Dibaratrir Kabya দিবারাত্রির কাব্য

  • Home
  • India
  • KOLKATA
  • Dibaratrir Kabya দিবারাত্রির কাব্য

Dibaratrir Kabya দিবারাত্রির কাব্য ঘর থেকে মাঠে,
চায়ের দোকান থেকে রবিবারের হাটে।
সব জায়গায় গল্প শোনাবে,
দিবারাত্রির কাব্যে।

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতকে ফাইনালে নিয়ে যাওয়ার কান্ডারি। জেমিমা রডরিজেকে সকলে অভিনন্দন জানান, ভারতীয় দলকে অভিনন্দন জানা...
31/10/2025

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতকে ফাইনালে নিয়ে যাওয়ার কান্ডারি। জেমিমা রডরিজেকে সকলে অভিনন্দন জানান, ভারতীয় দলকে অভিনন্দন জানান। আজ ভারতীয় দল যা করলো তার জন্য অভিনন্দন যেন থেমে না থাকে 🙏💓

#বাঁকুড়া_পুরুলিয়া

30/10/2025

বিড়াল ভেবেছে বাঘকে।

২০২৫, এই বছরের ৪ঠা অক্টোবর, পেঞ্চ, মধ্যপ্রদেশে ঘটে এই অবিশ্বাস্য ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাজু নামের ৫২ বছর বয়সী একজন, গভীর রাতে মদের নেশায় টলমল অবস্থায়, একটা বাঘকে “বিড়ালের” মত আদর করছে।

রাজু টলতে টলতে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তখন সেখানে মাঝরাস্তায় দাঁড়িয়ে একটি পূর্ণাঙ্গ শাবক বেঙ্গল টাইগার, যেটা কাছের জঙ্গল–পেঞ্চ টাইগার রিজার্ভ থেকে ভুল বসত বেরিয়ে লোকালয় চলে আসে। কিন্তু কোনও ভয় না পেয়ে রাজু কাছে গিয়ে বিড়বিড় করে বলে, “সরে যা রে, পুষি” তারপর তার মাথায় আলতো করে হাত বোলাতে থাকে।

প্রায় ৫/১০ মিনিট তারা একসঙ্গে দাঁড়িয়ে ছিল — রাজু এমনকি তার মদের বোতলটা বাঘের দিকে বাড়িয়ে দেয়, যা বাঘটি সৌজন্য সহকারে উপেক্ষা করে। পরে বন দপ্তরের কর্মীরা স্পটলাইট ও হালকা ট্র্যাঙ্কুলাইজারের সাহায্যে বাঘটিকে রাত ৩টে নাগাদ জঙ্গলে ফিরিয়ে দিতে সফল হয়।

কেউ হতাহত বা আহত হয়নি।

#বাঁকুড়া_পুরুলিয়া

19/10/2025

শুশুনিয়া কর্মকার কালি কমিটির পুজো মন্ডপ সাজছে।

#বাঁকুড়া_পুরুলিয়া

১২ ঘন্টার মধ্যে চুরির কিনার করলো পুলিশ, গ্রেফতার করলো ২ অভিযুক্তকে।গতকাল সকালে( ১৬.১০.২০২৫) ঝাঁটিপাহাড়ি ফাঁড়ির ঝুঞ্জকা...
17/10/2025

১২ ঘন্টার মধ্যে চুরির কিনার করলো পুলিশ, গ্রেফতার করলো ২ অভিযুক্তকে।

গতকাল সকালে( ১৬.১০.২০২৫) ঝাঁটিপাহাড়ি ফাঁড়ির ঝুঞ্জকা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত তিনটি গ্রাম থেকে মোট ৩টি টোটো চুরির অভিযোগ জমা পড়ে। উক্ত ঘটনার লিখিত অভিযোগের ভিত্তিতে ছাতনা থানায় একটি চুরির মামলা রুজু করা হয়।

অভিযোগের ১২ ঘণ্টার মধ্যেই তদন্তে উঠে আসা দুই ব্যাক্তিকে গ্রেফতার করা হয় এবং মোট ৩টি চুরি যাওয়া টোটোসহ ১২টি ব্যাটারি উদ্ধার করা হয়। ধৃত দুই অভিযুক্তকে আজ পুলিশি হেফাজতের আবেদনসহ বাঁকুড়ার মহামান্য সদর আদালতে প্রেরণ করা হবে। বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।

বাঁকুড়া ও আশেপাশের ছবি বা ভিডিও তুলেছেন? 📸
লোকেশন ও নিজের নামসহ 𝙄𝙣𝙗𝙤𝙭 করুন—

ছবি সৌজন্য - Bankura District Police (ফেসবুক পেজ)
Jhantipahari Police OP

#বাঁকুড়া_পুরুলিয়া

16/10/2025

বিড়ালটি একটির পর একটি প্রশ্নের উত্তর দিচ্ছে। বিড়ালের কান্ড দেখলেই আপনি হতবাক হয়ে যাবেন। দেখুন পুরো ভিডিও।

