25/07/2025
বিপদ বাড়লো ভারতীয় দের! ট্রাম্পের কড়া বার্তা: আর ভারত থেকে নিয়োগ নয়, কর্মসংস্থান হোক আমেরিকানদের গুগুল-মাইক্রোসফ্ট সহ মার্কিন প্রযুক্তি সংস্থাগুলিকে আত্মনির্ভরতার নির্দেশ দিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই উদ্বেগ ছড়িয়েছে ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পে। আগামী দিনে মার্কিন নীতির রূপ বদলে গেলে তার প্রভাব যে ভারতের ওপর পড়বে, তা বলাই বাহুল্য।
ওয়াশিংটনে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) শীর্ষ সম্মেলনে চাঞ্চল্যকর মন্তব্য করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সাফ বার্তা, “ভারত থেকে আর নিয়োগ নয়, বরং নিজেদের দেশে চাকরি তৈরি করুক মার্কিন প্রযুক্তি সংস্থাগুলি।”
গুগ্ল ও মাইক্রোসফ্টের মতো শীর্ষস্থানীয় সংস্থাগুলির উদ্দেশে ট্রাম্প বলেন, “চিনে কারখানা তৈরি বা ভারত থেকে তথ্যপ্রযুক্তি কর্মী আনার বদলে এখন সময় এসেছে আমেরিকার অভ্যন্তরেই কর্মসংস্থানের প্রসারে মনোযোগ দেওয়ার।” তাঁর অভিযোগ, প্রযুক্তি ক্ষেত্রের ‘বিশ্বায়নের মানসিকতা’ দেশের অভ্যন্তরে কর্মসংস্থানকে দুর্বল করে তুলছে এবং বহু মার্কিন নাগরিক নিজেদের বঞ্চিত বোধ করছেন।
ট্রাম্পের আরও দাবি, এই সংস্থাগুলি আমেরিকার স্বাধীনতার সুবিধা নিয়েই ব্যবসা করে বিপুল মুনাফা অর্জন করছে, কিন্তু সেই মুনাফার একটা বড় অংশ বিনিয়োগ হচ্ছে বিদেশে। “একদিকে ভারত থেকে কর্মী নেওয়া হচ্ছে, অন্যদিকে আয় করছেন আর আয় জমা হচ্ছে আয়ারল্যান্ডে। এটা মেনে নেওয়া যায় না,” মন্তব্য ট্রাম্পের।
তিনি স্পষ্ট জানান, “আমার নেতৃত্বে এমনটা আর চলবে না। এখন সময় এসেছে প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে দেশপ্রেম ও জাতীয় আনুগত্যের চেতনা জাগিয়ে তোলার। আমরা চাই আপনারা আমেরিকাকেই অগ্রাধিকার দিন।”
এই শীর্ষ সম্মেলনে ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক তিনটি নতুন নির্বাহী আদেশেও সই করেন, যার মাধ্যমে ভবিষ্যতে মার্কিন প্রযুক্তি সংস্থাগুলির কার্যপ্রণালী আরও নিয়ন্ত্রিত হতে পারে।
এদিকে ট্রাম্পের এই বক্তব্যে স্বাভাবিক ভাবেই চিন্তার ভাঁজ ভারতের প্রযুক্তি মহলে। কারণ, গুগ্ল, মাইক্রোসফ্টের মতো প্রথম সারির সংস্থাগুলিতে কাজের সুযোগ ভারতের হাজার হাজার মেধাবী কর্মীর স্বপ্ন। মোটা বেতন, আন্তর্জাতিক মানের কাজের পরিবেশ ও সম্মানের হাতছানিতে অনেকেই জীবন গড়তে চান এসব সংস্থার হাত ধরে। কিন্তু ট্রাম্পের বার্তা— সেই স্বপ্নের পথ হয়তো এবার কঠিন হতে চলেছে।