Dibaratrir Kabya দিবারাত্রির কাব্য

Dibaratrir Kabya দিবারাত্রির কাব্য ঘর থেকে মাঠে,
চায়ের দোকান থেকে রবিবারের হাটে।
সব জায়গায় গল্প শোনাবে,
দিবারাত্রির কাব্যে।

হয়রানির শিকার হাওড়া চক্রধরপুর ট্রেন যাত্রীরা।রাত্রি 11:44 নাগাদ বাঁকুড়া স্টেশনে ঢোকার কথা ১৮০১২ হাওড়া এক্সপ্রেসের। কি...
12/08/2025

হয়রানির শিকার হাওড়া চক্রধরপুর ট্রেন যাত্রীরা।

রাত্রি 11:44 নাগাদ বাঁকুড়া স্টেশনে ঢোকার কথা ১৮০১২ হাওড়া এক্সপ্রেসের। কিন্তু ওই ট্রেনটি আজ সকাল ৬.২০ নাগাদ বাঁকুড়া জংশনে ঢুকে। আর এতে এই ব্যাপক হয়রানির শিকার হয়েছে যাত্রীরা। কেউ কেউ বলেছেন "আদ্রা ডিভিশনের ট্রেন এমনিতেই লেট। তারপর এত লেট হলে তো আর কিছু বলার নেই।" এছাড়া একরাশ ক্ষোভের কথা বলেছেন যাত্রীরা। ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি প্রায়ই এই ট্রেনে সফর করি কলকাতা। এবং বেশিরভাগ দিন এই ট্রেনটি নির্দিষ্ট সময় থেকে ঘন্টাখানেক দেরিতে আসে।

বীর বিপ্লবী ক্ষুদিরাম বোস মাত্র ১৮ বছর বয়সে ১৯০৮ সালে আজকের দিনেই দেশকে স্বাধীন করার জন্য ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন। আ...
11/08/2025

বীর বিপ্লবী ক্ষুদিরাম বোস মাত্র ১৮ বছর বয়সে ১৯০৮ সালে আজকের দিনেই দেশকে স্বাধীন করার জন্য ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন। আমরা তার শহীদ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম।
ভারত মাতা কি জয়।

09/08/2025

ডাক্তার বাবুরা রোগীর জীবন বাঁচাতে শেষ চেষ্টা করে গেলেন এবং সফল হলেন।

ভয়াবহ রেল দুর্ঘটনা। তবে কোনো হতাহত হয়নি।চান্ডিল স্টেশনে কাছে দুটি মালগাড়ির গভীর রাতে মুখোমুখি ধাক্কা। এই ঘটনার ফলে পু...
09/08/2025

ভয়াবহ রেল দুর্ঘটনা। তবে কোনো হতাহত হয়নি।
চান্ডিল স্টেশনে কাছে দুটি মালগাড়ির গভীর রাতে মুখোমুখি ধাক্কা। এই ঘটনার ফলে পুরুলিয়া টাটানগর রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। জানা যাচ্ছে যাত্রীদের ভরসা বলতে এখন বাস বা পাবলিক গাড়ি।

05/08/2025

হরিগ্রাম সার্বজনীন দুর্গোৎসব সমিতির খুঁটিপূজা।

🙏 সিমা একজন নার্স এবং অত্যন্ত মেধাবী ছাত্রী। তার উজ্জ্বল ভবিষ্যৎ যেন অন্ধকারে হারিয়ে না যায়, সে জন্য আপনার সাহায্য প্র...
04/08/2025

🙏 সিমা একজন নার্স এবং অত্যন্ত মেধাবী ছাত্রী। তার উজ্জ্বল ভবিষ্যৎ যেন অন্ধকারে হারিয়ে না যায়, সে জন্য আপনার সাহায্য প্রয়োজন।
কোনও কারণে আর্থিকভাবে সাহায্য করা সম্ভব না হলে, দয়া করে এটি শেয়ার করুন — আপনার একটি শেয়ার আমাদের অনেকটাই উপকারে আসবে।

