
11/07/2025
মণ্ডা-মিঠাই বুঝতে পারছে গুপ্তধনের খোঁজে আর গুপ্তধনের চিন্তায় সবাই বেশ গম্ভীর হয়ে ঘোরাফেরা করছেন। নিবারণ মামা এইমাত্র থানা থেকেও ঘুরে এলেন। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে থানায় গিয়ে খুব একটা সুবিধে করতে পারেননি। উলটে একটা গোরু চুরির ব্যাপারে দারোগাবাবুই নাকি বেশ শশব্যস্ত হয়ে উঠেছেন। বাজার থেকে ফিরে এসে কানাইদা বলল দারোগাবাবুর বাড়ির সামনে নাকি বিশাল হট্টমেলা বসেছে। জিলিপি, তেলেভাজা, বেলুন, বুলবুল ভাজা এমনকি ছোটোখাটো একটা নাগরদোলাও নাকি এসে গেছে। বাচ্চারা খুব আমোদ করে চড়ছে। আসলে হারিয়ে যাওয়া গোরুটি নাকি দারোগাবাবুরই এক ফ্যামিলি মেম্বার ভজা। ওই দারোগাবাবুর পিসিই তাকে খুব সন্তান স্নেহে বাছুর থেকে গোরু করে তুলেছেন। পিসি এখন মেলার মাঝে সাইকেলভ্যানের ওপর উঠে দাঁড়িয়ে দারোগার নিষ্ক্রিয়তা আর পুলিশের ফাঁকিবাজির ওপর লোক খ্যাপানো গরম বক্তৃতা দিয়ে যাচ্ছেন।
নিবারণমামা এইমাত্র একটা ফোন পেয়ে গম্ভীর হয়ে গজপতি উকিলের বাড়িতে চলে গেলেন। ওদিকে মামী আজ বাদশাহি পোলাও বানাতে খুব ব্যস্ত। আরও কী যেন একটা আনতে কানাইদাকে এইমাত্র আবার বাজারে পাঠিয়েছেন। সবাই নিজের কাজ আর দায়িত্বে ব্যস্ত। তা ভালোই হল। এদিকে রান্না-বান্না, সেদিকে গুপ্তধন আর ওদিকে সবাই ভজাকে নিয়েই ব্যতিব্যস্ত থাক। এই ফাঁকে একবার সেই ঋষি ছেলেটার খোঁজ করলে মন্দ হয় না।
#মাথামোটার_দপ্তর
ঘটকপুরের বিদঘুটে ঘটনা
সতীর্থ দে
৩০০-/
লিংক-https://www.boithek.in/product/-55967