16/09/2025
একের পর এক মহিলা কেন খুন হচ্ছিল ? কেনই বা খুনি তাদের খুন করার পর কপালে লিখে দিচ্ছিল 'শ্রী' ? এটা লিখে ঠিক কী বোঝাতে চাইছিল খুনি ? খুনির কি সব মেয়েদের ওপরই রাগ নাকি কোনো এক ধরণের মহিলাকেই সে টার্গেট করছিল ? ক্রাইম ব্রাঞ্চের প্রাক্তন ডিসিডিডি সত্যব্রত রায়চৌধুরীর কাছে যখন কেসটা এলো তখন তথ্য সংগ্রহ করতে করতে বুঝতে পারলো সে যে শুধুই সিরিয়াল কিলিং এর কেস নয় এটা। এর ভেতর রহস্য আছে। কিন্তু কী সেই রহস্য ? সত্যব্রত কি পারবে এই কেসের সমাধান করতে ? নাকি এই সিরিয়াল কিলিং আরো এগোবে। মৃত্যুর কদিন আগে থেকেই অহল্যা দস্তিদার একটু অস্বস্তিতে ছিল। কেন, সে কি বুঝতে পেরে গিয়েছিল যে খুন হতে পারে ? তার অতীত জীবনে কি কিছু ঘটেছিল ? এইসব প্রশ্নের উত্তর পেতে গেলে পড়তে হবে 'অহল্যা মার্ডার কেস'। সত্যব্রত সিরিজের তৃতীয় বই এটা। এই ক্রাইম থ্রিলার বইটিতে আছে রহস্য, রোমাঞ্চ, পুলিশি প্রোসিডিয়র, ফরেনসিক ডিটেলটস যা আশাকরি পাঠকের ভালো লাগবে।
বই - অহল্যা মার্ডার কেস
কলমে - মহুয়া ঘোষ
মুদ্রিত মূল্য - ২২০ টাকা
প্রকাশক - বসাক বুক স্টোর
হোয়াটস্যাপ করে অর্ডার করতে পারেন - 074399 71901