
14/12/2024
সত্যি বলতে তুমি ছেড়ে যাওয়ায় আমি যা যা শিখেছি বা শিখতে হয়েছে তার জন্য আমি ভগবানের কাছে অশেষ কৃতজ্ঞ। এমনকি তোমাদের সবার কাছেই। তুমি ফিরলে বোধহয় আমিও এভাবেই বলব অনেক না বলা কথা।
তোমাকে বারবার বলতাম এই যে তুমি বলো তুমি একাই সুখী। একা সুখী হওয়া যায় না মশাই। জীবনে সব অভাব কে মানিয়ে নেওয়া যায়। শুধু মনের মতো মানুষের একাকিত্ব সহ্য করা খুব কঠিন।
আমি আরও শক্ত হতে চাই। তবে এটাও দেখতে চাই তুমি কতদিন আমার দিক থেকে মুখ ফিরিয়ে একা শেষ জীবনে ভালো থাকতে পারো। আমার জীবনে আমি আর কাওকে চাইনা। তাই ফিরলে না হয়.......🙂