Cine Express

Cine Express Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cine Express, Video Creator, Calcutta Bara Bazar.

আমি ফেমিনিজমে বিশ্বাস করি না। 'নারী' শব্দটার মধ্যেই রয়েছে অগাধ শ্রদ্ধা। আমি সেই পুরুষদের সম্মান করি, যারা জানে একজন নারী...
20/07/2025

আমি ফেমিনিজমে বিশ্বাস করি না। 'নারী' শব্দটার মধ্যেই রয়েছে অগাধ শ্রদ্ধা। আমি সেই পুরুষদের সম্মান করি, যারা জানে একজন নারীকে কীভাবে সম্মান জানাতে হয়। - কোয়েল মল্লিক(অভিনেত্রী)

স্যানিটারি ন্যাপকিন একটা প্রয়োজনীয় জিনিস, মানুষ তো এমনিতেই কিনবে। তাহলে বিজ্ঞাপনে লাল রং ঢেলে, সেটাকে আলাদা করে বোঝানোর ...
20/07/2025

স্যানিটারি ন্যাপকিন একটা প্রয়োজনীয় জিনিস, মানুষ তো এমনিতেই কিনবে। তাহলে বিজ্ঞাপনে লাল রং ঢেলে, সেটাকে আলাদা করে বোঝানোর কী দরকার? - মমতা শঙ্কর, (অভিনেত্রী)

রাজনীতি আমার জন্য নয়, কিছুই বুঝি না! রাজনীতিতে টিকতে গেলে চামড়া মোটা করতে হয়।  - সৌরভ দাস, (অভিনেতা)
20/07/2025

রাজনীতি আমার জন্য নয়, কিছুই বুঝি না! রাজনীতিতে টিকতে গেলে চামড়া মোটা করতে হয়। - সৌরভ দাস, (অভিনেতা)

"রাস্তায় অনেক অসুস্থ মানুষ ঘুরে বেড়াচ্ছে, তাদের বদলানো আমার পক্ষে সম্ভব নয়। তাই একজন নারী হিসেবে আমার সতর্ক থাকা জরুরি, ...
20/07/2025

"রাস্তায় অনেক অসুস্থ মানুষ ঘুরে বেড়াচ্ছে, তাদের বদলানো আমার পক্ষে সম্ভব নয়। তাই একজন নারী হিসেবে আমার সতর্ক থাকা জরুরি, পোশাকের ব্যাপারে সচেতন হওয়া উচিত" - মমতা শঙ্কর (অভিনেত্রী)

19/07/2025

আজ ২০ জুলাই, রবিবার, ছুটির দিনেই ভাগ্য বদল ৭ রাশির! একগুচ্ছ সমস্যার হাত থেকে এবার মিলবে মুক্তি! দীর্ঘদিন ধরে যারা মানসিক সমস্যায় জড়িয়ে রয়েছেন তারা এবার সেই সমস্যার হাত থেকে মুক্তি পাবেন! তালিকায় আছেন নাকি আপনি?

18/07/2025

আজ ১৯ জুলাই, শনিবার, ভাগ্য আজ সঙ্গ দেবে এই ৫ রাশির! রয়েছে অর্থ প্রাপ্তির ব্যাপক সম্ভাবনা! অতীতের সমস্যা এবার মিটে যাবে চিরতরে! আজ আপনার দিনটা কাটবে কেমন?

🇧🇩 বাংলাদেশি বিজ্ঞানী প্রমিত ঘোষ রচনা করলেন ইতিহাস! 🔥🔬 ১৬৫ বছর পুরনো তাপ বিকিরণের সূত্র ভেঙে বিশ্ববিজ্ঞানকে চমকে দিলেন প...
18/07/2025

🇧🇩 বাংলাদেশি বিজ্ঞানী প্রমিত ঘোষ রচনা করলেন ইতিহাস! 🔥

🔬 ১৬৫ বছর পুরনো তাপ বিকিরণের সূত্র ভেঙে বিশ্ববিজ্ঞানকে চমকে দিলেন প্রমিত ঘোষ!

🧠 পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক প্রমিত এমন এক মেটাম্যাটেরিয়াল তৈরি করেছেন, যা আগে অসম্ভব মনে করা হলেও শোষণের চেয়ে বেশি তাপ বিকিরণ করতে পারে।

📡 এই আবিষ্কার বদলে দিতে পারে সোলার টেকনোলজি, ইনফ্রারেড সেন্সিং, ও হিট ট্রান্সফার সিস্টেমের ভবিষ্যৎ।

👏🏼 আমরা গর্বিত — এক তরুণ বাংলাদেশির হাতে ইতিহাসের রূপান্তর!