#বাঁকুড়া_পুরুলিয়া

14/10/2025

পুলিশের মেয়েকে দিনের পর দিন ভয় দেখিয়ে ধর্ষন গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার অরবিন্দ মন্ডল ও তার বাবা।

সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর নাম করে কলকাতা পুলিশের এক নাবালিকা মেয়েকে বাড়িতে ডেকে তার গোপন ছবি তুলে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করত জনপ্রিয় ইউটিউবার অরবিন্দ মন্ডল ও তার বাবা। আর এই অভিযোগ পেতেই হাড়োয়া থানার পুলিশ বাবা এবং ছেলেকে গ্রেফতার করে।

#বাঁকুড়া_পুরুলিয়া

13/10/2025

এ যেন অলৌকিক ঘটনা। পুরো ভিডিও দেখুন।

#বাঁকুড়া_পুরুলিয়া

12/10/2025

৭১ বছরের বৃদ্ধ হয়ে উঠলেন ১৭ বছরের যুবক। ১৯৭২ সালের উচ্চ মাধ্যমিক ব্যাচের পুনর্মিলন হল অমরকানন দেশবন্ধু কলেজে।

#বাঁকুড়া_পুরুলিয়া

🔴 *দয়া করে পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন 🙏*📍 *বাঁকুড়া জেলার বড়জোড়া থানার অন্তর্গত পলাশডাঙ্গা গ্রামের বাসিন্দা* *সৌরভ কর...
09/10/2025

🔴 *দয়া করে পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন 🙏*

📍 *বাঁকুড়া জেলার বড়জোড়া থানার অন্তর্গত পলাশডাঙ্গা গ্রামের বাসিন্দা* *সৌরভ কর্মকার* *ব্রেন টিউমার* রোগে আক্রান্ত।
🏥 বর্তমানে সে *বেঙ্গালুরুতে চিকিৎসাধীন*, এবং ডাক্তারবাবুদের মতে — আগামী ৩ মাসের মধ্যে *অপারেশন না করলে* জীবন সংকটে পড়বে।

💰 চিকিৎসার মোট খরচ *প্রায় ৩ লক্ষ টাকা*, যা সৌরভের পরিবারের পক্ষে *জোগাড় করা অসম্ভব*।
👨‍👩‍👦‍👦 ওরা অত্যন্ত *গরিব শ্রেণির মানুষ* — প্রতিদিনের খাবার সংগ্রহ করাই যেখানে লড়াই, সেখানে এত বড় চিকিৎসার খরচ কিভাবে বহন করবেন!

❤️ *তাই আপনাদের সকলের কাছে হৃদয় থেকে আবেদন*,
আপনারা *যেভাবে পারেন, যতটুকু পারেন*, *সৌরভের পাশে দাঁড়ান*।
আপনার *একটা ছোট সাহায্যই ফিরিয়ে দিতে পারে একটি প্রাণ, একটি পরিবারে আলো।*

📢 দয়া করে পোস্টটি *শেয়ার করুন*, যাতে আরও মানুষের কাছে পৌঁছানো যায়।
আমরা সবাই একসাথে যদি এগিয়ে আসি, *তবে একটা জীবন সত্যিই বাঁচানো সম্ভব*।

📲 *পোস্টের সঙ্গে থাকা QR Code স্ক্যান করে আপনি যতটুকু পারেন সাহায্য করুন।*
📞 *যোগাযোগ:* সৌরভ কর্মকার – *8637864645*
পলাশডাঙ্গা বড়জোড়া বাঁকুড়া।

তথ্য- সৌরভ ভুই

#বাঁকুড়া_পুরুলিয়া

বিরাট কোহেলির সুন্দর ছবিটি একেছেন Jeet Karmakar বাঁকুড়া ও আশেপাশের ছবি বা ভিডিও তুলেছেন? 📸লোকেশন ও নিজের নামসহ 𝙄𝙣𝙗𝙤𝙭 কর...
08/10/2025

বিরাট কোহেলির সুন্দর ছবিটি একেছেন Jeet Karmakar

বাঁকুড়া ও আশেপাশের ছবি বা ভিডিও তুলেছেন? 📸
লোকেশন ও নিজের নামসহ 𝙄𝙣𝙗𝙤𝙭 করুন—


#বাঁকুড়া_পুরুলিয়া

06/10/2025

Address

Susunia
Kolkata
722132

Alerts

Be the first to know and let us send you an email when Dibaratrir Kabya দিবারাত্রির কাব্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dibaratrir Kabya দিবারাত্রির কাব্য:

Share