21/07/2025
ডাক্তার Asfakulla Naiya দা লিখেছেন👇
আমি ধর্মতলা ,
আমি সব দেখেছি ।
পতাকা নিয়ে আন্দোলন হয়েছিলো ।
কয়েকজন মানুষ প্রাণ দিয়েছিলো ।
নুতন পতাকা তৈরি হয়েছিলো ।
যে অফিসারের অর্ডারে এতগুলো প্রাণ গিয়েছিলো ।
তিনি নুতন পতাকা ধরেই মন্ত্রী হয়েছিলো ।
আমি সব দেখেছি ।
পতাকা ছাড়া অনশন হয়েছিলো,
বিচার চেয়ে,মেলেনি ।
চাকরী হারানোর যন্ত্রণা বুকে শীতের রাত্রে
বাচ্চা নিয়ে মা কেঁদেছিল...কেউ শোনেনি ।
আমি সব দেখেছি ।
একদিকে দ্রোহের কার্নিভাল হয়েছিলো ।
অন্যদিকে উৎসব ।
ঐতিহ্য বাহী ট্রামের মৃত্যু ,শহরের শৈশব ,
ভদ্রলোকের আনাগোনা,চোর ডাকাতের তাণ্ডব ।
পতাকার সঙ্গে বিনা পতাকার যুদ্ধে
পতাকাবাহীরা পতাকা বদলেছে,
মিছিল বদলায়নি ,কেউ মরেছে কেউ জিতেছে ,
ক্ষমতার উৎস,প্রসার,বিস্তার ।আমি সব দেখেছি ।
নাটক,শাস্তি,প্রচার,ক্ষমতা,ভাঁওতা,যানজট,
আন্দোলন,মানুষের সমাগম ।সফল প্রেমিক,প্রেমিকা ব্যর্থলেখক,জীবন্ত ভালোবাসা,রাজা,মহারাজা ,
দোতলা বাস,বৃষ্টির রাতে হাতে হাত রেখে চলা
স্বামী স্ত্রী,ক্যাফেতে বসে কফি,ক্রীড়া প্রেমিক দের নাচ
কিন্তু হায়!
"ন্যায়" কোথাও হারিয়ে গেল অন্যায়ের ভিড়ে ....
না না হারায়নি,
"ন্যায়ের" কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি ।পুরো ধর্মতলা জুড়ে মুখ লুকিয়ে কোনও এক কোণে বসে কাঁদছে ।খুঁজে বের করো ।যদি পারো ।
আমি দেখেছি ।হারতে,জিততে,হারাতে 🙏🙏
...............Asfakulla Naiya,21st July ,2025