White politics-Back Up

White politics-Back Up White politics official পেজের ব্যাক আপ পেজ�
(210)

দিন শেষে এই ইনবক্স গুলোই প্রাপ্তি❤️ নদীয়া জেলার নাকাশিপাড়ার পাটপুকুরের বাসিন্দা মেফুজ হোসেন খান ভাই অনেকদিন আগে EWS সা...
21/07/2025

দিন শেষে এই ইনবক্স গুলোই প্রাপ্তি❤️ নদীয়া জেলার নাকাশিপাড়ার পাটপুকুরের বাসিন্দা মেফুজ হোসেন খান ভাই অনেকদিন আগে EWS সার্টিফিকেট আবেদন করেন তারপর ADM লেভেল বহুদিন ধরে পেন্ডিং... আমাদের জানায় আমরা White Politics স্টাইলে গাইড করি এবং নিচে👇

21/07/2025

"যেমন খুশি তেমন সাজো" আজকের প্রোগ্রামে এটা বেস্ট🥱😀🤣

21/07/2025

শহীদ দিবস বলে কথা একটু তো নাচ হবেই😊
এটাই সংস্কৃতি 😊

21/07/2025
⭕ভাবতা বটতলার রিজিয়া সুলতানার সিজারের জন্য ইমার্জেন্সি AB+পজেটিভ রক্ত লাগবে বলে উনার বাড়ির লোক এক ভাইয়ের সাথেযোগাযোগ ...
21/07/2025

⭕ভাবতা বটতলার রিজিয়া সুলতানার সিজারের জন্য ইমার্জেন্সি AB+পজেটিভ রক্ত লাগবে বলে উনার বাড়ির লোক এক ভাইয়ের সাথে
যোগাযোগ করে।
সেই ভাই তৎক্ষণাৎ ভাবতার পেশায় সিভিক পুলিশ নুর ইসলাম শেখের সঙ্গে যোগাযোগ করে(সিভিক ভাই একজন রক্তযোদ্ধা) ।
নুর ইসলাম এক কথায় রাজি হয়ে যায়, এবং বহরমপুর ব্লাড ব্যাংকে গিয়ে তার শরীরের মূল্যবান এক ইউনিট রক্ত পেশেন্টের পরিবারের হাতে তুলে দেয়। সিভিক পুলিশ নুর ইসলাম ভাইয়ের মতো সুন্দর মনের মানুষ এই পৃথিবীতে আছে বলেই এই পৃথিবীটা এত সুন্দর রক্ত যোদ্ধা নুর ইসলাম শেখ কে জানাই লাখো কোটি রক্তিম অভিনন্দন❤❤❤
এই ছেলে টি ভাবতা বাড়ি। পেশায় সিভিক এবং প্রচন্ড পরিশ্রমি। যখন ই রক্তের জন্য আবেদন করা তখন ই দেয়।
এইভাবেই একে অপরকে বিপদের সময়ে রক্ত দিয়ে পাশে থাকুন এবং উৎসাহিত করুন✅👇

21/07/2025

40% বেকারত্ব গুছিয়েছি মানে প্রতি গ্রামে 100 ছেলে মেয়ের মধ্যে 40 জনের চাকরি হয়েছে । আপনাকে মিথ্যাশ্রী উপাধি দেওয়া উচিত।

যে যেদিক থেকে পাচ্ছে শুধু তুলে নিচ্ছে😊 এগিয়ে বাংলা🔥🔥
21/07/2025

যে যেদিক থেকে পাচ্ছে শুধু তুলে নিচ্ছে😊 এগিয়ে বাংলা🔥🔥

21/07/2025

শিক্ষা নিয়ে কোনো কথা নেই, স্কুল নিয়ে কোনো কথা নেই, নিয়োগ নিয়ে কোনো কথা নেই,স্বাস্থ্য নিয়ে কোনো কথা নেই🥱🥱
জয় বাংলা🔥🔥

21/07/2025

ডাক্তার Asfakulla Naiya দা লিখেছেন👇
আমি ধর্মতলা ,
আমি সব দেখেছি ।

পতাকা নিয়ে আন্দোলন হয়েছিলো ।
কয়েকজন মানুষ প্রাণ দিয়েছিলো ।
নুতন পতাকা তৈরি হয়েছিলো ।
যে অফিসারের অর্ডারে এতগুলো প্রাণ গিয়েছিলো ।
তিনি নুতন পতাকা ধরেই মন্ত্রী হয়েছিলো ।

