Bong comedy fatafati - বং কমেডি ফাটাফাটি

  • Home
  • India
  • KOLKATA
  • Bong comedy fatafati - বং কমেডি ফাটাফাটি

Bong comedy fatafati - বং কমেডি ফাটাফাটি নিয়মিত Love story গল্প পেতে পেইজটি ফলো করুন।
https://www.youtube.com/

https://yt.openinapp.co/ydot9
(1)

প্রতিদিন নতুন গল্পে আপনাদের মন আবার ভরিয়ে দেবো।
https://yt.openinapp.co/crsxb

👆 এই লিংকে আমাদের শর্ট ফিল্ম আছে, লাইক কমেন্ট ও subscribe করে পাশে থাকবেন ।
Sushruta films entertainment
চ্যানেলে
খুব নতুন দের দিয়ে কাজ ,পাশে থাকুন ভালো কিছু চেষ্টা করব।

আজ সকালে ট্রেনে টিটি উঠেছেন। ক'দিন ধরেই দেখছি সকালের আপ ট্রেনে টিটি উঠছেন টিকিট পরীক্ষার জন্য। বিনা টিকিটের যাত্রী হিসেব...
03/09/2025

আজ সকালে ট্রেনে টিটি উঠেছেন। ক'দিন ধরেই দেখছি সকালের আপ ট্রেনে টিটি উঠছেন টিকিট পরীক্ষার জন্য। বিনা টিকিটের যাত্রী হিসেবে কাউকে না কাউকে পেয়েই যান। তারপর ফাইন করেন। অবশেষে তারা ফাইন দিতে বাধ্য হয়।
আজকের ঘটনা একটু ব্যতিক্রম। উলুবেড়িয়া থেকে দুজন টিটি উঠলেন। ট্রেন চলতে শুরু করতেই দুজন টিটি এবার টিকিট দেখা শুরু করলেন। আমি জানি আমার কাছে এসেও টিকিট দেখতে চাইবেন। তাই মোবাইলে ইউ.টি.এস অ্যাপস থেকে মান্থলি টিকিট বের করে রাখলাম। কাছে এসে দেখতে চাইলে দেখাব। আজ আর আমার কাছ পর্যন্ত আসতে হলো না। তার আগেই ধরা পড়লেন একজন, তারপর শুরু হলো নাটক। বিনা টিকিটের যাত্রী হিসেবে যিনি ধরা পড়লেন, সেই ভদ্রলোকের বয়স হবে আনুমানিক চল্লিশের কাছাকাছি। যেমনি লম্বা তেমনি বিশাল মোটাসোটা। টিটি উঠেছেন সেই আঁচ পেয়ে ঘুমের ভান করে পড়ে রইলেন ভদ্রলোক। অবশ্য তার আগে মোবাইল নিয়ে কিছু ভিডিও মিডিও দেখছিলেন। টিটি এসে ভদ্রলোককে ডেকে বললেন,
-এই যে শুনছেন, আপনার টিকিটটা দেখান।
ভদ্রলোক চোখ বুজে পড়ে আছেন। তিন চার বার ডাকার পর সাড়া না দিতে টিটি তখন গায়ে টোকা দিলেন। উঁহু, অসাড়ের মতো পড়ে রইলেন ভদ্রলোক। টিটি বললেন, আদৌ ঘুমোচ্ছে তো? উপায় না দেখে টিটি ভদ্রলোককে ঝাঁকাতে লাগলেন জোরে জোরে। একটু কাত হয়ে চোখ মেলে এবার দেখলেন। টিটির সাথে শুভদৃষ্টি হতেই মেজাজ নিয়ে ভদ্রলোক বললেন,
-কী হয়েছে? এত ডাকাডাকি করছেন কেন? আমার বৌ আমাকে এত বার ঝাঁকায় না। আপনি আমাকে ঝাঁকাচ্ছেন? বসবেন তো বসুন না, ওদিকেও তো সীট আছে।
-আরে মশাই টিকিটটা দেখান।
ভদ্রলোক গভীর ভাবে টিটিকে নিরীক্ষণ করে বাম পকেটে হাত দিয়ে টিকিট না পেয়ে অন্য পকেটে হাত ঢোকালেন। সেখানেও টিকিট পেলেন না। তারপর জামার পকেট। অবশেষে টিকিট না পেয়ে বললেন,
-মনে হয় পকেট থেকে পড়ে গেছে।
টিটি বললেন,
