Somtirthaa Tithi Bhattacharjee

Somtirthaa Tithi Bhattacharjee Life is only traveled once.Today’s moments becomes tomorrow’s memories. Enjoy every moment good or bad. Because the gift of life is life itself.

We are born & we are die in one day, We can change in just one day. Anything can happens in just only one day.

24/11/2025

মায়া-জড়ানো নামিল সাঁঝ,
হিমেল পরশ বুনেছে কাজ।
শীতের আমেজ রয় চুপি,
মন ভরে ওঠে সুখেতে ছুপি।

23/11/2025

ভাবনায় ভাবিত যত ভাবনাগুলো রয়,
সে তো সুন্দর শুধু ভাবনাতেই হয়....

22/11/2025

ক্লান্তি শেষে মন খোঁজে সেই প্রিয় অবকাশ,
একফালি রোদ আর মুক্ত হাওয়ায় নিঃশ্বাস।

WRITTEN BY SOMTIRTHAA TITHI BHATTACHARJEE (ARANYAMRITTIKA)এক নীরব সন্ধ্যায়, যখন শহরজুড়ে আলোর খেলা, তখন আমি কেবল একটি কথ...
19/11/2025

WRITTEN BY SOMTIRTHAA TITHI BHATTACHARJEE (ARANYAMRITTIKA)

এক নীরব সন্ধ্যায়, যখন শহরজুড়ে আলোর খেলা, তখন আমি কেবল একটি কথাই মনে মনে ভাবে; "এ কেমন বৈপরীত্য, এ কেমন দেশের ছবি!" সেই ছবিটিরই কিছু ঝলক সবার সামনে তুলে ধরতে চাই, যা একইসঙ্গে সুন্দর ও বিষাদের সুর বহন করে।

​এ এক অদ্ভুত দেশ। এখানে সমাজের মূল্যবোধগুলো যেন উল্টে গিয়েছে। যেখানে সামান্যতম জুতো বিক্রি হয় শীতাতপ নিয়ন্ত্রিত ঝলমলে ঘরে (এ.সি. রুমে) সর্বোচ্চ যত্ন সহকারে, সেখানে জ্ঞানের আধার, যুগ-যুগান্তরের বইগুলো পড়ে থাকে পথের ধারে, ধূলোমাখা ফুটপাতে। এই বৈষম্যের ঢেউয়ে ভেসে আসে আরও করুণ চিত্র। দুর্নীতিবাজ যারা, তাদের আস্তানা হয় পাঁচতলা আলিশান বিলাসবহুল বাড়ি, যেখানে আরাম আর ঐশ্বর্যের মেলা। আর যারা গুণীজন, জ্ঞানী ও প্রকৃত শিল্পী, তাদের স্থান হয় হয়তো একফালি গাছতলায় কিংবা সমাজের কোণায়।

​এই উল্টো রথের টান এতটাই তীব্র যে, দেশের ও রাজ্যের শাসনভার চলে যায় অশিক্ষিত বা অযোগ্য মানুষের হাতে, আর ডিগ্রিধারী, শিক্ষিত মানুষেরা বাধ্য হন সেই অশিক্ষিতদের পথ অনুসরণ করতে, তাদের দেখানো পথে চলতে। এ যেন এক মেধার অপমান, এক আলোর পরাজয়।

​তবে সবথেকে মর্মান্তিক হলো সেই গোপন সত্য, যা সবকিছুর নেপথ্যে রয়েই যায়।

যারা মন্দিরের সর্বোচ্চ পদে বসে আছেন, সেই পুরোহিতেরা—তাঁরা হয়তো খুব ভালো করেই জানেন যে, 'ভগবান' বলে আসলে বস্তুগত বা তাৎক্ষণিক কোনো প্রাপ্তিযোগ নেই।
​যারা হাত দেখেন, সেই হস্তরেখা বিশ্লেষকেরা—তাঁরাও খুব ভালো করে জানেন যে, হাতের রেখা কেবল চামড়ার ভাঁজ, এতে ভবিষ্যৎ লুকিয়ে নেই।
​ঠিক তেমনিভাবেই, যারা দেশ ও রাজ্যের শাসন-ব্যবস্থার কর্ণধার, তাঁরাও ভেতরে ভেতরে জানেন যে, এই দেশের ও রাজ্যের সাধারণ মানুষের জন্য 'স্বাধীনতা' বলে আসলে কিছুই অবশিষ্ট নেই। দেশটা যেন এক অলিখিত পরাধীনতার জালে বন্দী।

কিন্তু এই চরম সত্যটি কেউ স্বীকার করতে চান না—না পুরোহিত, না হস্তরেখা বিশ্লেষক, না শাসকবর্গ। কারণ, যদি সত্য প্রকাশিত হয়, যদি এই তঞ্চকতা বা ছলনার পর্দা সরে যায়, তবে যে তাঁদের সুপ্রতিষ্ঠিত ব্যবসাটাই চিরতরে বন্ধ হয়ে যাবে। তাই নীরবতাই এখানে সবচেয়ে বড় অস্ত্র।

এই বৈপরীত্যের খেলা, এই নীরব সত্যের ভার—সব মিলিয়ে একটি ছোট্ট পদ্য, যা মনের কথা বলে যায়....

