বঙ্গোস্টিকা - Bongostica

বঙ্গোস্টিকা - Bongostica শুধু প্রতিভা বিকাশের ক্ষেত্র নয় সাহিত্য ছড়িয়ে পড়ুক,শিল্প ছড়িয়ে পড়ুক,সব শিল্পই পৃথিবীর,নিজের না

শিরোনাম - অঝোর ধারায় বৃষ্টি কলমে - প্রতিমা পাল১১.৭.২৫খুশির সময় দিন গুলোতেছিলাম সবাই বসে,মন খারাপের দোলা দিলোঅঝোর বৃষ্টি ...
17/07/2025

শিরোনাম - অঝোর ধারায় বৃষ্টি
কলমে - প্রতিমা পাল
১১.৭.২৫

খুশির সময় দিন গুলোতে
ছিলাম সবাই বসে,
মন খারাপের দোলা দিলো
অঝোর বৃষ্টি এসে।
খুশি জোয়ারের মনটা কেমন
লাগলো না বেশ মিষ্টি,
অঝোর ধারায় বয়েই চলে
একমাস ধরে বৃষ্টি।

বৃষ্টি তো নয় শুলের কণা
ঝরছে আকাশ থেকে,
দলবল বেঁধে মানিক যত
ঝরছে একে একে।
সারাটা দিন কাটছে আমার
বৃষ্টির পানে চেয়ে,
শান্ত সকাল খ্যান্ত বিকেল
কখনো আবার ধেয়ে।

গ্রাম শহর লুকিয়ে আছে
একলা ঘরের কোণে,
বৃষ্টির ফোঁটা ছাতার উপর
বর্ষা মুখর দিনে।
শ্যাওলা জমে উঠোন জুড়ে
নালার পাশে কাদা,
চাষীর কেবল আনন্দ মনে
আর সবার মন সাদা।

থাকতে বেলা মনে তো হয়
আসছে সন্ধ্যা নেমে,
অঝোর ধারায় বৃষ্টি এমন
কখন যাবে থেমে।
এমন বর্ষা দেখিনি আগে
ভীষণ ধরছে জ্বালা,
সবার মুখে রব উঠেছে
যা-রে বৃষ্টি পালা।

The painting was painted by Sudipto Mukherjee
13/07/2025

The painting was painted by Sudipto Mukherjee

 #আজ আমাদের পরম শ্রদ্ধেয়, মহান সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ-এর প্রয়াণ দিবসে আমার শ্রদ্ধাঞ্জলি শিরোনাম--জাগ্ৰত বিবেক যাঁ...
04/07/2025

#আজ আমাদের পরম শ্রদ্ধেয়, মহান সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ-এর প্রয়াণ দিবসে আমার শ্রদ্ধাঞ্জলি

শিরোনাম--জাগ্ৰত বিবেক যাঁর---বিবেকানন্দ
কলমে--নীতা কবি মুখার্জী
4/7/2025

বিবেক জাগ্ৰত হোক --এই মূলমন্ত্র দিয়েছিলেন যিনি,
তিনি আমাদের বিলে, নরেন, ভারতের মহামুনি তিনি।
আমার দেশের নমস্য মনীষী বিবেকানন্দকে প্রণাম!
দিকে দিকে আজ ধ্বনিত হচ্ছে তাঁরই শুভ নাম।

রামকৃষ্ণের মানস-পুত্র, মহান মনীষী নরেন!
মহান হিন্দু ধর্মকে সর্ব সমক্ষে তুলে ধরেন।
অমর তোমার বানী! প্রভু! আমরা যে তা মানি,
তোমার দীক্ষায় দীক্ষিত হই,তোমায় ঈশ্বর জানি।

ধর্ম-বিজয়ে যাত্রা করলেন দেশ থেকে দেশান্তরে,
ভারত-মায়ের সনাতন ধর্ম রইলো সবার উপরে।
দামাল, চঞ্চল, দস্যি ছেলে, নাই তুলনা তাঁর,
ভয় কাকে বলে জানতেন না, দুঃসাহস যে অপার।

ধন্য মাতা-ভুবনেশ্বরী দেবী!, রত্ন তোমার ছেলে!
সহস্র-কোটি সন্তান মাঝে হয়তো একটা মেলে।
ধর্মের নামে দিকে দিকে আজ, লড়াই-লুটত-রাজ,
অমানুষ, পিশাচ, ধর্মান্ধরা শোষন করছে সমাজ।

একবার ফিরে এসো বাংলায়, বীর-সন্ন্যাসী তুমি!
আরো একবার ধন্য হোক তোমারই তপস্যাভূমি।
ধর্মকে নিয়ে কাটাছেঁড়া আর শুধু হানাহানি চলে,
দেখ রে, মানুষ ! ধর্মান্ধরা! ধার্মিক কাকে বলে!

