বইদেশিক

বইদেশিক বইদেশিকের নিজস্ব প্রকাশনা সংক্রান্ত বিজ্ঞাপনী পেজ।

প্রতিমা মূর্তি তৈরির দু'রকমের ধারা আমাদের বাংলায় চালু। কংসনারায়ণী আর বিষ্ণুপুরী। তো, এই দুই ধারার প্রতিমার পেছনে থাকে 'চ...
12/07/2025

প্রতিমা মূর্তি তৈরির দু'রকমের ধারা আমাদের বাংলায় চালু। কংসনারায়ণী আর বিষ্ণুপুরী। তো, এই দুই ধারার প্রতিমার পেছনে থাকে 'চালা'। যা আমরা জানি 'চালচিত্র' নামে। মুর্তির উচ্চতা অনুযায়ী এই চালচিত্র বানানো হয়। প্রতিমার মাথার মুকুট থেকে চালচিত্রের উচ্চতা সবসময়েই অনেকটা বেশী থাকে। এই চালচিত্র আবার বিভিন্ন রকম। বৃন্দাবনী, ইন্দ্রাণী,
ব্রাহ্মণী, কৈলাসী, দশাবতারী, রামচন্দ্রী ইত্যাদি।

'এখন সাধারণত যে চালচিত্র আঁকা হয় তা মার্কিনি চালিতে ব্যবহৃত হয়। তবে মঠচৌড়ি, টানাচৌড়ি কিংবা সাবেক বাংলা চালের চালচিত্র হত নানা রকম। চালচিত্রে কোথাও কোথাও দেখা যেত অষ্টনায়িকা, দশমহাবিদ্যা, নবদুর্গা, চণ্ডীর কাহিনি, দশাবতার, কৃষ্ণলীলা কিংবা রামায়ণের ঘটনা। শুধু তাই নয় বাংলার এক এক প্রান্তের চালচিত্র হত এক এক রকম। যেমন মঠচৌড়ি চালির চালচিত্রে দেব দেবীর অবয়বগুলি থাকে উপর থেকে নীচে, একটির নীচে আর একটি। আবার সাবেক বাংলা চালে সেগুলি থাক থাক করে আলাদা আলাদা প্যানেলে থাকে। অন্য দিকে, মার্কিনি চালের পটে সেগুলি থাকে পাশাপাশি। কৃষ্ণনগর রাজবাড়ির 'রাজরাজেশ্বরী' দুর্গার চালচিত্রটি ব্যতিক্রমী। মাঝখানে থাকেন পঞ্চানন শিব, পাশে থাকেন পার্বতী। তার এক পাশে থাকে দশমহাবিদ্যা। অন্য দিকে দশাবতার।'
.. দুর্গা প্রতিমার মাথার মুকুট থেকে পায়ের নূপুর অব্দি সব আভরণই নির্মাণ করেন এই শোলা শিল্পীরা। বংশানুক্রমে পারিবারিক প্রথায় চলে আসা এই শিল্পের অন্যান্য ব্যবহারও কিছু কম নয়। মায়ের মূর্তির জন্য শোলার শাড়ি, কল্কাদার আঁচল, চালচিত্র ইত্যাদি সেজে ওঠে শোলা শিল্পীদের হাতের নিপুণতায়। লাল, নীল, সবুজ, গোলাপি প্রধানতঃ এই চার রঙের কাগজ বা কাপড়ের ওপর শোলার বিচিত্র কারুকার্যে দেবীর শাড়ি সেজে ওঠে নানা বর্ণে।

প্রতিমার বুকের ওপরে থাকা শাড়িটির নাম 'ত্রিগুণ'। কোমরে দুই প্যাঁচ কাপড় ঘুরিয়ে নিয়ে বুকের ওপর এক প্যাঁচ দিয়ে আমাদের মেয়েরা শাড়ি পরে। তাই এমন তার নাম। এই ত্রিগুণের পাড় আর জমিতে থাকে সূক্ষ্ম শোলার কাজ। দুই কানে 'বেণীমকর', 'দুল' আর 'চৌদান'। এই বেণীমকর পুরোটাই সূক্ষ্ম শোলার কাজে তৈরি। দেবীর হাতে 'বাজু', 'বিচ্ছু', 'শাঁখা', 'চুড়ি', 'রতনচূড়', 'আংটি', 'ঝুমকো' ইত্যাদি অলংকার। দেবীর মাথায় মুকুট। এই মুকুটিখানিই শোলার নয়নাভিরাম শিল্পকর্মের এক আশ্চর্য নমুনা। মুকুটের ওপরের অংশের নাম 'কিরীট'। শোলানির্মিত কল্কার কাজে পূর্ণ থাকে দেবীর এই কিরীট। দেবীর কল্কাদার বিশাল আঁচলখানি তৈরি করতে যে মেহনত আর উদ্ভাবনী শক্তি লাগে তা একমাত্র বাংলার শিল্পীরাই পারেন ফুটিয়ে তুলতে।

দুর্গাপ্রতিমার পেছনের 'চালচিত্রে' শোলা-নির্মিত শিল্পের এক অসাধারণ শিল্প সৃষ্টি নির্মাণ করেন বাংলার শোলাশিল্পীরা। শিল্পীরা এই চালচিত্রকে সাজিয়ে তোলেন নানান 'কল্কায়', 'পটিতে' আর ফুল-লতা-পাতার অলংকরণে। চালের প্রথমেই থাকে 'পানপটি'- পানের মত পাতার সঙ্গে লতার তরঙ্গভঙ্গ। এই 'পানপটির' পরে থাকে 'লতাকোলঠিক্রে', আর এক রকম লতার মনোজ্ঞ বক্রছন্দ। তার পাশেই থাকে 'কোলঠিক্রে'- এতেও এক সুচারু লতাছন্দের ব্যঞ্জনা। তারপর দেওয়া হয় 'আধগোলা' অর্ধচন্দ্রাকৃতি অলংকার। 'আধগোলার' পাশেই থাকে 'কল্কা'-এই 'কল্কাই' চালচিত্রের শেষ সীমান্তিক ভূষণ। কল্কার মাথার উপরে সারি সারি পাখী-কল্কার মাঝখানে প্রস্ফুটিত পদ্ম-তার উপরে ভ্রমর। এই রম্য শিল্পকার্যে মণ্ডিত বিরাট 'চালচিত্র'টি দর্শকের চিত্তকে ভাবগম্ভীর ভক্তিরসে ভরিয়ে তোলে।