#বাংলারগর্ব

বিশ্বের দুই টেক জায়ান্ট বলেছেন— ভারত ছাড়া আধুনিক বিশ্ব কল্পনাই অসম্ভব! 🌍🇮🇳   এটা শুনে গর্ব হচ্ছে না? 💪
18/07/2025

বিশ্বের দুই টেক জায়ান্ট বলেছেন— ভারত ছাড়া আধুনিক বিশ্ব কল্পনাই অসম্ভব! 🌍🇮🇳 এটা শুনে গর্ব হচ্ছে না? 💪

17/07/2025

আজ ১৮ জুলাই, শুক্রবার, শ্রাবণ মাসের প্রথম দিনেই ভাগ্যের চাকা ঘুরবে ৬ রাশির! মহাদেবের কৃপায় চিরতরে দূর হবে দুঃখ দুর্দশা! ফুলে ফেঁপে উঠবে অর্থভাণ্ডার! তালিকায় আছেন আপনি?

17/07/2025

আজ ১৭ জুলাই, বৃহস্পতিবার

শ্রাবণ মাস শুরুর আগেই ভাগ্য বদল ৫ রাশির!

মহাদেবের কৃপায় নানান জটিলতার হাত থেকে মুক্তি পাবেন!

দূর হবে দুঃখ দুর্দশা!

যে কাজে হাত লাগাবেন তাতেই আসবে সফলতা!

তালিকায় আছেন তো?

চলুন দেখে নেওয়া যাক...

মেষ রাশি: আরামের মধ্যে দিয়ে কাটবে আজকের দিন। আর্থিক দিক থেকে রয়েছে উন্নতির সম্ভাবনা। পরিবারের সদস্যদের সঙ্গে কাটান সময়। এই কাজ করলেই সম্পর্ক হবে মজবুত। কর্মক্ষেত্রে হবে পদোন্নতি। বাড়বে বেতন। যদিও স্ত্রীর ব্যবহার আজ আপনার মানসিক চাপ কিছুটা বাড়িয়ে দিতে পারে।

প্রতিকার: সুস্বাস্থ্য বজায় রাখতে হলে পকেটে রাখুন লাল রঙে রুমাল।

বৃষ রাশি: আপনার অপ্রত্যাশিত মনোভাব আজ বৈবাহিক জীবনে তৈরি করবে জটিলতা। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া করবেন না বিনিয়োগ। বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন যারা তারা দেখবেন আর্থিক উন্নতির মুখ। কর্মক্ষেত্রে রয়েছে পদোন্নতির সম্ভাবনা। আজ যেতে পারেন ভ্রমণে।

প্রতিকার: বাড়ির বয়স্কদের সেবা করুন। এই কাজ করলেই প্রেম জীবন হবে মজবুত।

মিথুন রাশি: স্বাস্থ্য নিয়ে আজ থাকবে না কোনো রকমের চিন্তা। বন্ধুদের সঙ্গে খেলাধুলা করেই কাটবে আজকের দিন। রয়েছে আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা। বাড়ির ছোটখাটো কাজ এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েই আজ অনেকটা সময় হবে নষ্ট। প্রেম জীবন কাটবে আনন্দে।

প্রতিকার: সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে সর্বদা পকেটে রাখুন তামার মুদ্রা বা এক টুকরো তামা।

কর্কট রাশি: গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করে নিন। কর্মক্ষেত্রে আজ সহকর্মী এবং সিনিয়রদের কাছ থেকে পাবেন পূর্ণ সহযোগিতা। পরিবারের সদস্য কিংবা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে যেতে পারেন ঘুরতে। প্রেম জীবন ভরে উঠবে আনন্দে। বৈবাহিক জীবনে আবদ্ধ রয়েছেন যারা তাদের জন্যও আজকের দিনটি বেশ ভালো।

প্রতিকার: প্রেম জীবন আনন্দে ভরিয়ে তুলতে চাইলে অনামিকা আঙুলে পরুন সোনার আংটি।

সিংহ রাশি: দুর্দান্ত মেজাজ বজায় থাকবে আজ। অর্থ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করতে পারেন স্ত্রীর সঙ্গে। পারিবারিক জীবন ভরে উঠবে আনন্দে। জোর করে আজ কাউকে দিয়ে করাবেন না কোনো কাজ। কর্মক্ষেত্রে কাটবে দুর্দান্ত দিন। হাজারো ব্যস্ততার মাঝে আজ নিজের জন্য পেয়ে যাবেন অনেকটা সময়।

প্রতিকার: আর্থিক উন্নতির জন্য কপালে সাদা চন্দনের তিলক লাগান।

কন্যা রাশি: যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন মানসিক উত্তেজনা। কর্মক্ষেত্রে সহকর্মী আজ আপনার মূল্যবান জিনিস চুরি করতে পারেন। তাই সতর্ক থাকাই ভালো। পরিবারের সদস্যরা আপনাকে ইতিবাচক ভাবে সাড়া দেবে। কর্মক্ষেত্রে আজকের দিনটা খুব একটা ভালো কাটবে না। অযথা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময় নষ্ট না করাই ভালো।

প্রতিকার: প্রেম জীবন যদি আনন্দে ভরিয়ে তুলতে চান তাহলে আজ দুঃস্থ শিশুদের হাতে তুলে দিন মিষ্টি।

