12/06/2023
১৩ এপ্রিল ২০২৩ ভোর ৫টা নাগাদ ভাই (শিবু ঘোষ) সাইকেল নিয়ে দুর্গাপুর থেকে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করে অখন্ড ভারতের বার্তা নিয়ে। দীর্ঘ ৩২ দিনের যাত্রা শেষ করে অবশেষে কেদারনাথে পৌঁছায় ভাই (শিবু ঘোষ)। মনের অদম্য ইচ্ছে ও আত্মবিশ্বাস নিয়ে নিজের স্বপ্ন পূরণ করলো ভাই, বহুদিনের ইচ্ছে সাইকেল নিয়ে কেদারনাথ যাত্রা, অবশেষে ভাইয়ের স্বপ্ন পূরণ হল, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
মাত্র ৫২ দিনে! সাইকেল নিয়ে কেদারনাথ দর্শন করে ফিরল বাড়িতে শিবু ঘোষ
Welcome back Bhai❤️
জীবনে এমনি ভাবেই হার না মানা লড়াকু মনোভাব নিয়ে এগিয়ে চল তোর এই ইচ্ছা শক্তি এবং জেদের কাছে সকল খারাপ শক্তি হার মেনেছে, তাই তোর স্বপ্ন পূরণ হয়েছে তুই পেরেছিস তুই করেছিস ❤️❤️❤️❤️❤️
দুর্গাপুর তথা পশ্চিমবাংলার নাম উজ্জ্বল করেছিস তুই আমাদের গর্ব ❤️❤️❤️ তুই আমাদের কলেজের গর্ব
ভাই।।
আজ দুর্গাপুর আই টি আই কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ মহাশয় ভাই শিবু কে সম্বর্ধনা প্রদান করলেন।।