এই শোলার অলংকারে কত রকম লতার বাহার-কত ফুলের প্রাচুর্য। বাংলার আলপনায়; বাংলার কাঁথায়-বাংলার মন্দিরে, মসজিদে-বাংলার কলসে, হাঁড়িতে, সরার গায়ে-সর্বত্রই এই সমস্ত লতা-ফুল-পাতার অলংকরণ। প্রতিমা সজ্জাতেও তাই এই লতাপাতার ছড়াছড়ি। 'পদ্মলতা', 'কলমীলতা', সুষণীলতা, 'চন্দ্রলতা,' 'শঙ্খলতা'-মণ্ডনশিল্পের আরও কত বহু পরিচিত ও অপরিচিত ডিজাইনের লতাপল্লবের মনোরম ভঙ্গীতে বাংলার শিল্পীরা এই শোলার সাজ তৈরী করেছে।'

কলকাতার বারোয়ারি বারোয়ারির কলকাতা
গৌতম দত্ত
মূল্য ₹ ৫০০/-
বইদেশিক

যুবরাজ ভট্টারক স্কন্দগুপ্তকে বন্দী করিবার আদেশ লইয়া পাটলিপুত্র হইতে সম্রাটের দূত যেদিন বাহ্লীকে পৌঁছিল, সেই দিন হূণযুদ্ধ...
12/07/2025

যুবরাজ ভট্টারক স্কন্দগুপ্তকে বন্দী করিবার আদেশ লইয়া পাটলিপুত্র হইতে সম্রাটের দূত যেদিন বাহ্লীকে পৌঁছিল, সেই দিন হূণযুদ্ধের নবনিযুক্ত সেনাপতি চন্দ্রসেন, সুদীর্ঘপথ অশ্বারোহণে অতিবাহিত করিয়া উদ্যানদেশের প্রান্তসামায় অবস্থিত নগরহারনগরে উপস্থিত হইলেন। নূতন পট্টমহাদেবী অনন্তাদেবীর দৃঢ় আদেশসত্ত্বেও চন্দ্রসেন পরদিন নগরহার পরিত্যাগ করিতে সম্মত হইলেন না। তিনি অশ্বারোহণে অনভ্যাসবসতঃ অত্যন্ত শ্রান্ত হইয়াছিলেন, সেই জন্য সপ্তাহকাল উদ্যানের রাজধানী নগরহারে বিশ্রাম করিলেন। তথা হইতে শিবিকারোহণে এক পক্ষের পথ একমাসে অতিবাহিত করিয়া চন্দ্রসেন শর্ম্মা বাহ্লীকনগরে উপস্থিত হইলেন।

চন্দ্রেসনের আগমন-বার্তা শ্রবণ করিয়া স্কন্দগুপ্তের আদেশে ভানুমিত্র ও চক্রপালিত বাহ্লীক হইতে পঞ্চক্রোশ দূরে তাঁহাকে অভ্যর্থনা করিলেন। নূতন সেনাপতি বাহ্লীকনগরে আসিয়া কাহারও সহিত সাক্ষাৎ করিলেন না, তিনি সপ্তাহকাল বাহ্লীকরাজের প্রাসাদে বিশ্রাম করিলেন। বিশ্রামান্তে নূতন মহাবলাধিকৃত যেদিন শিবিরে আসিলেন, সে দিন যুবরাজ স্কন্দগুপ্ত ও তাঁহার সঙ্গিগণ তাঁহার সহিত সাক্ষাৎ করিলেন। কৃষ্ণগুপ্তের পরামর্শে যুবরাজভট্টারক স্কন্দগুপ্তের পদচ্যুতি ও বন্ধনের আদেশ শিবিরে প্রকাশিত হয় নাই। সৈন্যগণ জানিত যে মহারাজপুত্রের অভাবে যুবরাজই তাহাদিগের সেনাপতি।
শিবিরে প্রবেশ করিয়া নূতন সেনাপতি জনৈক প্রহরীকে জিজ্ঞাসা করিলেন, "স্কন্দগুপ্ত কোথায়?” সাম্রাজ্যে যুবারাজভট্টারকের নাম উচ্চারণ করিতে শুনিয়া প্রহরী বিস্মিত হইল, সে জিজ্ঞাসা করিল "আপনি কি যুবরাজভট্টারকের কথা জিজ্ঞাসা করিতেছেন? যুবরাজ স্বীয় বস্ত্রাবাসে আছেন।” “বস্ত্রাবাসে! সে কারাগারে নাই?"

করুণা
রাখালদাস বন্দ্যোপাধ্যায়
৪০০/-

আমরা এতদিন পর্য্যন্ত কেবল বিদেশী পর্য্যটকগণের অভিযান বিবরণই পড়িয়া আসিয়াছি। লিভিংস্টোন, আয়ার, বার্ক, ষ্ট্যানলি, সভেন হেডি...
11/07/2025

আমরা এতদিন পর্য্যন্ত কেবল বিদেশী পর্য্যটকগণের অভিযান বিবরণই পড়িয়া আসিয়াছি। লিভিংস্টোন, আয়ার, বার্ক, ষ্ট্যানলি, সভেন হেডিনের আবিষ্কার ও দুঃসাহসিক অভিযানের আখ্যায়িকাই আমাদের বালকবালিকারা এবং তরুণ-তরুণীরা শুনিয়া আসিতেছে, কিন্তু এই ভারতীয় বীরেরা, এভারেষ্ট, কাঞ্চনজঙ্ঘা, তিব্বত, মোঙ্গোলিয়া ও সিন্ধুনদের এবং ব্রহ্মপুত্র নদের উৎস-সন্ধানে গিয়া নানাদেশ, নানা অপরিজ্ঞাত জাতি, হ্রদ, নদী ও বিভিন্ন দেশের যে বিবিধ তথ্য সংগ্রহ করিয়া আনিয়াছেন তাহাত আমরা জানিতাম না।

