Sojasapta-সোজা সাপ্টা

Sojasapta-সোজা সাপ্টা যেখানে চিন্তার স্বাধীনতা দুর্লভ, সেখ?

সোজাসাপ্টা সব সময় চেষ্টা করে বস্তুনিষ্ঠ লেখা উপস্থাপন করার । আমরা চেস্টা করি আপনার জানা এবং অজানা বিষয় গুলো আর সুন্দর ভাবে উপস্থাপন করতে। আমরা সব সময় চেষ্টা করি মৌলিক ও সত্যনিষ্ট তথ্য দেবার জন্য। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ

06/11/2024

এক অস্থির জেনারেশন তৈরি করছি আমরা। বিলিভ অর নট এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই। এদের আদর্শিক কোনো এমবিশান নাই। পবিত্র কোনো মিশন নাই।

এরা বই পড়ে না, নিউজপেপার পড়ে না। আউটডোর খেলাধুলায়ও এদের অনীহা।

এরা রৌদ্রে হাঁটতে পছন্দ করে না। বৃষ্টিতে ভিজতে চায় না। কাঁদামাটি, ঘাস, লতাপাতায় এদের এলার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে।
এরা অস্থির। প্রচণ্ডরকম অস্থির এক জেনারেশন।

এরা অপরিচিত সিনিয়রদের সম্মান দেবে না। পাশ কাটিয়ে হনহন করে চলে যাবে। অথবা গা ঘেষে পা পাড়া দিয়ে চলে যাবে। সরি বলার টেণ্ডেন্সি এদের মধ্যে নাই। এরা অনর্থক তর্ক জুড়ে দেবে। না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতাবোধ। এদের উদ্ধত আচরণ, সদম্ভ চলাফেরায় আপনি ভয়ে কুকড়ে যাবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেই বিপদ, নাজেহাল হওয়ার সম্ভাবনা অধিক।

আপনি পাব্লিক বাসে চড়ছেন, দেখবেন খালি সীটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে। আপনাকে ধাক্কাটাক্কা দিয়ে সটান বসে পড়বে। তার বয়সের দ্বিগুন এই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তেমন কিছু করার থাকে না।

বলছিলাম এই জেনারেশনের কথা। সবচেয়ে ভয়াবহ কথা যে সভায় এই জেনারেশন দাঁড়িয়ে থাকার কথা, সেই সভায় তারা নিজের জন্য চেয়ার খোঁজ করে। যেখানে চুপ থাকার কথা, সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে।

সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্ত দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে।

এরা ফার্স্টফুডে আসক্ত। এরা আউটডোর খেলা অপছন্দ করে। এরা ইনডোরে স্বস্তি পায়। নিদৃষ্ট করে বললে মূলত অনলাইন গেম তাদের ফার্স্ট প্রায়োরিটি।

এরা ইতিহাস পড়ে না। সাহিত্য বুঝে না। গান শুনে না। এরা নজরুল চিনে না, রবীন্দ্রনাথ চিনে না, ফররুখ চিনে না। জীবনানন্দ চেনে না। বাঙালি সংস্কৃতি বহু অচেনা প্রসঙ্গ। এরা বই বুঝে না, বই পড়ে না, বই কিনে না৷

এরা নন-স্কিলড। এরা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, গাছে চড়তে জানে না, সাতার কাটতে পারে না। সাগর পাড়ি দেওয়ার সেই দু:সাহসিকতা নাই, পাহাড় কেটে পথ তৈরি করার সেই অদম্য মনোবল নাই। এদের উচ্ছ্বাস নাই। আবেগ নাই। সৎ সাহস নাই। এদের একটাই স্কিল- স্মার্ট ফোন দ্রুত স্ক্রল করতে পারা৷

এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলাবোধ। কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে এরা জানে না। এরা না বুঝে সিনিয়রিটি, না বুঝে জুনিয়িরিটি।

01/11/2024

"দীপাবলির মানেই অন্ধকারের ওপর আলোর বিজয়, মন্দের ওপর ভালোর, এবং অজ্ঞতার ওপর জ্ঞানের প্রতীক।"
যেমন- আনন্দলোকে মঙ্গলালোকে
বিরাজ সত্যসুন্দর II

আসামিদের জন্য বাজারে আসছে ধামাকা সব হাই ইসপিরিটের গাড়ী আর পুলিশের জন্য আসছে নিম্নমানের গাড়ী( নিম্নমানের শব্দটা ব্যবহার ক...
30/10/2024

আসামিদের জন্য বাজারে আসছে ধামাকা সব হাই ইসপিরিটের গাড়ী আর পুলিশের জন্য আসছে নিম্নমানের গাড়ী( নিম্নমানের শব্দটা ব্যবহার করলে জোশ চাঙ্গা করা যায়),

এদেশের জনগণ হলো ভো@দায়। এরা যা বিশ্বাস করে তা পালন করে না, আর যা পালন করে তা বিশ্বাস করে না।