-কোথায় যাবেন আপনি?
-খড়্গপুর।
-ওকে। দুশো আশি টাকা বের করুন।
ভদ্রলোক চোখ বড়ো বড়ো করে তাকালেন। তারপর খ্যাক খ্যাক করে হেসে বললেন,
-কি! দুশো আশি? টাকা কি গাছে ফলে নাকি? তাছাড়া আমি টিকিট কেটেছি। হারিয়ে গেলে আমি কি করব?
-অত কথা বুঝি না। টাকা বের করুন। অমন কথা অনেকেই বলে।
ভদ্রলোক একটু খুক খুক করে কেশে নিয়ে বললেন,
-আমি কি মিথ্যে বলছি নাকি?
টিটি জবাব দিলেন,
-মনে তো হচ্ছে তাই।
এবার ভদ্রলোক উঠে খাড়া হয়ে বসলেন। বললেন,
-আপনি যে টিটি সেটা আগে প্রমাণ করুন।
টিটি তখন গলায় ঝোলানো কার্ডটা এগিয়ে দিয়ে বললেন,
-এই যে দেখুন ।
ভদ্রলোক অট্টহাসির মতো হাসলেন। তারপর বলে বসলেন,
-ওটা যে আসল আমি কি করে বুঝব? আপনি নকল। দেশে এখন নকল টিটিতে ভরে গেছে। তাছাড়া ওরকম কার্ড আমারও আছে। আমি আপনাকে ফাইন দেব না।
ততক্ষণে আর একজন টিটি, তিনিও চলে এসেছেন। তিনি এসে বললেন,
-আর.পি.এফ কে ফোন করো। টাকা দিতে বাধ্য তখন।
ভদ্রলোকও কম যান না। বললেন,
-আমারও আর পি এফ আছে। আমিও কল করব।
এদিকে টিটি আর.পি.এফকে কল করতে শুরু করলেন। দুর্ভাগ্য। কল করে পেলেন না। একটু রেগে গিয়ে টিটি বললেন,
-আপনি বাগনানে নামুন। যা বলার অফিসে গিয়ে বলবেন।
ভদ্রলোক বললেন,
-আমি কেন নামব?
টিটি বললেন,
-না নামলে জোর করে নামাব।
এবার ভদ্রলোক খুব হাসছেন। হাসতে হাসতে বললেন,
-ক্ষমতা থাকে তো আমাকে নামান দেখি ? আপনাদের দুজনের ক্ষমতা আছে তো ? আমার ওজন কত জানেন? আপনাদের দুজনকে ওজন করলে যা হবে, তার থেকে দশ কেজি হলেও বেশি।
টিটি দুজনেই তখন চুপ। ট্রেনে সবাই তখন হাসছে। ইতিমধ্যে এক বয়স্ক লোক,উনি এবার মুখ খুললেন। টিটিকে বললেন,
-আরে ছেড়ে দিন না।
টিটি গেলেন রেগে। বললেন,
-আপনি তাহলে ভাড়াটা দিয়ে দিন।
-আমি? আমি কেন দেব? আপনারা যখন ছাড়বেন না, তখন আপনাদের ক্ষমতাটাই একটু দেখি। ক্ষমতা থাকলে ওনাকে নামিয়ে দেখান।
ততক্ষণে ট্রেন বাগনান স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে। একজন টিটি বললেন, ঠিক আছে মেচেদাতে আপনাকে নামাচ্ছি। বলে গেটের কাছে গিয়ে দাঁড়ালেন। ভদ্রলোক বললেন,
-ঠিক আছে। খড়্গপুরের আগে আমাকে নামাতে পারলে দুশো আশি কেন, আমি পাঁচশো আশি দেব। এক্সট্রা ফাইন যখন দেব ততক্ষণে আমি ঘুমিয়ে নিই। কেমন?
কলমে: সরজিৎ ঘোষ

মন দিয়ে গল্পঃ টা পড়ুন শিক্ষক (গম্ভীরভাবে): এই যে... তুমি, হ্যাঁ, তুমি ক্লাস থেকে বেরিয়ে যাও... ছাত্রীটি (হতবাক হয়ে এ...
02/09/2025

মন দিয়ে গল্পঃ টা পড়ুন
শিক্ষক (গম্ভীরভাবে): এই যে... তুমি, হ্যাঁ, তুমি ক্লাস থেকে বেরিয়ে যাও...

ছাত্রীটি (হতবাক হয়ে এদিক সেদিক তাকিয়ে): বুঝতে পারলাম না স্যার... কেন..?

