Somtirthaa Tithi Bhattacharjee

Somtirthaa Tithi Bhattacharjee Life is only traveled once.Today’s moments becomes tomorrow’s memories. Enjoy every moment good or bad. Because the gift of life is life itself.

We are born & we are die in one day, We can change in just one day. Anything can happens in just only one day.

21/06/2025

ইংরেজিতে b, d, p, q, 6, 9—এরা কি আসলে একই পরিবারের সদস্য? একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায়, এরা যেন যমজ। শুধু শুয়ে, বসে, দাঁড়িয়ে নানা পোজে ফটোশুট করেছে বলেই ওদের দেখতে আলাদা লাগে। আসলে ওরা সবাই একই অক্ষর ও সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ও নামে।

19/06/2025

বর্ষার মেঘে ঢাকা আকাশ যখন,
ইলিশের সুবাস ভাসে পবনে তখন।
রূপালি শস্য যেন জলেরই দান,
বাঙালির পাতে আনে স্বর্গীয় ঘ্রাণ।

18/06/2025

যদিও আকাশ আজ মেঘে ঢাকা ঘোর বরষায়,
তবুও দিনের আলোয় মন যেন কোথাও হারায়।
হৃদয় মাঝে জ্বালুক একটুকু আশার প্রদীপখানি,
দূর হোক সব গ্লানি আর বাজুক খুশির আগমনী।

17/06/2025

একলা দুপুর মেঘলা দিনে,
মন হারায় কোন্ স্মৃতির টানে।
বৃষ্টি পড়ে ঝমঝমিয়ে,
বিষাদের সুর বাজে আনমনে।

15/06/2025

বাবা মানে নির্ভরতা, এক বটবৃক্ষের ছায়া,
বাবা মানে পথচলার অটুট ভরসা।
বাবার হাতেই গড়া জীবনের প্রতিটা ধাপ,
বাবার স্নেহেই মোছা হয় সব ভুল-ভ্রান্তি আর তাপ।

14/06/2025

পরের লাগি যেচে বাঁশ যে খায়,
পরোপকারী নাম তারেই মানায়।
ষড়যন্ত্র সে তো অতি পুরানো যন্ত্র,
সার্ভিসিং ছাড়া চলাই শুধু তার মন্ত্র।

11/06/2025

ঘোর মেঘের ছায়ায় মন হারায়,
বৃষ্টির ছন্দে তৃষ্ণা মেটায়।
স্মৃতির ভেলায় ভাসে কত কথা,
মেঘলা দিনের মুগ্ধ নীরবতা।

10/06/2025

আকাশে হাসে পূর্ণিমার চাঁদ,
রূপালী আলোয় মোহিত হয় প্রাণ।
নিস্তব্ধ রাতে জাগে অনুরাগের সুর,
শান্তির পরশে মন হয় ভরপুর।

09/06/2025

আলো হয়ে এসো জ্ঞানের প্রদীপ জ্বেলে,
অন্ধকার দূর করে মনকে দাও মেলে।
শিক্ষার ছোঁয়ায় গড়ে উঠুক নতুন এক ভুবন,
হৃদয়ে জ্বলুক আলো ও সুন্দর হোক জীবন।

08/06/2025

গ্রীষ্মের রুদ্র প্রতাপে প্রাণ যায় যায়,
সূর্যের অগ্নিদহনে তৃষ্ণায় ছাতি ফাটে হায়।
কবে নামবে শান্তিধারা ও জুড়াবে ধরাতল,
অসহ্য এই দহনে হারাচ্ছে মনবল।

07/06/2025

কথার আলোয় পথ চিনি, কথাতেই আঁকি আল্পনা,
কথার তালে প্রাণ হাসে, কথাতেই যত কল্পনা।
বুকে জমে থাকা সব সুর, কথাতেই হয় ভাষা,
কথা আমার ধ্যানজ্ঞান, কথাতেই সব আশা।

Address

Calcutta Bara Bazar

Telephone

+919433498344

Website

Alerts

Be the first to know and let us send you an email when Somtirthaa Tithi Bhattacharjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Somtirthaa Tithi Bhattacharjee:

Share