Somtirthaa Tithi Bhattacharjee

Somtirthaa Tithi Bhattacharjee Life is only traveled once.Today’s moments becomes tomorrow’s memories. Enjoy every moment good or bad. Because the gift of life is life itself.

We are born & we are die in one day, We can change in just one day. Anything can happens in just only one day.

27/07/2025

আকাশ হাসে রঙের সাজে,
মন যে নাচে আলোর মাঝে।
আজ যেন সব আনন্দ মেলা,
প্রাণে লাগে খুশির ভেলা।

তোমার মতো উত্তম আর কে হবে এই ভবে,তোমার হাসি, তোমার চাহনি সর্বদা হৃদয়ে রবে।কতো ভালোবাসা দিয়েছো তুমি, কতো চোখের জল,সাদা-...
24/07/2025

তোমার মতো উত্তম আর কে হবে এই ভবে,
তোমার হাসি, তোমার চাহনি সর্বদা হৃদয়ে রবে।
কতো ভালোবাসা দিয়েছো তুমি, কতো চোখের জল,
সাদা-কালো পর্দার ওপারে তুমি চির সমুজ্জ্বল।
​তুমি মহানায়ক, তুমি কিংবদন্তী, বাঙ্গালীর প্রাণ,
তোমার অভিনয়ে মিশে আছে বাংলার গান।
তোমার রোমান্স, তোমার বিরহ, তোমার অভিনয়,
আজও প্রতিটি দর্শকের হৃদয়ে বাঁচে, লাগে না তো ভয়।
​অরুণ থেকে উত্তম হয়েছো, পেয়েছো নতুন পরিচয়,
তোমার মতো এমন প্রতিভাবান আর কী দেখা যায়?
তুমি চিরসবুজ, তুমি চিরনতুন, আজও সবার প্রিয়,
তোমার স্মৃতি আজও বাঙ্গালীর মনে, হৃদয়ের আলোয়।

20/07/2025

জন্মেই শুরু হয় মৃত্যুর পথে চলা,
জীবন সে শুধু এক ক্ষণিকের মেলা।
হাসি আর কান্নায় ঘেরা এ ভুবন,
শেষে মিশে যায় সব, এই তো মরণ।

19/07/2025

আকাশ ভেঙ্গে নামে শ্রাবণের ধারা,
ভিজে ওঠে মাটি ও মন হয় দিশাহারা।
বাদলের ছন্দে হৃদয়ে বাজে বিন,
শান্তির পরশে সব দুঃখ হয় লীন।

18/07/2025

জিভে জল আনা ঘ্রাণে মন ভোলে,
খাদ্য প্রেমে মন আমার সদাই দোলে।
স্বাদে মগ্ন আর তৃপ্তির হাসি মুখে,
ভোজন রসিক আমি থাকি চির সুখে।

শুভ্র শঙ্খ বাজে আঁকা আল্পনা পথ,আসে মা গো লক্ষ্মী জুড়াতে মনোরথ।কমল আঁখি মা ও স্নিগ্ধ সুধা হাসি,ছড়িয়ে দাও মা গো ধনে ধান...
17/07/2025

শুভ্র শঙ্খ বাজে আঁকা আল্পনা পথ,
আসে মা গো লক্ষ্মী জুড়াতে মনোরথ।
কমল আঁখি মা ও স্নিগ্ধ সুধা হাসি,
ছড়িয়ে দাও মা গো ধনে ধান্য রাশি।
পল্লব সাজানো আর দীপালি ঝলমল,
তোমার আগমনে সব ভরে উঠে জলস্থল।
কৃষকের ঘরে মা শস্যের গন্ধ আনে,
গৃহিণীর মুখে মা তৃপ্তির সুর টানে।
নাগরিক জীবনে অর্থ যাচিয়া ফেরে,
তোমার কৃপায় মা গো শান্তি ফিরে আসে।
শুধু তো ধন নয়, মনেরও সে ঐশ্বর্য,
যে গৃহে তুমি মা সে গৃহ তো পুণ্যতীর্থ।
পাঁচালীর ছন্দে মা যেনকথা কয়ে যাও,
কষ্টের মাঝে মা গো শান্তি এনে দাও।
অচেনা আঁধার পথ যে দেখাও তুমি,
তোমার চরণতলে জীবন যেন ধন্য ভূমি।
ধীরে ধীরে নামে রাত, জোনাকির আলো জ্বলে,
তোমারই মহিমা মা গো প্রতিটি পলে পলে।
প্রার্থনা করি মা সদাই রেখো এই স্নেহচ্ছায়া,
জনম জনম ধরে মা গো দিও শুধু অভয়া।