শিক্ষক: আমি আর একবার বলছি, বেরিয়ে যাও...

ছাত্রীটি পুরো ক্লাসরুমের চারিদিকে তাকাল। সহপাঠীদের দিকেও তাকাল। তারাও অবাক, আশ্চর্য, হতবাক।
সে মাথা নত করে ধীরে ধীরে ক্লাস থেকে বেরিয়ে গেল।

শিক্ষক (হেসে): আচ্ছা বলতো- নিয়ম, নীতি, আইন কী কাজে লাগে... কেন সেসব তৈরি করা হয়েছে...

একজন: সমাজ নিয়ন্ত্রণ করতে...

আরেকজন: মানুষের অধিকার রক্ষা করতে...

আরেকজন: ন্যায়বিচার এর জন্যে...

আরও কয়েকজন উত্তর দিতে যাচ্ছিল।
শিক্ষক হাত তুলে তাদের থামিয়ে দিলেন।

শিক্ষক: আমি কি তোমাদের এক সহপাঠীকে একটু আগে ক্লাস থেকে বের করে দিয়ে তার প্রতি ন্যায় বিচার করলাম?

সকলে নির্বাক তবু মাথা নেড়ে বুঝিয়ে দিল যে অন্যায় হয়েছে তাদের সহপাঠীটির সাথে।

শিক্ষক: হ্যাঁ আমি অবিচার করেছি... তাহলে তখন তোমরা, তোমাদের কেউ কোন প্রতিবাদ করলে না কেন... কেউ আমাকে বাধা দেওয়ার চেষ্টাটুকু করলে না কেন... কেন তোমাদের সহপাঠীর প্রতি আমার করা অবিচার সহ্য করে নিলে... আমাকে কেন এই অন্যায়টা করতে দিলে...

শিক্ষক চুপ করে গেল। ক্লাসে শ্মশানের নিস্তব্ধতা।

শিক্ষক: দেখো, এইমাত্র তোমরা যা শিখলে তা ১০০ টা বই পড়ে বা ১০ টা ক্লাস করে কখনোই শিখতে না। বলে কেউ শেখাতে পারত না...

এখন তোমরা এটা অনুভব করলে, অভিজ্ঞতা থেকে শিখে ফেললে যে, এমনটা তোমাদের সাথে ঘটলে কেমন লাগবে... কী হবে...
দেখো, তোমরা প্রতিবাদ করোনি কারণ তোমরা কেউই আক্রান্ত হতে চাওনি...
❛ তোমাদের এই মনোভাব এবং মানসিকতা একদিন তোমাদের বিরুদ্ধে যাবে...
যদি তোমরা ভেবে থাকো- এতে আমাদের কী যায় আসে, আমাদের সাথে এমনটা তো হয়নি বা হবেও না...

তাহলে আমার এটা বলতে খুবই খারাপ লাগছে, সাথে সাথে দুশ্চিন্তা হচ্ছে যে, আজ তুমি অন্যের সঙ্গে হওয়া অন্যায় অবিচারের প্রতিবাদ যদি না করো... এমন একদিন আসতে পারে যেদিন তোমার সাথে ঘটে যাওয়া অন্যায় বা অপরাধের প্রতিবাদে তোমার পাশে তুমি কাউকে পাবে না... কেউ তোমার হয়ে দাঁড়াবে না... কোনরকম সাহায্য কারো কাছ থেকে পাবে না...

তাই, আমার সাথে হয়নি বলে আমরা পাশ কাটাতে পারি না, দায় এড়াতে পারি না। আমরা, মানুষেরা সামাজিক প্রাণী, একে অপরের সঙ্গে বাঁচি। আমাদের একে অপরের সাথেই থাকতে হবে। আনন্দ নয়, বেশি করে বিপদে আপদের সময়ে।

তখন ক্লাসে ফিসফিস ফিসফাস শুরু হল।

শিক্ষক: কেউ কিছু বলবে...

একজন: স্যার, আপনি ঠিক করেন নি...

আরেকজন (আরও জোরে): আপনি ওকে বিনা কারণে বের করে দিলেন কেন...

সবাই (একসাথে চিৎকার করে): স্যার, আপনি ন্যায়বিচার করেন নি... ন্যায়বিচার করেননি...