বাহ দেশ উন্নয়নের মহাসড়কে চড়ে পাকিস্তানে যাচ্ছে😄😁

ঢাকায় দিন ৭ আগে 'রয়াল এনফিল্ড' বাইক লঞ্চ হয়েছে। শোরুমের বাইরে বিরাট ভিড়, বাংলাদেশের নানা মিডিয়ায় নানা খবর, ফেসবুক ...
27/10/2024

ঢাকায় দিন ৭ আগে 'রয়াল এনফিল্ড' বাইক লঞ্চ হয়েছে। শোরুমের বাইরে বিরাট ভিড়, বাংলাদেশের নানা মিডিয়ায় নানা খবর, ফেসবুক পোস্টে ভরে গেছে। এমনকি শুনছি ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রি-বুকিংও শেষ।

তবে মজার বিষয় ভারতীয় প্রোডাক্ট বয়কট হলেও রয়াল এনফিল্ডের ক্ষেত্রে ছাড় রয়েছে, কারণ এটা নাকি "আবেগী বাইক"।

রয়াল এনফিল্ড নিয়ে ফেসবুকের একটা পোস্টে দেখলাম। বিস্তর কমেন্ট, রয়াল এনফিল্ডের বৈশিষ্ট নিয়ে এবং এটা যে একটা আলাদা ক্লাসের বাইক সেটা নিয়ে প্রচুর আলোচনা। এর মধ্যেই ওপার বাংলা থেকে কোন হতচ্ছাড়া হঠাৎ কমেন্ট করেছে - "যে বাইক নিয়ে আপনারা এত লাফালাফি করছেন, সেটা দিয়ে আমাদের দেশের গোয়ালারা বাড়িতে বাড়িতে দুধ বিক্রি করে"।

এটা কোন কথা! আমাদের আবেগের কি কোন মূল্য নেই? ওপার বাংলা দাদারা আমাদের নিয়ে সবসময় এমন করে।

ব্যাস, অমনি পোস্টে শ্মশানের নীরবতা। সাধে কি আর লোকে তোমাদের কুচুটে বাঙ্গালি বলে !?
😜🙃😊

৩০০ বছর ধরে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহি 'কুন্ডুবাড়ির মেলা' আয়োজিত হয়ে আসছে। কালীপূজায় প্রতি বছর  মাদারীপুরসহ বৃহত্তর ফরিদপ...
25/10/2024

৩০০ বছর ধরে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহি 'কুন্ডুবাড়ির মেলা' আয়োজিত হয়ে আসছে। কালীপূজায় প্রতি বছর মাদারীপুরসহ বৃহত্তর ফরিদপুর, বরিশাল জেলার বিভিন্নস্থান থেকে লাখো লোকের ঢল নামতো এই মেলায়।

এই বছর থেকে এই মেলা আর হচ্ছে না। ওখানে শিরক হয় সেই অভিযোগে এই মেলা বন্ধ করে দেয়া হয়েছে।

এদের প্রনোদনায় ৩০০ বছরের একটা ঐতিহ্য যা আমাদের ইতিহাসের অংশ তা নিঃশেষ হয়ে গেলো এক লহমায়। মাত্র আড়াই মাসেই এত অর্জন এদের। সংখ্যালঘুরা প্রস্তুতি থাকেন মহাপ্রলয় আসছে।

© Azam Khan

22/10/2024

ভারতীয় মানে কি? অনেকে বলে থাকলে বুড়োর ভীমরতি ধরেছে।

পুরাণমতে বয়স সাতাত্তর বছরের সাত মাসের সপ্তম রাত্রির নাম ভীমরতি, বলা হয়। এ রাতের পর মানুষের জীবনে ভীষণ পরিবর্তন আসে। এ বয়সে অধিকাংশ মানুষ শিশুর মতো অবোধ আবার কাণ্ডজ্ঞানহীন যুবকের মতো নির্বোধ আচরণ শুরু করে।

অর্থাৎ বার্ধক্যজনিত কারণে ছেলেমানুষের মত করা। অতিপ্রৌঢ় কালে যৌবন ফিরে পাবার আকাঙ্ক্ষায় যুবকের মত অবিবেচনাপ্রসূত কিছু আচরণ।

21/10/2024

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) একটি জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড, যা ভারতীয় মোটরসাইকেল বাজারে দীর্ঘদিন ধরে নিজের অবস্থান ধরে রেখেছে।

রয়্যাল এনফিল্ড ১৯৯৪ সাল থেকে একটি ভারতীয় কোম্পানি হয়ে ওঠে, যখন এশার মোটরস (Eicher Motors) এটি অধিগ্রহণ করে। ১৯৭০ এর দশকে রয়্যাল এনফিল্ডের ব্রিটিশ কারখানা বন্ধ হয়ে গেলে এর উৎপাদন সম্পূর্ণভাবে ভারতেই চলে আসে। তখন থেকে রয়্যাল এনফিল্ডের সমস্ত মোটরসাইকেল ভারতে তৈরি হচ্ছে।

