02/08/2025
বাঁকুড়ার গর্ব রামকিঙ্কর বেইজের আজ প্রয়াণ দিবস। প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা।
রামকিঙ্কর বেইজ যেদিন চলে গেলেন সেদিনও আকাশ থেকে অঝোরে ঝরেছিল বৃষ্টি....
শান্তিনিকেতন ছেড়ে যাবার আগে অসুস্থ রামকিঙ্কর বললেন,“ যাচ্ছি শান্তিনিকেতন ছেড়ে। যাচ্ছি - কিন্তু আর ফিরব না। রবীন্দ্রনাথও আমার মত শান্তিনিকেতনে আর ফিরে আসেননি।”
চিকিৎসার জন্যে কলকাতা যাওয়ার তাঁর একদম মন ছিল না। কিন্তু ডাক্তারদের পরামর্শে তাঁকে একরকম জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। ভাইপো দিবাকর বন্ডে সই করে যাওয়ার অনুমতি দিয়েছিল।
প্রবাসী সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় ছেলেটিকে সেই কবে বাঁকুড়ার যোগীপাড়া থেকে শান্তিনিকেতনে এনেছিলেন। ভাল মাটির পুতুল গড়ত ছেলেটা। ছবি আঁকত। একদিন তাঁকে দেখে রামানন্দ চট্টোপাধ্যায় বলেছিলেন,“ যাবি আমার সঙ্গে শান্তিনিকেতন..? সেখানে সারাদিন ধরে শুধু ছবি আঁকবি। মূর্তি গড়বি।গান গাইবি। যাবি?”
ছেলেটি মাথা নেড়ে বলল, “ হ্যাঁ যাবো। ”
সেই শুরু..
রামানন্দ চট্টোপাধ্যায় সেই ছেলেকে শান্তিনিকেতনে নিয়ে এলেন। এরপর তাকে শিল্পাচার্য নন্দলালের হাতে সঁপে দিলেন। নন্দলাল সেই ছেলেটিকে বলেছিলেন, “ তুমি সবই জানো আবার এখানে কেন? আচ্ছা দু- তিনবছর থাকো তো।"
দু'তিন বছর নয় আমৃত্যু থেকে গেল রামকিঙ্কর এখানে।
রবীন্দ্রনাথ একদিন তাঁকে বলেছিলেন, “ শোন, কাছে আয়। তুই তোর মূর্তি আর ভাস্কর্য দিয়ে আশ্রম ভরিয়ে দে...একটা গড়বি, শেষ হলেই আরেকটা গড়বি। ”
ভরে গেল আশ্রম তাঁর গড়া কত ভাস্কর্যে... সাঁওতাল পরিবার, সুজাতা আরো কত বিখ্যাত ভাস্কর্যে।
মৃত্যুর দু দিন আগে তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন সত্যজিৎ রায়। সেদিন শিশুর মত ছাত্রের হাত ধরে তিনি বলেছিলেন, “ মানিক একটা রিকশা ডেকে আমাকে বাড়ি পৌঁছে দাও না...”
রামকিঙ্কর বাড়ি ফিরলেন কিন্তু জীবিত অবস্থায় আর ফিরলেন না!
রামকিঙ্কর ঠিকই বলেছিলেন, কলকাতায় গেলে তিনিও রবীন্দ্রনাথের মত আর ফিরবেন না!
কবি বিদায় নিয়েছিলেন ২২ শে শ্রাবণে আর ১৬ ই শ্রাবণে চলে গেলেন রামকিঙ্কর বেইজ..
শান্তিনিকেতনে তাঁর স্মরণ সভায় গান গাইতে উঠলেন মোহর অর্থাৎ কনিকা বন্দ্যোপাধ্যায়। গান গাইলেন কিঙ্করদার প্রিয় গান। কিঙ্করদা রক্তকরবী নাটকে বিশু পাগলের অভিনয় করেছিলেন। নাটকে এই গানটি গাইতেন। রক্তকরবীর সেই গান কনিকা গাইলেন, “ ও চাঁদ চোখের জলের লাগল জোয়ার দুখের পারাবারে...” গান শেষ করতে পারলেন না কনিকা। গলা বুজে এল। চোখ জলে ভেসে গেল। চোখের জলে জোয়ারে যে ভাসছে তখন শিল্পী ও শ্রোতা।
প্রয়াণদিনে আমাদের পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধাঞ্জলি..
কলমে ✒️ পিযূষ দত্ত
♦️তথ্যসূত্রঃ দেখি নাই ফিরে (সমরেশ বসু)
রামকিঙ্কর বেইজ-কে জানতে হলে অবশ্যই পড়ুন সাহিত্যিক সমরেশ বসুর লেখা বই দেখি নাই ফিরে ।