
03/07/2025
অবনীন্দ্রনাথের 'বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী' ভারতীয় শিল্পধারা ও নন্দন তত্ত্বের একটি আকরগ্রন্থ বিশেষ। নব্যবঙ্গীয় চিত্রকলার অগ্রদূত রূপে অবনীন্দ্রনাথ তাঁর সুগভীর উপলব্ধির কথা সহজ সরল ভাষায় বিবৃত করেছেন। এই গ্রন্থে শিল্পের ভাষা, সৌন্দর্যের তত্ত্ব, রূপ, ভাব, রসবোধ প্রভৃতি শিল্পের নানা গূঢ় তাত্ত্বিক বিষয়গুলি তিনি তাঁর অননুকরণীয় বৈঠকী ঢঙে বর্ণনা করেছেন। ভাষার জাদুকরি ও প্রকাশ ভঙ্গির মুন্সীয়ানায় নন্দন তত্ত্বের বিষয়গুলি পাঠকের কাছে উপভোগ্য হয়ে ওঠে। শিল্পী ও মন্ত্রদ্রষ্টা ঋষি রূপে অবনীন্দ্রনাথ এই গ্রন্থের প্রতি ছত্রে ছত্রে তাঁর অপূর্ব প্রতিভার ভাস্বর স্বাক্ষর রেখেছেন। অবনীন্দ্রনাথের প্রবন্ধগুলি তাই আমাদের কাছে তাঁর সার্ধশতবর্ষ অতিক্রম করে আজও ভীষণভাবে প্রাসঙ্গিক।
বাগেশ্বরী শিল্প প্রবন্ধমালা
অবনীন্দ্রনাথ ঠাকুর
মূল্য ₹699
সংগ্রহ করতে যোগাযোগ 7044302452 নম্বরে।।