রামকৃষ্ণ গুরু যে তাঁর, সারদামনি মাতা,
নিবেদিতা হন মন্ত্র-শিষ্যা,অতি সৌভাগ্যের কথা।
জীবে প্রেম আর আর্ত-দুখীর সেবায় করলে জয়!
মানুষেরই মাঝে দেবতা বিরাজে, কিসের রক্তক্ষয়?

ইয়াস ঘোষের সুন্দর একটি লেখা।
03/07/2025

ইয়াস ঘোষের সুন্দর একটি লেখা।

শুভ চিকিৎসক দিবসের শুভেচ্ছা শিরোনাম--মানুষরূপী ভগবান (ডঃ বিধানচন্দ্র রায় স্মরণে)কলমে--নীতা কবি মুখার্জী1/7/2025মান, হুঁ...
01/07/2025

শুভ চিকিৎসক দিবসের শুভেচ্ছা

শিরোনাম--মানুষরূপী ভগবান (ডঃ বিধানচন্দ্র রায় স্মরণে)
কলমে--নীতা কবি মুখার্জী
1/7/2025

মান, হুঁশ নিয়ে এসেছি দুনিয়ায়, সবাই সবার জন‍্য
মানব-সেবাই শ্রেষ্ঠ ধর্ম, জীবনটা হয় ধন‍্য।

চাষীভাই আর কামার-কুমোর, ধোপা-নাপিত সব ভাই,
সমাজের কাজে লাগেন তাঁরা সমাজের বন্ধু তাই।

ডাক্তারের বৃত্তি মহান বৃত্তি ঈশ্বরের কাজ করেন,
মুমূর্ষু- রোগীকে সেবা-চিকিৎসায় পুণর্জন্ম দেন।

মহামারী হোক,অতিমারী হোক, সেবাই তো দিয়ে যান,
আমরা যেন কৃতজ্ঞ হয়ে তাঁদের করি সম্মান।

আমার গ্ৰামের ডাক্তার ছিলেন স্বর্ণরেণু রায়!
গরীবের তিনি ভগবান ছিলেন, ভুলতে পারিনি তায়।

পাঁচখানা গ্ৰামের গরীব দুঃখী পূজা করতো তাঁকে,
তাঁর নামে আছে চিকিৎসালয়, দাতব্য ওষুধ থাকে।

আর এক ছিলেন মহান-মনীষী বিধানচন্দ্র রায়,
যতই করি গুনগান তাঁর, তবু কম বলা যায়।

দুঃখীদরদী ভগবান তিনি, তাঁর চরণে প্রণাম,
যতদিন থাকবে বাংলা, বাঙালি,থাকবে তাঁরই নাম।

নতুন বাংলা গড়ে দিয়ে গেছেন বিধানচন্দ্র রায়,
তাঁর নামটি সদা-সর্বদা স্মরণ করি তায়।

বাংলা মায়ের আরেক রত্ন বিধান চন্দ্র তুমি!
তোমার জন্য গর্বিত আমরা, গর্বিত বঙ্গভূমি!

বাঙালির মেধা , বাঙালির জেদ মানে না কখনো হার,
তাই তো তোমার মুখে সদা হাসি, গলায় বিজয়ীহার।

তোমার মতন ডাক্তার যেন জন্মায় ঘরে ঘরে,
আজ শুভদিনে স্মরণ করি, বরণ করি সাদরে।

পৃথিবীর যত ডাক্তারবাবুরা অনুসরণ করুন তোমায়,
সবার উপরে মানুষ সত‍্য, পথ দেখিয়েছো তায়।

Copyright@nitakabi
29/6/2025

আমার দরিয়া অয়ন ঘোষদেখেছো কি আমাকে বৃষ্টি ভেজা সকালেচেয়ে দেখি তোমাকে রাতের ঝুল বারান্দায় ধুলো মাখা স্মৃতিরা জেগে ওঠে ...
01/07/2025