**********
আমরা পাঁচদিন পর শিকার হইতে ফিরিলাম এবং স্থির করিলাম পরের দিন সকাল বেলা অর্থাৎ ৫ই ডিসেম্বর প্রাতে এই স্থান পরিত্যাগ করিব। পরের দিন যাত্রার জন্য প্রস্তুত হইতেছি এমন সময়ে চিয়ামো-গোলোক জাতীয় প্রায় দুই শত অশ্বারোহী দস্যু আমাদিগকে আক্রমণ করিতে আসিল। আমরা এইরূপ অতর্কিত আক্রমণের আশঙ্কা করি নাই, কাজেই কি যে করিব সহসা ভাবিয়া ঠিক করিতে পারিলাম না। তাড়াতাড়ি উহাদের আক্রমণ-গতি প্রতিরোধ করিবার জন্য স্থানীয় লোকদের সহিত পরামর্শ করিয়া অল্প সময়ের মধ্যে যতটা সম্ভব প্রস্তুত হইলাম।
প্রথমতঃ দূর হইতে উভয় পক্ষেই বন্দুক ছোড়াছুড়ি হইল কিন্তু দস্যুদল তাহাতে নিরস্ত না হইয়া অতি দ্রুত বর্শা ও তরবারি লইয়া আমাদের দিকে ছুটিয়া আসিতে লাগিল। আমাদের গুলিতে দস্যুদলের একজন নিহত হইয়াছিল কিন্তু তাহারা সেদিকে কোন লক্ষ্য না করিয়া অত্যন্ত বেপরোয়া- ভাবে আমাদের উপর আসিয়া পড়িল। আমাদের এমন ক্ষমতা ছিল না যে হাতাহাতি করিয়া আত্মরক্ষা করিতে পারি।
*******
এই হ্রদের তীর হইতে প্রায় একশত মাইল দূরে টাঙ্কার বা ডোস্কির নামে একটি স্থান ব্যবসায়-বাণিজ্যের জন্য বিশেষ প্রসিদ্ধ। হ্রদের আরও পূর্ব্বদিকে আলাসা নামক একটি স্থানে কার্পেট বা গালিচা বুনান হয়। কার্পেটের জন্য ঐ স্থানটি বিখ্যাত। চীন-সম্রাটের এক জামাতা এই অঞ্চলের শাসনকর্তা।
মোঙ্গোলিয়েরা বৌদ্ধধর্মাবলম্বী এবং লাশা সহরকে তাহারা তাহাদের শ্রেষ্ঠ পুণ্যপীঠ এবং বিদ্যাকেন্দ্র বলিয়া মনে করে। লাশার তিনটি গোম্ফার প্রধান লামা তিনজন বিদ্যার্থীকে গিসী (Learned) বা পণ্ডিত উপাধি দিয়া থাকেন। সেই তিনটী গোম্ফার নাম হইতেছে সেরন-রা, রেণ-ফুং এবং গ্যাদেন। গিসী বা পণ্ডিত উপাধি লইতে ছাত্রদের কঠোর পরিশ্রম করিতে হয়। ক্রমাগত বারো বৎসর কাল বিশেষ মনোযোগ-সহকারে বৌদ্ধধৰ্ম্ম- শাস্ত্র অধ্যয়ন না করিলে কেহই এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারে না।

******

১৮৮২ খ্রীষ্টাব্দ ৪ঠা অক্টোবর। আমরা বহু পর্য্যটনের পরে অবশেষে জিংচো নামক স্থানের গোম্ফার কাছে আসিলাম। এখান হইতে ক্রমাগত গিরিসঙ্কট পথে চলিতে চলিতে ১২ই নভেম্বর তারিখ দার্জিলিং প্রত্যাবর্তন করিলাম। আমরা যে পথে তিব্বতের ভিতর দিয়া মোঙ্গোলিয়া গিয়াছিলাম ফিরিবার সময় কিন্তু সে-পথে আসি নাই। এই পথে আমাদের যথেষ্ট ক্লেশ ভোগ করিতে হইয়াছিল। কেন-না সারা পথে বরফ পড়িয়া পথ- চলা অসম্ভব করিয়া তুলিয়াছিল। এ-জন্য অনেক সময় আমরা ইচ্ছানুরূপ পথ চলিতে পারি নাই। আমরা তাচিয়েন্ নামক ছোট সহরে আসিলে দুইজন খ্রীষ্টিয় ধর্ম্মযাজক আমাদের সহজ ও সুগম পথ নির্দেশ করিয়া বিশেষভাবে সাহায্য করিয়াছিলেন।

হিমালয় অভিযান
যোগেন্দ্রনাথ গুপ্ত
২৫০/-

কলেজ স্ট্রীটে - দেবুকস্টোর , বুকফ্রেন্ড, গল্পগুচ্ছ রূপায়ণি , জানকি বুক ডিপো, প্ল্যাটফর্ম, শব্দ ।

অনলাইনে - বইঘর, বইদেশিক , দূরের বই, বুকমার্ক, বই পিওন, বইলুট ও অন্যান্য সাইটে।

সোদপুরে - পাপাঙ্গুলের ঘর
বেহালায় - বইবিশ্ব
বারাসাতে - কথক গ্রন্থবিপণিতে পাওয়া যাবে।

নীচের ছবিতে যে বইটি দেখছেন সে বইটি ২০২৫ এর কলকাতা বইমেলায় বইদেশিক থেকে প্রকাশিত হয়েছিল। কিন্তু সে কথা জানাতে এই বিজ্ঞা...
10/07/2025

নীচের ছবিতে যে বইটি দেখছেন সে বইটি ২০২৫ এর কলকাতা বইমেলায় বইদেশিক থেকে প্রকাশিত হয়েছিল। কিন্তু সে কথা জানাতে এই বিজ্ঞাপন নয়। বইটি সেভাবে জনপ্রিয়তা পায়নি সে কথা বলতে কুণ্ঠা নেই। তবু আপনাদের সামনে তুলে ধরতে চাই বইটির কিছু স্বকীয় বৈশিষ্ট্য -