🙏 সীমার জন্য জরুরি সাহায্যের আবেদন 🙏

সীমা খাঁ বর্তমানে ডাঃ মালতী মণিপাল হাসপাতাল, ব্যাঙ্গালোরে ভর্তি রয়েছে।
ফুসফুসে মারাত্মক সংক্রমণের কারণে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এখন সে নিজে নিজে নিঃশ্বাস নিতে পারছে না এবং ভেন্টিলেশন সাপোর্টে রয়েছে।
হঠাৎ শারীরিক জটিলতা, অপারেশন এবং আইসিইউতে স্থানান্তরের কারণে চিকিৎসার খরচ প্রায় ₹১৮.৫ লক্ষ টাকায় দাঁড়িয়েছে।

ওনার পরিবার হিসাবে সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্ত
বর্তমানে আপনাদের মতো সহৃদয় মানুষের সহযোগিতা ছাড়া ওনাদের পক্ষে একা এই বোঝা বহন করা সম্ভব নয়।
আপনার ছোট্ট সহযোগিতাও ওনাদের জন্য অনেক বড় আশীর্বাদ হতে পারে।

📌 আপনি নিম্নলিখিত যেকোনো উপায়ে ওনাদের সাহায্য করতে পারেন:
✅ কিউআর কোড স্ক্যান করে
✅ সীমার বাবার অথবা দাদার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে
✅ বা নিচে দেওয়া যেকোনো UPI ID এর মাধ্যমে

🔹 ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ:

👤 নাম: সুমন্ত খাঁ
🏦 ব্যাংক: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)
🏢 শাখা: হরিগ্রাম গোয়েঙ্কা মোড়, পোষ্ট: কান্তাপাহাড়ি
💳 অ্যাকাউন্ট নম্বর: 31803057499
🔑 IFSC কোড: SBIN0009699

👤 সৌরভ খাঁ
💳 অ্যাকাউন্ট নম্বর: 32456508531
🏦 SBI,
IFSC: SBIN0009699

🔹 UPI আইডি সমূহ:
📲 subhadipbanerjee010@oksbi
📲 soumitrabanerjee055@oksbi
📲 souravkhan441@oksbi
📲 mamanikarkhan1983@oksbi
📲 8972717443-2@ibl

📍 ঠিকানা (প্রয়োজনে):
গ্রাম: জামবেদিয়া, ডাকঘর: কান্তাপাহাড়ি, থানাঃ ইন্দপুর,
জেলা: বাঁকুড়া, পশ্চিমবঙ্গ – ৭২২১৩৬

📞 যোগাযোগের নম্বর (যেকোনো তথ্য জানার জন্য):
9339756210 / 9002853751

আবেদন করেছেন: সৌমিত্র ব্যানার্জ্জী, শুভদীপ ব্যানার্জ্জী।

বাঁকুড়ার গর্ব রামকিঙ্কর বেইজের আজ প্রয়াণ দিবস। প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা।রামকিঙ্কর বেইজ যেদিন চলে গেলেন সেদিন...
02/08/2025

বাঁকুড়ার গর্ব রামকিঙ্কর বেইজের আজ প্রয়াণ দিবস। প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা।

