Lottery Sambad

Lottery Sambad Established in 1992, Lottery Sambad has established itself as a household name in Lottery news and results.

We stand for Trust and Genuine Lottery news and results.

14/07/2025

RG Kar Case Update: আর জি কর দুর্নীতি মামলার চার্জগঠন... | Lottery Sambad Official |

আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে দুর্নীতি মামলা। আলিপুরের সিবিআই আদালতে চার্জ গঠন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। দুর্নীতি দমন আইনের ৪২০, ৪০৯, ৪৬৭, ৪৬৮ এবং ৭ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। বিচারপ্রক্রিয়া শুরু হবে আগামী ২২ জুলাই। প্রথম সাক্ষী হিসেবে তলব করা হয়েছে দুর্নীতির অভিযোগকারী দেবল ঘোষকে।

14/07/2025

Rain Update: নিম্নচাপ, মৌসুমী বাতাস, বৃষ্টিতে ভিজছে বাংলা | Lottery Sambad Official |

নতুন করে নিম্নচাপ, সঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু। শহর কলকাতা সহ বাংলার বিস্তৃর্ম অঞ্চলে রবি দুপুর থেকেই ঝড়ে চলেছে বৃষ্টি। সপ্তাহের প্রথম দিন মেঘলা আকাশ সহ দফায় দফায় বা একটানা বর্ষনের সম্ভাবনা রয়েছে বাংলায়। দু এক জায়গায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস আলিপুর আবহাওা অফিসের। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকাল মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের।

12/07/2025

Boeing 787 fuel cutoff crash: সামনে এলো ভয়াবহ দুর্ঘটনার রিপোর্ট | Lottery Sambad Official |

ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (AAIB)-এর প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকের উদ্দেশ্যে যাত্রার কিছু সেকেন্ডের মধ্যেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ (Boeing 787-8 Dreamliner)‑এর উভয় ইঞ্জিনের জ্বালানির 'ফুয়েল কাট-অফ' সুইচ অনিচ্ছাকৃতভাবে বন্ধ হয়ে যায়। ফলস্বরূপ, ইঞ্জিন দু’টি একসঙ্গে বন্ধ হয়ে যায় এবং বিমানটির তীব্র গতি হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। বিমানটি একটি মেডিক্যাল কলেজের হোস্টেলে ধাক্কা মারে — মৃত্যু হয় ২৬০ জনের (এর মধ্যে ২৪১ জন যাত্রী ও কর্মী, এবং ১৯ জন মাটিতে থাকা মানুষ)। কেবল একজন যাত্রী বেঁচে যান, যিনি একজন ব্রিটিশ-ভারতীয় নাগরিক।

12/07/2025

Delhi Seelampur: দিল্লিতে ফের ভবন বিপর্যয়! চলছে উদ্ধার অভিযান | Lottery Sambad Official |



শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ দিল্লির সিলামপুরের জনতা কলোনির গলি নম্বর ৫–এ একটি চারতলা ভবন হঠাৎ ভেঙে পড়ে। এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে — মৃতরা হলেন মতলুব (৫০) ও তাঁর স্ত্রী রাবিয়া (৪৬)। আহত হয়েছেন আরও অন্তত আটজন, যার মধ্যে একজন এক বছরের শিশু। উদ্ধারকাজে নামানো হয়েছে এনডিআরএফ, দমকল ও পুলিশের দল। এখন পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এলাকাটি সরু গলিতে হওয়ায় যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ধারকাজে বাধা এসেছে, ফলে হাতে করেই উদ্ধার কাজ চলছে। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই এটি দিল্লিতে দ্বিতীয় ভবন ধসের ঘটনা, যা রাজধানীর নির্মাণ নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।

12/07/2025

IIM Calcutta: এবার আইআইএম কলেজে চরম বর্বরতা | Lottery Sambad Official |

কসবার ল' কলেজের পর এবার ধর্ষণের অভিযোগ উঠল জোকার ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতাতে। সূত্রের খবর, যে ছাত্রীর সঙ্গে এই ঘটনা ঘটেছে তিনি ওই কলেজর ছাত্রী নন।
জানা গিয়েছে, ওই কলেজে গিয়েছিলেন তার এক বন্ধুর কাছে। হস্টেলে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেখান থেকে বেরিয়ে তিনি ঠাকুর পুকুর থানাতে যান কিন্তু আইআইএম হরিদেবপুর থানায় পরে। তাই নির্যাতিতাকে হরিদেবপুর থানায় নিয়ে যাওয়া হয়।

