
30/07/2025
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী নীচে দেওয়া হল...
১. রেসিপি ইউনিকোডে ওয়ার্ড ফাইলে লিখতে হবে। ইংরেজিতেও লিখতে পারেন। তবে পিডিএফ বা অন্য কোনও ফরম্যাট গ্রহণযোগ্য নয়।
২. ছবির ফরম্যাট jpg/ jpeg/ png হওয়া বাধ্যতামূলক এবং তা নিজস্ব ছবি হতে হবে। ইন্টারনেট থেকে ডাউনলোড করা ছবি বা ওয়র্ড ফাইলে আট্যাচ করা ছবি পাঠালে এন্ট্রি খারিজ করা হবে।
৪. ছবির গায়ে কোনও ওয়াটারমার্ক থাকলে চলবে না।
৩. উল্লেখিত তারিখের পর পাঠানো রেসিপি বিবেচিত হবে না।
৪. রেসিপি পাঠানোর কোনও সীমিত সংখ্যা নেই। নির্দিষ্ট বিষয়ের উপর একাধিক রেসিপি পাঠাতে পারেন।
৫. রেসিপি বিশদে লিখে পাঠানো জরুরি। রেসিপির নাম, উপকরণ, তাদের পরিমাণ এবং প্রণালী সম্পূর্ণ না হলে তা বিবেচিত হবে না।