Satsang Eforum

Satsang Eforum A Devotional YouTube Channel,About SREE SREE THAKUR ANUKUL CHANDRA.

।। সৎ নামের  স্বরূপ প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র ॥একজন প্রশ্ন করলেন---এই (সৎ) নাম কি অন্য ভাষায় নকল হ'তে পারে।  ‌...
16/05/2025

।। সৎ নামের স্বরূপ প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র ॥

একজন প্রশ্ন করলেন---এই (সৎ) নাম কি অন্য ভাষায় নকল হ'তে পারে। ‌ উত্তরে শ্রীশ্রীঠাকুর প্রবলভাবে অসম্মতিসূচক মাথা নাড়লেন। তারপর হেসে বললেন---রাধা যা' সুরতও তাই। যদিও external manifestation (বাহ্যিক প্রকাশ) অনেক রকমই হ'তে পারে। কিন্তু রাধা ও সুরত এক। আর, স্বামী মানে পরমপুরুষ।

(দীপরক্ষী ৫/১১.৮.১৯৫৯)

।। কর্মফলের প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের বাণী ।।কর্মের ফল অমোঘ, তা কেউ এড়াতে পারে না।......আমরা জড়ের মত চলি। আ...
12/05/2025

।। কর্মফলের প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের বাণী ।।
কর্মের ফল অমোঘ, তা কেউ এড়াতে পারে না।......আমরা জড়ের মত চলি। আমরা বেপরোয়া হয়ে জীবনকে অগ্রাহ্য করে চলি ৷ কিন্তু বিধিকে বা দুঃখকষ্টকে, মৃত্যুকে অগ্রাহ্য করতে পারি না। তা হুড়মুড় করে এসে আমাদের ঘাড়ের উপর চাপে।

(আলোচনা প্রসঙ্গে ১৯ খণ্ড, পৃঃ-৪৯)

।। প্রেম ও ভালবাসা ।।   প্রেম ভক্তিরই ক্রমোন্নতি,    ভক্তির গাঢ়ত্বই প্রেম।হৃদয় বিনিময় ভালবাসার একটি লক্ষন ---আর তুমি ...
11/05/2025

।। প্রেম ও ভালবাসা ।।

প্রেম ভক্তিরই ক্রমোন্নতি,
ভক্তির গাঢ়ত্বই প্রেম।
হৃদয় বিনিময় ভালবাসার একটি লক্ষন ---
আর তুমি যদি সেই হৃদয়ই গোপন কর , তবে এ নিশ্চয়ই যে তুমি স্বার্থ ভাবাপন্ন---
তাকে কেবল কথায় ভালবাস ।
---- শ্রীশ্রীঠাকুর

🙏 বন্দে পুরুষোত্তমম্ 🙏

রবীন্দ্র সঙ্গীত অনন্তকাল পছন্দের তালিকায় থাকবে। শুভ জন্মদিন কবিগুরু!❤️বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক    ---বিশ্বকব...
11/05/2025

রবীন্দ্র সঙ্গীত অনন্তকাল পছন্দের তালিকায় থাকবে।
শুভ জন্মদিন কবিগুরু!❤️
বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক
---বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
বিনম্র শ্রদ্ধা ও প্রণাম হে গুরুদেব..........
🙏💐🙏

𝚂𝚊𝚝𝚜𝚊𝚗𝚐  𝙴𝚏𝚘𝚛𝚞𝚖    𝚈𝚘𝚞𝚃𝚞𝚋𝚎 𝙲𝚑𝚊𝚗𝚗𝚎𝚕শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে মহাদেব ও শিবরাত্রি।Video Link👉
03/03/2025

𝚂𝚊𝚝𝚜𝚊𝚗𝚐 𝙴𝚏𝚘𝚛𝚞𝚖
𝚈𝚘𝚞𝚃𝚞𝚋𝚎 𝙲𝚑𝚊𝚗𝚗𝚎𝚕

শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে মহাদেব ও শিবরাত্রি।

Video Link👉

মহাদেব কে? ও শিবরাত্রি কি? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি বললেন? জেনে নিন! 🇼‌🇪‌🇱‌🇨‌🇴‌🇲‌🇪‌ 🇻‌🇮‌🇪‌🇼‌🇪‌....

।। রকমারি বৈশিষ্ট্যের প্রয়োজনীয়তা প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র ।। মানুষ developed (উন্নত) হয়, উন্নত বোধিপরায়ণ হয়,...
26/02/2025

।। রকমারি বৈশিষ্ট্যের প্রয়োজনীয়তা প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র ।।

মানুষ developed (উন্নত) হয়, উন্নত বোধিপরায়ণ হয়, কিন্তু conflict (দ্বন্দ্ব) ও শ্রদ্ধা যদি না থাকে, তাহলে হয় না। একটা জাতি যদি থাকে, বিভিন্ন সম্প্রদায় ও তার রকমারি বৈশিষ্ট্য যদি না থাকে, তবে conflict (দ্বন্দ্ব) হবে না। তাই dull (মূর্খ) হয়ে যাবে সব জাতটা। Becoming (বিবর্দ্ধন) আছে বলেই দুনিয়ায় কখনও এক pattern (ধরন) দেখবেন না। Variety is the father of development, intelligence and adjustment (বৈচিত্র উন্নতি, বুদ্ধি এবং নিয়ন্ত্রণের জনক)। সব একরকম হলে মিসমার হয়ে যাবে।