আমি সব দেখেছি ।
পতাকা ছাড়া অনশন হয়েছিলো,
বিচার চেয়ে,মেলেনি ।
চাকরী হারানোর যন্ত্রণা বুকে শীতের রাত্রে
বাচ্চা নিয়ে মা কেঁদেছিল...কেউ শোনেনি ।

আমি সব দেখেছি ।
একদিকে দ্রোহের কার্নিভাল হয়েছিলো ।
অন্যদিকে উৎসব ।
ঐতিহ্য বাহী ট্রামের মৃত্যু ,শহরের শৈশব ,
ভদ্রলোকের আনাগোনা,চোর ডাকাতের তাণ্ডব ।

পতাকার সঙ্গে বিনা পতাকার যুদ্ধে
পতাকাবাহীরা পতাকা বদলেছে,
মিছিল বদলায়নি ,কেউ মরেছে কেউ জিতেছে ,
ক্ষমতার উৎস,প্রসার,বিস্তার ।আমি সব দেখেছি ।

নাটক,শাস্তি,প্রচার,ক্ষমতা,ভাঁওতা,যানজট,
আন্দোলন,মানুষের সমাগম ।সফল প্রেমিক,প্রেমিকা ব্যর্থলেখক,জীবন্ত ভালোবাসা,রাজা,মহারাজা ,
দোতলা বাস,বৃষ্টির রাতে হাতে হাত রেখে চলা
স্বামী স্ত্রী,ক্যাফেতে বসে কফি,ক্রীড়া প্রেমিক দের নাচ
কিন্তু হায়!
"ন্যায়" কোথাও হারিয়ে গেল অন্যায়ের ভিড়ে ....
না না হারায়নি,

"ন্যায়ের" কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি ।পুরো ধর্মতলা জুড়ে মুখ লুকিয়ে কোনও এক কোণে বসে কাঁদছে ।খুঁজে বের করো ।যদি পারো ।

আমি দেখেছি ।হারতে,জিততে,হারাতে 🙏🙏
...............Asfakulla Naiya,21st July ,2025

কোচবিহার জেলার ৯ নং বিধানসভা কেন্দ্রের তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত ধলপল থেকে নাগুরহাট যাওয়ার জন্য এই সেতুটি বিগত ২০১...
21/07/2025

কোচবিহার জেলার ৯ নং বিধানসভা কেন্দ্রের তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত ধলপল থেকে নাগুরহাট যাওয়ার জন্য এই সেতুটি বিগত ২০১৯ সালে কাজ শুরু হয় যেটি সম্পূর্ণ হওয়ার কথা ছিলো ২০২১ সালে । কিন্তু ৭ বছর হয়ে গেলো শুধু পিলার হয়েছে প্রায় ৫ বছর থেকে কাজ বন্ধ রয়েছে ।
Mamata Banerjee

21/07/2025

নাবালিকার বিয়ে রুখে দিল খড়গ্রাম থানার সাহসী পুলিশ — গ্রেফতার ৩ ✅

মহিষার গ্রামে নির্ধারিত বয়সের আগেই একটি মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা চলছিল।
গোপন সূত্রে খবর পেয়ে পৌঁছে যায় পুলিশ,
বন্ধ করে দেয় বাল্যবিবাহ।
বাবা-মাসহ ৩ জনকে গ্রেফতার করে কড়া বার্তা দেয় — "বাল্যবিবাহ নয়, শিক্ষাই হোক মেয়ের ভবিষ্যৎ"।

নাবালিকাকে নিরাপদে হোমে পাঠানো হয়েছে সরকারি নিয়ম মেনেই।
জেলা পুলিশের এহেন দৃঢ় পদক্ষেপ আমাদের সমাজে বাল্যবিবাহ বন্ধের লড়াইকে আরও এক ধাপ এগিয়ে দিল।

কুর্নিশ খড়গ্রাম থানার পুলিশকে।
এই সচেতনতা ও সাহসিকতা সমাজ বদলের দিশা দেখায়।

বন্ধ হোক বাল্যবিবাহ, জাগুক জনতা,
বাড়ুক সাহস, গড়ে উঠুক সুরক্ষিত ভবিষ্যৎ।

Address

Calcutta Bara Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when White politics-Back Up posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share