11/09/2023
আমি আসিফ বলছি। আমার পক্ষ থেকে একটি ম্যাসেজ সবাইকে পৌঁছে দিবেন।
আমি কাউকে নিয়ে হিংসা করি না, কারো জন্য আমার মন ছোট নয়। আমি মানুষ হিসেবে, আমার ভিতরে হাজার ত্রুটি রয়েছে। আস্তে আস্তে সব শুধরে নিবো ইনশা আল্লাহ। কেউ একদিনেই পারফেক্ট হয়ে উঠতে পারে না।
আমি যতদিন বেঁচে আছি, সবাইকে ভালোবেসে যাবো।আমার জবান থেকে কোনদিন কাউকে নিয়ে হিংসাত্মক কোন বক্তব্য পাবেন না।এটা আমার ওয়াদা...
আমি সাধারণ ঘরের, অতিসাধারণ একজন ছেলে।আপনি হাজার গালি দিয়েও, আমার মুখের মুচকি হাসিটা কেড়ে নিতে পারবেন না।😊বাজে মন্তব্যের বিপরীতে শুধু ভালোবাসাটাই পাবেন। আমি শুধু ভালবাসাটা বুঝি।আমার মনে কেন যেন শুধু ভালোবাসাটাই আসে!। আল্লাহ যেন এমন মনটাই আমার আজীবন রাখেন। দোয়া চাই সবার।♥️
✍️আবরারুল হক আসিফ ✍️