শিক্ষক হাত তুলে সবাইকে থামিয়ে
সেই ছাত্রীটিকে ক্লাসে ডেকে, সকলের সামনে তার কাছে ক্ষমা চেয়ে, তাকে তার জায়গায় বসতে বললেন।

শিক্ষক (দৃঢ়কন্ঠে): আজ আমি তোমাদের যা শেখালাম তা হল: তোমাদের প্রতিবাদ করার ক্ষমতা ও অধিকার নিয়ে। যা অন্যায়, অবিচারের বিরুদ্ধে এবং ন্যায় ও সুবিচারের পক্ষে প্রতিবাদী হয়ে উঠবে। তা সে নিজের জন্য হোক বা অপরের জন্যে।

ঠিক...

সমগ্র ক্লাস একসঙ্গে জোরালো কন্ঠে: ঠিক। ধন্যবাদ স্যার।

শিক্ষক সন্তুষ্ট চিত্তে সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাস থেকে, ঘন্টা পড়ার সাথে, বেরিয়ে গেলেন।
#রিপোস্ট

শিক্ষামূলক আচরণবিধি  জেনে নেওয়া উচিত– জীবনে সম্মান, সম্পর্ক ও আত্মসম্মান বজায় রাখার ৩০টি অভ্যাস :==১. কাউকে একসঙ্গে তিন...
01/09/2025

শিক্ষামূলক আচরণবিধি জেনে নেওয়া উচিত
– জীবনে সম্মান, সম্পর্ক ও আত্মসম্মান বজায় রাখার ৩০টি অভ্যাস :==
১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন করবেন না। কল রিসিভ না হলে ধরে নিন তিনি ব্যস্ত। ১০–১৫ মিনিট পর আবার চেষ্টা করুন।
২. ঋণ/ধার করলে অবশ্যই সময়মতো ফেরত দিন। যদি ঋণদাতা ভুলেও যান, তবুও ফেরত দিন বা এমনভাবে পুষিয়ে দিন যাতে তার মনে প্রশান্তি আসে।
৩. ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রাসঙ্গিক প্রশ্ন করবেন না – যেমন, “এখনও বিয়ে করো নাই কেন?” বা “বাড়ি কিনোনি কেন?”
৪. রাইড শেয়ার করলে বিল ভাগাভাগি করুন। আজ সে দিলে, কাল আপনি দিন।
৫. অন্যের কথা বলার সময় বাধা দেবেন না। কথা শেষ হলে নিজের মতামত দিন।
৬. মজা করার সময় খেয়াল রাখুন – যদি অন্যজন উপভোগ না করে, সাথে সাথে থামুন।
৭. কেউ ছবি দেখাতে ফোন দিলে শুধু সেই ছবি দেখুন, গ্যালারি স্ক্রল করবেন না।
৮. কথোপকথনের সময় ফোনে ব্যস্ত হবেন না। এটি অসম্মানের লক্ষণ।
৯. যা আপনাকে সরাসরি স্পর্শ করে না, তাতে না জড়ান। নিজের কাজেই মন দিন।
১০. অযাচিত উপদেশ দেবেন না। কেউ না চাইলে ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবেন না।
১১. সবার সাথে সম্মান দিয়ে কথা বলুন – হোক সে রিকশাওয়ালা বা আপনার অফিসের বস।
১২. কারো বেতন, ব্যবসা, চাকরি নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না।
১৩. কেউ পাসওয়ার্ড দিলে চোখ অন্যদিকে ঘুরিয়ে নিন।
১৪. ন্যূনতম সাহায্যের জন্যও ধন্যবাদ দিন।
১৫. উপকারের মূল্যায়ন করুন – ছোট হোক বা বড়।
১৬. বন্ধুত্বে সবসময় বড় আবদার আশা করবেন না।
১৭. সবসময় ফ্রি কিছু পাওয়ার আশা করবেন না।
১৮. কারো দোষ গোপন রাখুন, অপপ্রচার করবেন না।
১৯. হিংসা করবেন না। অন্যের সাফল্য দেখে অনুপ্রাণিত হয়ে নিজেও চেষ্টা করুন।
২০. মতভেদ হলে তর্ক না করে এড়িয়ে চলুন। ছোট-বড় সবার সাথে মাধুর্য্যপূর্ণ আচরণ করুন।
21. বন্ধুত্বে ঝগড়া হলে পেছনে তার বদনাম করবেন না।
22. কাউকে খোঁটা দিবেন না।
23. কম জানা বিষয়ে তর্কে জড়াবেন না।
24. কারো সম্মান নষ্ট করে কথা বলবেন না। ধর্ম বা জাতি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করবেন না।
25. যে আপনার উপদেশ মানবে না, তাকে উপদেশ দিয়ে সময় নষ্ট করবেন না।
26. সময়মতো প্রতিশ্রুতি রক্ষা করুন – কথা দিয়ে কথা রাখুন।
27. অন্যের ব্যক্তিগত জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করবেন না।
28. জনসমক্ষে কারো ভুল ধরিয়ে লজ্জা দিবেন না – প্রয়োজনে আলাদা করে বলুন।
29. শোনার অভ্যাস গড়ে তুলুন – শোনা অনেক সময় বলার চেয়ে বেশি শক্তিশালী।
30. দয়া ও সহমর্মিতা চর্চা করুন – মানুষ ভুল করলে সুযোগ দিন, কারণ একদিন আপনারও প্রয়োজন হতে পারে।

