
14/12/2022
বছরের শেষ পর্বে এক অনন্য প্রাপ্তি ---
এপার ও ওপার বাংলার উল্লেখযোগ্য নাট্যদল #অনীক তাদের ২৫ তম #গঙ্গা_যমুনা_নাট্য_উৎসব -এ আমন্ত্রণ জানানোয় আমরা সম্মানিত বোধ করছি !!
আগামী রবিবার, ১৮-১২-২০২২ দমদম নাগেরবাজারে থিয়েএপেক্স মঞ্চে সন্ধ্যায় আমরা আমাদের একক নারী প্রযোজনা #জগতে_আনন্দযজ্ঞে উপস্থাপন করবো ।
এই সময়ের প্রথম সারির নাটককার শ্রী মৈনাক সেনগুপ্ত রচিত ও দেব বসু পরিচালিত প্রযোজনা অভিনয়ে সমৃদ্ধ করেছেন বর্তমান থিয়েটারের প্রতিভাবান অভিনেত্রী শ্রীমতী সুজাতা সরকার। আবহ ও আলোয় যথাযোগ্য মুন্সিয়ানা দেখিয়েছেন যথাক্রমে শ্রী অনুপ ধর এবং শ্রী সৈকত মান্না।
দর্শকদের আশীর্বাদধন্য #জগতে_আনন্দযজ্ঞে দেখার জন্যে আমাদের প্রিয় বন্ধুদের আমন্ত্রণ রইলো !