বইটি গুপ্ত বা গূঢ় রহস্যক্রিয়া এবং পদ্ধতি হাতে কলমে রূপায়ণের বিশদ বর্ণনা সম্বলিত। প্রায় প্রতিটি পদ্ধতিতেই প্রাসঙ্গিক ছবি ব্যবহৃত হয়েছে। বিশেষত্ব হল এটি খ্রিস্টান ধর্মীয়দের জন্য লেখা হয়েছিল।

বশীকরণ , কালাজাদুর বিদেশী সংস্করণ বললে বিন্দুমাত্র ভুল হবে না এ বইকে । বলা হয় এর আসল লেখক এক প্রাচীন মিশরীয়। দ্য কেস অফ চার্লস ডেক্সটার ওয়ার্ল্ড পড়লে স্পষ্ট বোঝা যায় এই বই থেকে অনুপ্রাণিত হয়েছিলেন এইচ পি লাভক্র্যাফট স্বয়ং।

অনুবাদক লিখছেন -

"গ্রিমোরিয়াম ভেরামের এটাই প্রথম পর্তুগিজ সংস্করণ। যা হিব্রু থেকে ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন জেসুইট প্লেনজিয়ার। নিশ্চিতভাবেই, এই বই ১৫৭১ সালে মিশরের আলিবেক দ্বারা লেখা হয়েছিল, যিনি সম্ভবত কোনও এক গুপ্ত জাদু সংগঠনের সদস্য ছিলেন। হোলি ইনকুইজিশনের আদালত তার এই গুপ্ত বিদ্যাচর্চাকে ভাল চোখে দেখবে না এবং সব কিছু নষ্ট করে দেবে এই ভয়ে উনি তাদের গুপ্ত জাদু সংগঠনে পালিত হতে থাকা নানান আচার প্রথা লিখে রাখেন। যা কিছু জাদুবিদের মতে, কিংবদন্তির রে সালোমাও বা রাজা সলোমনের গুপ্ত জ্ঞানের অংশ।.. বর্তমান সময়ে, এই সব গুপ্ত বিদ্যার কথা লিখে রাখাটাও চার্চের নিয়ম অনুসারে 'নিষিদ্ধ' কাজ। এর আসল উদ্দেশ্য এসব বিষয়ে গবেষকদের বিভ্রান্ত করা। ..এই পুস্তকের পাঠ্য অংশের চারটে ভাগ। প্রথম পুস্তক, যা উপলব্ধ আত্মার চুক্তি এবং বিশেষ চিহ্ন সম্বলিত সীলমোহর' (এই ধরণের ছবিকে যন্ত্র বলাও হয়ে থাকে বাংলা অনুবাদক) সম্পর্কিত বিষয় ব্যাখ্যা করে। দ্বিতীয় পুস্তক, যেখানে বিভিন্ন নারকীয় আত্মার ক্ষমতা নিয়ে কাজ করার পদ্ধতি বর্ণিত হয়েছে। তৃতীয় পুস্তক, যা শয়তান বা দানবদের বিরুদ্ধে ব্যবহার যোগ্য মন্ত্র বা পদক্ষেপ বিষয়ে অবগত করে। সর্বশেষ অংশে পাওয়া যাবে বিভিন্ন ধরণের প্রভাব অর্জন করার নানান জাদু পদ্ধতি। যেগুলো সম্ভবত, যে কেউ চেষ্টা করলেই নিজের বা পরের স্বার্থে ব্যবহার করার ক্ষমতা অর্জন করতে পারে।"

গ্রিমোরিয়াম ভেরাম
ভাষান্তর প্রতিম দাস
₹ ৩২৫/-

আমাজন ফ্লিপকার্ট ছাড়াও বইটি পাওয়া যাবে
কলেজ স্ট্রীটে - দেবুকস্টোর , বুকফ্রেন্ড, গল্পগুচ্ছ রূপায়ণি , জানকি বুক ডিপো, প্ল্যাটফর্ম, শব্দ ।
অনলাইনে - বইঘর, বইদেশিক , দূরের বই, বুকমার্ক, বই পিওন, বইলুট ও অন্যান্য সাইটে।
সোদপুরে - পাপাঙ্গুলের ঘর
বেহালায় - বইবিশ্ব
বারাসাতে - কথক গ্রন্থবিপণিতে

প্রকাশিত...রুদ্রসিংহের পিতা গদাধর সিংহ বা গদাপাণি সিংহ ১৬৮১ খৃঃ অঃ হইতে ১৬৯৬ খৃঃ অঃ পর্যন্ত রাজত্ব করেন। কথিত আছে, তিনি ...
08/07/2025

প্রকাশিত...

