AHM Official

AHM Official Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AHM Official, Video Creator, Calcutta Bara Bazar.

আমি একজন ভারতীয় নাগরিক �। সমসাময়িক ঘটে চলা বিষয়গুলো নিয়ে কনটেন্ট বানায় ও লেখালেখি করি সুতরাং এরকম নিত্যনতুন আপডেট পেতে আমার পেজটিকে ফলো করতে পারেন। ধন্যবাদ।

Congratulations l অভিনন্দন
31/05/2025

Congratulations l অভিনন্দন

মালদাঈদে বাড়ি ফিরছিলেন মালদার পরিযায়ী শ্রমিক সেখ সফি, চলন্ত ট্রেন থেকে পড়ে গঙ্গায় ডুবে মর্মান্তিক মৃত্যু!May 31, 202...
31/05/2025

মালদা

ঈদে বাড়ি ফিরছিলেন মালদার পরিযায়ী শ্রমিক সেখ সফি, চলন্ত ট্রেন থেকে পড়ে গঙ্গায় ডুবে মর্মান্তিক মৃত্যু!

May 31, 2025

মালদার মানিকচকের মথুরাপুর পাঠান পাড়া এলাকার সেখ সফি ,বয়স ২৮ , নামক এক পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর দুর্ঘটনায় নেমে আসে শোকের ছায়া। ঈদে বাড়ি ফিরছিলেন সেখ সফি। মুম্বাইয়ে মাস দেড়েক আগে শ্রমিকের কাজ করতে গেছিলেন তিনি। পরিবারের কথা ভাবেই ঈদের জন্য বৃহস্পতিবার ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন।

কিন্তু ফেরার পথে ফরাক্কা ব্যারেজ এলাকায় চলন্ত ট্রেন থেকে তিনি পড়ে যান এবং গঙ্গায় ডুবে মারা যান।
জানা গিয়েছে,সেখ সফির পরিবারে আছে স্ত্রী, দুই ছোট সন্তান, বৃদ্ধ মা ও এক ভাই। পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার জোটানোর জন্য তিনি বাইরে কাজ করতেন। তার এই আকস্মিক মৃত্যুতে তার পরিবার গভীর শোকে ভেঙে পড়েছে।


.

31/05/2025

বৌদিকে খুন করে কাটা মুন্ডু হাতে ঝুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ালেন দেওর! নৃশংস ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে

এক হাতে ধারালো অস্ত্র। অন্য হাতে এক মহিলার কাটা মুন্ডু। শনিবার সকালে এই অবস্থায় এক যুবককে ঘুরে বেড়াতে দেখে আঁতকে উঠেছিলেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বৌদিকে খুন করে কাটা মুন্ডু নিয়ে ঘুরছিলেন ওই যুবক। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর এই নৃশংস ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।অভিযুক্ত যুবকের নাম বিমল মণ্ডল।( ছবি ও তথ্য: আনন্দবাজার)l

13/04/2025

Breking news

সামসেরগঞ্জের ঘটনার মাস্টার মাইণ্ড থানার ওসি শিবপ্রসাদ ঘোষ গ্রেপ্তার । রক্ষক যদি ভক্ষক হন, তাহলে কী করা যেতে পারে?

মুর্শিদাবাদ ধুলিয়ান সামশেরগঞ্জ 3 মাস্টার মাইন্ড আরএসএস দাঙ্গাবাজ গ্রেপ্তার হয়েছে এবং তাদের বাড়ি তে অনেক আগ্নেয় অস্ত্...
13/04/2025

মুর্শিদাবাদ ধুলিয়ান সামশেরগঞ্জ 3 মাস্টার মাইন্ড আরএসএস দাঙ্গাবাজ গ্রেপ্তার হয়েছে এবং তাদের বাড়ি তে অনেক আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়েছে। বিজেপি নেতা মিলন ঘোষ, চুন্নু সিং, সামশেরগঞ্জ থানার ওসি শিবোপ্রসাদ ঘোষ ।

নেট টা চালু হতে দেন আসল খবর সব বাইরে আসবে।
কারা দাঙ্গা লাগিয়েছে? আরো সামনে বেরিয়ে আসবে? আরএসএস ক্যাডারদের শামসেরগঞ্জে কে ঢুকতে সহযোগিতা করেছে এবার আশা করি সবাই বুঝতে পারছেনl

