10/07/2025
"কুসংস্কার - অন্ধবিশ্বাস: কে*ড়ে নিলো ৫ জনের প্রাণ"
-----------------------------------------------------------------------------
৭ জুলাই ২০২৫, সোমবার - বিহারের পূর্ণিয়ায় ডাইনি অপবাদ দিয়ে একই - পরিবারের ৫ জন সদস্যকে পু*ড়ি*য়ে কনৃ*শংস*ভাবে হ*ত্যা করা হয়। এই ঘটনার জেরে পুলিশ গ্রেপ্তার করেছে ৩ জনকে। পূর্ণিয়ার এসডিপিও পঙ্কজ কুমার শর্মা জানান যে ষোল বছর বয়সি একটি ছেলে থানায় ফোন করে অভিযোগ করে যে রবিবার রাতে তাঁদের বাড়িতে হামলা হয়। কয়েকজন তাঁদের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করেন এবং ৫ জন সদস্যকে জ্যান্ত পু*ড়ি*য়ে মে*রে ফেলেন। মৃ*ত ব্যক্তিদের নাম সীতা দেবী, মনজিৎ ওরাওঁ, বাবুলাল ওরাওঁ, কাতো দেবী এবং রানি দেবী।