12/07/2025

শরীরের এই সংকেতগুলো মানেই হার্ট অ্যাটাক আসন্ন! | Lottery Sambad Official |

হার্ট অ্যাটাক কি হঠাৎ হয়? না! আমাদের শরীর আগে থেকেই কিছু সংকেত পাঠাতে শুরু করে।

এই ভিডিওতে আমরা জানবো হার্ট অ্যাটাকের ৫টি আগাম লক্ষণ —
যা আমরা অনেকেই এড়িয়ে যাই গ্যাস, ক্লান্তি বা বুকে চাপ ভেবে।
কিন্তু ঠিক সময়ে যদি এই উপসর্গগুলো চিনে নেওয়া যায়, তবে বাঁচানো যায় একটি জীবন।

এই ভিডিওটি দেখুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন।
সচেতনতা জীবন বাঁচাতে পারে।

📌 সাবস্ক্রাইব করুন এমন আরও স্বাস্থ্য সচেতন ভিডিওর জন্য।

#হার্টঅ্যাটাক
#স্বাস্থ্যসচেতনতা #বুকেরব্যথা
#শ্বাসকষ্ট #স্বাস্থ্যটিপস

12/07/2025

Dear Lottery: লটারি টিকিট বিক্রয়ে লক্ষ্মী লাভ | Lottery Sambad Official |

৬ টাকায় এক কোটি। এই রকমই ছয় টাকা দিয়ে টিকিট কেটে বিত্তবান হচ্ছেন রাজ্যের আনাচে কানাচের মানুষ জন। কিন্তু এই টিকিট বিক্রয় করেন যাঁরা, এমনই কয়েক জন টিকিট বিক্রেতার সঙ্গে লটারি সংবাদের প্রতিনিধি যোগাযোগ করেছিলেন।নিজেদের অভি়জ্ঞতার কথা তুলে ধরেন তাঁরা।


11/07/2025

বাঙালি শ্রমিকদের হেনস্থা,স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের | Lottery Sambad Official

দিল্লিতে কাজ করতে গিয়ে আটক বাঙালি পরিযায়ী শ্রমিকদের বর্তমান অবস্থা ঠিক কীরকম,তাঁদের কী বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই সংক্রান্ত রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। পাশাপাশি ওই পরিযায়ী শ্রমিকদের অবস্থান নিয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লির মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ রাখারও নির্দেশ দেয় আদালত। রাজ্যের মুখ্যসচিবকে সমগ্র বিষয়টি নিয়ে আদালতে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বুধবার কলকাতা হাই কোর্টে এই মামলার পরবর্তী শুনানি।

11/07/2025

West Bengal weather update: আগামী সপ্তাহে আবারও বৃষ্টি? | Lottery Sambad Official |

রোদের মুখ দেখেই শুরু হয়েছিল শুক্রের সকাল। কিন্তু তারপরই আবারও আকাশে মেঘের আনাগোনা ও এক পশলা বৃ্ষ্টি। এদিনও বঙ্গ আকাশে মেধ-বৃষ্টির লুকোচুরি চলছে।

তবে আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী নিম্নচাপ অঞ্চল কিছুটা দুর্বল হয়েছে। পশ্চিম দিকে সরেছে নিম্নচাপ। আপাতত শহর কলকাতা এবং দক্ষিণের বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টির প্রভাব কিছুটা হলেও কম থাকবে। ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে শুধু তিনটি জেলায়।

10/07/2025

Vidyasagar University controversy: ছাড় পেলেন না বিপ্লবীরাও... | Lottery Sambad Official

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস প্রশ্নপত্রে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ বলে উল্লেখ। এই বিতর্কের মুখে পড়ে দুই অধ্যাপককে পদ থেকে অব্যাহতি দিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বুধবার স্নাতক স্তরের ষষ্ঠ সেমেস্টারের ইতিহাস পরীক্ষা ছিল। সেখানে একটি প্রশ্ন ছিল— ‘মেদিনীপুরের তিন জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম কর, যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন?’ এই প্রশ্ন ঘিরেই শুরু হয় বিতর্ক।

#বিদ্যাসাগর #ইতিহাসবিতর্ক

10/07/2025

Islampur: ইসলামপুরে বাড়ি ফিরলেন নিখোঁজ কিশোর | Lottery Sambad Official |

হঠাৎ করে ফিরে আসার পর আপাতত দুদিন নিজের বাড়িতেই থাকবেন ইসলামপুরের নিখোঁজ নাবালক। ফিরে আসার পর তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। সেখান থেকেই তাঁকে ছয় ঘরিয়া গ্রামে নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে জানান নাবালকের দাদা আজাদ আলম।

#ইসলামপুর #নিখোঁজকিশোর

10/07/2025

Itahar, North Dinajpur: বস্তা বস্তা জাল টিকিট, ধৃত চার... | Lottery Sambad Official |

রাজ্যজুড়ে জাল লটারির রমরমার মধ্যে উত্তর দিনাজপুরের ইটাহারে মিলল স্তূপীকৃত জাল টিকিট। আটক চার ব্যক্তি।


Address

Calcutta Bara Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Lottery Sambad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lottery Sambad:

Share