রুদ্রসিংহের পিতা গদাধর সিংহ বা গদাপাণি সিংহ ১৬৮১ খৃঃ অঃ হইতে ১৬৯৬ খৃঃ অঃ পর্যন্ত রাজত্ব করেন। কথিত আছে, তিনি এরূপ শারীরিক শক্তি-সম্পন্ন ছিলেন যে হেলায় মত্ত হস্তীর গতিরোধ করিতে পারিতেন! তাঁহার সর্ব্বাপেক্ষা প্রিয় খাদ্যের কথা শুনিলে নিষ্ঠাবান হিন্দু নিশ্চয়ই কানে হাত দিবেন- একটি দগ্ধ বা অর্দ্ধ-দগ্ধ গো-বৎস এবং তৎসহ রক্তাভ নূতন আউস তণ্ডুলের পর্যাপ্ত অন্ন!... রুদ্রসিংহের পুত্র শিবসিংহ পিতার অন্তিম আদেশ-ক্রমে সস্ত্রীক ন্যায়বাগীশের নিকট দীক্ষা গ্রহণ করিলেও নিজের আহোম নাম (সাতানফা) পরিত্যাগ করেন নাই।
বিভিন্ন দেশের ধর্ম-বিশ্বাসের ক্রম-পরিণতি আলোচনা করিলে দেখা যায়, লিঙ্গ ও যোনিমুদ্রা প্রভৃতির উপাসনা প্রাচীন আমেরিকায় মেক্সিকো, পেরু, চিলি ও ইউকাটানে এবং আফ্রিকায় মিশর প্রভৃতি দেশেও প্রচলিত ছিল । আহোমদিগের মধ্যেও স্ত্রী এবং পুং চিহ্নের পূজা (membra conjuncta in coitu) প্রচলিত ছিল।
আহোমগণ হিন্দুধর্ম্মের সংস্পর্শে আসিবার পূর্ব্বে আত্মীয়গণের মৃতদেহ পূর্বদিকে মস্তক ও পশ্চিম দিকে পদদ্বয় সংন্যস্ত করিয়া সমাহিত করিত; শিয়রের নিকট একটি তৈল-পূর্ণ প্রদীপ জ্বালাইয়া রাখিত এবং উচ্চ পদস্থ মৃতের সঙ্গে রত্নালঙ্কারাদি কখনও বা জীবিত দাস-দাসীও প্রোথিত করিয়া ফেলিত। তাহাদের বিশ্বাস ছিল, ইহাতে পরলোকে মৃতের ঐশ্বর্য্য অক্ষুণ্ণ থাকিবে এবং দাস-দাসীর অভাবে কোন কষ্ট হইবে না।
খৃঃ পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয় পাদে মহাপুরুষিয়া বৈষ্ণব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শঙ্করদেব প্রথমে আহোম রাজ্যে নিজ ধর্ম প্রচারের চেষ্টা করেন, কিন্তু অত্যাচারের ভয়ে তাঁহাকে নিরস্ত হইতে হয়। আহোম দিগের জাতিগত প্রকৃতির সহিত ভালরূপ মিলে নাই বলিয়াই হউক বা রাজসভাস্থ ব্রাহ্মণগণের বিরুদ্ধাচরণের জন্যই হউক, বৈষ্ণব ধর্ম প্রথমে সেরূপ বিস্তার লাভ করিতে পারে নাই।
যাহারা কোন নূতন ধর্ম গ্রহণ করে, তাহারা প্রায়ই সে ধর্ম্মের খুব গোঁড়া হইয়া থাকে। রাজা শিবসিংহ নিজ গুরুকে নীলাচল বা কামাখ্যা পীঠে সুপ্রতিষ্ঠিত করিয়াই নিশ্চিন্ত হন নাই; তাঁহাকে প্রচুর অর্থ এবং কামরূপে বিস্তৃত জমি ব্রহ্মোত্তর দিয়াছিলেন। কৃষ্ণরাম কামাখ্যা পৰ্ব্বতেই বসবাস করিতেন বলিয়া তাঁহার বংশধরেরা "পাহাড়িয়া গোঁসাই” নামে বিখ্যাত হন।

মূল্য ১৫০/-

ভারতের এই প্রত্যন্তিক প্রদেশের চলোৰ্ম্মি ইতিহাস ও কৃষ্টিসংঘর্ষের বিচার করিলে দেখা যায় যে প্রাচীন আর্য্য সভ্যতা এখানে আগন...
27/06/2025

ভারতের এই প্রত্যন্তিক প্রদেশের চলোৰ্ম্মি ইতিহাস ও কৃষ্টিসংঘর্ষের বিচার করিলে দেখা যায় যে প্রাচীন আর্য্য সভ্যতা এখানে আগন্তুক্। তাহার পূর্বে, অস্ট্রিক্, নিগ্রোবটু, কিরাত, বোড়ো, তিব্বতীয় ও দ্রাবিড় মঙ্গোলিয়ানরা এখানে আসিয়াছে। অলৌহিত্য ব্রহ্মপুত্রের এপারে ওপারে মিকির, খাসি, জয়ন্তীয়ার পার্বত্য জাতিরা, পরবর্তীকালে সান জাতির অহম্ শাখার অভিযান, শ্রীহট্ট কাছাড় মণিপুর হেড়ম্ব দেশে মগধ গৌড় সভ্যতার ঢেউ, প্রাগজ্যোতিষ কামরূপে তন্ত্র মতের প্রতিষ্ঠা, তারও পূর্বে বৌদ্ধ ধর্মের প্রভাব আসাম সভ্যতা ও
সংস্কৃতিকে এক বিচিত্র রূপায়ণে পরিণত করিয়াছে।

এই সুদীর্ঘ কালের ইতিহাসের মণিমেঘলায় কত কথা ও কাহিনি কত কিম্বদন্তী কত গাথা যে গ্রথিত আছে তার ইয়ত্তা নাই। তার ঐতিহাসিক মূল্য কতটুকু নিক্তির ওজনে সমালোচকের নিরীখে তাহার বিচার হউক্ তাহাতে আপত্তি নাই, কিন্তু মানব মনের চিরন্তনী বেদনার ইতিহাসে রসবেত্তার মর্মকোষেও তাহার একটি নিজস্ব মূল্য আছে তাহা অস্বীকার করিবার উপায় নাই। নরক ভগদত্ত বাণ ঊষা অনিরুদ্ধ অর্জুন চিত্রাঙ্গদা উলুপী বঙ্গবাহন, ভীম হিড়িম্বা, ঘটোৎকচ, ভাস্কর বর্মা, হিউয়েন্থসাঙ, শীলভদ্র, কামেশ্বর মহাগৌরীর উপাসকরা, শালস্তম্ভ বংশীয় নৃপতিগণ, মৎস্যেন্দ্রনাথ, অভিনবগুপ্ত কুটিয়া জাতির আদি পুরুষ কুঞ্জী ও আদি জননী 'মামা' কমতাধিপতি পুথুরাজ, মূলাগাঙরু, হেড়ম্বপতি তাম্রধ্বজ, জৈন্তাধিপতি রামসিংহ, রাজা শিবসিংহ, রাণী ফুলেশ্বরী, চন্দ্রমালা, জয়মতী, কনকলতা, নিরঞ্জন বাপু, স্বর্গদেবগণ, বড় গোঁহাই, বুঢ়া গোঁহাই নিত্যপাল, তুলারাম ও সর্বোপরি মহাপুরুষ শঙ্করদেব, মাধবদেব, দামোদরদেব তাঁহাদের শিষ্যগণ আসামের ইতিহাস
জুড়িয়া বসিয়া আছেন। অনেকের মতে মুদ্রারাক্ষস আসামেই প্রণীত হইয়াছিল। ভাস্কর বর্মার পরবর্তী অবন্তী বর্মার সভা-কবি বিশাখ দত্তই নাকি ইহার রচয়িতা। অস্ত্রবোল দেশ হইতে যাঁহারা আসিয়া আসামে বসবাস করেন তাহারা হইলেন 'চোলিহা'। উড়িষ্যা হইতে রাজবংশীয় যে সব কুমারদের লইয়া আসা হইয়াছিল তাঁহাদের বংশধরেরাই যুবরাজ বা দুবরাজ হইতে 'দুধারায়' পরিণত হইয়াছিলেন।

