30/10/2025
বিড়াল ভেবেছে বাঘকে।
২০২৫, এই বছরের ৪ঠা অক্টোবর, পেঞ্চ, মধ্যপ্রদেশে ঘটে এই অবিশ্বাস্য ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাজু নামের ৫২ বছর বয়সী একজন, গভীর রাতে মদের নেশায় টলমল অবস্থায়, একটা বাঘকে “বিড়ালের” মত আদর করছে।
রাজু টলতে টলতে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তখন সেখানে মাঝরাস্তায় দাঁড়িয়ে একটি পূর্ণাঙ্গ শাবক বেঙ্গল টাইগার, যেটা কাছের জঙ্গল–পেঞ্চ টাইগার রিজার্ভ থেকে ভুল বসত বেরিয়ে লোকালয় চলে আসে। কিন্তু কোনও ভয় না পেয়ে রাজু কাছে গিয়ে বিড়বিড় করে বলে, “সরে যা রে, পুষি” তারপর তার মাথায় আলতো করে হাত বোলাতে থাকে।
প্রায় ৫/১০ মিনিট তারা একসঙ্গে দাঁড়িয়ে ছিল — রাজু এমনকি তার মদের বোতলটা বাঘের দিকে বাড়িয়ে দেয়, যা বাঘটি সৌজন্য সহকারে উপেক্ষা করে। পরে বন দপ্তরের কর্মীরা স্পটলাইট ও হালকা ট্র্যাঙ্কুলাইজারের সাহায্যে বাঘটিকে রাত ৩টে নাগাদ জঙ্গলে ফিরিয়ে দিতে সফল হয়।
কেউ হতাহত বা আহত হয়নি।
#বাঁকুড়া_পুরুলিয়া