আমার দরিয়া
অয়ন ঘোষ

দেখেছো কি আমাকে
বৃষ্টি ভেজা সকালে
চেয়ে দেখি তোমাকে
রাতের ঝুল বারান্দায়
ধুলো মাখা স্মৃতিরা
জেগে ওঠে স্বপ্নেরা
মন মাঝি র কাছে
আমি যাই যে হারিয়ে
ভেজা রাস্তার মোড়ে
চেনা জলছবি যত
জমেছে অন্তরে
এই মাতাল বাতাসে
ভালোবাসার কাছে
পেতে চায় মন
আমার দরিয়া কিনারে
তুমি আছো সারাক্ষণ
ধুলো মাখা স্মৃতিরা
জেগে ওঠে স্বপ্নেরা
মন মাঝি র কাছে
আমি যাই যে হারিয়ে ।

জয় মা বিপত্তারিণীপ্রতিমা পাল২৭.৬.২৫জানিনা কতটা ঈশ্বরকে ভালোবাসলে তার দেখা মিলে কতটা বিশ্বাস করলে দেখা মিলে, তবুও কিন্তু ...
01/07/2025

জয় মা বিপত্তারিণী
প্রতিমা পাল
২৭.৬.২৫

জানিনা কতটা ঈশ্বরকে ভালোবাসলে তার দেখা মিলে কতটা বিশ্বাস করলে দেখা মিলে, তবুও কিন্তু আমরা ঈশ্বর বিশ্বাসী, কজন আছে যে ঈশ্বর বিশ্বাস করিনা?
সংসার ধর্ম এমনই ধর্ম যে ঈশ্বর বিশ্বাস না করলে পারাই যায়না। হয়তো কেউ একটু বেশি কেউ একটু কম।
কিন্তু আমি মনে প্রাণে ঈশ্বর বিশ্বাসী। তাই বলে এই নয় যে আমি আমি কর্ম না করলে ঈশ্বর আমাকে হাতে ধরে খাইয়ে দেবেন।
তবুও আমরা চলি ঈশ্বর বিশ্বাস করে। মা বিপত্তারিণীর আজ পুজো কোনো একজন কে শুধুয়ে ফেলেছি তুমি বিপত্তারণ করো সে উত্তরে বলল কেনো কার জন্য করব আমি থতমত খেয়ে বললাম কেনো সংসারে বাস করি ছেলে মেয়ে স্বামী এদের নিয়ে ধরো সংসারের মঙ্গলের জন্য, সত্যি বলতে আমার সাদা মনে কাদা না মেখেই বলেছিলাম। আরে বাবা নিজের জন্যেও তো মানুষ ঈশ্বর ডাকে তাই না হয় নিজের জন্য। বলল মনে ভক্তি থাকলেই হচ্ছে। অবশ্য এটা ঠিক মনে ভক্তি থাকলেই হচ্ছে, কিন্তু তবুও আমরা ঈশ্বর সাধনায় মত্ত হই তাঁর সরণাপন্ন হই তাহলে তো ঈশ্বরের দরজাগুলো বন্ধ থাকতো কেউ পুজো করতে বা করাতে যেতনা।।
অহংকার ভালো কিন্তু ঈশ্বর কে দেখিয়ে নয়। তাও বলছি হে ঈশ্বর ওকে ক্ষমা করে দাও সব বিপদ থেকে ওকে আমাকে সবাই কে রক্ষা করো। ভুল হলে ক্ষমা প্রার্থী। জয় মা বিপত্তারিণী সব বিপদ থেকে রক্ষা করিস সবাইকে আমার কাছের আপনজনদের।

আজ 30 জুন ঐতিহাসিক "হুল দিবস" উপলক্ষ্যে আমার শ্রদ্ধা নিবেদন -- " প্রথম স্বাধীনতা আন্দোলন "✍️ কুহেলী বিশ্বাসমহাভারতের অর্...
30/06/2025

আজ 30 জুন ঐতিহাসিক "হুল দিবস" উপলক্ষ্যে আমার শ্রদ্ধা নিবেদন --

" প্রথম স্বাধীনতা আন্দোলন "