আসামের ইতিহাসে যখন লাচিত বড়ফুকনের আবির্ভাব, তখন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য ধনে মানে বিস্তারে গৌরবের শীর্ষ স্থান অধিকার করিয়া আছে। আসমুদ্রহিমাচল বিস্তৃত মুঘল সাম্রাজ্যের পূর্ব প্রান্তে ক্ষুদ্র অহম্ রাজ্য তখন সদীয়া হইতে প্রায় কুচবিহার পর্যন্ত ব্রহ্মপুত্রের উত্তরকুল দক্ষিণকুল ব্যাপিয়া বিস্তৃত ছিল। ত্রয়োদশ শতাব্দীতে চীন হইতে আগত টাই জাতির শান শাখার একটি বংশ ব্রহ্মপুত্র অধিকার করিয়া নিজ আধিপত্য স্থাপন করে। কামরূপ রাজ্য তখন হীনবল ও গতগৌরব। ছোটোখাটো অন্য রাজ্যগুলিও পরাক্রান্ত বৈদেশিক আক্রমণ পর্যুদস্ত করিতে অক্ষম। ইতিহাসের অন্যত্রও যা দেখা যায় এখানেও তার পুনরাবৃত্তি হইল। বিজেতারাই ক্রমশঃ বিজিত হইয়া পড়িল এবং পুরাদস্তুর হিন্দুভাবাপন্ন হইয়া প্রজাদের ধর্ম গ্রহণ করিল। সেই ধৰ্ম্ম কিছুটা বৌদ্ধ তান্ত্রিক ও প্রাচীন পার্বত্য জাতির প্রথা মিশ্রিত হইলেও মূলে ব্রাহ্মণ ধৰ্ম্ম। হিন্দুধর্ম্মের প্রাণশক্তির সঞ্জীবনী ধারা সব সময়েই আগন্তুকের কিছু না কিছু গ্রহণ করিয়া তাহাকে নিজের সঙ্গে একাত্মা করিয়া লইয়াছে। এই সমন্বয় ও সমীকরণ শক্তি অর্জন করিয়াছে,বর্জন করে নাই। ইহারই ফলে অস্ট্রিক কা-মা-ই-খা কামাখ্যা, কামেশ্বরী গৌরী হন, মহেন্দ্র দড়র ভু-মাতাকে দেখা যায় কিছু উৎসবে, হুণ হেলিও ডোরাস পরম ভাগবত হন, বৈদিক রুদ্র হন তান্ত্রিক শিব, শূন্য হন নিরঞ্জন, বুদ্ধদেব হন জনাৰ্দ্দন, ক্ষণিকবাদ মিশিয়া যায় ব্রহ্মবাদে। কবি বলিয়াছেন যে আমাদের এই মহাদেশ "সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে" আমরা মায়ের পূজার জন্য মঙ্গল ঘট ভরিতেছি। আসামে এই কথা সর্বতোভাবে বলা চলে।

আসামে আহোম রাজত্ব ও বীর লাচিত বড়ফুকন
সংকলন ও সম্পাদনা সৌমক পোদ্দার
মূল্য ১৫০/-
প্রচ্ছদ চিন্ময় মুখোপাধ্যায়

And the Showstopper...
26/06/2025

And the Showstopper...

"চলচ্চিত্র বা সিনেমা বলতে মনে পড়ল বিখ্যাত ছায়াছবি 'সাড়ে ৭৪’ এর কথা।'সাড়ে ৭৪' সিনেমা দেখেননি এমন বাঙ্গালী বোধহয় ভূ-ভারতে ...
22/06/2025