তুলা রাশি: চারিপাশের লোকেদের কাছ থেকে পাবেন সমর্থন। বাবা-মায়ের আশীর্বাদে আর্থিক সমস্যা মিটে যাবে চিরতরে। বাড়ির ছোট সদস্যদের সঙ্গে আনন্দ করে কাটাবেন আজকের দিন। অযথা সময় নষ্ট করবেন না বরং অবসর সময় অতীতের ফেলে রাখা কাজ সম্পন্ন করুন।

প্রতিকার: চাকরি এবং ব্যবসায় যদি উন্নতির মুখ দেখতে চান তাহলে মিথ্যে কথা বলা অবিলম্বে বন্ধ করুন।

বৃশ্চিক রাশি: বজায় থাকবে হাসি খুশি মেজাজ। অতিরিক্ত অর্থ অবশ্যই রাখুন নিরাপদ স্থানে। পারিবারিক সম্পর্ক আজ হবে মজবুত। অপ্রত্যাশিত রোমান্টিক প্রবণতা মন করে তুলবে আনন্দিত। অবসর সময় কাটবে বিনোদনের মধ্যে দিয়ে। আজ স্ত্রীর সঙ্গে যেতে পারেন ডিনার ডেটে।

প্রতিকার: ব্যবসা কিংবা কর্মজীবনে যদি উন্নতি করতে চান তাহলে প্রয়োজনীয় ব্যক্তিদের রক্তদান করুন।

ধনু রাশি: দীর্ঘদিনের অসুস্থতার হাত থেকে আজ মিলবে মুক্তি। অতীতে যদি কাউকে ঋণ দিয়ে থাকেন তাহলে আজ সেই টাকা পাবেন ফেরত। পরিবারের সদস্যরা আপনার জীবনে বিশেষ জায়গা দখল করবে। অপ্রত্যাশিত উৎস থেকে হবে অর্থ লাভ। ভালোবাসায় ভরিয়ে দেবে জীবন সঙ্গিনী।

প্রতিকার: প্রেম জীবন আনন্দে ভরিয়ে তুলতে চাইলে লক্ষ্মীনারায়ন মন্দিরে গিয়ে পুজো দিন।

মকর রাশি: আপনার ব্যক্তিত্ব আজ দুর্দান্ত কাজ করবে। কেটে যাবে নানান আর্থিক সমস্যা। পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন। এই কাজ করলে পারিবারিক সম্পর্ক হবে মজবুত। অবসর সময় কাটবে বই পড়ে। সঙ্গীর কাছ থেকে আজ পাবেন বিরূপ প্রতিক্রিয়া।

প্রতিকার: কর্মজীবনে উন্নতি পেতে চাইলে কেতুর বারোটি নাম জপ করুন।

কুম্ভ রাশি: নিজের প্রতি আজ বাড়বে বিশ্বাস। অপরিকল্পিত উৎস থেকে হবে অর্থ লাভ। ধর্মীয় স্থানে আজ কাটবে অনেকটা সময়। কেরিয়ারে হবে ব্যাপক উন্নতি। বাবা মায়ের অনুমতি ছাড়া করবেন না আজ কোনো কাজ। বৈবাহিক জীবন কাটবে আনন্দে।

প্রতিকার: জীবনের সকল সমস্যা যদি দূর করতে চান তাহলে ভগবানের উপর বিশ্বাস রাখুন।

মীন রাশি: ধৈর্য হারাবেন না কোনো পরিস্থিতিতেই। আর্থিক দিক থেকে রয়েছে উন্নতির সম্ভাবনা। ব্যবসায়ীরা দেখবেন আর্থিক লাভের মুখ। আজ নিজের জন্য অনেকটা সময় পেয়ে যাবেন। এ সময়টা যদি একান্তে কাটাতে পারেন তাহলেই কিন্তু মানসিক চাপ দূর হবে সহজেই। দাম্পত্য জীবন ভরে উঠবে সুখ শান্তিতে।

প্রতিকার: প্রেম জীবন আনন্দে ভরিয়ে তুলতে চাইলে আজ একে অপরকে উপকার হিসেবে দিন মুক্তা বা শঙ্খের তৈরি সামগ্রী।

15/07/2025

আজ ১৬ জুলাই, বুধবার, ভগবান গণেশের কৃপা আজ থাকবে বজায়! আর এতেই ভাগ্যের দ্বার উন্মোচন হবে ৬ রাশির! আর্থিক জটিলতা মিটবে চিরতরে! চিরতরে দূর হবে দুঃখ দুর্দশা! তালিকায় আছেন নাকি আপনি?

14/07/2025

আজ ১৫ জুলাই, মঙ্গলবার, বজরংবলীর কৃপা আজ মিলবে সহজেই! আর এতেই ভাগ্যের দুয়ার খুলে যাবে বেশ কিছু রাশির! চিরতরে দূর হবে অর্থ কষ্ট! তালিকায় কারা? আপনার দিনটা আজ কাটবে কেমন?

Address

Calcutta Bara Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Cine Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category