✍️ কুহেলী বিশ্বাস

মহাভারতের অর্জুন শ্রেষ্ঠ ধনুর্বান
রামায়ণে লক্ষ্মণ ও শ্রীরাম।
সাঁওতাল বিদ্রোহে তীর ধনুক নিয়ে
হয়েছিল স্বাধীনতা সংগ্রাম।
১৮৫৫ তে অত্যাচারী ইংরেজ,জমিদার
নিচু শ্রেণীর উপর করে নির্যাতন।
সাঁওতাল নারীদের সাথে চরম অন্যায়
দিনে রাতে চলেছিল গণধর্ষণ।
সিধু- কানু নেতা হয়ে অন্যায়ের বিরুদ্ধে
তুলে নেয় হাতে তীর-ধনুক।
সমস্ত সাঁওতাল নর-নারী একে একে
যুদ্ধে পেতে দিল নিজ বুক।
সেদিন জঙ্গল মহলে সমবেত হয়েছিল
লড়াকু মনে সহস্র সাঁওতাল।
সিধু,কানুর সহদরা ফুলমণি নারীনেত্রী,
জঙ্গলকে করেছিল উত্তাল।
সাঁওতাল বিদ্রোহ ইতিহাসের পাতায়
পড়বে সবাই হয়ে উৎসুক।
মনোবল সম্বল করে কামানের বিরুদ্ধে
ছুঁড়েছে ওরা তীর ধনুক।
তেত্রিশ হাজার সাঁওতালকে নির্মমভাবে
হত্যা করেছিল অবলীলায়।
ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলনে
সেদিন রক্তগঙ্গা বয়ে যায়।

29 শে জুন--মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ-দিবসের শ্রদ্ধাঞ্জলিশিরোনাম--মধুকবি (মাইকেল মধুসূদন  স্মরণে)নীতা কবি মুখার্জী29/...
30/06/2025

29 শে জুন--মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ-দিবসের শ্রদ্ধাঞ্জলি

শিরোনাম--মধুকবি (মাইকেল মধুসূদন স্মরণে)
নীতা কবি মুখার্জী
29/6/2025

আমাদের অতি প্রিয় কবি-- মাইকেল মধুসূদন,
তোমার তুলনা তুমিই, বাংলা-মায়ের অমূল্য-রতন।

জন্ম নিলে যশোর জেলার কপোতাক্ষ-তীরে,
পথিক-প্রবর আজো চেয়ে থাকে জন্মস্থানটি ঘিরে।

রাজনারায়ণ পিতা তোমার,জাহ্নবী-দেবী মাতা,
তোমার সৃষ্টি লিখে দিয়ে গেছে তাঁদেরও গৌরবগাথা।

মেঘনাদ বধ অমর সৃষ্টি, অমিত্রাক্ষরের জন্ম,
বাংলা ভাঁড়ার সমৃদ্ধ করেছো, সার্থক তোমার কর্ম।

বাংলা সাহিত্যে অমূল্য ধন দেখেছিলে তুমিই কবি,
তাই তো আজকে বাংলা সাহিত্যে উঠেছে সোনার রবি।

দুঃখ, দারিদ্র্য পারেনি হারাতে, তুমি চির-কালজয়ী,
কাল-চক্রের অমোঘ নিয়মে তুমিই হয়েছো বিজয়ী।

আমরা হয়েছি মন্ত্রমুগ্ধ তোমার সৃষ্টির মন্তরে,
তোমার মৃত্যু হয়নি কবি, আছো বাঙালির অন্তরে।

বাঙলা-বাঙালি ভুলবে না তোমায়,
আছো যে জীবনে, মরণে,
সরস্বতীর বরপূত্র তুমি, রেখেছি তোমায়-স্মরণে।

Copyright@nitakabi
12/6/2025

শিরোনাম - রথের মেলা কলমে - প্রতিমা পাল২৭.৬.২৫রথের মেলা লোকের ঠেলা গরমে করে হাঁসফাস,ধুলো উড়ে একাকার ময়হাঁপানি রোগের সর্বন...
28/06/2025

শিরোনাম - রথের মেলা
কলমে - প্রতিমা পাল
২৭.৬.২৫

রথের মেলা লোকের ঠেলা
গরমে করে হাঁসফাস,
ধুলো উড়ে একাকার ময়
হাঁপানি রোগের সর্বনাশ।

একপাশে চা চপ তেলেভাজা
জিলাপি বাদাম পাপড়,
অন্য পাশে দরকষাকষি চলে
হরেক দামের কাপড়।

হিতে ফিতে নাকের নোলক
ষ্টেশনারী দোকান জুড়ে,
ভীড়ের মাঝে দোকানী ভাই
জিনিস দিচ্ছে ছুড়ে।

রথের দড়ি টানছে কোথায়
জগন্নাথের কই দর্শন,
সন্ধ্যা হতেই নামিয়ে দিলো
আষাঢ়ের ধারা বর্ষণ।

জগন্নাথ দেবের রথের দড়ি
ভক্তিভরে যেজন টানে,
রোগ ব্যাধি দূর করবে
গুণীজন সবাই মানে।

Address

Calcutta Bara Bazar

Telephone

+919874883210

Website

Alerts

Be the first to know and let us send you an email when বঙ্গোস্টিকা - Bongostica posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category