রয়্যাল এনফিল্ডের বর্তমান মালিক হলো এশার মোটরস লিমিটেড (Eicher Motors Limited), একটি ভারতীয় বহুজাতিক কোম্পানি। রয়্যাল এনফিল্ডের অধিগ্রহণ ১৯৯৪ সালে এশার মোটরস দ্বারা করা হয়। এশার মোটরসের ম্যানেজিং ডিরেক্টর এবং রয়্যাল এনফিল্ডের সিইও হিসেবে বর্তমানে সিদ্ধার্থ লাল (Siddhartha Lal) কাজ করছেন। তার নেতৃত্বে রয়্যাল এনফিল্ড বিশ্বজুড়ে অত্যন্ত সফল একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

প্রতিমা ভেঙে দেওয়ার পর মা দূর্গার ছবি ব্যানারে প্রিন্ট করে পূজো করা হচ্ছে।লোকেশনঃ গণপাড়া, বিশ্বাসবাড়ি, কাশিপুর, বরিশাল।
11/10/2024

প্রতিমা ভেঙে দেওয়ার পর মা দূর্গার ছবি ব্যানারে প্রিন্ট করে পূজো করা হচ্ছে।

লোকেশনঃ গণপাড়া, বিশ্বাসবাড়ি, কাশিপুর, বরিশাল।

10/10/2024

চট্টগ্রাম পুজা কমিটির হিন্দুগুলি কি মেরুদণ্ডহীন? আমি এই অপদার্থগুলিরেই দায়ী করবো।

১৯৭১ সালের দুর্গাপূজার সময় ভারতবাসীকে পূজার ব্যয় কমিয়ে সেই অর্থ পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়া বাংলাদেশী শরনার্থী ও পশ্চিমবঙ্গের...
09/10/2024

১৯৭১ সালের দুর্গাপূজার সময় ভারতবাসীকে পূজার ব্যয় কমিয়ে সেই অর্থ পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়া বাংলাদেশী শরনার্থী ও পশ্চিমবঙ্গের বন্যার্তদের জন্য দান করার আহবান জানানো হয় দৈনিক পত্রিকায়।

সূত্র : যুগান্তর, ২৪ সেপ্টেম্বর, ১৯৭১
সংগ্রামের নোটবুক

08/10/2024

পাকিস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র এর সাথে দেখা করতে গেছেন তিনি মোদিকে জিজ্ঞেস করলেন কিভাবে তিনি এতো ক্ষমতা আর সাহসের দাপট দেখান।
মোদি হেসে বললেন, “ সবচেয়ে গুরুত্বপুর্ণ হল তোমার আশেপাশে সবসময় বুদ্ধিমান আর চৌকস লোক রাখা”

পাকিস্তানের প্রধানমন্ত্রী বললেন, “কিন্তু আমি কিভাবে বুঝব যে আমার আশেপাশের মানুষজন চালাক?”

মোদি বলেন, “দেখাচ্ছি”
এ বলে তিনি তার সেক্রেটারিকে ডাক দিলেন, “তোমাকে একটা ধাঁধাঁ জিজ্ঞেস করি'' তিনি তাকে জিজ্ঞেস করলেন “আপনার বাবা মা এর একটাই সন্তান, সে আপনার ভাইও না, বোনও না। কে সে?”

সেক্রেটারি হেসে জবাব দিলেন “সে হল আমি”
পাকিস্তানের প্রধানমন্ত্রী খুব অভিভূত হলেন এটা দেখে। তিনি দেশে ফিরে ভাবলেন এটা চেষ্টা করবেন, তিনি তার সেক্রেটারিকে ডাক দিয়ে এই প্রশ্ন করলেন “আপনার বাবা মা এর একটাই সন্তান, সে আপনার ভাইও না, বোনও না। কে সে?”

সেক্রেটারি জবাব দিতে পারলেন না তিনি তার অফিসের সব কর্মচারিকে ডাকলেন
তারাও উত্তর দিতে পারলেন না। তিনি তখন জিজ্ঞেস করলেন তার অর্থমন্ত্রীকে,
তিনিও মাথা চুলকাতে লাগলেন।

অর্থমন্ত্রী গিয়ে পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদেরকে জিজ্ঞেস করলেন এই কথা। “আপনার বাবা মাএর একটাই সন্তান, সে আপনার ভাইও না, বোনও না। কে সে?”
কাদের হেসে জবাব দিলেন “সে হল আমি”
অর্থমন্ত্রী খুশি হয়ে প্রধানমন্ত্রী গিয়ে বললেন, “আমি অনেকক্ষণ চিন্তা করলাম এবং পরে উত্তর খুঁজে পেলাম ধাঁধাঁর”

পাকিস্তানের প্রধানমন্ত্রী বললেন “তাহলে বলুন কে সে?” অর্থমন্ত্রী বললেন “সে হল আমাদের কাদের সাহাব” পাকিস্তানের প্রধানমন্ত্রী হেসে উঠলেন বললেন, “ হয় নি।গাধা... সে হল মোদির সেক্রেটারি।“

08/10/2024

Address

Calcutta Bara Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Sojasapta-সোজা সাপ্টা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sojasapta-সোজা সাপ্টা:

Share