25/02/2025
✔️🕉প্রেক্ষাপটঃ এই অমিয় বাণীতে মানুষের কাছে পরমপিতার আশার কথা জানতে পারি।
🙏জনৈক দাদা--এখন তাহ'লে আপনার ভালই লাগে?
🙏জনৈক দাদা--এখন তাহ'লে আপনার ভালই লাগে?
🔰শ্রীশ্রীঠাকুর--ভাল লাগে পূর্ব্বপুরুষের কথা স্মরণ ক'রে। আমরা তো দেবজাতি, আমরা তো দেবতাই। মঙ্গলমুখী আভিজাত্যবোধ থাকাই ভাল, যদি তার সঙ্গে অন্যকে ছোট ক'রে ভাবার প্রবৃত্তি না থাকে। শান্ডিল্যের সন্তান যদি কাশ্যপকে ছোট মনে করে, মহান প্রত্যেককে যদি নতি জানাতে না শেখে, তাহ'লে কিন্তু হ'ল না। আমাকে যখন কেউ ভগবান বলে তখন আমি ভাবি সেও ভগবান। আমি ভগবান থাকব আর সবাই ছোট হ'য়ে থাকবে, আমি সে ভগবান হ'তে চাই না। কেউ ছোট থাকলে তাকে টেনে লম্বা করব না তার মতো ক'রে? আমার মতন মানুষকেও মানুষ ঠাকুর কয়। তাতেই আমি বুঝি, মানুষের মধ্যে ঠাকুরত্ব এখনও যায়নি। আগে এমন ছিল, বামুন যেখান থেকে হেঁটে যেত সেখানকার ধূলি পর্য্যন্ত তুলে রাখত। ভাবত, তা' কত পবিত্র, তাতে হয়তো কত কল্যাণ হবে মানুষের। আজও মানুষের মাথা থেকে মুছে যায়নি সেভাব। তোমরা দেবতা হ'য়ে ওঠ। মানুষকে দেবতা ক'রে তোল। এই আশাই আমার তোমাদের কাছ থেকে।
★উৎসঃ আঃপ্রঃ ১৯ খন্ড, ১৪ই ফাল্গুন, ১৩৫৬, রবিবার (ইং২৬/২/১৯৫০), পৃ:-৪১, ২য় সংস্করণ, জুন ২০১৪