(আলোচনা-প্রসঙ্গে, ২১ খণ্ড, পৃঃ ১৫, ইং ৪-৪-১৯৫২)

✔️🕉প্রেক্ষাপটঃ  এই অমিয় বাণীতে মানুষের কাছে পরমপিতার আশার কথা জানতে পারি।🙏জনৈক দাদা--এখন তাহ'লে আপনার ভালই লাগে?🙏জনৈক দা...
25/02/2025

✔️🕉প্রেক্ষাপটঃ এই অমিয় বাণীতে মানুষের কাছে পরমপিতার আশার কথা জানতে পারি।

🙏জনৈক দাদা--এখন তাহ'লে আপনার ভালই লাগে?
🙏জনৈক দাদা--এখন তাহ'লে আপনার ভালই লাগে?
🔰শ্রীশ্রীঠাকুর--ভাল লাগে পূর্ব্বপুরুষের কথা স্মরণ ক'রে। আমরা তো দেবজাতি, আমরা তো দেবতাই। মঙ্গলমুখী আভিজাত্যবোধ থাকাই ভাল, যদি তার সঙ্গে অন্যকে ছোট ক'রে ভাবার প্রবৃত্তি না থাকে। শান্ডিল্যের সন্তান যদি কাশ্যপকে ছোট মনে করে, মহান প্রত্যেককে যদি নতি জানাতে না শেখে, তাহ'লে কিন্তু হ'ল না। আমাকে যখন কেউ ভগবান বলে তখন আমি ভাবি সেও ভগবান। আমি ভগবান থাকব আর সবাই ছোট হ'য়ে থাকবে, আমি সে ভগবান হ'তে চাই না। কেউ ছোট থাকলে তাকে টেনে লম্বা করব না তার মতো ক'রে? আমার মতন মানুষকেও মানুষ ঠাকুর কয়। তাতেই আমি বুঝি, মানুষের মধ্যে ঠাকুরত্ব এখনও যায়নি। আগে এমন ছিল, বামুন যেখান থেকে হেঁটে যেত সেখানকার ধূলি পর্য্যন্ত তুলে রাখত। ভাবত, তা' কত পবিত্র, তাতে হয়তো কত কল্যাণ হবে মানুষের। আজও মানুষের মাথা থেকে মুছে যায়নি সেভাব। তোমরা দেবতা হ'য়ে ওঠ। মানুষকে দেবতা ক'রে তোল। এই আশাই আমার তোমাদের কাছ থেকে।

★উৎসঃ আঃপ্রঃ ১৯ খন্ড, ১৪ই ফাল্গুন, ১৩৫৬, রবিবার (ইং২৬/২/১৯৫০), পৃ:-৪১, ২য় সংস্করণ, জুন ২০১৪

🌼🌼🌼🪷🪷🌼🌼🌼পাখী পুষলে তাকে খেতে দিতে হয়। খাঁচায় পুরে রাখলেই তাকে পোষা হয় না। খেতে না দিলে ঐ খাঁচাতেই লয় হ'য়ে যায়। পাখীটা কী...
24/02/2025

🌼🌼🌼🪷🪷🌼🌼🌼

পাখী পুষলে তাকে খেতে দিতে হয়। খাঁচায় পুরে রাখলেই তাকে পোষা হয় না। খেতে না দিলে ঐ খাঁচাতেই লয় হ'য়ে যায়। পাখীটা কী জানিস্? যেটা তোর ভিতর আছে। তাকে খেতে দিতে হয় কী জানিস্? ঐ নাম। তা' না দিলে ঐ খাঁচাই সই হ'য়ে খাবে।

- শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

জয়গুরু সকলকে🙏Satsang Eforum YouTube Channel এতে শুনুন , শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিবাহ ও ডাক্তারের শিক্ষা ।ভিডিও...
23/02/2025

জয়গুরু সকলকে🙏

Satsang Eforum YouTube Channel এতে শুনুন , শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিবাহ ও ডাক্তারের শিক্ষা ।

ভিডিওটির লিংক নিচে দেওয়া হল 👇

https://youtu.be/6LIX7rZ73Rg

প্রবৃত্তি তোমাকে সেবা করুক—                     বাঁচায়, বাড়ায়,    তুমি বেহাতি হ'য়ে প'ড়ো না তা'তে,         সেবা করতে যেও ...
22/02/2025

প্রবৃত্তি তোমাকে সেবা করুক—
বাঁচায়, বাড়ায়,
তুমি বেহাতি হ'য়ে প'ড়ো না তা'তে,
সেবা করতে যেও না তা'দের,
সামর্থ্যের অধিকারী হবে।
— শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র

শাশ্বতী, বাণী সংখ্যা - ৩২১

#শাশ্বতী

খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে। 🤍☮️
21/02/2025

খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে। 🤍☮️

Address

Calcutta Bara Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Satsang Eforum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Satsang Eforum:

Share

Category