জুতো যখন দামি, জ্ঞান কেবল পথচারী,
​ধনী তখন চালক, গুণী কেবল সহকারী।
​সত্যটা তাই আজও থাকে গোপন,
​কারণ এ পথেই চলে তঞ্চকতার জীবন।
​তবু আশা রাখি, একদিন এই ছবি হবে শেষ,
​যেখানে সত্য জিতবে, গড়বে এক নতুন দেশ।

এই উপাখ্যানটি কেবল একটি দেশের বা রাজ্যের নয়, এটি মানব সমাজের এক গভীর সমস্যার প্রতিচ্ছবি। আশা করি, একদিন এই বৈষম্যের অবসান ঘটবে এবং প্রকৃত মূল্যবোধ ফিরে আসবে, যেখানে জ্ঞানের কদর হবে সর্বোচ্চ।

17/11/2025

ভাতের থালা দূরে ঠেলে মোরা ভাতার তকমা দেহে মেখেছি,
'ভেতো' ছেড়ে 'ভাতা'তে আজ নতুন পরিচয় মোরা গড়েছি।

16/11/2025

আদিম ছোঁয়ায় ঘুমিয়ে আছে হাজার যুগের কথা,
​এই ধূলিকণায় বাঁচুক জীবন ও মুছুক মনের ব্যথা।

10/11/2025

কোটি তারার দীপ জ্বলে
অসীম আকাশ-কোণে,
​এ বিরাট সৃষ্টিতে মন কাঁপে
হারাই আপন মনে....

প্রকৃতির প্রেম-ভেলায়লেখনী: সোমতীর্থা তিথি ভট্টাচার্য্য (অরণ্যমৃত্তিকা)নিশীথ গহন রাতের বাদলধারায়,সুরাপানে নয়, অন্য নেশায়...
07/11/2025

প্রকৃতির প্রেম-ভেলায়

লেখনী: সোমতীর্থা তিথি ভট্টাচার্য্য (অরণ্যমৃত্তিকা)

নিশীথ গহন রাতের বাদলধারায়,
সুরাপানে নয়, অন্য নেশায় হয়েছে মন মাতোয়ারা।
এ এক সৌরভ, নয় কোনো সুরাসার,
প্রাণের গভীরে বাজে প্রেমের ঝঙ্কার।

​ভেসেছি শুধুই প্রকৃতির প্রেমে,
মাঝ দরিয়ায় এই প্রেমের ভেলায়।
যেন এক স্বপ্নতরী চলেছে ভেসে,
যেখানে জগৎ ভুলে শান্তি মেলে এসে।

​পাহাড়িয়ার বেশে শুধু প্রকৃতিকেই ভালোবেসে,
প্রতিটি ক্ষণে তার ছোঁয়া পেতে চাই।
চিরতরে সখী হতে, তার কাছে যেতে,
প্রকৃতির সাথেই সহিত হতে চাই।

​আমি যে মোহিত হয়েছে প্রকৃতির ওই,
অপরূপ মন মোহিনী শোভায়।
সেথা নেই কোনো ছল, নেই কোনো ব্যবধান,
শুধু অপার ভালোবাসা, শুধু পূর্ণ পরিত্রাণ।

​এই প্রেম অমর, এই নেশা মধুময়,
এখানেই জীবনের যত সুখ রয়।
তুমিই আমার প্রিয়, তুমিই আমার সব,
তোমাতেই বিলীন হোক মোর সকল অনুভব।

01/11/2025

উপোসে শরীর বাঁচে, রসনাতে লাগে তালা।
স্বপ্নেতে রাজ-ভোজ খাই, একাদশী মানতে বড় জ্বালা।

30/10/2025

সুকুমার রায়, তোমার হাস্যরসের ছোঁয়ায়,
বাংলা সাহিত্য আজও মুখর হয়ে রয়,
জন্মদিনে স্বশ্রদ্ধ প্রণাম জানাই তোমায়।

Address

Calcutta Bara Bazar

Telephone

+919433498344

Website

Alerts

Be the first to know and let us send you an email when Somtirthaa Tithi Bhattacharjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Somtirthaa Tithi Bhattacharjee:

Share