15/07/2025

পাণ্ডব কৌরব কুরুক্ষেত্র রণ,
ধর্মের ধ্বজা ওড়ে, হয় মহা ক্ষণ।
ত্যাগের শিখা জ্বলে, প্রেমের বাণী বয়,
গীতার বাণীতে জীবন পূর্ণ হয়।

14/07/2025

গল্পেরা ভাসে কথার টানে,
স্মৃতিরা দোলে হৃদয় বানে।
কথা ফোঁটে যেনো মূর্ত প্রাণ,
অন্তরে বাজে চিরন্তন গান।

12/07/2025

আষাঢ়ের মেঘলা দুপুর
শনিবারের বেলা,
হৃদয় ছুঁয়ে যায়
বৃষ্টির নিক্কন খেলা....

বন্ধুত্ব সে তো নয় শুধু কথা আর হাসি,এ যেন এক বাঁধন, যা চিরদিন ভালোবাসি।সুখে দুঃখে পাশে থাকা, হাতে রেখে হাত,আঁধার রাতে জ্...
11/07/2025

বন্ধুত্ব সে তো নয় শুধু কথা আর হাসি,
এ যেন এক বাঁধন, যা চিরদিন ভালোবাসি।
সুখে দুঃখে পাশে থাকা, হাতে রেখে হাত,
আঁধার রাতে জ্বলে ওঠা, এক উজ্জ্বল প্রপাত।
মনের গোপন ব্যথা, যা কেউ নাহি জানে,
বন্ধুই বোঝে সে কথা, গভীর অনুধানে।
এক ফোঁটা চোখের জল, শত অভিমান,
বন্ধুর ছোঁয়াতে সব, হয় যেন ম্লান।
স্বার্থের লেশমাত্র নেই, নেই কোনো চাওয়া,
শুধু ভালোবাসা দিয়ে, এক প্রাণ জুড়ানো।
ভুল হলেও পথ ভোলা, দেয় সে শুধরে,
নতুন করে বাঁচতে শেখায়, এক নির্ভীক সুরে।
হাসির আড়ালে ঢাকা, কত শত জ্বালা,
বন্ধুর চোখে পড়লেই, সব হয় হালকা।
হাজারো ভিড়ের মাঝে, সে এক চেনা মুখ,
যার কাছে গেলে মেলে, অনাবিল সুখ।
সময় গড়িয়ে যায়, বদলায় পৃথিবীর রং,
বন্ধুর ভালোবাসা রয়, চিরদিন অসঙ্গ।
এ শুধু সম্পর্ক নয়, এ এক আস্থার নাম,
বন্ধুত্বের আসল মানে, খুঁজে পাই অবিরাম।

10/07/2025

জ্ঞানের আলোয় জীবন ভরেছো,
সঠিক পথ দেখিয়ে হাত ধরেছো।
হৃদয় মাঝে আঁকা তোমারই ছবি,
গুরু চির নমস্য ও শিক্ষার রবি।

Address

Calcutta Bara Bazar

Telephone

+919433498344

Website

Alerts

Be the first to know and let us send you an email when Somtirthaa Tithi Bhattacharjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Somtirthaa Tithi Bhattacharjee:

Share