"চলচ্চিত্র বা সিনেমা বলতে মনে পড়ল বিখ্যাত ছায়াছবি 'সাড়ে ৭৪’ এর কথা।
'সাড়ে ৭৪' সিনেমা দেখেননি এমন বাঙ্গালী বোধহয় ভূ-ভারতে নেই।রামপ্রীতি আর রমলার প্রেমকে ছাপিয়ে উঠেছিল রজনীবাবু (তুলসী চক্রবর্তী)ও তার স্ত্রী (মলিনা দেবীর) অভিনয় এবং প্রেম। ২০শে ফেব্রুয়ারি ১৯৫৩’য় মুক্তি পেয়েছিল উত্তম-সুচিত্রা জুটির প্রথম ছবি ‘সাড়ে ৭৪’। কিন্তু চলচ্চিত্রটির নাম কেন 'সাড়ে৭৪' হল তা নিয়ে এখনও চর্চা হয়। কেউ বলেন যে বাড়ীটিতে অন্নপূর্ণা বোর্ডিং হাউস (রজনীবাবুর বাসা) নামের মেসটি ছিল তার ঠিকানা ছিল ৭৪/১/২। কিন্তু চলচ্চিত্রে তন্নতন্ন করে খুঁজেও ঠিকানার সন্ধান পাওয়া যায় না। তাহলে ?
ভারতবর্ষ‌ে বহুকাল আগে ব্যাক্তিগত চিঠি বা কোনও গোপনীয় কাগজ, বিশেষ করে প্রেমপত্রের উপর ৭৪৷৷৹ চিহ্নটি ব্যবহার করা হতো। এটা আসলে একটা ‘দিব্যি’ দেওয়া। অর্থাৎ, কোনও চিঠির উপর এই দিব্যি দেওয়া থাকলে, যাকে উদ্দেশ্য করে এই চিঠিটি লেখা হয়েছে, তিনি ছাড়া অন্য কেউ এই চিঠি খুলে পড়তে পারবেন না। যদি খোলেন তাহলে এক ভয়ানক পাপের ভাগী হতে হবে।
এর পিছনে দুটি যুদ্ধের ঘটনা আছে – যা থেকে দুটো মত পাওয়া যায়।
প্রথম মত : মেবারের মহারাণা উদয়সিংহের সাথে মুঘল বাদশা আকবরের যুদ্ধ হয়। ২৩শে অক্টোবর ১৫৬৭ তারিখে আকবর চিতোর দুর্গের বাইরে ঘাঁটি গাড়েন। রাজপুত যুদ্ধ মন্ত্রক’এর পরামর্শে উদয়সিংহ তাঁর পরিবার নিয়ে চলে যান গগুন্ডা। চিতোর রক্ষার দায়িত্বে থাকেন দুই রাজপুত সেনাপতি রাও জয়মল্ল এবং পুত্ত। চার মাস ধরে যুদ্ধ হয়। জয়মল্ল, পুত্ত এবং অসংখ্য রাজপুত সৈন্য নিহত হন। অবশেষে ২৩শে ফেব্রুয়ারী ১৫৬৮ তারিখে বাদশা আকবর দখল করেন চিতোর গড়। বাদশার আদশে এই যুদ্ধে নিহত রাজপুত বীরদের যজ্ঞোপবীতের (সম্মানগ্রন্থি, যাকে আরবীতে ‘জুনর’ বলে) ওজন করা হয়। ওজন হয় সাড়ে ৭৪ মন।
দ্বিতীয় মত : ১৩০৩ খৃষ্টাব্দে মেওয়ারের রানা রতন সিংহ’র সাথে দিল্লীর সুলতান আলাউদ্দিন খিলজীর যুদ্ধ হয়। যুদ্ধে রতন সিংহ নিহত হন। আলাউদ্দিন দখল করেন চিতোর দুর্গ। রাণী পদ্মিনী এবং অন্যান্য রাজপুত রমনীরা জওহর ব্রত অবলম্বন করে আগুনে নিজেদের প্রাণ বিসর্জন দেন। এই সমস্ত রমনীদের পরিত্যক্ত অলংকারাদীর মোট ওজন ছিল সাড়ে ৭৪ মন।
আজ থেকে ৫০ বছর আগেও প্রচলন ছিল চিঠির উপরে ৭৪।।০ লিখে দেওয়া। অর্থাৎ যাঁর নামে এই চিঠি, তিনি ছাড়া অন্য কেউ সেই চিঠি পাঠ করলে সাড়ে ৭৪ মন ওজনের যজ্ঞোপবীতধারী নরহত্যার সমান পাপ হবে। অথবা ৭৪ মন ওজনের গয়নার অধিকারী নারীহত্যার সমান পাপ হবে। রাণী পদ্মিনীর প্রতি সুলতান আলাউদ্দিন খিলজীর গভীর আকর্ষণের স্মৃতি থেকেই হয়তো পরে শুধুমাত্র প্রেমের চিঠির উপরে ‘সাড়ে চুয়াত্তর’ লেখার নতুন প্রথা শুরু হয়।
মনে করুন সাড়ে৭৪ চলচ্চিত্রের সেই দৃশ্যগুলো। অন্যের চিঠি পাঠ করে রজনীবাবুর স্ত্রী’র কি বিড়ম্বনা হয়েছিল। আমরা অবশ্য নির্মল আনন্দ পেয়েছিলাম।"

গন্ধ, সিঁড়ি , ঝরনা কলম, সম্মোহন, কাশী, ডাক ইত্যাদি বারোটি প্রবন্ধের এক দুরন্ত সম্ভার -

গন্ধের গন্ধমাদন ও অন্যান্য
গৌতম দত্ত
বইদেশিক
৫৫০/-

আমাজন ফ্লিপকার্ট ছাড়াও বইটি পাওয়া যাবে

কলেজ স্ট্রীটে - দেজ পাবলিশিং, দেবুকস্টোর , বুকফ্রেন্ড, গল্পগুচ্ছ রূপায়ণি , জানকি বুক ডিপো, প্ল্যাটফর্ম, শব্দ এবং লালন ।

অনলাইনে - বইঘর, বইদেশিক , দূরের বই, বুকমার্ক, বই পিওন, বইলুট , বইকথা ও অন্যান্য সাইটে।

সোদপুরে - পাপাঙ্গুলের ঘর
বেহালায় - বইবিশ্ব
বারাসাতে - কথক গ্রন্থবিপণিতে

এখানেই শেষ নয়, চাঁদের বুকে পা রেখে এডউইন অলড্রিন প্রথম খেয়েছিলেন এই বিস্কুটই...
22/06/2025

এখানেই শেষ নয়, চাঁদের বুকে পা রেখে এডউইন অলড্রিন প্রথম খেয়েছিলেন এই বিস্কুটই...

চিরস্থায়ী বন্দোবস্তের শিকার হয়ে বাড়ি জমি-জায়গা বিক্রয় করে গ্রাম বাংলা থেকে বিপুল টাকা পয়সা নিয়ে একদল মানুষ উনিশ শতকের কল...
19/06/2025

