
17/07/2025
শিরোনাম - অঝোর ধারায় বৃষ্টি
কলমে - প্রতিমা পাল
১১.৭.২৫
খুশির সময় দিন গুলোতে
ছিলাম সবাই বসে,
মন খারাপের দোলা দিলো
অঝোর বৃষ্টি এসে।
খুশি জোয়ারের মনটা কেমন
লাগলো না বেশ মিষ্টি,
অঝোর ধারায় বয়েই চলে
একমাস ধরে বৃষ্টি।
বৃষ্টি তো নয় শুলের কণা
ঝরছে আকাশ থেকে,
দলবল বেঁধে মানিক যত
ঝরছে একে একে।
সারাটা দিন কাটছে আমার
বৃষ্টির পানে চেয়ে,
শান্ত সকাল খ্যান্ত বিকেল
কখনো আবার ধেয়ে।
গ্রাম শহর লুকিয়ে আছে
একলা ঘরের কোণে,
বৃষ্টির ফোঁটা ছাতার উপর
বর্ষা মুখর দিনে।
শ্যাওলা জমে উঠোন জুড়ে
নালার পাশে কাদা,
চাষীর কেবল আনন্দ মনে
আর সবার মন সাদা।
থাকতে বেলা মনে তো হয়
আসছে সন্ধ্যা নেমে,
অঝোর ধারায় বৃষ্টি এমন
কখন যাবে থেমে।
এমন বর্ষা দেখিনি আগে
ভীষণ ধরছে জ্বালা,
সবার মুখে রব উঠেছে
যা-রে বৃষ্টি পালা।