✍️:- সংগৃহীত তথ্য এবং ছবি ।

হাওড়া মেট্রো স্টেশন কে কে চেপেছেন হাওড়া থেকে #হাওড়া
01/09/2025

হাওড়া মেট্রো স্টেশন
কে কে চেপেছেন হাওড়া থেকে
#হাওড়া

31/08/2025

টাকা ধার
r
#কমেডি #দীঘা o

#হাসির #কমেন্ট #হাসি

This Video was only for fun. So don't take this video seriously.
I hope you enjoyed the video. Comment your best part of this video. Make sure you hit the subscribe button and like the video.
Keep supporting Team
Thank you❤️❤️

⚠️⚠️⚠️
** ANTI-PIRACY WARNING **
This content is Copyright to B**G COMEDY FATAFATI. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!

THANKS

একদিন এক ব্যাটা সৃষ্টিকর্তাকে বলল, আমার বউ কোনো কাজ করে না, খালি ঘুমায়। তুমি আমাকে আমার বউ বানায়া দাও। আর বউকে আমার কাজ ...
31/08/2025

একদিন এক ব্যাটা সৃষ্টিকর্তাকে বলল, আমার বউ কোনো কাজ করে না, খালি ঘুমায়। তুমি আমাকে আমার বউ বানায়া দাও। আর বউকে আমার কাজ দাও। সৃষ্টিকর্তা বললেন, তথাস্তু। পরদিন সকালে সে দেখল, সে তার বউ হয়ে গেছে আর তার বউ সে হয়ে গেছে। ঘুম থেকে উঠেই তার বউ সেজেগুজে গটগট করে অফিস চলে গেল। আর সে সকালে উঠে ঘর ঝাড়ু দিয়ে নাশতা বানিয়ে ছেলেকে স্কুলে দিয়ে এসে দুপুরের রান্না করল। তারপর গিয়ে কাপড় কাচল, রোদে শুকাল, ভাঁজ করল, ছেলেকে স্কুল থেকে আনল, বিকালে নাশতা বানালো, ছোট্ট ছেলেকে মাঠে খেলতেও নিয়ে গেল। সন্ধ্যায় রাতের খাবার বানাল। সবাইকে খেতে দিল। এসব করে করে এক দিনেই সে ক্লান্ত হয়ে গেল। কোনোমতে চার/পাঁচ দিন গেল। না পারতে সে সৃষ্টিকর্তাতে বলল, আমি আর পারতেছি না মালিক! আমাকে আমি বানায়া দাও। বউকে আবার আমার বউ বানায়া দাও। সৃষ্টিকর্তা বললেন, সে আর হয় না রে পাগলা! কাল রাতে তুই প্রে*গ্ন্যান্ট হয়ে গেছিস। ৯ মাস পর যোগাযোগ কর ব্যাটা!

আজ রামনগর স্টেশনের চিত্র  #দীঘা #রামনগর
31/08/2025

আজ রামনগর স্টেশনের চিত্র
#দীঘা
#রামনগর

কেমন লাগলো
30/08/2025

কেমন লাগলো

Aaj Digha te  #দীঘা
30/08/2025

Aaj Digha te
#দীঘা

30/08/2025

ওল্ড দিঘাতে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো
#দীঘা #কমেডি

30/08/2025

আজ দিঘা তে

30/08/2025

Aaj দীঘা তে
#দীঘা #কমেডি

Address

Kolkata
721152

Website

https://www.youtube.com/channel/UCJE6UYgiGkrqnry4Qjw4d-w

Alerts

Be the first to know and let us send you an email when Bong comedy fatafati - বং কমেডি ফাটাফাটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bong comedy fatafati - বং কমেডি ফাটাফাটি:

Share