10/08/2025
প্রথমবার ট্রেকে গিয়ে প্রায় হাজার ফুট উচ্চতায় মধ্যরাতে আবিষ্কার করেছিলাম, টেন্ট প্রচণ্ড দোলাচ্ছে অতিকায় কিছু একটা। গা ঘেঁষে যাচ্ছে এবং আসছে। সেদিনও বাইরে বৃষ্টি পড়ছিল। যাওয়ার পথে অজস্র পশু-কঙ্কালের উপর দিয়ে গেছি। প্রবল আতঙ্কে আমি প্রায় অজ্ঞান হয়ে গেছিলাম স্লিপিং ব্যাগের মধ্যে। ভাবলাম সেই কাহিনি লিখি। বেশ রোমহষর্ক হবে।
তবে এই মুহূর্তে সোমবার সাতসকালে ডুয়ার্স পিছনে ফেলে কলকাতার বৃষ্টি এবং জমা জল ঠেলে রুটিরুজির ধান্দায় বেরিয়ে মনে হচ্ছে, নাহ্, ভয় পেতে পেতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। রাগ হচ্ছে, ক্ষোভ বাড়ছে, মুঠো পাকাচ্ছি, কিন্তু কিছুতেই ভয় আর পাচ্ছি না।
অন্তরীপ, অগস্ট ২০২৫ (অলৌকিক অভিজ্ঞতার সত্যকাহিনি)
মূল্য: ৫০.০০ টাকা
প্রচ্ছদচিত্র: অর্ক চক্রবর্তী
সম্ভাব্য প্রকাশ: ১৬ অগস্ট, ২০২৫
---------------------------------------------------------------------------
ব্যক্তিগত অভিজ্ঞতাভিত্তিক সত্যকাহিনি, কাহিনিধর্মী প্রবন্ধ, সত্যসন্ধান, ভ্রমণের অলৌকিক অভিজ্ঞতা, অণুগল্প— জমজমাট অন্তরীপ অগস্ট, ২০২৫-এর বিশেষ সংখ্যাটি (অলৌকিক অভিজ্ঞতার সত্যকাহিনি) শীঘ্রই প্রকাশিত হবে। আপনার কপিটি সংগ্রহ করার জন্য আগাম অর্ডার করে রাখুন আপনার নিকটবর্তী সংবাদপত্র-বিক্রেতা ও ম্যাগাজিন বিক্রেতার কাছে। পত্রিকাটি পেতে কোনওরকম সমস্যা হলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে: +৯১৮৬১৭৭২৮৫০০, +৯১৭৬০২৬২০৮০০