Bong Memes

Bong Memes মুখ পুস্তিকায় সমগ্র বং দের লাইক করতেই হবে- " বং মিমস্ " । বংয়ে , ঢং য়ে, থাকুন সঙ্গে

18/07/2025
02/07/2025

আমেরিকার স্যাটেলাইটে ভয়ংকর এক অদ্ভুত রকমের দৃশ্য ধরা দিয়েছে।😰
পৃথিবীর কোন এক জায়গায় অসংখ্য নক্ষত্রের মত কিছু একটা দেখা যাচ্ছে।
যেগুলো রাতের আলোয় ঝিকিমিকি ঝিকিমিকি করছে।
লোকেশন চেক করে নাসার বিজ্ঞানীরা দেখলো লোকেশনটা বাংলাদেশের।

তৎক্ষনাত রহস্য উদঘাটনে বিমান নিয়ে বেরিয়ে পরল বাংলাদেশের উদ্দেশ্যে।
বাংলার আকাশের কাছাকাছি পৌঁছে দৃশ্য আরো ক্রমশ প্রকাশ্য হচ্ছে।
সত্যিই তো এগুলো কি? নক্ষত্র?
এত কাছাকাছি এতগুলো নক্ষত্র কিভাবে থাকতে পারে?
তারা এর নাম দিল নক্ষত্রপুঞ্জ।
তাদের মাঝে গুটিকয়েক আবার আলাদা।
তারা শুধু সাদা আলো নয় বিভিন্ন রকমের আলো প্রদর্শন করছে।
কখনো হলুদ, কখনো লাল কিংবা কখনো নীল।
এগুলো নক্ষত্র নাকি এলিয়েনরা তাদের গ্রুপ নিয়ে একযোগে আক্রমন করছে বাংলাদেশে?
কিছুতেই বুঝতে পারছে না নাসার মহাপরিচালক।
চিন্তায় মাথা নষ্ট হয়ে গেছে।

তারা একটু দূর থেকেই সবকিছু লক্ষ্য করতে লাগল।
হঠাৎ দেখল একটা আলো ধীরে ধীরে পতিত হচ্ছে পৃথিবীর মাটিতে।
একি?
এটা কোন উল্কাপিন্ড তো নয়?
তাহলে তো সর্বনাশ।

নাসার মহাপরিচালক সঙ্গে সঙ্গে প্রেস মিটিং করে সবাইকে জানিয়ে দিল।

পৃথিবী ধ্বংসের মুখে।
এখান থেকে রেহায় পাওয়ার কোন উপায় নেই।
ধ্বংস অনিবার্য।
পৃথিবীর এ মাথা থেকে ও মাথা খবর ছড়িয়ে পরল বিদ্যুত গতিতে।

এত টাকা পয়সা দিয়ে কি হবে?
বিল গেটস তার সব সম্পত্তি বিলিয়ে দিল গরিবদের মাঝে।

জেলে রাখা সকল ভয়ংকর অপরাধীদেরকেও মুক্ত করে দেওয়া হল।
যার যা মন চাচ্ছে শেষ বারের মত খেয়ে নিচ্ছে সবাই।

কেউ কেউ তার ভালোবাসার মানুষটাকে জরিয়ে রেখেছে শক্ত করে,
মরলে একসাথে মরবে।
শেষ চুমুটা খেয়ে নিল কপালে।

ট্রাম্প ফোন করল কিম জং উন কে।
ফোন দিয়ে বলল- ভাইরে-ভাই এত অস্ত্র, শস্ত্র দিয়ে কি হবে?
আজ থেকে কোন শত্রুতা নয়, আজ থেকে আমরা ভাই ভাই।

চীনের প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে ক্ষমা চাইল।
লাদাখ ফিরিয়ে দিল তাদেরকে।
এদিকে নিউজটা বিদ্যুত গতিতে ছড়িয়ে পরেছে বাংলাদেশে।

সাবেক এমপি শামীম ওসমান তার ফ্যামিলি নিয়ে রওনা দিয়েছে মসজিদের উদ্দ্যেশ্যে।
যেয়ে দেখে মসজিদে কোন জায়গায় নেই।
তার আগেই কানায় কানায় পূর্ন হয়ে গেছে লোকসমাগমে।
সাকিব আল হাসান নাফিসা কামালের সাথে তার পরকীয়ার কথা স্বীকার করেছে, তাকে ক্ষমাও করে দিয়েছে তার বউ শিশির।
সবাই সব পাপ কর্ম স্বীকার করে ক্ষমা চেয়ে নিচ্ছে একে অপরের কাছে।
মাহফুজুর রহমান তার সর্বশেষ গানের এলবাম প্রকাশ করে দিয়েছে,এই প্রথম তার গানের প্রশংসা করছে দেশবাসি।
কেউ কোন ট্রোল করে নি।

জাফর ষাঁড়ও জাতির উদ্দেশ্য ভাষন দিয়ে ক্ষমা চেয়ে নিলো রাজাকার বলে বিদ্রুপ করা তার ছাত্রদের কাছে।
সবাই ক্ষমা করে দিলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাফর ষাঁড়কে ক্ষমা করেনি।

এদিকে নাসার মহাপরিচালক কৌতুহল সংবরণ করতে না পেরে এবার ভীতসন্ত্রস্ত হয়ে ধীরে ধীরে এগুতে লাগলো।
একটু কাছে এসেই টেলিস্কোপ চোখে দিতেই দেখল-

তারা যেগুলোকে নক্ষত্র ভেবেছিল সেগুলো আসলে কোন নক্ষত্র নয়।
কোন উল্কাপিন্ড পতিত হচ্ছিল না মাটিতে।
এটা বাংলার দামাল ছেলেরা রাতের বেলায় (এক ধরনের ঘুড়ি) লাইট লাগিয়ে উড়াচ্ছিল।
একটা কয়রা সুতা গুছিয়ে নিচে নামানোর দৃশ্যই তারা ভুলে উল্কাপিন্ড মনে করে গুজব ছড়িয়েছে।
নাসার মহাপরিচালক প্রেসের সামনে কান ধরে শপথ নিল, বেঁচে থাকতে আর কখনো বাংলাদেশের কোন রহস্য উদঘাটনে আগ্রহ দেখাবে না কোনদিন।😁
🙉🙉🙉
~গুজব সব গুজব।
😃

Address

Calcutta Bara Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bong Memes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share