চিরস্থায়ী বন্দোবস্তের শিকার হয়ে বাড়ি জমি-জায়গা বিক্রয় করে গ্রাম বাংলা থেকে বিপুল টাকা পয়সা নিয়ে একদল মানুষ উনিশ শতকের কলকাতার বাঙালি সমাজে হঠাৎ ধনী (নবাব) হয়ে আবির্ভূত হলেন। বাবু সম্প্রদায় বলতে আমরা মূলত এদেরকে চিহ্নিত করি যারা নিষ্কর্মা, অলস, বিকৃত-মস্তিষ্ক ও বিকৃত-রুচিসম্পন্ন, অহংবোধসর্বস্ব ও অনুকরণকারী।
এদের অর্থ আগমনের যোগসূত্র রূপে আমরা চিহ্নিত করি মূলত ইংরেজদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, খোশামোদ ও অন্যান্য সূত্রের মাধ্যমকে। যেহেতু এক "হঠাৎ আলোর ঝলকানির" মতো "হঠাৎ নবাব” হওয়া সম্প্রদায় বিত্তবান বা ধনবান সুতরাং সমাজে এদের কৌলিন্য ও আভিজাত্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এর ফল মোটেই যে ভালো হয়েছিল এমনটা ভাবা নিষ্প্রয়োজন।
কেননা উনিশ শতকের কলকাতার বুকে আগত এই 'হঠাৎ নবাবদের' পরবর্তী বংশধরেরা বা উত্তরাধিকারীরা ওই সব বিপুল সম্পত্তির অধিকারী হওয়ার ফলে কেউ 'হাববাবু', কেউবা 'ফুলবাবু' হয়ে পড়েছিল। যার জ্বলন্ত দৃষ্টান্ত আমরা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের 'নববাবুবিলাস' গ্রন্থের পাতায় পাতায় পেয়েছি।
স্বাভাবিক কারণেই এই নববাবুদের জীবনযাত্রা ছিল উচ্ছৃঙ্খল, অসংযত, অসভ্য ও অসামাজিক সে-কথা বলার অবকাশ রাখে না। অকর্মণ্যতা, অপদার্থতা, বাক্সর্বস্বতা এবং নৈতিক মূল্যহীনতাকে অক্টোপাসের মতো ঘিরে ছিল এদের জীবন ও জীবনযাত্রা।
বাঙালির অতীত জীবনের মহত্তম ও আদর্শের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা-ভক্তি আত্মীকরণ তো এদের একেবারেই ছিলই না, উপরন্তু অসম্মান, অভক্তি ও অশ্রদ্ধা চূড়ান্ত রূপ প্রকাশিত হয়েছিল। বঙ্কিমচন্দ্র-এর 'বাবু' প্রবন্ধ ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এর নববাবুবিলাস'-এ (অধ্যায়) এদের বৈশিষ্ট্যগুলির চিহ্নিতকরণ সুন্দরভাবে করা হয়েছে। এদের যত্ন বেশভূষায় তৎপরতা উমেদারিতে ও গৃহিণীতে ভক্তি এবং সৎ গ্রন্থের ওপর রাগ।

উনিশ শতকের সামাজিক প্রেক্ষাপটে বাবু সমস্যা এক বিপুল মাত্রা নিয়েছিল কেননা উনিশ শতকে এরাই ভোগবাসনা ও কুৎসিত কামনাকে চরিতার্থ করে প্রগতিশীল সভ্যতাচর্চার নামে একদিকে যেমন ইউরোপীয় আদর্শ কালচারকে প্রহসনের পাত্রে নিক্ষেপিত করেছিল, তেমনভাবেই ভোগবাসনা ও নিজেদের কুৎসিত কামনাকে চরিতার্থ করে সামাজিক প্রেক্ষাপটকে উচ্ছৃঙ্খলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে এক বীভৎস সামাজিক সমস্যার উৎপত্তি বিকাশ করেছিল। সামাজিক অনুষ্ঠান বা পারিবারিক অনুষ্ঠান, ঘাট নির্মাণ, পায়রা ওড়ানো ইত্যাদি বিষয়ে বিপুল অর্থ ব্যয়ের নজিরও যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হয়েছে। সুগন্ধের প্রতি বিপুল মাত্রায় প্রীতি দেখাতে গিয়ে তাও প্রহসনের উপলক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ফলস্বরূপ আতর দিয়ে ঘর মোছা হয়েছে, পরবর্তীকালে "ল্যাভেন্ডার গোসলের সাবান ক্লিওপেট্রা কোচ ম্যাকেবের ঘুঘু ঘড়ি অসলারের ঝাড়বাতি ফরাসি গালিচা ছিল বাবুদের বসতবাটির অপরিহার্য অঙ্গ।"

প্রহসন
উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলনের আলোকে
তূর্য মুখার্জি
২২৫/-

আমাজন ফ্লিপকার্ট ছাড়াও বইটি পাওয়া যাবে -

কলেজ স্ট্রীটে - দেজ পাবলিশিং, দেবুকস্টোর , বুকফ্রেন্ড, গল্পগুচ্ছ রূপায়ণি , জানকি বুক ডিপো, প্ল্যাটফর্ম, শব্দ এবং লালনে।

অনলাইনে - বইঘর, বইদেশিক , দূরের বই, বুকমার্ক, বই পিওন, বইলুট ও অন্যান্য সাইটে।

সোদপুরে - পাপাঙ্গুলের ঘর
বেহালায় - বইবিশ্ব
বারাসাতে - কথক গ্রন্থবিপণিতে

মেলা বই ... পড়বই দিন গোনা শুরু
18/06/2025

মেলা বই ... পড়বই

দিন গোনা শুরু

গন্তব্য ওপার বাংলা -বাংলাদেশের অর্ডার...পশ্চিমবঙ্গ তথা ভারতে আমাজন ফ্লিপকার্ট ছাড়াও বইটি পাওয়া যাবে -কলেজ স্ট্রীটে - দ...
17/06/2025

গন্তব্য ওপার বাংলা -

বাংলাদেশের অর্ডার...

পশ্চিমবঙ্গ তথা ভারতে আমাজন ফ্লিপকার্ট ছাড়াও বইটি পাওয়া যাবে -
কলেজ স্ট্রীটে - দেবুকস্টোর , বুকফ্রেন্ড, গল্পগুচ্ছ রূপায়ণি , জানকি বুক ডিপো, প্ল্যাটফর্ম, শব্দ ।
অনলাইনে - বইঘর, বইদেশিক , দূরের বই, বুকমার্ক, বই পিওন, বইলুট ও অন্যান্য সাইটে।
সোদপুরে - পাপাঙ্গুলের ঘর
বেহালায় - বইবিশ্ব
বারাসাতে - কথক গ্রন্থবিপণিতে

Address

Calcutta Bara Bazar

Alerts

Be the first to know and let us send you an email when বইদেশিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বইদেশিক:

Share

Category