রামকিঙ্কর বেইজ যেদিন চলে গেলেন সেদিনও আকাশ থেকে অঝোরে ঝরেছিল বৃষ্টি....
শান্তিনিকেতন ছেড়ে যাবার আগে অসুস্থ রামকিঙ্কর বললেন,“ যাচ্ছি শান্তিনিকেতন ছেড়ে। যাচ্ছি - কিন্তু আর ফিরব না। রবীন্দ্রনাথও আমার মত শান্তিনিকেতনে আর ফিরে আসেননি।”
চিকিৎসার জন্যে কলকাতা যাওয়ার তাঁর একদম মন ছিল না। কিন্তু ডাক্তারদের পরামর্শে তাঁকে একরকম জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। ভাইপো দিবাকর বন্ডে সই করে যাওয়ার অনুমতি দিয়েছিল।
প্রবাসী সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় ছেলেটিকে সেই কবে বাঁকুড়ার যোগীপাড়া থেকে শান্তিনিকেতনে এনেছিলেন। ভাল মাটির পুতুল গড়ত ছেলেটা। ছবি আঁকত। একদিন তাঁকে দেখে রামানন্দ চট্টোপাধ্যায় বলেছিলেন,“ যাবি আমার সঙ্গে শান্তিনিকেতন..? সেখানে সারাদিন ধরে শুধু ছবি আঁকবি। মূর্তি গড়বি।গান গাইবি। যাবি?”
ছেলেটি মাথা নেড়ে বলল, “ হ্যাঁ যাবো। ”
সেই শুরু..
রামানন্দ চট্টোপাধ্যায় সেই ছেলেকে শান্তিনিকেতনে নিয়ে এলেন। এরপর তাকে শিল্পাচার্য নন্দলালের হাতে সঁপে দিলেন। নন্দলাল সেই ছেলেটিকে বলেছিলেন, “ তুমি সবই জানো আবার এখানে কেন? আচ্ছা দু- তিনবছর থাকো তো।"
দু'তিন বছর নয় আমৃত্যু থেকে গেল রামকিঙ্কর এখানে।
রবীন্দ্রনাথ একদিন তাঁকে বলেছিলেন, “ শোন, কাছে আয়। তুই তোর মূর্তি আর ভাস্কর্য দিয়ে আশ্রম ভরিয়ে দে...একটা গড়বি, শেষ হলেই আরেকটা গড়বি। ”
ভরে গেল আশ্রম তাঁর গড়া কত ভাস্কর্যে... সাঁওতাল পরিবার, সুজাতা আরো কত বিখ্যাত ভাস্কর্যে।
মৃত্যুর দু দিন আগে তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন সত্যজিৎ রায়। সেদিন শিশুর মত ছাত্রের হাত ধরে তিনি বলেছিলেন, “ মানিক একটা রিকশা ডেকে আমাকে বাড়ি পৌঁছে দাও না...”
রামকিঙ্কর বাড়ি ফিরলেন কিন্তু জীবিত অবস্থায় আর ফিরলেন না!
রামকিঙ্কর ঠিকই বলেছিলেন, কলকাতায় গেলে তিনিও রবীন্দ্রনাথের মত আর ফিরবেন না!
কবি বিদায় নিয়েছিলেন ২২ শে শ্রাবণে আর ১৬ ই শ্রাবণে চলে গেলেন রামকিঙ্কর বেইজ..
শান্তিনিকেতনে তাঁর স্মরণ সভায় গান গাইতে উঠলেন মোহর অর্থাৎ কনিকা বন্দ্যোপাধ্যায়। গান গাইলেন কিঙ্করদার প্রিয় গান। কিঙ্করদা রক্তকরবী নাটকে বিশু পাগলের অভিনয় করেছিলেন। নাটকে এই গানটি গাইতেন। রক্তকরবীর সেই গান কনিকা গাইলেন, “ ও চাঁদ চোখের জলের লাগল জোয়ার দুখের পারাবারে...” গান শেষ করতে পারলেন না কনিকা। গলা বুজে এল। চোখ জলে ভেসে গেল। চোখের জলে জোয়ারে যে ভাসছে তখন শিল্পী ও শ্রোতা।
প্রয়াণদিনে আমাদের পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধাঞ্জলি..

কলমে ✒️ পিযূষ দত্ত
♦️তথ্যসূত্রঃ দেখি নাই ফিরে (সমরেশ বসু)

রামকিঙ্কর বেইজ-কে জানতে হলে অবশ্যই পড়ুন সাহিত্যিক সমরেশ বসুর লেখা বই দেখি নাই ফিরে ।

02/08/2025
30/07/2025

এদের জন্য পবিত্র স্থানগুলো অপবিত্র হয়ে যাচ্ছে।

Biswajit Bouri Runa Karmakar শুশুনিয়া ঐকতান Susunia oikatan Subham Singha Thakur Rajput Koushik Mandal Sandip Karmakar Niranjan Karmakar

Address

Susunia
Calcutta Bara Bazar
722132

Alerts

Be the first to know and let us send you an email when Dibaratrir Kabya দিবারাত্রির কাব্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dibaratrir Kabya দিবারাত্রির কাব্য:

Share