21/06/2025
ইংরেজিতে b, d, p, q, 6, 9—এরা কি আসলে একই পরিবারের সদস্য? একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায়, এরা যেন যমজ। শুধু শুয়ে, বসে, দাঁড়িয়ে নানা পোজে ফটোশুট করেছে বলেই ওদের দেখতে আলাদা লাগে। আসলে ওরা সবাই একই অক্ষর ও সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ও নামে।