25/07/2025
জীবনের প্রতি কোনায় কোনায় স্মৃতির আলাপন আঁকা।বড়ই অদ্ভুত এই জীবনের পাতাগুলি ।
আমরা যখন আগমন করি তখন আমরা ছিলাম অপরের মুখাপেক্ষী,তারপর সবকিছু পাওয়ার জন্য লড়াই শুরু করি, ময়দানে নেমে নিজস্বতার অস্তিত্ব খুঁজে পাই। চলে চলমান জীবনের চাওয়া পাওয়া। সুখ দুঃখ , আনন্দ বেদনার বেড়াজালে ঘেরা এক অস্তিত্বের ছন্দময় এই পার্থিব জগতের মাঝে নিজেকে বিলিয়ে দিতে হয় প্রতিটি মূহুর্তকে। চলে হিসাব মেলানোর পালা। মিল অমিলের পাতায় অঙ্ক কষে কাটাকুটি জীবনটাকে মিলিয়ে নিতে হয় পরকালের হিসাবের খাতায়। নিশ্চয়ই ধরা পড়ে জীবনের প্রতিটি ছবি। এখন কী আর করবে? সৎ কর্মের জন্য আনন্দ অশ্রু ঝরিয়ে আর ভুলের জন্য অনুশোচনার আগুন জ্বালিয়ে অনুতাপের অশ্রুতে ভাসিয়ে দিয়ে জীবন তরী পরপারের দিকে এগিয়ে চলতে গুছিয়ে নিতে হবে। এই তো ছিল জীবনের ছবি।
তারপর এক সময় কাউকে না জানিয়েই সবকিছু ছেড়ে অনন্তের পথে চলে যাই। সেদিন শুধু রবের ডাকে সাড়া দিয়ে চোখের কোণে দুফোঁটা পানি ঝরিয়ে বলব,ইয়া আল্লাহ তোমার প্রেমের ছোঁয়াতে তোমার ডাকে সাড়া দিয়ে এসেছি তোমার কাছে!
"নতুন করে নাও ওগো চির পুরাতন মোরে
নতুন বেশে এসেছি গো নতুন জীবন ডোরে!"
সেরিনা বেগম
২৫/০৭/২৫