড়বে শ্বেতপাথরের ভাঙা ঘাট, তারপর ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসবে। না না, এখনই চলে যাবেন না। একটু অপেক্ষা করুন, আধো আঁধার আরো একটু ঘন হয়ে আসুক। দেখবেন কেমন করে ধীরে ধীরে জেগে ওঠে এই মরা ডোবা। প্রসারিত হয় তার সীমা। এ পার থেকে অন্য পারে দৃষ্টি যাবে না। টলটল করবে ঘন কালো জল। তার পাড়ে এক এক করে নিজের থেকেই জ্বলে উঠবে কয়েকটা চিতা। সোনার জরির কাজ করা ঘন নীল শাড়ি পরে এক বালিকা বধূ এসে দাঁড়াবে আপনার সামনে, শোনাবে তার জীবনের কথা, যন্ত্রণার কথা, সব পেয়েও সব হারানোর কাহিনি— বউডুবির কথা।

Address

26, 2, Surya Sen St, Newland, College Square
Kolkata
700009

Alerts

Be the first to know and let us send you an email when Boibondhu Publications Private Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boibondhu Publications Private Limited:

Share

Category