13/04/2025

সামসেরগঞ্জ-ধুলিয়ান ও সুতি-অরঙ্গবাদে তল্লাশি চালিয়ে কেন্দ্রীয় বাহিনী বিজেপি নেতাকর্মীদের বাড়ি থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করে। একে-৪৭ও পাওয়া গেছে।
copy from Arjoo .uncle

13/04/2025
ওরা সোশ্যাল মিডিয়া দেখেনা, খবর দেখেনা তাই অনেক সুখ ও সম্প্রীতি নিয়ে এখনও বন্ধুত্ব বজায় রেখেছে❤️
13/04/2025

ওরা সোশ্যাল মিডিয়া দেখেনা, খবর দেখেনা তাই অনেক সুখ ও সম্প্রীতি নিয়ে এখনও বন্ধুত্ব বজায় রেখেছে❤️

11/04/2025

নিখোঁজ সংবাদ।
গতকালের ওয়াকফ বিল বাতিলের দাবিতে সমাবেশে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ।

নাম : আইজুল খান
গ্রাম : আঙ্গারিয়া
পোস্ট: বৈতল, থানা : জয়পুর, জেলা : বাঁকুড়া, পশ্চিমবঙ্গ ৭২২১৩৮
যোগাযোগ মোবাইল নাম্বার
9907095604

কেউ দেখে থাকলে নিকটবর্তী থানায় বা সরাসরি যোগাযোগ করতে পারেন।

11/04/2025

বিতর্কিত ওয়াকফ সংশোধিত আইনের বিরোধিতার কারণ:

১. এই বিতর্কিত আইনে বলা হয়েছে প্রতিটি ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য থাকবে। অশুভ উদ্দেশ্য। অথচ হিন্দু মন্দির, খ্রিস্টান গির্জা ও অন্য ধর্মের ট্রাষ্টে তো ভিন্ন ধর্মের মানুষের প্রবেশাধিকার নেই।
2. শত শত বছর ধরে যেসব মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ইত্যাদি আছে তার ডকুমেন্ট দেখাতে বলা হয়েছে। এটা সম্ভব নয়। ডকুমেন্ট দেখাতে না পারলে সেগুলো সরকার দখল করবে। আমাদের আশঙ্কা। অন্যদিকে, অন্য ধর্মের মানুষের ধর্ম স্থানের বৈধতা নিয়ে ডকুমেন্ট দেখানোর প্রয়োজন নেই। তাই এই বিধান বৈষম্যমূলক।
3. ওয়াকফ বোর্ডের ক্ষমতা খর্ব করা হয়েছে। এখন সরকার ইচ্ছা মতো তার এজেন্সি দিয়ে বোর্ডকে অকার্যকর করতে পারবে।
4. ওয়াকফ সম্পত্তি আমাদের নিজস্ব সম্পদ। সরকার দান করেনি। অন্য কোন ধর্মের লোক দান করেনি। বস্তুত ওয়াকিফ যে উদ্দেশ্যে দান করেছেন শুধু সেই উদ্দেশ্যে ব্যবহার করতে হবে।
5. আমাদের আশঙ্কা, বিজেপি এই সম্পদ যেকোন মূল্যে অধিগ্রহণ করার জন্য এই আইন প্রণয়ন করেছে। বিজেপি মুসলিম সম্প্রদায়ের স্বার্থে কাজ করবে একথা শুনে গাধাও হাঁসবে।
6. এই বিতর্কিত আইন শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মৌলিক অধিকার সংকুচিত করতে প্রণয়ন করা হয়েছে। এই আইন সংবিধানের ২১-৩০ ধারা লঙ্ঘন করে।
7. সংবিধানে মৌলিক অধিকার অলঙ্ঘনীয় বলা হয়েছে। যেহেতু এই বিতর্কিত আইনে আমাদের মৌলিক অধিকার সংকুচিত হয়েছে। তাই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ করছি। সেই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালতে মামলা করছি।

সংগৃহীত

Address

Calcutta Bara Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when AHM Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AHM Official:

Share

Category